"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫১৯ [তারিখ : ১৭-১২ - ২০২৪]

in hive-129948 •  5 days ago 

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @mohinahmed


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ মহিন আহমেদ। জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- আর্ট করা, গান গাওয়া , ফটোগ্রাফি করা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২২ সালের জুন মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

111.png

222.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovRHAWxjSEkqa7umAkKpvTTtxT2LFCwVG8jxAJkvVKG1KdyhEhCwkHTAsnmNb9RJgmA3sndyAYV8mUXVDWbiKePyQ.jpeg

"রেসিপি পোস্ট 🍲শোল মাছের মজাদার ভুনা রেসিপি তৈরি🍲 by @mohinahmed (date 17.12.2024 )

প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো। আপনারা অনেকেই জানেন যে, আমি মাঝেমধ্যে বাসায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। যাইহোক আমার এক আত্মীয়ের বাসা থেকে দুটি শোল মাছ সহ বেশ কিছু মাছ পাঠিয়েছিল। মাছগুলো মূলত তাদের বাসার পুকুর থেকে ধরেছিল। শোল মাছ আমার ভীষণ পছন্দ। তাই আমি শোল মাছ এবং টমেটো দিয়ে মজাদার ভুনা রেসিপি তৈরি করেছিলাম। রেসিপিটা খেতে এককথায় দুর্দান্ত লেগেছিল। শোল মাছ গুলো সাইজে ততটা বড় না হলেও, খেতে খুবই সুস্বাদু লেগেছিল। সবমিলিয়ে রেসিপিটা খেতে সত্যিই দারুণ লেগেছিল। তাছাড়া রেসিপির কালারটাও খুব সুন্দর এসেছিল। যাইহোক আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারেন। রেসিপিটা আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। --


আজকের ফিচার্ড পোস্ট বাছাই করতে গিয়ে দারুন দারুন পোস্ট দেখতে পেয়েছিলাম। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই পোস্টটি দারুণ লেগেছিল। মহিন ভাই দারুণ একটি রেসিপি শেয়ার করেছিল যা দেখতে বেশ লোভনীয় লাগছে। এছাড়াও তিনি তার পোষ্টের মধ্যে রেসিপি তৈরি করার ধাপগুলো অনেক চমৎকার ভাবে বর্ণনা করেছেন, এছাড়াও তার উপস্থাপনা অসাধারণ ছিল। আসলে রেসিপি করা কিন্তু মুখের বিষয় নয়। এখানে অনেকটাই কল্পনার বিষয় রয়েছে। আমি কেমন রেসিপি তৈরি করব সে বিষয়টা আগে চিন্তাভাবনা করতে হয় এবং সেই বিষয়ে অনুযায়ী আমার কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো অ্যারেঞ্জ করতে হয়, পরবর্তীতে সেই চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করতে হয়। যে বিষয়টি মহিন ভাই অনেক চমৎকার ভাবেই আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন।

মহিন ভাই এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং, আর্ট পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

তার পুরো পোস্ট পড়ে অনেক মুগ্ধ হয়েছি এবং আমার কাছে ওনার সবকিছুই অনেক ভালো লেগেছিল। তবে এই রেসিপিটা তৈরি করতে বেশ সময় লেগেছে এবং অনেক ধৈর্যের সাথে কাজ করে যেতে হয়েছে, এছাড়াও এর আগে যখন রেসিপি তৈরি করতে গিয়েছিল তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সেগুলো ওভারকাম করেই তিনি এই পোস্টটি তৈরি করেছেন। সবদিক থেকেই এই পোস্টটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, তাই এই পোস্টে আজকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovRHAWxjSEkqa7umAkKpvTTtxT2LFCwVG8jxAJkvVKG1KdyhEhCwkHTAsnmNb9RJgmA3sndyAYV8mUXVDWbiKePyQ.jpeg

ছবিটি mohinahmed মহিন ভাই থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার এই রেসিপি পোস্টটি আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে, যা দেখে ভীষণ ভালো লাগলো। শোল মাছ আমার খুবই পছন্দ। সবমিলিয়ে রেসিপিটা দারুণ লেগেছিল খেতে। যাইহোক এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

কিছুক্ষণ আগে মহিন আহমেদ ভাইয়ার এই পোস্ট পড়ে কমেন্ট করেছিলাম। তিনি সত্যি অনেক লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। উনার তৈরি করা এই রেসিপিটা দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আর এই পোস্টটা কে ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো।

মহিন আহমেদ ভাইয়া কে অভিনন্দন। তার পছন্দের মাছ এর রেসিপি রান্না করে আজকের ফিচার্ড আর্টিকেল এ স্থান পেয়েছেন। এ তো ডাবল খুশী! 😃😃
ভাইয়ার শোল মাছের রেসিপি পোস্ট টি আজকের ফিচার্ড আর্টিকেল এ দেখে বেশ ভালো লাগলো।

মহিন আহমেদ ভাইয়ের তৈরি করা এত লোভনীয় এবং মজাদার একটা রেসিপি পোস্ট দেখে অনেক ভালো লাগলো। শোল মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর শোল মাছের এরকম ভুনা করলে আরো ভালো লাগে খেতে। উনার এই রেসিপি পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

মহিন আহম্মেদ ভাইয়া খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। ভাইয়া সবসময়ই খুব মজাদার ও লোভনীয় রেসিপি শেয়ার করেন। আজকের শোল মাছের এমন লোভনীয় রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। উপস্থাপনা বেশ লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @mohinahmed ভাইয়ার রেসিপি পোস্ট সিলেক্ট করার জন্য।

মহিন ভাই আজকে শোল মাছের যে ভুনা রেসিপি শেয়ার করেছে, তা দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সেই সুস্বাদু এবং লোভনীয় রেসিপির পোস্টটি আজকে ফিচার্ড আর্টিকেল হিসেবে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ফিচারড আর্টিকেলে মহিন ভাইয়ের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। বেশ লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপিটি দেখেই লোভ লেগে গেল। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।