আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
তুমি কি জানো !
গাছে এত ফুল কেন ?
মনে এত ঝড় কেন ?
কুকিলের কুহু ডাকে......
আকাশ বাতাস এত উত্তাল কেন ?
তুমি কি জানো !
আমার মনে কে ফুল ফোঁটায় ?
আমার দেহে কে প্রেম জাগায় ?
আমার মাঝের আমি কে নিয়ে,
সারাক্ষন কে স্বপ্ন জাগায় ?
তুমি কি জানো !
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
ভালোবাসার অনুভূতি গুলো কখনো মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না। ভালোবাসার সেই তুমি মানুষটার কাছে বলার জন্য হাজারো প্রশ্ন প্রতিনিয়ত লাইন ধরে থাকে। ভালোবাসার সেই তুমি মানুষটার কাছ থেকে প্রশ্নের উত্তর পেতে ভালো লাগে। নিজের মনের কথা গুলো তার মুখ থেকে শুনতে ভালো লাগে। আজকের এই কবিতায় তেমনি কিছু প্রশ্ন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি কি জানো !
আমার হৃদয়ে এত ক্ষত কেন?
অবেলায় গাছের ফুলগুলো ঝরে পড়েছে কেন?
পাখির কলকাকলির কলরবে------
সমুদ্রের ঢেউ এত গর্জে ওঠে কেন?
তুমি কি জানো !
আমার মনে কে রংধনুর রং একে দেয়?
আমার হৃদমাঝারে কে বাঁশি বাজায়?
আমার নিজস্বতাকে নিয়ে,
কে স্বপ্নের দেশে পাড়ি দেয়?
তুমি কি জানো !
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন লিখেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো ?
পৃথিবী এতো সুন্দর কেন ?
মনে বর্নিল ঝড় কেন ?
পাখিরাও মেতেছে কলতানে......
মন যমুনা আজ উত্তাল কেন ?
তুমি কি জানো ?
আমার হৃদয়ে কে দিয়েছে দোলা ?
আমার দেহে কে দিয়েছে শিহরণ?
তোমার মাঝে হারিয়েছি আমি,
সুখের স্বপ্নে ভাসালো কে ?
তুমি কি জানো ?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো,আকাশ কেন নীল দেখায়?
কেন পাখিরা এত মিষ্টি গান শোনায়?
কে এই মনে ভালবাসার অনুভূতি জাগায়?
কেন এ চোখ বারবার তোমার দিকেই চায়?
তুমি হয়ত জানোনা,আমার মনের বেদনা
তাইতো আমার কাছ আসোনা
তুমি হয়ত জানোনা,তোমা জন্যকত ভালবাসা এই বুকে আছে,
তাইতো তুমি জানোনা,কেন চাই তোমায় এত কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো !
পৃথিবী এত সুন্দর কেন ?
তুমি কি জানো !
আকাশ এত রঙিন কেন ?
হয়তো তোমার মন সুন্দর ,
তাই তুমি সব কিছু সুন্দর দেখো ।
তুমি কি জানো !
শরতের আকাশ এত চমৎকার কেন ?
কাশবনে ঘুরে বেড়াতে এত আনন্দ কেন?
সব কিছুতে কেন এত ভালোলাগা,
তুমি কি জানো !
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো!
তোমায় নিয়ে আমার এত অভিমান কেন?
আমি তো ভালোবেসেছিলাম তোমায়
তবে তুমি কেন বাসোনি?
তুমি কি জানো!
তোমায় ভেবে আমি এখনো কাঁদি
বারংবার এটাই শুধু ভাবি
একবার ভালোবেসে ফিরে আসতে যদি।
তুমি কি জানো!
তোমার মিষ্টি মুখখানা এখনো আমার চোখে ভাসে,
পরক্ষণেই আমার চোখের কোনায়
দু এক ফোটা জল চলে আসে।
তোমায় ভালোবেসে আমার হৃদয় খানা এখনো হাসে
তুমি কি জানো?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো।
মানুষ স্বপ্ন দেখে কেন?
ভালোবাসার অনুভূতি হয় কেন?
দক্ষিণা বাতাস বয়ে কেন?
তুমি কি জানো।
হৃদয়ের বাগানে কে ফুল ফোঁটায় ?
ভোরের পাখিরা কেন গান গায়?
স্বপ্ন নিয়ে বেঁচে থাকি কার আশায়?
তুমি কি জানো।
কাঁশবন কেন শরৎকালে দেখি?
কৃষ্ণচূড়া কেন বসন্তের আঁখি?
হৃদয়ের আবেগ কেন করে দুঃখী?
তুমি কি জানো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাল লিখেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো!
আকাশে এত মেঘ কেন?
মন এত উতলা কেন?
তুমি কি জানো!
আমি তোমায় এত ভালবাসি কেন?
এ মন শুধু তোমায় চায় কেন?
আমার মনের গভীরে
শুধু তোমারই আনাগোনা,
আমার সপ্নগুলো সব
তোমারই আকা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো!
এ মনের মাঝে কে রয়?
কার নামে লিখা এ হৃদয়?
কে সামনে এলে এই মনে...
খুশির ঝড়টা বয়?
তুমি কি জানো!
আমার মনের কথাগুলো?
হয়েছি কেন এলোমেলো?
ভাবনার জগতে কাকে নিয়ে...
সাজিয়েছি দেখবে চলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো?
জোসনা রাতে এত তারা কেন?
তোমাকে আলোকিত করে রাখবে বলে।
তুমি কি জানো?
চাঁদনী রাতে এত ভালো লাগে কেন?
তুমি আমার পাশে থাকো বলে।
তুমি কি জানো?
রাতের চাঁদ এত দামি কেন?
তুমি চাঁদ হয়ে আমার বুকে আসো বলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আকাশটা আজ রোদেলা কেন
কেন এত আলো?
আমার চোখে তুমি কেন
সবসময়ই ভালো??
গাছে গাছে কেন আজ
নানান ফুলের বাহার,,
সুগন্ধিতে লাগছে ভালো
মন মাতানো আঁধার।
আমার মাঝে আমিটাকে
স্বপ্ন দেখায় যে,,
তুমি ছাড়া স্বপ্নচারী
হবে বল কে??
মনের ভেতর সারাটিখন
ঢেউ খেলছে কেন?
তুমি কি তা জানো??
কেন, কেন, কেন,??
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো!
স্বপ্নেরা কেন ডানা মেলে?
তুমি কি জানো!
হৃদয় কেন ভালোবাসার উষ্ণতা খোঁজে?
হৃদয়ের উত্তাল হওয়া শুধুই তোমার জন্য
হাজার লোকের ভিড়ে শুধু তুমি অনন্য।
তুমি আমায় স্বপ্ন দেখালে আমি স্বপ্ন দেখি
তাইতো তোমায় সারাক্ষণ হৃদয় মাঝে রাখি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর হয়েছে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো !
আকাশ এত মেঘলা কেন?
চোখের কোনে পানি কেন?
ঝিরিঝিরি বৃষ্টিতে......
মনটা আজ উদাস কেন?
তুমি কি জানো !
মনে কখন বসন্ত আসে ?
বসন্তের ছোঁয়ায় কে মন রাঙায় ?
আমার মনের আঙিনাতে
কে এসে বাঁশি বাজায় ?
তুমি কি জানো?
🥰🥰🥰🥰🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই অনেক চমৎকার লিখেছেন, অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন লিখেছেন দিদি। 💕
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য পেয়ে সত্যি অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য। 😊🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো!
মানুষ কেন হাসে?
কিসের আশায় বাঁচে?
তুমি কি জানো!
জীবন মানে কি?
বয়ে চলা নদীর সাথে মানুষের সামঞ্জস্য কি ?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো কেন সূর্য উঠে
তুমি কি জানো কেন সূর্য ডুবে
তমি কি জানো কেন বৃষ্টি আসে
তুমি কি জানো কেন ফুল ফুঠে
তুমি কি জানো কেন আমি স্বপ্ন দেখি
তুমি কি জানো কেন আমি ফিরে আসি
তুমি কি জানো কেন কেন আমি বেচে আছি
তুমি কি জানো কেন আমি অপেক্ষায় থাকি
সব কেন’র উত্তর শুধু তোমার ভালবাসার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো!
আমি তোমাকে এত ভালোবাসি কেন?
রাত দিন কোন ভেদাভেদ নেই কেন?
তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখি কেন?
তুমি কি জানো!
তোমার দেওয়া শত ব্যাথা পাবার পরেও
তোমাকে এত মিস করি কেন?
তোমাকে নিয়ে মনে এত আশা কেন?
তুমি কি জানো!
তোমার মুখখানা আমার এত ভাল লাগে কেন?
তোমায় দেখলে এত শান্তি পায় কেন?
তোমার ভালবাসায় এত মগ্ন কেন?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো!
মানুষ এত হতাশ কেন?
শত হতাশার মাঝেও এত প্রেম কেন?
তুমি কি জানো!
প্রেমের টানে মানুষ ঘর ছাড়ে কেন?
প্রেমে এত কষ্ট তবুও মানুষ প্রেম করে কেন?
তুমি কি জানো?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো আকাশ এত বিশাল কেন ?
সাগরে এত ঢেউ কেন?
হৃদয়ের এত রক্তক্ষরণ কেন?
চোখে এত বৃষ্টি কেন?
মনে এত কষ্ট কেন?
আকাশে এত নিলীমা কেন?
আর ভালবাসায় এত মধু কেন?
এত সব কিছু হয়
শুধু তোমায় ভালবাসি বলে জান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি তো ফুল আমার
গন্ধ বিলাও সারাক্ষণ,
তুমি তো কোকিলের সুরে
ভরেছো এই ভূবণ।।
আকাশে বাতাসে তোমার ছোঁয়া
তোমারি প্রেম জাগে,
তুমিই আমার স্বপ্ন মায়া
সকাল সন্ধ্যা সাঁঝে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কার কবিতার রিপ্লাই দেব, প্রত্তেকেই দারুন লিখেছেন। অসাধারণ অসাধারণ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো !
আমার মন এত অস্থির কেন ?
তুমি কি জানো !
বাতাস এত শান্ত কেন ?
তুমি কি জানো !
হৃদয়ের মাঝে এত ঝড় কেন ?
এ জানা এত সহজ নয় ,
বিধাতাই জানে এর মানে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো!
এ মন গহিনে তোমারই নাম কেনো,
কেনো প্রতিক্ষণে
তব স্বপ্ন এ মন বোনে,
তুমি কি জানো
প্রতি অমানিশায়
অপেক্ষা করি তোমার,
এ মন তরিরে শুধু
পারো তুমিই করতে পারাপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুমি কি জানো ?
ভালোবাসি তোমাকে...
এই কথাটি কেন বলতে পারিনি তোমায়।
যদি তুমি আমাকে ফিরিয়ে দাও,
সেই ভয় তাড়িয়ে বেরাতো আমায়।
তুমি কি জানো ?
যে রাতে তুমি অন্যের হয়েছিলে,
আমি তখনো ভালোবেসেছি তোমায়।
আজ যখন তুমি অনেক দূরে,
হয়তো পৃথিবীর অন্য প্রান্তে।
তবুও আমি তোমাকেই ভালোবাসি।
তুমি কি জানো !!!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit