বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ah-agim
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃআওলাদ হোসেন আজিম । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- অবিবাহিত । তার শখ- কাগজের (কারুকাজ)তৈরি করা , রান্না করা এবংফটোগ্রাফি করা । স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের এপ্রিল মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
টক ঝাল মিষ্টি মুলার আচার রেসিপি / পাঁচমিশালি সবজি শুঁটকি রেসিপি ।. by @ah-agim (date 01.01.2025 )
আজকে একেবারেই বিশাল একটি পোস্ট ফিচার করা হচ্ছে। কমিউনিটির সকলের পরিচিত আজিম ভাইয়ের ব্লগ এটি। বাংলা ব্লগের চলমান কনটেস্টে পার্টিসিপেট করেছে তিনি। বর্তমান কনটেস্টটি হলো- শেয়ার করো তোমার প্রিয় শীতকালীন সবজির রেসিপি। কনটেস্টে অনেক ইউজার ইতিমধ্যই পার্টিসিপেট করেছেন। এটিও একটি এন্ট্রি পোস্ট।
প্রথমে তিনি শেয়ার করেছেন শীতকালীন সবজি রেসিপি, যার নাম হলো টক ঝাল মিষ্টি মূলার আচার রেসিপি। উপকরণ গুলো খুব সুন্দর ভাবে হাইলাইট করেছেন এবং রেসিপির ধাপ গুলো স্পষ্টভাবে এবং সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। ইউনিকত্ব আছে রেসিপিটির মধ্যে।
দেখে যেমন লোভনীয় লাগছে খেতেও হয়তোবা অনেক সুস্বাদু হয়েছে। যাইহোক, তিনি দ্বিতীয় যে রেসিপিটি শেয়ার করেছেন সেটি হচ্ছে পাঁচমিশালী সবজি শুটকি রেসিপি। শীতের সময় বিভিন্ন রকম সবজির বাহার থাকে বাজারে। সব ধরনের সবজি একেবারেই সহজে পাওয়া যায় হাতের নাগালে। বেশ কয়েক রকম সবজি একসঙ্গে করে শুটকি দিয়ে দারুন সবজি রেসিপি তৈরি করেছেন তিনি। নামকরণ টাও যথা উপযুক্ত। রেসিপি পোস্টের ইফোর্ট বিবেচনা করে এই পোস্টটিকেই আজকের ফিচার আর্টিকেল করা হলো।
আজকের ফিচারড আর্টিকেলে আমার প্রতিযোগিতার রেসিপি পোস্টটি মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। চেষ্টা করেছি সুন্দর ভাবে টক ঝাল মিষ্টি মুলার আচার রেসিপি তৈরি করার জন্য। পাশাপাশি পাঁচমিশালী সবজি শুটকি রেসিপি উপস্থাপন করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচার্ড আর্টিকেলে আজিম ভাইয়ের নামটি দেখে অনেক ভালো লাগলো। বেশ লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছে।টক ঝাল মিষ্টি মুলার আচার রেসিপিটি অনেক ইউনিক মনে হয়েছে আমার কাছে।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজার রেসিপি দেখলাম আজকের এই ফিচার্ড আর্টিকেলে। প্রতিযোগিতা উপলক্ষে তিনি অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন। আর উনার এই রেসিপি পোস্ট অনেক বেশি ইউনিক ছিল। উনার এই পোস্ট ফিচার্ড হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মজার মজার রেসিপি পোস্টগুলো দেখলে খুবই লোভ লেগে যায়। আর আজকের ফিচারড আর্টিকেলে মজাদার রেসিপি দেখলাম। প্রতিযোগিতা উপলক্ষে অনেক মজাদার রেসিপি তৈরি করা হয়েছে। আর এই পোস্ট টি ফিচারড আর্টিকেলে দেখে অনেক ভালো লেগেছে। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। মুলার আচার একেবারে নতুন মনে হয়েছে। সবজি দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন। আজিম ভাইয়ার এই পোস্ট অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে ফিচারড পোস্টে আজিম ভাইয়ের পোস্টটা দেখে অনেক ভালো লাগলো। ভাইয়া কিন্তু খুব সুন্দর করে রেসিপি তৈরি করল। সবচেয়ে বেশি পাঁচমিশালী সবজি শুটকি রেসিপিটি অনেক ভালো লাগলো। ফিচারড পোষ্টের মাধ্যমে সবাই কিন্তু ভালোই লাভবান হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি সিলেক্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit