Banner Credit @alsarzilsiam
০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya
অথরের নামঃ তসলিমা আক্তার সনিয়া। জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত। তার শখ- আর্ট করা, ভ্রমন করা এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :
প্রজাপতি কন্যার পেন্সিল স্কেচ || ৯/৯/২০২৩
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি আর্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি প্রজাপতি কন্যার পেন্সিল স্কেচ করলাম। আসলে রংতুলির আর্ট এবং ম্যান্ডেলা আর্ট অনেকদিন করেছি। ভাবলাম একটু ভিন্ন কিছু আর্ট করার চেষ্টা করি। এই জন্য মূলত পেন্সিল আর্ট করার কথা ভাবলাম। যদিও পেন্সিল স্কেচ করেছি প্রায় অনেকদিন হয়ে গেছে। কিন্তু খুব ইচ্ছে করছিল একটা পেন্সিল স্কেচ করার। তাই জন্য মূলত আর্ট করতে বসলাম। আমার কাছে এই আর্টের মধ্যে চুলগুলো আর্ট করতে সবথেকে বেশি ভালো লেগেছিল। যদিও অনেক দিন পর আর্ট করেছি। তার জন্য আসলে একটু বেশি সময় লেগে গেছিল। কিন্তু সময় লাগলেও কোরো আর্ট করার পর আমার কাছে দেখতে ভালো লেগেছে । আশা করি আপনাদের ও ভালো লাগবে।
ফিচার্ড আর্টিকেল হিসেবে সোনিয়া আপুর পোস্ট বাছাই করা হয়েছে। কিন্তু আর্টিকেল রাইটার হিসেবে আকলিমা আপুর নাম দেওয়া হয়েছে। @rupok ভাই এটা ঠিক করে নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্ট করতে নানা রকম সমস্যা হওয়ার কারণেই এই অনাকাঙ্খিত ভুলটি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এডিট করে অনাকাঙ্খিত ভুলটি সংশোধন করে নেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি 🙏।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি প্রজাপতির আর্ট শেয়ার করেছেন আপু। প্রজাপতি আর্টের মাধ্যমে একটি প্রজাপতির কন্যা আর্ট করলেন। আর্ট টি দেখতে খুবই সুন্দর হয়েছে। এমন সুন্দর একটি আর্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের আর্টিকেল হিসেবে নিজের পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আসলে আমার ছবি আঁকতে বরাবরই ভালো লাগে। তবে পেন্সিল স্কেচ করা খুবই কঠিন একটি কাজ। ইচ্ছে করছিল দেখে এই ছবিটা এঁকেছিলাম। ছবিটা পছন্দ করেছেন এটা দেখে আরো বেশি ভালো লাগলো। প্রতিনিয়ত চেষ্টা করি ভাল কাজগুলো উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমার পোস্ট এতটা পছন্দ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে ফিচার্ড আর্টিকেলে খুব সুন্দর একটি পোস্ট নির্বাচন করা হয়েছে।আসলে আপুর প্রত্যেকটা চিত্র অংকন এত সুন্দর হয় যা দেখে বারবার মুগ্ধ না হয়ে উপায় থাকে না।আপুর এত সুন্দর একটি চিত্রাংকন আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচার্ড আর্টিকেল হিসাবে সোনিয়া আপুর পোস্টটি সিলেক্ট করায় ধন্যবাদ।আপু সব সময় নতুন কিছু করার চেস্টা করেন।আপুকে অভিনন্দন তার পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত হওয়ায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগে যতো ইউজার আছে তাদের ভেতর পেন্সিল স্কেচ আর্টে সোনিয়া আপুই সেরা। সত্যি বলতে সোনিয়া আপুর এই আর্ট গুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। সোনিয়া আপুর পোস্ট ফিচার্ড আর্টিকেলে যুক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সোনিয়া আপুর প্রজাপতি কন্যার পেন্সিল স্কেচটি দেখে খুবই ভালো লেগেছিল। আর আজ যখন ফিচার্ড আর্টিকেলে সোনিয়া আপুর এই পোস্ট মনোনীত করা হয়েছে দেখে আরও বেশি ভালো লাগছে। সোনিয়া আপুর এই পেন্সিল স্কেচটি সত্যিই অসাধারণ হয়েছে। দক্ষতা না থাকলে কখনোই এত সুন্দর নিখুঁত কাজ করা সম্ভব নয়। তাই সোনিয়া আপুর দক্ষতা অবশ্যই প্রশংসনীয়। অনেক অনেক ধন্যবাদ, এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বেছে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিচার্ড আর্টিকেল প্রজাপতি কন্যার পেন্সিল স্কেচ পোস্ট দেখে খুব ভালো লাগলো। প্রজাপতি কন্যার পেন্সিল স্কেচ সত্যি খুবই দুর্দান্ত হয়েছে। এই ধরনের পেন্সিল স্কেচ করতে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে। দক্ষতা না থাকলে কখনোই এতো সুন্দর নিখুঁত কাজ করা সম্ভব নয়। ফিচার্ড আর্টিকেল আর্ট পোস্টটি নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit