আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
তোমার চোখে আমি দেখেছি
নতুন দুনিয়ার হাতছানি
তোমার আকাশে আমি দেখেছি
রঙিন স্বপ্নের আহাজারি।
আমি সব ভুলে চঞ্চল হয়েছি
নতুন প্রেমের সন্ধিতে
আমি তোমার আকাশে উড়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
ভালোবাসা সত্যি এক অদ্ভুত যাদু, কেউ যেমন কারো স্পর্শে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখে, জীবনের শেষ সময়ে এসেও নতুনভাবে বিদ্রোহী হওয়ার আকাংখা জাগে। ভালোবাসা সত্যি এমন, কেউ কারো আশায় বাঁচতে চায়, কেউ কারো ভরসায় চঞ্চল হতে চায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি আমার বাঁচার আলোকদিশা
তুমি ছাড়া এ জগৎ বিভীষিকা
তুমি ছাড়া জীবন অর্থহীন
রংহীন আকাশ হতো না এত রঙিন।
সকল ত্যাগের মধ্যে খুঁজে পেয়েছি
এক টুকরো ভালোবাসা
তোমার মনেতে ফুটিয়েছি ফুল
রং তুলির গভীর আলো-ছায়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ হয়েছে প্রতিটি লাইন দিদি।
এগিয়ে যান ✨
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাইনগুলো সত্যি অসাধারণ হয়েছে, বেশ দারুন অনুভূতি প্রকাশ পেয়েছে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া😊🙏.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখাগুলো সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের লেখা অনবদ্য হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ আপু,অনুপ্রাণিত হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব দারুণ লিখেছেন প্রত্যেকটি লাইন, ভীষণ ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিয়ের পর এই প্রেমের কবিতা গুলো কোথায় যেনো হারিয়ে যায়।🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রেম এবং বিয়ে কোনটারই অভিজ্ঞতা নেই দাদা।তাই প্রেমের কবিতা হারানোর গল্পও নেই আমার।☺️☺️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার হাসিতে আমি মেতেছি
নতুন স্বপ্নের জাল বুনেছি
তোমার চাহনি আমি দেখেছি
সুখেতে ভাসার হাতছানি।
আমি রিক্ত হস্তে ছুটে চলেছি
তোমার সুখের সন্ধানে
আমি তোমার চাহনিতে হারিয়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বাহ বাহ বাহ, দারুণ ছন্দে ফুটেছে হৃদয়ের আকাংখা। সুন্দর লিখেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার ছন্দে মনে লুকানো ভালোবাসা দারুন ভাবে প্রকাশ করেছেন ভাইয়া। সত্যি ভাইয়া আপনার দেখে কবিতার লাইন গুলো পড়ে খুবই ভালো লাগলো।👌👌👌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন স্বপ্নে বিভোর হয়ে খুজি তোমার মুখ
তুমি আমার এই জীবনে এক টুকরো সুখ।
দুচোখে আমার নতুন স্বপ্ন ভালোবাসায় ভরা
হয়তো প্রভু প্রিয়তম দেবে তুমি সারা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন লিখেছেন আপু 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ, সবাই দেখছি আজ দারুণ দারুণ ছন্দে ফিরে আসছে, ভালোই লাগছে সত্যি, বেশ সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাই বোধহয় জেগে জেগে স্বপ্ন দেখছে। তাই তো সবার মনে ছন্দ ফিরে এসেছে 🤪। যাইহোক ভাইয়া মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার আকাংখার পরিমাপ আজ নাইবা হলো,
তোমায় ভালোবেসে হারানোর যন্ত্রণা নাইবা নিলে।
তোমার আকাশে উড়ানো সে ফানুশ,
আমি মিশতে চেয়েছি তোমার স্বপ্নে নিঃসংকোচ।
যে নতুন পৃথিবী দেখেছিলাম তা কি রবে?
সে চোখে আমি ডুবেছিলাম সে ও কি বুজবে?
যে চোখের স্বপ্নে আমি মেতেছিলাম সে আমার হবে?
আমার সে চঞ্চলতা তোমায় কি ছুঁয়ে দিতে পারবে?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হয়তো কোন একদিন নিজের মনের অপূর্ণ ইচ্ছে গুলো পূর্ণ হবে। হয়তো ভালোবাসা প্রিয়জনের হৃদয় ছুঁতে পারবে। হয়তো নতুন স্বপ্নে মেতে উঠবে মন। অসাধারণ লিখেছেন আপু। প্রত্যেকটি লাইন যেন নতুন নতুন ছন্দ।👌👌👌👌
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার প্রেমে মুগ্ধ হয়ে
উড়েছি আকাশে বিহঙ্গ ন্যায়,
এ জীবনে তোমায় পেয়ে
মনকে দিয়েছি বিদ্রোহের সায়।
আচমকা কোন অচেনা সুখে-
হয়েছি আমি প্রগলভিত।
অন্ধকারেও তোমার ছোঁয়াতে
প্রসন্ন মন হয় উচ্ছলিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! দারুণ অনুভূতি প্রকাশ করেছেন তো, যেন ছন্দের যাদুতে প্রকাশ পেলো হৃদয়ের লুকানো কথা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ। সবটাই আপনার থেকে অনুপ্রাণিত হয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার হাসিতে মুগ্ধ হয়েছি,
পেয়েছি যেন মধুর স্নিগ্ধতা।
তোমার চোখের চাহনিতে,
মেনে নিয়েছি নিজের স্তব্ধতা।
তোমার মুখের মিষ্টি ভাষায়,
হারিয়ে যাই বার বার।
ভুলে যাই নিজের ভাষা,
শুনতে চাই তোমায় আবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেই যে সেদিন পথের দুটো পাশে
তোমার আমার রাস্তা বেঁকে গেলো
সেই যে সেদিন বিকেল বেলার ঘাসে
হলুদ পালক ছড়িয়ে এলোমেলো ।
সেদিন থেকে মনের কপাট ভেজা
যদিও আকাশ প্রখর রোদের তাপে
তোমার আমার অন্ধকারের ডানা
উড়বে বলে থরথরিয়ে কাঁপে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ,দারুণ লিখেছো দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
থ্যাংক ইউ বুনু 😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়েলকাম 🤗
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমায় আমি পেয়েছি,
কোন এক ভোরে।
তুমি রয়েছো আমার,
মনের মায়া ডোরে।
মনের ভিতর কেমন জানি,
ভালোবাসা কড়া নাড়ে।
ভালোবাসা কেন তুমি,
রয়েছ অনেক দূরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসার মহাসাগর
তোমার চোখে দেখি
আকুল মনের ব্যাকুল কথা
অনু কবিতায় লেখি।
উদাস আমি চঞ্চল আমি
নব প্রেমের সন্ধিতে,,
প্রেমের ভেলায় ভাসবো দুজন
থাকবো না আর বন্দিতে।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমায় পেয়ে দেখছি আমি নতুন দুনিয়া
তোমার হাতে হাত রেখে চলব নতুন স্বপ্ন ভুনিয়া
তোমায় পেয়ে অতীত আমি দিলাম এক নিমিষে মুছে
থাকবো দুজন ভালবাসার আলিঙ্গনে দুঃখ আর কিসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবাই দেখছি কবি হয়ে যাচ্ছে, বেশ চমৎকার চমৎকার কোন কবিতা লিখে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার ছোয়ায় পেয়েছি
বাচার আকুলতা
তোমার চোখে দেখেছি
ভালবাসার ব্যাকুলতা
তোমার হাতে হাত রেখে
কাটাতে চাই সারাজীবন
তোমায় কাছে না পেলে
ফ্যাকাসে ধুসর এজীবন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওরে বাবা, দুর্দান্ত লিখেছেন তো। প্রত্যেকটা লাইন যেন ছন্দে মিলিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার হৃদয়ে আমি দেখেছি,
আমার ভালোবাসার হাতছানি।
তোমার হাতে হাত রেখেছি,
আমার সুখের হাতছানি।
আমি সকল দুঃখ ভুলে,
সুখের হাত বাড়িয়েছি।
তুমি আমার কাছে আসলে,
স্পর্শ অনুভব করিয়াছি।
তোমার আকাশে আমি দেখেছি,
উড়ন্ত পাখি হয়ে উড়েছি।
এক প্রেমের অনুসন্ধানে।
হাত দুটো বাড়িয়েছি এক বন্ধনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার কবিতার প্রত্যেকটি লাইন আমি সাদরে গ্রহণ করেছি। তুমি এত সুন্দর কবিতা লিখো আমার জানা ছিল না। কবিতার প্রেমে পড়ে গেলাম। অনেক ভালোবাসা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তোমাতেই বাঁচি
তোমাতেই মরি,
তোমাতেই খুঁজি সুখ
তোমার স্পর্শে মুছে ফেলি
জীবনের সব দুখ।
এই বুঝি ভালবাসা
তুমিই জীবনের সকল আশা৷
আজ তোমায় ভালোবেসে সার্থক আমি
ব্যর্থ সকল দুখ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও লাইনগুলো খুব ভালো লেগেছে ভাই। বাঁচি মরি খুজি সুখ মুছে ফেলি জীবনের সকল দুখ। এক কথায় অসাধারণ লিখেছেন আপনি। পোস্টের মাধ্যমে পুরো কবিতা দেখতে চাই ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি আমায় দিয়েছ আজ
নতুন সুখের সন্ধান,
সেই সুখেতে মনটা আমার
করছে শুধু আনচান।
তোমার চোখে স্বপ্ন দেখি
করবো ভূবন জয়,
ভালোবাসার পাল উড়াবো
ভুলে ডর-ভয়।
ভুলে যাব সব দুঃখ ব্যাথা
থাকলে তুমি পাশে,
সুখের স্রোতে নাও ভাসাবো
তোমায় ভালোবেসে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মনমুগ্ধকর কিছু লাইন লিখেছেন, বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আকাশের কালো মেঘের ঘনঘটায়
তুমি এসেছিলে জোছনাস্নাত চাঁদের আলোয়
ভাসিয়ে ছিলে তুমি প্রেমের মোহে
কিন্তু শেষটা না টেনেই তুমি হারিয়ে গেলে।
সেই হারিয়ে যাওয়ার হাহকারে
এখনো খুঁজে ফিরি সেই রাত
যেখানে স্বপ্ন ভাঙ্গার করুন আর্তনাদ
বার বার ফিরিয়ে দেয় তোমার দুটি হাত।🤠
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার ভালবাসায় রঙ্গিন হয়ে আজ
উড়ে উড়ে যাই নতুন প্রেমের দুনিয়ায়
তোমার প্রেমের হাতছানি আজ
ব্যাকুলতায় ভরে দেয় আমারি হৃদয়।
দিবে কি ধরা? দিবে কি প্রেম
যা চেয়েছি আমি তোমারি তরে
ধরে রেখ আমায় তোমারই বাহুতলে
যেওনা কভু হৃদয়টা আমার ব্যাকুলতায় ভরে দিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তোমার তরে বাচঁতে চাই
আমি তোমার তরে হারাতে চাই।
আমি তোমার তরে স্বপ্ন বুনি
আমি তোমার তরে কল্পনা করি।
আমি রবের কাছে তোমাকে চাই
আমার জীবনে মরনে পাশে যেন পায়।
হাজার জনের মাঝে তুমি একজনই
তোমার তরে সব কিছু ভুলতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বেশ চমৎকার কবিতা লিখেছেন তো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুই যে আমার বুকের ভিতর
হঠাৎ পাওয়া সুখ,
তোকে হারানোর ভয়ে
নিত্য কাঁপে বুক।
তুই যে আমার আঁধার রাতে
হাজার তারার মেলা,
তুই যে আমার ভালোবাসার
স্বর্গে যাওয়ার ভেলা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার জন্য হে হৃদয়ে নতুন বাসা বেধেছি
ভালোবেসে থাকব দুজন, সুখে দুখে একসাথে
ভালোবাসার মানুষ তুমি, তুমিই আমার দুনিয়া
থাকবো মোরা একসাথে জীবনে মরণে সবখানে।।
দূরে যাবো না তোমায় ছেড়ে
ভুলবো না কোনদিন,
যতদিন বাঁচি তোমায় নিয়ে থাকবো,
সুখে দুঃখে আনন্দ উল্লাসে একসাথে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার প্রেমে খুঁজে পেয়েছি
বাঁচার নতুন আশা।
জীবনের রং বদলে দিয়েছি
সরিয়ে সব হতাশা।
জীবন আমার বদলে গেছে
তোমার সুরের টানে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি আমার ল্যাম্পপোস্টের নিয়ন আলো,
সেই আলোয় আমি নিজেকে খুঁজি
তুমি আমার সুবিশাল আকাশ,
যেখানে নিজেকে হারায়!
আমি নিজেকে মাতায় তোমার আহ্লাদে
আমি নিজেকে খুঁজি তোমার মাঝে,
আমি স্বপ্নে বিভোর হই, তোমাকে নিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি বলেন। একেবারে ল্যাম্পপোস্টের আলো হয়ে গেল?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা আপু কষ্ট করে মিলিয়েছি 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লেগেছে ভাই মুগ্ধ হলাম। কবিতা লাইনগুলো সাজাতে খুবই সময় লাগে ভাই। খুব সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit