গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৫২৬ তম রাউন্ড শেষে আজ ৩ ডিসেম্বর ২০২৪, ৫২৭ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@selina75
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@selina75
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ সেলিনা আখতার শেলী । জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে গৃহিনী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকেন। ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা তার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি তার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে গর্বিত মনে করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
রেসিপিঃতালের কেক। (তারিখ: 26.12.2024 )
পৃথিবীর প্রত্যেকটা জাতির মধ্যে বেকারি খাবারের নানান ভিন্নতা রয়েছে। ইউরোপীয় ধারার মধ্যে শীতকালীন সময়ে যখন ক্রিসমাস আসে তখন তারা নানান ধরনের বেকারির খাবার দাবার খেয়ে থাকে। সেভাবেই শীতে এলে আমরা পিঠেপুলি নিয়ে মেতে উঠি। পৃথিবীর যেখানেই থাকুন না কেন, বেকারির খাবার-দাবারের প্রতি মানুষের ঝোঁক সব জায়গাতেই সমান সেটা অনস্বীকার্য। আজ সেরকম এক বেকারির খাবারের পোস্ট আমি ফিচার্ড হিসেবে বেছে নিয়েছি।
আসলে গতকাল ছিল ক্রিসমাস। আর ক্রিসমাসের এই সময়টাতে প্রচুর পরিমাণে কেক পাওয়া যায়। বিশেষ করে প্লাম কেক এবং মিক্স ফ্রুট কেকের চাহিদা প্রচুর। সেই সময়ে যখন এক দেশীয় উপাদানের কেক আপনি দেখতে পাবেন তখন, সেটা কি না বেছে পারা যায়? মূলত আজ আমার বাংলা ব্লগ স্ক্রল করছিলাম তখন @selina75 এর সুন্দর পোস্টটি নজরে আসে। দেশীয় উপাদান এবং বিদেশী রন্ধন প্রণালী। দুই মিলিয়ে দারুন এক রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সেলিনা আপুর পোস্টটি দেখা হয়েছে দেখে আমার অনেক ইউনিক লেগেছে কারণ অনেক কেক বানাতে দেখেছি এবং নিজেও অনেক কেক বানিয়ে খেয়েছি। তাই বলে তালের কেক! তার সৃজনশীলতার তারিফ করতে হয়।একদম ঠিক পোস্ট নির্বাচন হয়েছে ফিচার্ড পোস্ট হিসাবে!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ আনন্দিত হয়েছি আজকে আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত করার জন্য। প্রতিনিয়ত চেস্টা করছি নতুন নতুন রেসিপি শেয়ার করতে। আর যখন কাজের স্বীকৃতি দেয়া হয় তখন নতুন নতুন কাজ করার আগ্রহ তৈরি হয়। চেস্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার। ধন্যবাদ আমার পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেলিনা আপুর এই পোস্ট ফিচার্ডে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপু অনেক মজাদার ভাবে তালের কেক তৈরি করেছে। আপুর তৈরি করার তালের কেক থেকে তো আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছিল। ঘরোয়া ভাবে কোনো কিছু তৈরি করলে তা অনেক স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই ফিচারড আর্টিকেলে এত সুন্দর একটা রেসিপি পোস্ট দেখে আমার অনেক ভালো লেগেছে। এই রেসিপিটা দেখতে খুব সুস্বাদু মনে হচ্ছে। ঘরোয়া ভাবে কেক তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। সেলিনা আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করলেন, এজন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তেল ছাড়া দারুন সুন্দর কেক তৈরি করেছেন আপু। তাই এত সুন্দর একটি রেসিপি কে ফিচার পোস্ট হিসেবে নির্বাচন করা একদম সঠিক সিদ্ধান্ত। বর্তমান সময়ে তেল ছাড়া রান্না শরীরের জন্য ভালো। আর আপু ঠিক তেমনি একটি রেসিপি আমাদেরকে উপহার দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচার্ড আর্টিকেলে সেলিনা আপুর নামটি দেখে অনেক ভালো লাগল। ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit