বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @srshelly0399
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম শেলি। তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সি এস ই তে অধ্যায়নরত আছেন। ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসেনন তিনি। নতুন কিছু শিখতে এবং জানতে ভালোলাগে তার। ঘুরতে আর খেতে খুব ভালোবাসেন।অবসর সময় পেলেই ছবি আঁকেন। তিনি বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেভেল ফোর এ উন্নীত হয়েছেন এবং অনেক কোয়ালিটি ফুল পোস্ট করে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
"চা এবং কলম দিয়ে আঁকা ক্রিকেট খেলার দৃশ্য" by @srshelly0399 (Date: ১০-১২-২০২৪)
আজ একটি ভিন্ন ধরনের ড্রয়িং দেখলাম। আজ যখন ফিচার পোস্ট বাছাই করছিলাম তখন অন্য ধরনের একটি ড্রইং আমার চোখে পড়ে, আসলো চা এবং কলম দিয়েও যে চমৎকার কিছু ড্রইং উপস্থাপন করা যায় এই পোস্টটা না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না। আমি নিজেও বর্তমানে অনেক ড্রয়িং করি এবং নতুন নতুন ড্রয়িং গুলো দেখতেও আমার অনেক ভালো লাগে। তবে এটা একটা নতুনত্ব বিষয় ছিল যেটা অনেকেই করতে পারেন না। তবে এই আপু খুব চমৎকার ভাবেই কিন্তু তার ট্যালেন্ট দেখিয়েছেন এই ড্রইং এর মাধ্যমে।
নিঃসন্দেহে এসব ড্রইং করতে প্রচুর মেধা পরিশ্রম এবং সময়ের প্রয়োজন হয়। যা আপু সবকিছু দিয়েই অনেক চমৎকার ভাবে কে ড্রইং ফুটিয়ে তুলেছেন। চায়ের মাধ্যমে একটি দাগ করে সেই দাগের ভিতর চমৎকার একটি ক্রিকেট খেলা দৃশ্য অঙ্কন করাটা মুখের বিষয় নয়। সেটাও আবার কলম দিয়ে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পেন্সিল ব্যবহার করি কিন্তু আপু কলম ব্যবহার করেছেন তাহলেই বুঝতে পারা যায় আপু এই বিষয়ে কতটা পারদর্শী।
তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এসেছেন খুব বেশিদিন হয়নি। তবে এই কয়েকদিনের মাথায় তার কোয়ালিটি ফুল পোস্টগুলো আমাদের সকলের নজর কাটছে এবং তার পোষ্টের কোয়ালিটি অনেকটাই উন্নত হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই সব কিছু বিষয় মিলেই আজকে আমার এই পোস্টটি বেশ দারুন লেগেছে বিধায় এই পোস্টটি ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।
আমার এই বোনটা বাংলা ব্লগে ঢোকার জন্য অনেকদিন ধরেই আমাকে জোরাজোরি করতেছিল।আমি ওর ওপর বিশ্বাস রাখতে পারছিলাম না, যে ও ঠিকমতো কাজ করতে পারবে।অবশেষে অনেক জড়াজড়ি করার পর আমি রাজি হলাম এবং ওকে আমাদের পরিবারের একজন সদস্য করে নিলাম।শুরু থেকেই ওর পোস্ট গুলো দেখে আমি অনেকটা অবাক হয়েছি। আমার থেকে তেমন হেল্প নেয়নি, তারপরেও ওর পোস্টগুলোর কোয়ালিটি অনেক ভাল ছিল।যা আমাকে অবাক করেছিল।এখন প্রত্যেকটা লেভেল পার করে আসার পর দেখি অনেক বেশি উন্নত করেছে।এবং খুব অল্প সময়ের মধ্যেই কমিউনিটিতে ভালো একটি জায়গা করে নিতে পেরেছে। @srshelly0399 তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ভাইয়া এখানে ভুলে আপনি গতকালকের শাপলা আপুর পোস্টের স্ক্রিনশট দিয়ে দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ড্রয়িং সত্যি অনেক চমৎকার ছিল। আর আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে। চা এবং কলম দিয়ে শেলী আপু অনেক সুন্দরভাবে এই ড্রয়িংটা করেছে। এটার প্রশংসা সত্যি করতেই হচ্ছে। ধন্যবাদ এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখে সত্যি দারুন লেগেছে। আর আর্ট খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। অসাধারণ লেগেছে আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই ফিচারড আর্টিকেলে শেলি আপুর পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শেলি আপুর এত সুন্দর আইডিয়া আর দক্ষতা মূলক কাজ দেখে জাস্ট মুগ্ধ হলাম। দৃশ্যটাকে তিনি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বিগত সপ্তাহের পোস্ট গুলোর মধ্যে আগেরটা রয়েছে, এটা আশা করি দেখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচার্ড আর্টিকেলে শেলি আপুর ড্রয়িং পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।এত সুন্দর ভাবে ড্রয়িং করেছে জাস্ট দক্ষতা দেখে মুগ্ধ হলাম। দৃশ্যটা দেখতে যেমন আকর্ষণীয় লাগছে তেমনি দৃশ্যটি ফুটিয়েও তুলেছেন। অনেক ধন্যবাদ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@srshelly0399 আপুর আর্ট গুলো সবসময়ই খুব ভালো লাগে। তিনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন। উনার আর্টের ফিনিশিং খুব সুন্দর হয়। আজকের এই আর্ট খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit