"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৫৯ [ তারিখ : ৩০.০১.২০২৫ ]

in hive-129948 •  8 days ago  (edited)

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @aongkon


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখক: - অংকন বিশ্বাস, জাতীয়তা: বাংলাদেশি। স্টিমিট আইডি @aongkon। বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন। ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে এবং ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করেন।২০২২ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000088865.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000088863.jpg

বান্দরবান ট্যুর প্লানিং মিটিং। by @aongkon (৩০/০১/২০২৫)

আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ভ্রমন প্রিয় একজন মানুষ ভ্রমণ করতে সবথেকে বেশি পছন্দ করি। প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানগুলোতে ভ্রমণ করা আমার নেশা। আমাদের কুষ্টিয়ার গ্রুপে যারা আছি সবাই ভ্রমণ করতে ভীষণ পছন্দ করি। আর এই গ্রুপের সবাই আমরা মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি। গত বছর আমরা বান্দরবান কক্সবাজার এবং সিলেটের ভ্রমণ করেছিলাম। এ বছরে আমরা বান্দরবান ট্যুর প্লানিং মিটিং করেছি আমাদের সেই মিটিং এর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।---


আমার মনে হয় কোথাও ঘুরতে যাওয়ার থেকে ঘুরতে যাবার পরিকল্পনা করাটা বেশি কঠিন। আমি অন্তত যে কবার এদিক-ওদিক ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি ততবার তাই টের পেয়েছি। যখন একা যাই তখন বিষয়টা যতটা সহজ থাকে, একটা গ্রুপের সাথে বা বেশ কয়েকজন মানুষের সাথে যাওয়া হলে সেটা ততটাই কঠিন। কারণ একেক জনের একেক জিনিস পছন্দ, তাই সবার পছন্দ মাথায় রেখে ট্যুর প্ল্যান করা কঠিন। তাছাড়া বিভিন্ন প্রয়োজনীয়তা অনুযায়ী ট্যুরকে সম্পূর্ণরূপে ঠিক করার পর ঘুরতে গিয়ে হয় বেগড়বাই। মূল গন্তব্যে পৌঁছে প্ল্যানিংয়ের সব উবে গিয়ে এলোমেলো ব্যাপার হয়। ঘুরতে আমিও পছন্দ করি তবে, আমার সবচেয়ে বেশি পরিশ্রম হয় ঘুরতে যাওয়ার আগে সেখানকার স্পট সার্চ করা।

আমার বাংলা ব্লগ স্ক্রল করতে গিয়ে অঙ্কন ভাইয়ের ব্লগটা নজরে এলো। একটু উৎসুকতার সাথে খুলে বসলাম। উনি আগেও বেশ কিছু জায়গায় ট্যুর করেছেন সেটা নিয়ে দুর্দান্ত সব পোস্ট পেয়েছি, সেইখান থেকে ওনার নতুন যাত্রা স্থল কোথায় সেটা জানবার ইচ্ছা নিয়ে পোস্টে ঢুকে পড়লাম। তার পোস্টে ঢুকে কয়েকটা বিষয় দেখে বেশ আনন্দ পেয়েছি। প্রথমত জায়গাটা খুবই সুন্দর। আর মাঠের মাঝখানে, সরষে ফুলের গন্ধ নাকে নিয়ে ঘুরতে যাওয়ার ট্যুর প্ল্যান করতে কতটা ভালো লাগতে পারে সেটা বুঝতেই পারছেন। আরেকটা বিষয় আমাকে বেশি আশ্চর্য করেছে তা হলো মাঠের ঠিক মাঝখানে থাকা কার্লভাট। সেই জায়গায় কার্লভাট এর কতটুকু প্রয়োজন, আপনারা যদি বুঝতে পারেন তাহলে জানান।


1000088863.jpg

ছবিটি @aongkon ভাইয়ের ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Banner 3 years.png

Banner PUSS0.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অংকন ভাই পোস্টটি আমার দেখা হয়েছে। ভাইয়ের পোষ্টের কোয়ালিটি এবং বর্ণনাগুলো খুব সুন্দর সহজ ভাষায় লেখা। ট্যুরে যেতে গেলে আগে সবকিছু ঠিকঠাক করে দিতে হয়। দিনে ট্যুরে যাওয়ার আগে বন্ধুদের সাথে এর প্ল্যানিং করেন এটা ট্যুরে যাওয়ার আগের গুরুত্বপূর্ণ ধাপ। আমার মনে হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ পোস্ট তাই ফিচার্ড পোস্ট হিসেবে সিলেক্ট করা একদম পারফেক্ট।

আপু ট্যুরে যাওয়ার আগে সঠিক প্লানিং এর প্রয়োজন আছে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আজকের এই ফিচারড আর্টিকেলের অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই পোস্টটি ফিচার্ডে দেখে। অংকন ভাইয়ার পোস্টের একটিভিটিস খুব ভালো ছিল। অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ফিচার্ড আর্টিকেলে অঙ্কন ভাইয়ের বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে মন কাড়ে আমাদের।উনার পোস্টটি যদিও আমার পড়া হয়নি তবে পোস্টটি চেষ্টা করব পড়ার জন্য। ধন্যবাদ দারুন একটি পোস্ট ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাদের সবার মন কেড়ে নেয়। মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

যথেষ্ট সুন্দর একটি পোস্টকে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করা হয়েছে। অংকন ভাইয়ের বান্দরবান ট্যুর এর প্ল্যানিং করা এই পোস্টটি আমি পড়েছিলাম। ফটোগ্রাফি ,পোস্ট এর বিবরণ এবং মার্ক ডাউন সহ প্রত্যেকটা বিষয় খুবই গোছালো ছিলো। ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার একটি পোস্টকে ফিচার পোস্ট হিসেবে মনোনীত করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

দারুন একটি ফিচারড আর্টিকেল নির্বাচন করলেন। কারণ এই টিমটা বেশ চমৎকার বলা যায়। ওনারা সবাই মিলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। এই ধরনের একসাথে ভ্রমণ করার মজা ভিন্ন ধরনের আনন্দ রয়েছে। তাদের ভ্রমণের পোস্ট গুলো দেখলে বেশ ভালো লাগে। চমৎকার একটি ফিচারড আর্টিকেল নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।

সত্যি বলেছেন আপু আমাদের কুষ্টিয়ার গ্রুপটা অনেক মজা করে থাকি। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

আর পোস্ট ফিচারড আর্টিকেলের জন্য মনোনীত সেটা দেখে অনেক খুশি হয়েছি। মাটির ভিতরে কালভার্টের উপরে বসে বান্দরবান ট্যুর প্লানিং মিটিং বেশ ভালই হয়েছিল। এই জায়গাতে কয়েক বছর আগেও কালভার্টের প্রয়োজন ছিল তখন জায়গাটা অসমতল ছিল। কিন্তু এখন চাষাবাদের কারণে জায়গাটা আস্তে আস্তে সমতল হয়ে গেছে আর কালভার্ট অপ্রয়োজনীয় হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে ট্যুর প্ল্যানিং এর মিটিং করার জন্য এই কালভার্ট প্রয়োজনীয় ছিল।

অংকন ভাইয়ার এই পোস্টটা সত্যি খুব সুন্দর ছিল। আর আমার কাছে তো এই পোস্টটা ফিচার্ডে দেখেই অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়ার এই পোস্টটা ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য। ভাইয়াকে অনেক অনেক অভিনন্দন জানাই।