আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

তোমার চোখে আমি দেখেছি
নতুন দুনিয়ার হাতছানি
তোমার আকাশে আমি দেখেছি
রঙিন স্বপ্নের আহাজারি।

আমি সব ভুলে চঞ্চল হয়েছি
নতুন প্রেমের সন্ধিতে
আমি তোমার আকাশে উড়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।

লেখকঃ

@hafizullah

লেখকের অনুভূতিঃ

ভালোবাসা সত্যি এক অদ্ভুত যাদু, কেউ যেমন কারো স্পর্শে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখে, জীবনের শেষ সময়ে এসেও নতুনভাবে বিদ্রোহী হওয়ার আকাংখা জাগে। ভালোবাসা সত্যি এমন, কেউ কারো আশায় বাঁচতে চায়, কেউ কারো ভরসায় চঞ্চল হতে চায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তুমি আমার বাঁচার আলোকদিশা
তুমি ছাড়া এ জগৎ বিভীষিকা
তুমি ছাড়া জীবন অর্থহীন
রংহীন আকাশ হতো না এত রঙিন।

সকল ত্যাগের মধ্যে খুঁজে পেয়েছি
এক টুকরো ভালোবাসা
তোমার মনেতে ফুটিয়েছি ফুল
রং তুলির গভীর আলো-ছায়া।

অসাধারণ হয়েছে প্রতিটি লাইন দিদি।
এগিয়ে যান ✨

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া😊

লাইনগুলো সত্যি অসাধারণ হয়েছে, বেশ দারুন অনুভূতি প্রকাশ পেয়েছে। ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া😊🙏.

আপনার লেখাগুলো সব সময় আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের লেখা অনবদ্য হয়েছে।

অসংখ্য ধন্যবাদ আপু,অনুপ্রাণিত হলাম।

খুব দারুণ লিখেছেন প্রত্যেকটি লাইন, ভীষণ ভালো লেগেছে।

ধন্যবাদ ভাইয়া।

বিয়ের পর এই প্রেমের কবিতা গুলো কোথায় যেনো হারিয়ে যায়।🤣

প্রেম এবং বিয়ে কোনটারই অভিজ্ঞতা নেই দাদা।তাই প্রেমের কবিতা হারানোর গল্পও নেই আমার।☺️☺️

তোমার চোখে আমি দেখেছি
নতুন দুনিয়ার হাতছানি
তোমার আকাশে আমি দেখেছি
রঙিন স্বপ্নের আহাজারি।

আমি সব ভুলে চঞ্চল হয়েছি
নতুন প্রেমের সন্ধিতে
আমি তোমার আকাশে উড়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।

তোমার হাসিতে আমি মেতেছি
নতুন স্বপ্নের জাল বুনেছি
তোমার চাহনি আমি দেখেছি
সুখেতে ভাসার হাতছানি।

আমি রিক্ত হস্তে ছুটে চলেছি
তোমার সুখের সন্ধানে
আমি তোমার চাহনিতে হারিয়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।

বাহ বাহ বাহ বাহ, দারুণ ছন্দে ফুটেছে হৃদয়ের আকাংখা। সুন্দর লিখেছেন ভাই।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

ধন্যবাদ দিদি।

অনেক ধন্যবাদ ভাই।

কবিতার ছন্দে মনে লুকানো ভালোবাসা দারুন ভাবে প্রকাশ করেছেন ভাইয়া। সত্যি ভাইয়া আপনার দেখে কবিতার লাইন গুলো পড়ে খুবই ভালো লাগলো।👌👌👌

অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন।

রঙিন স্বপ্নে বিভোর হয়ে খুজি তোমার মুখ
তুমি আমার এই জীবনে এক টুকরো সুখ।
দুচোখে আমার নতুন স্বপ্ন ভালোবাসায় ভরা
হয়তো প্রভু প্রিয়তম দেবে তুমি সারা।

দারুন লিখেছেন আপু 🥀

বাহ, সবাই দেখছি আজ দারুণ দারুণ ছন্দে ফিরে আসছে, ভালোই লাগছে সত্যি, বেশ সুন্দর লিখেছেন।

সবাই বোধহয় জেগে জেগে স্বপ্ন দেখছে। তাই তো সবার মনে ছন্দ ফিরে এসেছে 🤪। যাইহোক ভাইয়া মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

ভালোবাসার আকাংখার পরিমাপ আজ নাইবা হলো,
তোমায় ভালোবেসে হারানোর যন্ত্রণা নাইবা নিলে।
তোমার আকাশে উড়ানো সে ফানুশ,
আমি মিশতে চেয়েছি তোমার স্বপ্নে নিঃসংকোচ।

যে নতুন পৃথিবী দেখেছিলাম তা কি রবে?
সে চোখে আমি ডুবেছিলাম সে ও কি বুজবে?
যে চোখের স্বপ্নে আমি মেতেছিলাম সে আমার হবে?
আমার সে চঞ্চলতা তোমায় কি ছুঁয়ে দিতে পারবে?

হয়তো কোন একদিন নিজের মনের অপূর্ণ ইচ্ছে গুলো পূর্ণ হবে। হয়তো ভালোবাসা প্রিয়জনের হৃদয় ছুঁতে পারবে। হয়তো নতুন স্বপ্নে মেতে উঠবে মন। অসাধারণ লিখেছেন আপু। প্রত্যেকটি লাইন যেন নতুন নতুন ছন্দ।👌👌👌👌

তোমার চোখে আমি দেখেছি
নতুন দুনিয়ার হাতছানি
তোমার আকাশে আমি দেখেছি
রঙিন স্বপ্নের আহাজারি।

আমি সব ভুলে চঞ্চল হয়েছি
নতুন প্রেমের সন্ধিতে
আমি তোমার আকাশে উড়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।

তোমার প্রেমে মুগ্ধ হয়ে
উড়েছি আকাশে বিহঙ্গ ন্যায়,
এ জীবনে তোমায় পেয়ে
মনকে দিয়েছি বিদ্রোহের সায়।

আচমকা কোন অচেনা সুখে-
হয়েছি আমি প্রগলভিত।
অন্ধকারেও তোমার ছোঁয়াতে
প্রসন্ন মন হয় উচ্ছলিত।

বাহ! দারুণ অনুভূতি প্রকাশ করেছেন তো, যেন ছন্দের যাদুতে প্রকাশ পেলো হৃদয়ের লুকানো কথা।

ধন্যবাদ। সবটাই আপনার থেকে অনুপ্রাণিত হয়ে।

তোমার হাসিতে মুগ্ধ হয়েছি,
পেয়েছি যেন মধুর স্নিগ্ধতা।
তোমার চোখের চাহনিতে,
মেনে নিয়েছি নিজের স্তব্ধতা।

তোমার মুখের মিষ্টি ভাষায়,
হারিয়ে যাই বার বার।
ভুলে যাই নিজের ভাষা,
শুনতে চাই তোমায় আবার।

সেই যে সেদিন পথের দুটো পাশে
তোমার আমার রাস্তা বেঁকে গেলো
সেই যে সেদিন বিকেল বেলার ঘাসে
হলুদ পালক ছড়িয়ে এলোমেলো ।

সেদিন থেকে মনের কপাট ভেজা
যদিও আকাশ প্রখর রোদের তাপে
তোমার আমার অন্ধকারের ডানা
উড়বে বলে থরথরিয়ে কাঁপে।

বাহ,দারুণ লিখেছো দাদা।

থ্যাংক ইউ বুনু 😊

ওয়েলকাম 🤗

তোমায় আমি পেয়েছি,
কোন এক ভোরে।
তুমি রয়েছো আমার,
মনের মায়া ডোরে।

মনের ভিতর কেমন জানি,
ভালোবাসা কড়া নাড়ে।
ভালোবাসা কেন তুমি,
রয়েছ অনেক দূরে।

ভালোবাসার মহাসাগর
তোমার চোখে দেখি
আকুল মনের ব্যাকুল কথা
অনু কবিতায় লেখি।

উদাস আমি চঞ্চল আমি
নব প্রেমের সন্ধিতে,,
প্রেমের ভেলায় ভাসবো দুজন
থাকবো না আর বন্দিতে।
♥♥

আমি সব ভুলে চঞ্চল হয়েছি
নতুন প্রেমের সন্ধিতে
আমি তোমার আকাশে উড়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।

তোমায় পেয়ে দেখছি আমি নতুন দুনিয়া
তোমার হাতে হাত রেখে চলব নতুন স্বপ্ন ভুনিয়া
তোমায় পেয়ে অতীত আমি দিলাম এক নিমিষে মুছে
থাকবো দুজন ভালবাসার আলিঙ্গনে দুঃখ আর কিসে।

সবাই দেখছি কবি হয়ে যাচ্ছে, বেশ চমৎকার চমৎকার কোন কবিতা লিখে ধন্যবাদ।

তোমার ছোয়ায় পেয়েছি
বাচার আকুলতা
তোমার চোখে দেখেছি
ভালবাসার ব্যাকুলতা

তোমার হাতে হাত রেখে
কাটাতে চাই সারাজীবন
তোমায় কাছে না পেলে
ফ্যাকাসে ধুসর এজীবন।

ওরে বাবা, দুর্দান্ত লিখেছেন তো। প্রত্যেকটা লাইন যেন ছন্দে মিলিয়েছেন।

তোমার হৃদয়ে আমি দেখেছি,
আমার ভালোবাসার হাতছানি।
তোমার হাতে হাত রেখেছি,
আমার সুখের হাতছানি।

আমি সকল দুঃখ ভুলে,
সুখের হাত বাড়িয়েছি।
তুমি আমার কাছে আসলে,
স্পর্শ অনুভব করিয়াছি।

তোমার আকাশে আমি দেখেছি,
উড়ন্ত পাখি হয়ে উড়েছি।
এক প্রেমের অনুসন্ধানে।
হাত দুটো বাড়িয়েছি এক বন্ধনে।

তোমার কবিতার প্রত্যেকটি লাইন আমি সাদরে গ্রহণ করেছি। তুমি এত সুন্দর কবিতা লিখো আমার জানা ছিল না। কবিতার প্রেমে পড়ে গেলাম। অনেক ভালোবাসা

আমি তোমাতেই বাঁচি
তোমাতেই মরি,
তোমাতেই খুঁজি সুখ
তোমার স্পর্শে মুছে ফেলি
জীবনের সব দুখ।

এই বুঝি ভালবাসা
তুমিই জীবনের সকল আশা৷
আজ তোমায় ভালোবেসে সার্থক আমি
ব্যর্থ সকল দুখ।

ওয়াও লাইনগুলো খুব ভালো লেগেছে ভাই। বাঁচি মরি খুজি সুখ মুছে ফেলি জীবনের সকল দুখ। এক কথায় অসাধারণ লিখেছেন আপনি। পোস্টের মাধ্যমে পুরো কবিতা দেখতে চাই ভাই।

তুমি আমায় দিয়েছ আজ
নতুন সুখের সন্ধান,
সেই সুখেতে মনটা আমার
করছে শুধু আনচান।

তোমার চোখে স্বপ্ন দেখি
করবো ভূবন জয়,
ভালোবাসার পাল উড়াবো
ভুলে ডর-ভয়।

ভুলে যাব সব দুঃখ ব্যাথা
থাকলে তুমি পাশে,
সুখের স্রোতে নাও ভাসাবো
তোমায় ভালোবেসে।।

মনমুগ্ধকর কিছু লাইন লিখেছেন, বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

তোমার চোখে আমি দেখেছি
নতুন দুনিয়ার হাতছানি
তোমার আকাশে আমি দেখেছি
রঙিন স্বপ্নের আহাজারি।

আমি সব ভুলে চঞ্চল হয়েছি
নতুন প্রেমের সন্ধিতে
আমি তোমার আকাশে উড়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।

আমার আকাশের কালো মেঘের ঘনঘটায়
তুমি এসেছিলে জোছনাস্নাত চাঁদের আলোয়
ভাসিয়ে ছিলে তুমি প্রেমের মোহে
কিন্তু শেষটা না টেনেই তুমি হারিয়ে গেলে।

সেই হারিয়ে যাওয়ার হাহকারে
এখনো খুঁজে ফিরি সেই রাত
যেখানে স্বপ্ন ভাঙ্গার করুন আর্তনাদ
বার বার ফিরিয়ে দেয় তোমার দুটি হাত।🤠

তোমার ভালবাসায় রঙ্গিন হয়ে আজ
উড়ে উড়ে যাই নতুন প্রেমের দুনিয়ায়
তোমার প্রেমের হাতছানি আজ
ব্যাকুলতায় ভরে দেয় আমারি হৃদয়।
দিবে কি ধরা? দিবে কি প্রেম
যা চেয়েছি আমি তোমারি তরে
ধরে রেখ আমায় তোমারই বাহুতলে
যেওনা কভু হৃদয়টা আমার ব্যাকুলতায় ভরে দিয়ে।

আমি তোমার তরে বাচঁতে চাই
আমি তোমার তরে হারাতে চাই।
আমি তোমার তরে স্বপ্ন বুনি
আমি তোমার তরে কল্পনা করি।

আমি রবের কাছে তোমাকে চাই
আমার জীবনে মরনে পাশে যেন পায়।
হাজার জনের মাঝে তুমি একজনই
তোমার তরে সব কিছু ভুলতে পারি।

বাহ বেশ চমৎকার কবিতা লিখেছেন তো ধন্যবাদ।

তুই যে আমার বুকের ভিতর
হঠাৎ পাওয়া সুখ,
তোকে হারানোর ভয়ে
নিত্য কাঁপে বুক।

তুই যে আমার আঁধার রাতে
হাজার তারার মেলা,
তুই যে আমার ভালোবাসার
স্বর্গে যাওয়ার ভেলা।

তোমার জন্য হে হৃদয়ে নতুন বাসা বেধেছি
ভালোবেসে থাকব দুজন, সুখে দুখে একসাথে
ভালোবাসার মানুষ তুমি, তুমিই আমার দুনিয়া
থাকবো মোরা একসাথে জীবনে মরণে সবখানে।।

দূরে যাবো না তোমায় ছেড়ে
ভুলবো না কোনদিন,
যতদিন বাঁচি তোমায় নিয়ে থাকবো,
সুখে দুঃখে আনন্দ উল্লাসে একসাথে।।

তোমার চোখে আমি দেখেছি
নতুন দুনিয়ার হাতছানি
তোমার আকাশে আমি দেখেছি
রঙিন স্বপ্নের আহাজারি।

আমি সব ভুলে চঞ্চল হয়েছি
নতুন প্রেমের সন্ধিতে
আমি তোমার আকাশে উড়েছি
রঙিন ভালোবাসার আকাংখাতে।

তোমার প্রেমে খুঁজে পেয়েছি
বাঁচার নতুন আশা।
জীবনের রং বদলে দিয়েছি
সরিয়ে সব হতাশা।
জীবন আমার বদলে গেছে
তোমার সুরের টানে।

তুমি আমার ল্যাম্পপোস্টের নিয়ন আলো,
সেই আলোয় আমি নিজেকে খুঁজি
তুমি আমার সুবিশাল আকাশ,
যেখানে নিজেকে হারায়!

আমি নিজেকে মাতায় তোমার আহ্লাদে
আমি নিজেকে খুঁজি তোমার মাঝে,
আমি স্বপ্নে বিভোর হই, তোমাকে নিয়ে।

কি বলেন। একেবারে ল্যাম্পপোস্টের আলো হয়ে গেল?

হাহাহা আপু কষ্ট করে মিলিয়েছি 😁

ভালো লেগেছে ভাই মুগ্ধ হলাম। কবিতা লাইনগুলো সাজাতে খুবই সময় লাগে ভাই। খুব সুন্দর হয়েছে।