আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মন ভেঙে গেলে কি করা উচিত?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জানিনা কিভাবে সম্ভব। আপনারা কি বলেন?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙে গেলে প্রথমে নিজেকে সময় দিন। কষ্টকে মেনে নিন এবং নিজের আবেগ প্রকাশ করুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে কথা বলুন। নিজের পছন্দের কিছু করুন যেমন বই পড়া, গান শোনা, বা কোনো হবি তে মগ্ন হওয়া। প্রয়োজনে পেশাদার পরামর্শ গ্রহণ করুন। নিয়মিত ব্যায়াম করুন এবং সুষম খাদ্য গ্রহণ করুন। মনে রাখবেন, সময়ের সঙ্গে সঙ্গে এই কষ্ট কমে যাবে এবং আপনি নতুন শক্তিতে সামনে এগিয়ে যাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন মন ভেঙে যাবে কষ্ট পাবেন তখন গোপনে নিজের মধ্যে থাকা যন্ত্রণা গুলো কান্না হয়ে বের হয়ে আসতে দেবেন। এটাই একমাএ সমাধান। আর হ্যা কেউ যেন না দেখে আপনি কান্না করছেন। কারণ ছেলেদের কখনও মন ভাঙে না এমন ধারণা আমাদের সমাজের।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙে গেলে জোরে জোরে শব্দ করে কাঁদতে হয়।এতে করে মনটা হালকা হয়।আমি তাই করি।😔
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু আমি ও মাঝে মাঝে এমন করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাঙ্গা জিনিস তো জোড়া লাগানো কঠিন। আর মন তো অদৃশ্য। মানে ধরা ছোঁয়ার বাহিরে। তাই মন ভেঙ্গে গেলে সেই ভাঙ্গা মন নিয়ে আমেরিকা চলে যাবো । যাতে করে আর মন না ভাঙ্গে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙে গেলে কিছু সময় একা থাকবো। তারপর নিজের মনকে বুজাবো মন ভেঙেছে আমার ভালোই জন্যই হয়েছে। বন্ধুদের নিয়ে দূরে কোথাও ঘুরে আসবো দেখবো মন ভালো হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙে গেলে চিৎকার দিয়ে গাওয়া উচিত, চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে অনেক সুন্দরী। 😎 তবে ভাঙা মন নিয়ে মন খারাপ করলে চলবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারো জন্য যদি মন ভেঙ্গে যায়, তাহলে তো তাকে জেলাস ফিল করানোর জন্য বিভিন্ন কাজ করা উচিত। মন খারাপ করলে চলবে না বরং তাকে জেলাস করানো উচিত😁। আর যদি গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের জন্য মন ভেঙ্গে যায়, তাহলে তো নতুন একটা ধরে শুধু তাকে দেখানো উচিত🤣🤣। তার থেকেও বেটার কাউকে পেয়েছেন🥰।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু ক্ষেত্রে মন ভেঙে গেলে হয়তো বা আঠা দিয়ে জোড়া লাগানো যায়,কিন্তু কিছু ক্ষেত্রে মন ভেঙে গেলে তা ধৈর্য্য আর সহ্য দিয়ে জোড়া লাগানোই উচিত।কারন ধৈর্য্য ধারণ করার থেকে বড় মনের আঠা আর কিছুতে মনে হয় নেই।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেহেতু ভাঙ্গা মন আর জোড়া লাগানো যায় না। তাই বর্তমানেও তো অনেক কিছুই করা যায়। সেই সব আইডিয়াকে কাজে লাগিয়ে মন কে বদলে ফেলা উচিত। এবং নতুন করে আবার ভাঙ্গার জন্য প্রস্তুত থাকা উচিত। কারন নরম জিনিস বার বার ই ভাঙ্গে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোনো কিছু একবার ভেঙে গেলে তা জোড়া যতই লাগানোর চেষ্টা করবেন, কিছুই হবে না। কারণ সেই ভেঙে যাওয়ার ফাটল টা থেকেই যাবে 💔। তেমনই মনের ক্ষেত্রেও হয়। মানুষের মন একবার ভেঙ্গে গেলে, সেটা আগের মত করা সম্ভব হয় না🥴। মন একবার ভেঙ্গে গেলে ব্লু আঠা সবকিছু ব্যবহার করে মনকে শক্ত করে নিন। যেন কেউ কষ্ট দিলে সেই আঘাত মনে গিয়ে না লাগে😎।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাইক দিয়ে জোরে জোরে আইয়ুব বাচ্চুর "ভাঙ্গা মন নিয়ে তুমি, আর কেঁদো না" গানটি গাওয়া উচিত পুরো মহল্লা ঘুরে ঘুরে😂😂। মোটকথা গান শুনে যতক্ষণ পর্যন্ত মহল্লার মানুষ বিরক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত গান গাইতে হবে 🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙে গেলে জোড়া লাগানো উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙে গেলে নিজেকে বেশি করে আহ্লাদ দেওয়া উচিত। কারণ যে মন ভেঙেছে নিজের মানুষ নয় বলেই মন ভেঙেছে৷ তাই বেশি বেশি কিরে নিজেকে ভালোবাসা নিজেকে প্যাম্পার করা ভালো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুপার গ্লু দিয়ে জোড়া লাগানো উচিত।তাহলে মন শক্ত হবে আর কেউ আঘাত
দিলেও ভাংবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙ্গে গেলে মনের তো আর ওয়ারেন্টি-ঘ্যারান্টি নাই যে একচেঞ্জ করা যাবে। এজন্য মন জোড়া লাগানোর চেষ্টা করা ছাড়া আপাতত কিছু করার আছে বলে মনেহয় না। যার যেভাবে জোড়া লাগে সেভাবেই করা উচিৎ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে কারণে ভেঙেছে সেই কারণ টা খুঁজে বের করা উচিত।তারপর বিবেচনা করা উচিত আপনি এর জন্য আদৌ দোষী কিনা।যদি নিজের দিক থেকে ১০০ শতাংশ সঠিক থাকেন তাহলে বুঝবেন আপনার ভালোর জন্যই হয়েছে এটা।কারণ সৃষ্টিকর্তা যা করেন সবার মঙ্গলের জন্যই করেন।এর থেকে বেটার অপশন আপনার অপেক্ষায় রয়েছে তাই মন্দ অপশন টি আপনার থেকে দূরে সরিয়ে নিয়েছেন সৃষ্টিকর্তা।🥰🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় আছে কাঁটা দিয়ে নাকি কাঁটা তুলতে হয়। কোন কারনে মন ভেঙে গেলে শ্বশুরবাড়িতে চলে যাওয়া উচিত। সেখানে গেলেই মনে পরবে এত বড় ঝামেলা যখন সামলে এসেছি সেখানে মন ভাঙা তো কোন ব্যাপারই না( শ্বশুরের মেয়ে আর কি)। 😆
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙে গেলে কি আর করবেন কষ্ট করে জোড়া লাগিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখবেন ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙে গেলে নিজেকে বেশি করে আহ্লাদ দেওয়া উচিত। কারণ যে মন ভেঙেছে নিজের মানুষ নয় বলেই মন ভেঙেছে৷ তাই বেশি বেশি কিরে নিজেকে ভালোবাসা নিজেকে প্যাম্পার করা ভালো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন আরও একটা বিয়ে করে সংসার করা উচিত, বউয়ের প্যারা খেতে খেতে তখন আর মন ভাঙ্গার কষ্টটা থাকবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙে গেলে সেই মনকে নদীর জলে ভাসিয়ে দেওয়া উচিৎ। আর একটা সুন্দর ঝকঝকে মন কিনে আনা উচিৎ বাজার থেকে। 🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি করা উচিত সেটা আমি জানি না। তবে আমার মনে ভেঙ্গে গেলে এক প্যাকেট সিগারেট ও এক বোতল ড্রিংকসের সাথে একটি ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে একটা স্টেটাস দিয়ে দেয় , “ভাঙ্গা হৃদয় নিয়ে বেঁচে থাকা যায় না”। আমার এই স্টেটাস দেখে কত মানুষ ভাঙ্গা হৃদয় জোড়া দিতে চলে আসে,তার কোন সঠিক হিসাব নেই,হা হা হা। 😜😎
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেকোনো জিনিস ভেঙে গেলে সেটা যদি কাজের হয় তাহলে কোনোমতে জোড়া দিয়ে রেখে দেই,সেভাবে মনকেও স্কচটেপ দিয়ে জোড়া দিয়ে রাখা উচিত।আর অকেজো হলো বিনা চিন্তায় ফেলে দেয়া উচিত। ভাঙা মন দিয়ে আর কি কাজ হবে, হাহা।তাছাড়া কারো কাছ থেকে ধার নিয়ে সেই মনের জায়গা পূরণ করে নিলেই হলো,পরেরটা পরে দেখা যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি এটা জানেন না,ভেঙ্গে গেলে আর কি করার সুপার গ্লু দিয়ে আবার জোরা লাগাতে হয় অনেক শক্ত করে যেন আর না ভাঙ্গে 😂😱
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙে গেলে প্রথমে উচিত হলো কোথাও ঘুরতে যাওয়া যেমন নদীর পাড়ে। অথবা গ্রামীণ পরিবেশে ,তবে একা যাওয়া উচিত হবে না সাথে এমন কাউকে নিতে হবে যার কথা শুনলে হাসি পায়। তার সাথে বেশ কিছু সময় ঐখানে কাটাতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙ্গে গেলে দুঃখের গান গাওয়া উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মন ভেঙে গেলে বেশি বেশি প্রেম করা উচিত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit