"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৬৫ [তারিখ : ০৭-০৯-২০২৩]steemCreated with Sketch.

in hive-129948 •  last year  (edited)

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @narocky71


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

উনার ভাষ্যমতে ----
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd @narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২১ সালের জানুয়ারি মাসে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

NAROCKY1.PNG
NAROCKY2.PNG
NAROCKY3.PNG
NAROCKY4.PNG

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


image.png

আমাদের লক্ষ থাকতে হবে উপকার করা। কিন্তু তা না পারলেও, ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। by @narocky71 by.• 06 September 2023||

আসলে আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুই না ঘটে। কিন্তু তারপরেও আমি মনে করি নিজের সততা কিংবা অন্যের উপকার এই সব কিছু বজায় রাখতে হবে। আমি মনে করি অন্য কাউকে কোন উপকার কিংবা সাহায্য করলে কেউ কখনোই ছোট হয় না। আরো একটা কথা কেউ বিশ্বাস করে, অন্যের উপকার করলে কেউ কিন্তু কখনোই গরিব হয় না। আমরা তখনই অন্য একজনের উপকার করতে পারব যখন, নিজের মূল লক্ষ্য, উদ্দেশ্য স্থির করব যে অন্যের উপকার করতেই হবে। আসলে আমরা যে লক্ষ্য, উদ্দেশ্য স্থির করি, সেটা কিন্তু মনেপ্রাণে পালন করার চেষ্টা করি। আর আমাদের লক্ষ্য থাকলে কিন্তু আমরা অন্যের উপকার করতে পারব। উপকার করার জন্য কিন্তু আহামরি কোন কিছু ব্যয় করতে হয় না। কিংবা নিজের খুব একটা লস ও হয় না।…

image.png

ছবিটি নেওয়া হয়েছে নুরুল আলম রকি ভাইয়ের পোস্ট থেকে

আমাদের লক্ষ থাকতে হবে উপকার করা। কিন্তু তা না পারলেও, ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে।

নুরুল আলম রকি ভাইয়ের এই পোস্টের টাইটেলটা পড়েই আমি বুঝতে পেরেছিলাম ভিতরে কি লেখা থাকবে বা কোন বিষয় নিয়ে লেখা থাকবে। কিন্তু এটা বুঝতে পারিনি যে উনি কথা গুলো এত সুন্দর ভাবে সাজিয়ে ঘুচিয়ে লিখবে। যাইহোক তখনই পোস্টে ঢুকে পুরো লেখাটি পড়ে আমার কাছে উনার লেখা কথা গুলো সম্ভব ভালোলাগে ও আমার নিজের চিন্তার সাথে উনার চিন্তার অনেকটা মিল খুঁজে পাই।

আমি নিজেও অনেক আগে এই বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছিলাম আর সেই পোস্টে এই বিষয়গুলো নিয়ে মনের ভাব প্রকাশ করেছিলাম। আমাদের ইসলাম ধর্মে এমন কিছু ঘটনা আছে যেখানে শুনেছি টানা তিনদিন পর না খেয়ে থাকা একটা মানুষ কিছু খাবার পেয়েছে আর তখনই একজন ভিক্ষুক এসে তার কাছে খাবার চাইলে সে নিজের চিন্তা না করে খাবারটি ভিক্ষুককে দিয়ে দেয়।

আমরা বর্তমান সময়ে এমন কেউ নেই যে ভালো কিছু না খেয়ে আছি কিন্তু আমাদের মনমানুসিকতা কি ঐরকম আছে যে আমি খাবার খাচ্ছি কিন্তু অন্য কেউ না খেয়ে আছে কিনা সেটা খবর নেই। না এখন আমাদের মন মানুসিকতা মোটেও এমন না। আমরা শুধু নিজের চিন্তা করি ও নিজের যা আছে তার থেকেও সবসময় আরো বেশি কিছু পাওয়ার আশা করতেই থাকি।

উপকার করলে কখনোই উপকার কারীর কোনো অংশে কমে না কিংবা ক্ষতিগ্রস্ত হয়না। বরং উপকারকারী উপকার করে যে শান্তি অনুভব করে সেটা হয়তো আর অন্য কোনো কাজে পাই কিনা আমার মনে হয় না। উপকার করার যে মনমানুষিকতা দরকার এটা সবার থাকে না, এটা সম্পূর্ণ একটা মনের ব্যাপার। এই কাজটা সম্পূর্ণ মন থেকে হয়ে থাকে তবে এখনকার সময়ের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা উপকারের কথা আমি বলছি না। এখন চারদিকে উপকার করতে দেখা যাই ঠিকই কিন্তু সেটাও ভিডিওর ভিউ বাড়ানোর জন্য।

আমি গরিব অসহায় তবুও আমি মানুষের উপকার করতে পারবো। উপকার শুধু এটাই নই যে আমাকে টাকা-পয়সা দিয়ে উপকার করতে হবে। উপকার বিষয়টা অনেক ভাবে করা যাই। কেউ কাউকে কাজে সাহায্য করে , কেউ কাউকে একটা ভালো পরামর্শ দিয়ে , কেউ কাউকে এক বেলা খায়িয়ে আবার কেউ কাউকে কোনো একটা বিপদ থেকে উদ্বার করে। আর এমন মনমানুষিকতা না থাকলে আপনার হাজার সম্পদ থাকলেও আপনি কারো পাশে গিয়ে দাঁড়াতে পারবেন না। তবে অন্যের উপকার করতে না পারেন অন্তত অপকার করার চিন্তাও মাথায় আনবেন না।

নুরুল আলম রকি ভাইয়ের অসাধারণ গল্পটি পরে আমার খুবই ভালো লাগে আর উনার গল্পের সাথে মিলিয়ে আমিও আমার মনের কিছু কথা প্রকাশ করে আজকের এই এবিবি-ফিচার্ড পোস্টি করার চেষ্টা করলাম।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রকি ভাই এর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত হওয়ায় রকি ভাইকে অভিনন্দন। বর্তমানে কেউ উপকার করলে তা ফলাও করে প্রচার করা হয়। আর এখন সবাই নিজেকে নিয়ে এতো ব্যস্ত যে, অন্যের খবর নেওয়ার সময় নেই।সময়োপযোগী বিষয় নিয়ে রকি ভাই পোস্টটি লিখেছেন। পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করায় ধন্যবাদ জানাই।

রকি ভাইয়া কিন্তু বেশ ভালো লেখেন। উনার প্রতিটি পোস্ট আমি পড়ার চেষ্টা করি । উনার পোস্ট গুলো অনেক ভালো মানের হয়। এছাড়াও আামার মনে হয় উনি একজন ক্রেয়েটিভ ব্লগার। আজকের পোস্টের লেখা গুলোর মতই উনি একজন উপকারী মানুষ। বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় পরলে উনি ডিসকোর্ডেই সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করেন। তাই আমি মনে করি ভাইয়ার পোস্ট কে ফিচারড অব আর্টিকেলের অর্ন্তভুক্ত করা যুক্তিযুক্ত হয়েছে। ধন্যবাদ দাদা আপনাকে।

এই পোস্ট সত্যিই দুর্দান্ত! নুরুল আলম রকি ভাইয়ের গল্পটি আপনার মনের কোন সম্বন্ধ জাগুক করতে পারে, এবং তার প্রতি অবদানের মূল প্রস্তাবনা একটি মানুষের সমাজে কীভাবে পরিবর্তন এনে দিতে পারে সেটি প্রদান করতে পারে। এমন গল্প আমাদের জাগ্রত করতে সাহায্য করে এবং আমরা সবাই চিন্তা করতে আগ্রহী হতে পারি যে কীভাবে আমরা অপরের সাথে উপকার করতে পারি এবং আমাদের মানবিকতা বৃদ্ধি করতে পারি। নুরুল আলম রকি ভাইয়ের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মূল্যবোধন আমাদের সবার জন্য একটি শ্রেষ্ঠ শিক্ষা দেয়। আমরা সম্প্রেষণে অধিক বুদ্ধিমত্তা এবং সাহস দেখতে পারি, আমরা সমাজে আরও সদয় হতে পারি এবং অন্যের সাথে যত্ন নেওয়ার জন্য আগ্রহী হতে পারি। বিশেষ করে আপনি সাথে যদি এমন একজন প্রকাশক থাকেন যে নৈতিক মূল্য এবং মানবিকতা মূল্যাঙ্কন করে, তাহলে এই বিশেষ পোস্টটি সত্যিই সোনার মুদি। অসাধারণ লেখা, ভাইয়ের নতুন কাজে সুখের অপেক্ষা করছি!

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। রকি ভাইয়ের এই পোস্টটি আমি পড়েছিলাম। এককথায় দুর্দান্ত লিখেছেন রকি ভাই। মানুষ হিসেবে একে অপরের বিপদে অবশ্যই এগিয়ে যাওয়া উচিত আমাদের। যদিও বর্তমানে এগুলো খুব কমই দেখা যায়। তবুও দিনশেষে মানুষের কাছ থেকে মানুষের প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক।

আমার পোস্ট ফিচার্ড আর্টিকেলে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আসলে এই প্রথম আমার পোস্ট ফিচার্ড আর্টিকেল এসেছে। সব সময় আমি লেখাগুলো আমার মন থেকে লেখার চেষ্টা করি। আমার পোস্ট সিলেক্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রকি ভাইয়ের পোষ্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অনেক ধন্যবাদ। রকি ভাই অনেক ভালো একজন ইউজার। অনেক ভালো লেখেন। ভাইয়ার পোস্টটি যদিও আগে পড়া হয়নি তবে এখন পড়েছি অনেক ভালো লিখেছেন। একটি সময় দেখা যেত মানুষ মানুষের বিপদে অনেক ঝাঁপিয়ে পড়তো। সুখে দুখে একজন আরেকজনের পাশে থাকতো কিন্তু এখনকার বর্তমান সময়ে তার উল্টো। কিন্তু তাই বলে যে ভালো মানুষ নেই তা না ভালো মানুষ আছে বিধায় এই ভুবনটা টিকে আছে। তারপরও আশা থেকে যায় মানুষ মানুষের জন্য।