বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @neelamsamanta
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
নাম: নীলম সামন্ত। জাতীয়তা: ভারতীয়। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছেন। বর্তমানে বেশ কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছেন। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ তাঁর প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা। তিনি স্টিমিটে যুক্ত হয়েছেন ২০২৪ সালের মে মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
আনারসি মুর্গ || মুরগী মাংসের অফবিট রেসিপি by @neelamsamanta (29-1-25 )
আজকের ফিচার আর্টিকেলের অথর কমিউনিটির সকলের পরিচিত নিলাম সামন্ত ম্যাডাম। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি রেসিপির জন্য সেরা। প্রতিনিয়ত দারুন দারুন সব রেসিপি শেয়ার করছে কমিউনিটির ব্লগাররা। কমিউনিটিতে কিছু ইউজার আছে যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে এবং তাদের রেসিপি কনটেন্ট গুলো খুবই সুন্দর হয়। তেমনি একজন ইউজার নিলাম সামন্ত। আজকে একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন তিনি।
একটি বিদেশি খাবারে দেশীয় ছোঁয়ায় নতুনভাবে প্রস্তুত করেছেন তিনি। আমি এই রেসিপিটি আগে কখনো দেখিনি, এটাই ফার্স্ট টাইম। তিনি কোথা থেকে শিখেছেন, কিভাবে শিখেছেন সমস্ত বিষয় পোস্টে উল্লেখ করেছেন। রেসিপিটি তিনি তৈরি করেছেন বোনলেস চিকেন দিয়ে। ভিনেগার, ডিম, ময়দা, সোয়াসস, ক্যাপসিকাম এবং সবথেকে ইন্টারেস্টিং উপকরণ আনারস লেগেছে রেসিপিটি তৈরি করতে।
প্রত্যেকটি উপাদান পরিমান সহ উল্লেখ করেছেন। ফটোগ্রাফি, ডেকোরেশন সবকিছুই ছিল প্রশংসনীয়। সহজ এবং সাবলীল ভাবে প্রত্যেকটি ধাপ উল্লেখ করেছেন। সার্বিক বিষয় বিবেচনা করে এই পোস্টটিকে আজকের ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো। ধন্যবাদ।
দারুণ ইউনিক একটা রেসিপি আজকে ফিচার্ড আর্টিকেল এ স্থান পেয়েছে দেখছি। নিলাম দিদির রেসিপি গুলো আসলেই একটু অন্যরকম ই হয়। আবার দেখতেও লোভনীয়! নীলাম দিদিকে অভিনন্দন জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইউনিক একটি রেসিপি আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে। যা দেখে ভীষণ ভালো লাগলো। এই রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লেগেছে। রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বইমেলা থেকে ক্লান্তি মাথায় বাড়ি এসে যখন ফ্রেশ হয়ে খেয়ে বসলাম তখন নোটিফিকেশন দেখে সত্যিই ভীষণ খুশি হয়েছি৷ সারাদিন এতো ব্যস্ততায় পরিশ্রমও হয়। খাওয়াদাওয়ার ঠিক থাকে না। তার পর এমন একটি খবর মনকে অনেক আনন্দ দেয়৷ ধন্যবাদ ভাই৷ ভালো থাকুন৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি রেসিপি ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই সুস্বাদু হয়েছিল। নীলাম আপুকে অনেক অভিনন্দন। চমৎকার একটি রেসিপি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক মজাদার এবং লোভনীয় একটা রেসিপি পোস্ট দেখলাম। মজার মজার রেসিপি দেখলে ইচ্ছে করে খেয়ে ফেলতে। দেখেই বুঝতে পারছি এটা খেতে খুবই দারুণ লেগেছিল। অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটা পোস্ট দেখলাম আজকের ফিচার্ড আর্টিকেলে। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই পোস্টটা দেখে। এত মজাদার একটা রেসিপি দেখে তো কোনো রকমেই লোভ সামলে রাখতে পারছি না। এই পোস্টটা ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit