বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristy1
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
আজ কবিতার পাতা - কবিতা - ক্ষমাহীন মুখোশ by @kausikchak123(date 31-01-2025 )
কমিউনিটিতে রেসিপি আর্ট পোস্ট ডাই পোস্ট জেনারেল রাইটিং এর পাশাপাশি , অনেকে ভালো ভালো অনেক কবিতা ও লিখেন । সত্যি বলতে কবিতা একটা সৃজনশীল দক্ষতা, যেটি যে কোন মানুষের দ্বারা খুব সহজে সম্ভব হয় না , এটির জন্য প্রচুর পরিশ্রম এবং সৃজনশীলতা প্রয়োজন । সাধারণত আমাদের কমিউনিটিতে বেশ কয়েকজন ভালো কবিতা লেখক আছেন । আজকে যখন আমার বাংলা ব্লগের পোস্টগুলো দেখছিলাম । কৌশিক চক্রবর্তী ভাইয়ের এই কবিতাটি আমার বেশ ভালো লাগলো । এই কবিতাটি একটি সমাজ দর্পণ , কবিতার প্রত্যেকটি পংক্তি আসলে সামাজিক লড়াইয়ের কথা বলছে। কবিতা হলো নাগরিক দলিল। সেই দিক থেকে দেখতে গেলে কবিতার অন্তর্নিহিত অর্থ ও বোধ গভীর। আর তার ভেতরে ঢুকতে পারলেই আসল রসবোধকে স্পর্শ করা যায় ।
সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।
আসলেই কবিতা এমন একটা সৃজনশীলতার শাখা, যেটি সকলের পক্ষে চাইলেই সম্ভব না। কমিউনিটিতে যে কয়েকজন ইউজার কবিতা লিখতে দক্ষ, তার মাঝে কৌশিক দা অন্যতম। দাদার কবিতার পোস্ট টি আজকের ফিচার্ড আর্টিকেল এ দেখে বেশ ভালো লাগলো। দাদাকে অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কৌশিক দাদার কবিতা মানেই অসাধারণ ও গভীর অর্থপূর্ণ লেখনী।এই কবিতাটি ফিচার্ড হিসেবে মনোনীত হয়েছে দেখে খুবই ভালো লাগলো।দাদাকে অনেক অনেক অভিনন্দন।তবে ভাইয়া,ফিচারড আর্টিকেল রাইটারের নামটি পরিবর্তন হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পরে আমার পোস্ট ফিচার হিসেবে দেখে ভীষণ আনন্দ হল। কবিতা লিখতে ভালবাসি ছেলেবেলা থেকেই। আর সেই কবিতার জন্য পেয়েছি অনেক সম্মান। আজ আমার কবিতা সেরা ফিচার হিসাবে নির্বাচিত হওয়াও আমার কাছে এক অনন্য সম্মানের সমান। এই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলাম। আর আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিনদের অনেক ধন্যবাদ জানাই আমার কবিতাকে সেরা হিসেবে নির্বাচিত করবার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মনে হয় এইখানে একটু ভুল রয়েছে যদি দেখে নিতেন তাহলে আরো দারুন দেখাতো ফিচার আর্টিকেল পোস্টটি। তো বরাবরই কৌশিক ভাই আমাদের মাঝে নিত্য নতুন এবং গভীর ভাব সম্পন্ন কবিতা গুলি লিখে শেয়ার করে থাকেন। তার লেখা কবিতা গুলির মধ্যে ক্ষমাহীন মুখোশ নামের কবিতাটি অন্যতম। এই কবিতাটিকে ফিচার পোস্ট হিসেবে সিলেক্ট করা দেখে বেশ ভালো লাগলো। আশা রাখছি কৌশিক ভাই আগামীতেও আমাদের মাঝে এরকম দুর্দান্ত কবিতাগুলি শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাইটারের নামের জায়গাটা ঠিক করে নিতে হবে মনে হচ্ছে। ভুল করে বৃষ্টি আপুর নাম রয়ে গেছে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে বহুদিন পর kausikchak123 দাদার পোস্ট ফিচারড দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। কৌশিক দাদার প্রতিটি কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। উনার কবিতা গুলো পড়লে শুধু পড়তেই মন চায়। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি kausikchak123 দাদার পোস্টটি ফিচারড করার জন্য , এবং kausikchak123 দাদাকে অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচার্ড আর্টিকেলে কৌশিক দাদার নামটি দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। দাদা সবসময় অসাধারণ কবিতা লিখেন।রাইটারের নামের জায়গায় মনে হয় সামান্য একটু মিসটেক হয়ে গেছে ভাইয়া।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন কবিতা সত্যিই একটা সৃজনশীলতা,যা কেউ চাইলেই সহজে লিখতে পারে না। কবিতা লিখতে মনের অনুভূতি যেমন প্রয়োজন তেমনি সময় ও সুন্দর পরিবেশ প্রয়োজন। নয়তো কবিতার গঠনগত মান ঠিক হবে না। যাই হোক আজকের ফিচারর্ড আর্টিকেলের জন্য @kausikchak123 ভাইয়ার কবিতার পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে ভালো লাগলো। ভাইয়ার লেখা কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। কবিতার মধ্যে একটা গভীর অর্থ লুকায়িত রয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট সিলেক্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখানে ভুলে হয়তো আগের রাইটারের নাম থেকে গিয়েছে। আশা করি এটা একটু দেখবেন। যাইহোক আজকের ফিচারড আর্টিকেলে কৌশিক দাদার পোস্ট দেখে অনেক ভালো লাগলো। কৌশিক দাদার এই পোস্টটা আমার অনেক ভালো লেগেছে। উনার লেখা কবিতা গুলো অনেক বেশি সুন্দর। ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কৌশিক দাদার কবিতা গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। অনেক সুন্দর একটা কবিতা তিনি লিখেছেন। আর উনার এই কবিতা পোস্ট ফিচার্ডে দেখে আমার কাছে তো খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাই এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit