গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৪৮৭ তম রাউন্ড শেষে আজ ১৫ নভেম্বর ২০২৪, ৪৮৮ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@parul19
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@parul19
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-পারুল। জাতীয়তা- বাংলাদেশী। শখ-বাগান করা।শিক্ষাগত যোগ্যতা-খলিলপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন । সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন । সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২২ সালের জানুয়ারি মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং বর্তমানে চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
রাইস কুকারে পুডিং বানানোর রেসিপি ( Publish: 14.11.2024 )
পুডিং একটা জনপ্রিয় মিষ্টান্ন খাবার। এই ডেজার্টটা আসলে বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দের। তবে সবার কাছেও এটি জনপ্রিয়, কারণ এটি খেতে অনেক সুস্বাদু লাগে। আর এই পুডিং তৈরিটা বাড়িতে করলে সব থেকে ভালো স্বাস্থ্যের দিক থেকে। এই পুডিং বিভিন্ন ভাবে তৈরি করা যায় এবং এক এক জায়গায় এক একরকম ভাবে তৈরি করে। সব থেকে পুডিং এর স্বাদটা বেশি ভালো লাগে ডিম আর দুধ ব্যবহার করলে। যদিও আমাদের বাঙালিদের মধ্যে সব জায়গায় মূলত বেশিরভাগ ক্ষেত্রে পুডিং তৈরির ক্ষেত্রে এই উপকরণই ব্যবহার করে। পুডিং এর জনপ্রিয়তাটা অনেক বেশি সব জায়গায়। আর এটি বিভিন্ন উৎসব, অনুষ্ঠানেও ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া এই পুডিং তৈরিতে আমরা যে দুধ আর ডিম ব্যবহার করে থাকি এটা অনেক পুষ্টিকরও বটে, কারণ এর থেকেও প্রোটিন আর ক্যালশিয়াম এর পরিমানটা পাওয়া যায়, যেটা শরীরের জন্য অনেক উপকারী।
পুডিং তো বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তবে আমার মনে হয় বেশি ভালো লাগে ক্রিম পুডিং আর চকোলেট পুডিংটা। তবে পুডিংটা যেমন খেতে ভালো লাগে, আবার এটি অতিরিক্ত খেলে উল্টোটাও হয়ে থাকে উপকারের দিক থেকে, কারণ এতে চিনি দেওয়ায় অনেক মিষ্টতা হয়। তবে এটি সেক্ষেত্রে ঘরে তৈরি করলে নিয়ন্ত্রণে রেখে তৈরি করা যেতে পারে, কম মিষ্টি খেলে আর সমস্যা হয় না শরীরের দিকে। আর ঘরে তৈরি করা যেকোনো খাবারই স্বাস্থ্যসম্মত। যাইহোক, এই পুডিং এর রেসিপিটা আমার কাছে ভালো লেগেছে এবং সবকিছুই ভালো ছিল উপস্থাপনা।
ধন্যবাদ সবাইকে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম কখন ফিচারড আর্টিকেলে আসতে পারবো।সত্যি পুডিং হাতে তৈরি করে খেতে পারলে অনেক স্বাস্থ্যকর হয়।আর বাচ্চারা ডিম দুধ তেমন খেতে চায় না তারজন্য মাঝে মাঝে পুডিং বানিয়ে দিলে অনেক ভালো হয়। । পোস্টটি ফিচারড আর্টিকেল আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশেষত বাচ্চারা যদি ডিম, দুধ সরাসরি খেতে না চায়, সেক্ষেত্রে এভাবে পুডিং বানিয়ে দিলে সেই পুষ্টিটা পায় বাচ্চারা। পারুল আপু কে অভিনন্দন আজকের ফিচার্ড আর্টিকেল এ স্থান করে নেয়ার জন্য। শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। পুডিং আমার অনেক পছন্দের। যার কারনে এই পুডিং রেসিপি টা ফিচারডে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচারড আর্টিকেলে লোভনীয় একটি রেসিপি দেখে অনেক ভালো লাগলো।পুডিং আমারও অনেক পছন্দ। এই রেসিপিটি বাচ্চাদের অনেক বেশি পছন্দ।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেল সিলেক্ট করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে ফিচারড আর্টিকেল হিসাবে পারুল আপুর পুডিং তৈরির রেসিপি নির্বাচন করা হয়েছে দেখে খুবই খুশি হলাম। আপু খুবই সুন্দর ভাবে তার পোস্টের মাধ্যমে খুব সহজেই পুডিং পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করেছে।আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের খুবই জনপ্রিয় ডেজার্ট এই পুডিং৷ এখানে এসে অনেকের পোস্ট- রেসিপি দেখি৷ মাঝে মাঝে ভাবি বানাবো কিন্তু বানানো আর হয় না৷ আজ ফিচারে সেই বিখ্যাত ডেজার্ট পুডিং দেখতে পেয়ে খুবই ভালো লাগছে৷ পারুল আপুকে অনেক অভিনন্দন জানাই৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক মজাদার একটা রেসিপি পোস্ট দেখেছি আজকের এই ফিচার্ড আর্টিকেলে। পুডিং পছন্দ করে না এরকম মানুষ তো মনে হয় খুব কম আছে। আমার নিজের কাছেও এটা খুব ভালো লাগে। এই রেসিপি পোষ্টটা ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। পারুল আপুর এই রেসিপি পোস্ট দারুণ হয়েছে। পুডিং খেতে সত্যি অনেক ভালো লাগে। আর যদি পারফেক্ট ভাবে বানানো যায় তাহলে আরো বেশি ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে @parul19 আপুর রেসিপি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। তিনি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। পুডিং খেতে আমরা সবাই পছন্দ করি। বিশেষ করে বাচ্চারা পুডিং খেতে বেশি পছন্দ করে। তবে রাইস কুকারে তিনি একদম পারফেক্ট পুডিং তৈরি করেছেন। আমার কাছে এই রেসিপি অনেক ভালো লেগেছে। পুডিং দেখতে লোভনীয় দেখাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit