আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
বৃষ্টির জলে ভিজে গেছে যে সময়
তাকে ফিরে পেতে আমার ব্যর্থ অভিনয়,
তবুও এক বিকেলে ভীষণ অনিয়মে
তোমাকে পড়ে মনে।
সব বোঝার পর ও ভুল হয়ে যায়,
কেউ তো হারুক,হোক অন্যের বিজয়।
তারপর শুধু তুমি আর অন্তত অনুভব,
ছুঁয়ে যাবে দৃষ্টিকোণ তোমার অদ্ভুত অনুরাগ।
লেখক
লেখক এর অনুভূতি:
মানুষ যাকে ভালোবাসে তাকে সারাজীবনই বেসে যায়।হয়তো অন্যরকম ভাবে।তাই প্রকৃতির কোনো খেয়ালে তাকে মনে পড়েই।আর এটাই মানুষের ধর্ম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বৃষ্টির জলে ভিজে, এক হয়ে গেছে চোখের জল।
কাউকে বোঝাতে পারিনি, নিজের ভেতরের আকুল।
তবুও হাসিমুখে সবার সামনে আসি,
নিজের কষ্টগুলো ভুলে, বলি তোমায় ভালোবাসি।
তোমার মুখের দিকে তাকালে,
নিরবে সব সহ্য করি অকালে।
কেউ তো বুঝবে না, কত সুখে আছি।
হৃদয়ের কান্না, আর হাহাকারে বাঁচি।
বসে বসে ভাবি, কেউ কি বুঝবে না আমাকে।
হৃদয়ের আবেগ নাকি তোমাকে।
আকাশের দিকে তাকিয়ে, সব অভিমান ভুলে।
একরাশ হাসি নিয়ে, সবার সামনে গেলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনুরাগের ছোঁয়ায় ভাসে আমার ভালোবাসা
ফিরবে তুমি আমার কাছে এটুকুই যেন আশা
ভালোবাসার দৃষ্টিকোণে তুমি হলে সেরা
তাইতো আমার ভালোবাসা অনুরাগে ভরা।
ভালোবাসার অভিনয় আর হৃদয়ের ব্যাকুলতা
মিথ্যের মাঝে ভালোবাসা খুঁজে আমার সরলতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হৃদয়ের ব্যথাটা যে ধুকে ধুকে খায়,
তবুও কেন যে হৃদয়টা তোমাকেই চায়।
হাসির মাঝে লুকিয়ে রাখা কষ্টটাও বলে,
থাকবে আর কত অভিনয়ের বেড়াজালে।
নিঃশ্বাসে বিশ্বাসে আছো তুমি জড়িয়ে,
ক্ষত জমে পাহাড় সমান দেখ তুমি তাকিয়ে।
দীর্ঘশ্বাস জমা বুকে তোমায় না পেয়ে,
ঝড় হয়ে উঠলে থামবে না দেখবে শুধু চেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তবে কি তোমার বুকে
অথৈ কষ্টের সাগর
আমার চেয়েও বেশী
তাই তুমি কাঁদো তাই না -??
আমার পাষান বক্ষে, যে অশ্রুধারা বইছে
তা আমি কাকে দেখাবো, বলো?
তুমিতো তোমার বিশাল হৃদয়ের
বৃষ্টি ঝরিয়ে শান্ত হয়ে যাও
কিন্তু আমিতো পারিনা।
তাই আমার কান্নার স্বর
চাপা পড়ে নিভৃত নিরালায়।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যস্ত সময়গুলো বড্ড সিক্ততায় ভরা
অনুভবে মিশে গেছে তোমারি চেতনা ঘেরা,
তোমার ভাবনাতে কেটে যায় দিন
বেলা-অবেলাতে।
জয়-পরাজয়ের হিসেবে ক্লান্ত সময়,
ভালোবাসা আজ বিস্মৃতির মোহনায়।
শুধু তোমার আর আমার ভাবনাগুলো,
নীল আকাশে মিশে যাক,অদূরের ঠিকানায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনে পড়ে তোমাকে
হৃদয়ের প্রতিটি স্পন্দনে
আবেগে, অনুভবে
চোখের প্রতি ফোটা অশ্রু বিন্দুতে।
মনে পড়ে তোমাকে
আকাশে বাতাসে
মেঘের ঘর্ষণে তৈরি
বিদ্যুৎ চমকানো বিকট শব্দতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সকালে ঘোর কুয়াশায়
তোমায় আজও মনে পড়ে,
তোমার হাতের সেই উষ্ণ ছোঁয়া
আমার আজও পেতে ইচ্ছে করে।
বর্ষা ভেজা সেই রাস্তায়
তোমার হাতে হাত রেখে,
আমার আজও হাঁটতে ইচ্ছে করে।
আজ বর্ষা আছে, শীতের সেই সকাল আছে
শুধু তুমি নেই পাশে।
জানি কভু পাবো না
শীতের সকালে , কিংবা বর্ষায়
তোমার কোমল হাতের সেই ছোঁয়া।
তবুও সে মিথ্যে আকাঙ্ক্ষা মনে গাঁথি
মনকে বোঝাই হয়তো ফিরে পাবো তোমায়,
এভাবেই কেটে যাবে পুরোটা জীবন
তোমায় পাবার আশায় মিথ্যে আকাঙ্খায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন এক শীতের সকালে
তোমায় পড়ে মনে,
যদিও তুমি নেই আশেপাশে
তুমি রয়েছ হৃদয়ের কোণে।
কখনও ভাবিনি তুমি
চলে যাবে অনেক দূর,
তবুও তোমার স্মৃতি
জমে আছে হয়ে মধুর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শরতের তুলো পেঁজা মেঘে ভরা
আকাশেও ছবি দেখি তোমারই-
কোন এক কাশ বনে আলুথালু কেশে
আমার সর্বনাশ দেখি তোমার মোহময় বেশে।
অভিমান,অনুরাগ মনে হয়, বাড়াবাড়ি।
আমার এই হৃদয়ের কলতানে-
বসন্তের কোকিল তুমি,
ডাকো নিস্তব্ধ দুপুরে কোন এক;
মন খারাপের বাণী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জলের মতো দ্রুত ছুটে যায় সময়
হারিয়েও ফিরে আসে তার অনুভূতি
বার বার চাইলেও আটকানো যায় না
হৃদয়ে ভাসে তাকে পাওয়ার আকুতি।
হয়তো নিয়মের অন্তদ্বন্ধের সংঘাতে
বার বার থমকে দাঁড়াতে হবে আমাকে
হয়তো পরাজয়ের গ্লানি বুকে জড়িয়ে
হাসি মুখে থামাতে হবে হৃদয়ের আকুতিকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসায় থাকতে পারে,
সুখ-দুঃখ ঝড়।
থাকবো দুজন একসাথে,
যতই আসুক বিপদ।
এক বুক ভালবাসা,
আমার হৃদয় জুড়ে।
তোমার জন্য ওগো,
আমার মনটা যে পুড়ে।
উড়ন্ত জোনাকির,
জ্বলন্ত আলো।
তুমি ছাড়া এক মুহূর্ত,
লাগে না যে ভালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হারিয়ে গেছে যে সময় স্রোতের প্রতিকূলে
কোন এক ভুল পথ চলায়,
তবু ও কেন ফিরে পেতে চাই সেই সময়
কোন এক নির্জন জ্যোৎস্নায়।
তোমাকে চিরতরে ভুলে যাওয়ার
নেই কোন জ্যামিতিক সূত্র,
তাই তো ফিরে আসো তুমি এই জীবনে
প্রতিটি দিন-ক্ষণ মুহূর্ত।
মন কে বলি এত কেন প্রতিযোগিতা
জিততেই হবে তার সাথে,
হোক না সে একবার বিজয়ী
ভালোবাসার এই খেলাতে।
তারপর ও বেঁচে থাকুক এই ভালোবাসা
বিয়োগান্তুক সেই হৃদয়ের মাঝে,
খুঁজে নিব আমি সেই নিষ্ঠুর অনুভূতি
দু চোখের দৃষ্টির সুক্ষ চাহনিতে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুলিতে তো পারিনা তোমায় কভু
স্বয়নে স্বপনে জাগরণে তুমি থাকো শিহরণে
তোমারি প্রেমের স্পর্শ আজো হৃদয়ে দেয় দোলা
কি যে প্রেম তুমি দিয়েছিলে আমায় বিলিয়ে
ভুলিবো গো তোমায় আমি কি করে?
হৃদয়ের গহীনে লুকিয়ে আছো তুমি
তোমার বিহনে আমি কি করে গো থাকি
তাইতো বলি হৃদয়ের গহিনী রাখিবো তোমায়
দেবু না গো দেব না আমি হৃদয়ের গহীন হতে
তোমায় কভু দূরে সরিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit