বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @maksudakawsar
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ মাকসুদা আক্তার । আমি একজন বাংলাদেশী নাগরিক। পেশাগত জীবনে আমি একজন চাকরি জীবি এবং গৃহীনি। সেই ছেলেবেলা হতেই আমি গল্প আর কবিতা লেখার চেষ্টা করে আসছি। অনলাইন প্লাটফর্মে কাজ করা আমার যেমন সখ, তেমনি ভাবে নিজেকে কিছুটা স্বচছতার মধ্যে পরিচালিত করাও আমার প্রতিজ্ঞা। সেই ছেলেবেলা হতেই গান বেশ ভালোবাসি। গান শুনতে ও গাইতে আমি বেশ পছন্দ করি। সেই সাথে পছন্দ করি গল্প কবিতা লিখতে। আমি ভিডিও এডিটিং সহ অনলাইন প্লাটফর্মের নানাবিধ কাজ করতে পারি। মাঝে মাঝে গলা ছেড়ে গান করতে বা গান রেকডিং করা আমার এক সময়ের বেশ জনপ্রিয় সখগুলোর একটি। তবে ইচ্ছে আছে নিজের দক্ষতা কে আরও বেশী বৃদ্ধি করে নতুন নতুন কাজ নিজের আয়ত্বে আনা।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
জেনারেল পোস্ট - নিজের মত বাঁচতে শিখুন । by @maksudakawsar(date 14.10.2023 )
ইদানিং আমার বাংলা ব্লগে বেশ ভালো কিছু জেনারেল রাইটিং রাইটিং শেয়ার করা হচ্ছে , আজকে যখন আমার বাংলা ব্লগ কমিউনিটির পোস্ট গুলো দেখছিলাম। মাকসুদা আক্তার আপুর পোস্টটি পড়ে অনেক ভালো লাগল । আপু তার পোস্ট এর মাধ্যমে বাস্তব একটি বিষয় তুলে ধরেছেন , ওনার পোস্টের কিছু কথা আমার অনেক ভালো লেগেছে। যেমন, তিনি তার পোস্টে বলেছেন- ''এই পৃথিবীর মানুষ গুলো কে খুশি করাটা বেশ মুশকিল। কে যে কিসে তুষ্ট হবে সেটা কিন্তু বোঝার কোন উপায় নেই। আজকাল মানুষের কাছে মানুষের চাওয়ার শেষ নেই'' ।
আসলে আমাদের সবাইকে নিজের মতো করে বাঁচতে শিখতে হবে, কেননা লোকে কে কি বলল এটা নিয়ে যদি আপনি সবসময় ব্যস্ত থাকেন তাহলে আপনি জীবনে বেশিদূর এগুতে পারবেন না । লোকে আপনাকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিবে না। আসলেই নিজের অস্থিত্ব কে বিলিন করে দিয়ে অন্য মানুষ কি ভাবলো এই ধারনা নিয়ে বসে থাকলে চলবে না। এছাড়াও মাকসুদা আক্তার আপু তার পোস্টে ভালো কিছু উদাহরণ দিয়েছেন । তাই আসলে বলা যায় যে ,আমাদের নিজেদের মতো বাঁচতে শিক্ষতে হবে।
সব দিক বিবেচনা করে মাকসুদা আক্তার আপুর এই পোস্ট টি কে আজকে ফিচারড আর্টিকেল হিসাবে নির্বাচিত করা হল।
প্রথমে ধন্যবাদ জানাই এতগুলো আর্টিকেলের মধ্য থেকে এত চমৎকার চমৎকার আর্টিকেল খুঁজে বের করে সেটা আবার ফিচারড আর্টিকেল নামে আমাদের মাঝে পুনরায় শেয়ার করা জন্য। সত্যি মাকসুদা আপুর জেনারেল রাইটিং পোস্টটি বাস্তব বেশ কিছু ঘটনা নিয়ে তিনি এই পোস্টটি তুলে ধরেছেন। আসলে সত্যিই তো যখন আমরা কেউ বেকার থাকি তখন তো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না নিজে থেকে কিন্তু যখন কোন ছোট কাজ করি তখন কত রকম কথা না শুনতে হয় পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের কাছ থেকে। আর তাছাড়া আপু ঠিকই বলেছে কেন জানি সকল মানুষ নিজের স্বার্থের ব্যাপারে অনেক বেশি সচেতন কাউকে সাহায্য সহযোগিতা করার ব্যাপারে কোনরকম মন মানসিকতা নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচার্ড আর্টিকেল হিসেবে পোস্টটি নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপু পোস্টটিতে অনেক বাস্তব কথা তুলে ধরেছেন। আপুর লেখার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে কারণ এই পৃথিবীতে মানুষগুলোকে খুশি করা অনেক কঠিন। কে যে কিসে তুষ্ট হয় হয় সেটাও বোঝার উপায় নেই আসলেই সত্যি কথা তুলে ধরেছেন আপু। অনেক ধন্যবাদ পোস্টটি বাছাই করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের ফিচারড আর্টিকেলটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। নিজের মতো বাঁচতে শিখুন টাইটেলের পোস্টটি নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার একটি পোস্ট ছিল। এত সুন্দর একটি পোস্ট খুঁজে বের করে আমাদের সকলের নিকট উপস্থাপন করার জন্য কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ইদানীং আমাদের কমিউনিটিতে অনেকেই বিভিন্ন ধরনের জেনারেল পোস্ট করে যাচ্ছে। জেনারেল পোস্ট গুলো পড়তে আসলেই খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের সমসাময়িক বিষয় সম্বন্ধে চমৎকার ধারণা পাওয়া যায়। যাইহোক মাকসুদা আপু এককথায় দুর্দান্ত লিখেছে। মানুষের কথায় কান দিলে জীবনে কখনোই এগিয়ে যাওয়া যাবে না। সুতরাং অপরের কথায় কান না দিয়ে নিজের কাজ করে যাওয়া উত্তম। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার প্রিয় কমিউনিটির সকলকে ধন্যবাদ জানাই এবং প্রাণঢালা ভালোবাসা জানাই। আমি কৃতজ্ঞ আমার পোস্টটিকে ফিচারড অব আর্টিকেলের স্থান দেওয়ার জন্য। চেষ্টা করব প্রতিনিয়ত ভালো ভালো কিছু পোস্ট শেয়ার করার জন্য। ধন্যবাদ আমার বাংলা ব্লগ পরিবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো কাজ করলে অবশ্যই ভালো কাজের ফলাফল রয়েছে।আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @maksudakawsar আপুকে দেখে খুব ভালো লাগলো। আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit