এবিবি-ফান প্রশ্ন-৩২ || মজার বাক্যে প্রপোজ করুন।

in hive-129948 •  2 years ago 

cover.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মজার বাক্যে প্রপোজ করুন। ( প্রেমিক /প্রেমিকা বা বর/বউ এর ক্ষেত্রে )

প্রশ্নকারীঃ

@rex-sumon

প্রশ্নকারীর অভিমতঃ

মানুষ প্রপোজ করে সবচেয়ে সুন্দর মনভোলানো কিছু বাক্য ব্যবহার করে। কিন্তু ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি গুলো তুলে ধরে যদি প্রপোজ করা হয় তাহলে প্রপোজ গুলো কেমন শোনাবে?? এই যেমন ধরুনঃ- একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করার সময় বলছে তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা তছনছ করে দাও। 😅 ( বুঝেছেন?? 🤭)

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতিকে কেন্দ্র করে

সোনা বন্ধু তুই আমারে ভোঁতা দা দিয়া কাইট্টালা, পিরিতির খ্যাতা দিয়া চাইপা ধইরা মাইরালা।😀😀😀

🤣🤣🤣🤣🤣

ভাইরে ভাই কি গান হুনাইলেন, হৃদয়টা আনচান আনচান করছে, হা হা হা

কিছু করার নাই ভাই ভবিষ্যতে এই রকমই চলবে ধন্যবাদ আপনাকে।

ভাই কি শুনাইলেন, সেই মজা পেলাম 🥰🥰

আমার মন্তব্যটি মূল্যায়ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নিবেন প্রিয় ভাই

ভাই অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে।

দেখো, আমাদের দেশের ফুটবল দল খুবই দূর্বল। চলো না আমরা বিয়ে করে দেশের জন্য একটি ফুটবল দল তৈরি করি।

ওগো প্রিয়তম ,তুমি কি আমার জীবন সাথী হবে কি?যদি থাক রাজি তাহলে ডাকি কাজী, করতে পারবে না কিন্তু সংসার এর কোন কাজের ফাঁকি ,যদি দাও ফাঁকি তাহলে আমি দিব ঝাঁটার বারি । মানতে যদি পারো আমার প্রপোজ গ্রহণ করো ।

তুমি কি কেরোসিন হবে প্রিয়তমা 🙆‍♂️। তোমাকে দিয়ে বংশের বাতি জ্বালাবো।

সুখে থাকলে ভুতে কিলাই।

আমি এখন সুখে আছি কিন্তু কিল খাওয়ার জন্য তোমার মতো একটা ভুত চাই। তো চলে আসো আমার জীবনে 😆😆😆।

সেই ভাই সেই। তাইলে কি খুজবো সেই ভুতটাকে

না ভাই দরকার নাই। ভুত আছে বলতে হবে শুধু 🙃🙃🙃।।

আজ থেকে আমি তোমার সব স্বাধীনতা কেড়ে নিতে চাই। এতে যদি তুমি রাজি থাকো তাহলে বাড়িয়ে দাও তোমার হাত আমার হাতের পানে।😅😅

মনে হয় না কেউ হাত বাড়াবে আপু😤 কারন কেউ স্বাধীনতা হারাতে চায় না।

আমি শুনেছি তুমি নাকি মশারী টাঙাতে ভুলে যাও! আর কত দিন এই ভাবে? আমি তোমার মশারী টাঙানোর দায়িত্ব নিতে চাই। দিবে কি আমাকে সেই দায়িত্ব? 🤪

হয় আমার সাথে প্রেম করবি,আর তা না করলে টাকা দিবি।অনেক সময় নষ্ট করেছি তার মজুরি সরুফ।

তুমিকি প্রত্যেকদিন রাতে আমার মশারি টাঙানোর দায়িত্ব নিবে? তাহলে রাজি হয়ে যাও। 😑😑😑

তুমি আমাকে বিয়ে করে আমার যত সুখ শান্তি আছে সব ছিনিয়ে নিয়ে যাও, আর আমি বেড়ালের মতো সব মেনে নিব।

প্রিয়তমা তুমি আমাকে ভালোবেসে- আমার জীবনকে তোমার ফুস্কা খাওয়ার ক্রেডিট কার্ড করে নাও-যেখানে আমার মানিবেক হাল্কা হয়ে যাবে, তোমার ভালোবাসায়।😎

যতসব প্রপোজ শুনার ধান্দা😉😉।এক,বিয়ে করার পর জীবন টা ত্যানা ত্যানা হয়ে গেছে,বাস্তব অভিজ্ঞতা থেকে কানধরি আর কাউকে প্রপোজ করা প্রশ্নই উঠে না😜😜।মাথা নষ্ট

দেন তেনাটা দেন একটু ইস্ত্রি করে সোজা করে দেই, হা হা হা

আপনি কি তেনা ইস্ত্রি করার প্রজেক্ট হাতে নিয়েছেন।😜😜।কোন কিছু আর বাকি রাখলেন না🤪🤪

ভালো অর্ডার পেলে প্রজেক্ট হাতে নিতে দোষ কোথায়?

কি সাংঘাতিক, কোন কিছু বাদ যাবে না।অলরাউন্ডার 🤪🤪

বাদ দিবো কেন, আমিতো সরকারী দলের লোক হি হি হি

তাই তো।উন্নয়ন আর উন্নয়নে কাজ করে যাচ্ছেন😜

আপু🤣🤣🤣

কি শুনলাম এইডা। 😜

কি সত্যি বলছি না?😉😉

আমি তোমার সন্তানের লিগ্যাল বাবা হতে চাই। তুমি কি রাজি আছো...?

শেষ পর্যন্ত আবার অন্যের সন্তানের বাবা না হতে হয় আপনাকে।🤣😂

এই যুগে সব সম্ভব। নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যায় না। কপালে থাকলে সেটাও হতে পারে রূপক দা।

ইল্লিগ্যাল বাবা হওয়ার জন্য কোন প্রপজাল পেয়েছিলেন নাকি দাদা। হঠাত লিগ্যাল বাবা হতে চাইছেন।

এখনো পাইনি ভাই। হা হা হা

তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা ভাজা ভাজা করে দাও।😛

তেলেত দাম অনেক , এখন ভাজা যাবে না ।

এই ভাজায় তেল লাগে না🙂

তেল না লাগলেও শরীরে তেল লাগে আপু, সেইজন্য কিন্তু তেলের খাবারই খেতে হয়। তাই তেলে ভাজা বন্ধ করতে হবে

ম্যাডাম তেলের দাম মেলা, ভাজা যাবে না, হা হা হা

তাহলে তো পুড়াতে হবে,ভাইয়া।

তাহলে আর তেল লাগবে, খরচ বেঁচে যাবে হি হি হি

একদম তাই।

তুমি চাইলে আমার সঙ্গে ঝুলে যেতে পারো , যদিও আমার একটু সমস্যা হবে , তবে মানিয়ে নেব ।।

ভাইয়া ঝুলে গেলে ভাবি আছে কেটে দেবার জন্য।এভাবে পারবেন না, যাকে বিয়ে করতে চান তাকে নিয়ে দেশ ত্যাগ করতে হবে🤣🤣🤣

ভাই কি চিড়িয়াখানায় বানরের খাচার সামনে দাঁড়িয়ে প্রপোজ করেছেন নাকি?🤣

🤣🤣🤣🤣

😂😂😂😂

এই মেয়ে আমি তোমার ভবিষ্যতের দ্বায়িত্ব নিতে চাই।যদি তুমি চাও তাহলে আমরা এগোতে পারি।

আমি তো একটা বিয়ে করেছি জীবনটা (ভাঙ্গা ও মরিচা ধরা) টিনের মত হয়ে গেছে!!😀😀।এখন কি নতুন করে আমাকে কেউ বিয়ে করবা যাতে গলায় কলসি বেধে বঙ্গোপসাগরে লাফ দিতে পারি🤪🤪

আমি সত্য ঘটনা বলতে চাচ্ছি আমি আমার জীবনে প্রথম প্রপোজ করেছিলাম i love you 💞 বলে

তুমি আমাকে বিয়ে করে বর নামক বর্বর এর হাত থেকে রক্ষা করো প্রিয়। 🫣🫣

আর প্রিয় আমার সাথে তুমি দুইটা রেডিমেড মেয়ে ফ্রী পাবে, এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য তাই দেরি না করে তাড়াতাড়ি চলে এসো প্রিয় 🙈🙈🙈🙈🙈

  ·  2 years ago (edited)

বিয়ে করলে রেডিমেড মেয়ে ফ্রী পাবে,বাহ দারুন অপার তো😀😀😭😭😀😀👨‍👩‍👧‍👧

দিদি আপনি ও শেষ মেষ চলে এলেন???🤣🤣🤣🤣কার মেয়ে কাকে দিচ্ছেন।🤪🤪🤪

আমি পেট্রোল পাম্পের মালিক, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি থাকলে রাজি, আনবো ডেকে কাজি।

তুমি আমার বেকার জীবনের সঙ্গী হলে ভবিষ্যতের আলো খুঁজে দেখাবো। 🤩🤩😝

কি বলবো মাথায় আসছে না,হাসতে হাসতে শেষ প্রশ্ন দেখে।

তুমি আমার আগুন
আমি তোমার ছাই
ভালোবাসার মনটাকে পুড়িয়ে
এবার তুমি ভুত বানিয়ে দাও।।
।😀😀

তুমি কি আমার সাথে ঝগড়া করার, আমার হুকুম পালন করার ও আমার সাথে বুড়া বুড়ি হওয়ার সারাজীবনের একজন পার্টনার হবে।

আমি মানসিক রোগী হতে চাই,তাই তোমাকে আমার জীবনে চায়,কারণ তুমি আমার জীবনে আসলে প্যারা খাইতে খাইতে অল্প দিনেই আমি পাগল হয়ে যাবো।

রাজি আছো কি আমার জীবনটা তেনা তেনা করতে,??? 🤣

ভাই আপনার কিন্তু খবর আছে, এভাবে যদি কোন মেয়ে আসে আপনার জীবনে তাহলে সত্যিই তেনা তেনা বানিয়ে দিবে মজা পেলাম😀😀

ঐ চিন্তা করেই এখুন ঘরে আনতাছি না🤣

ঘরে না আনতে পারলে তাহলে গ্যারেজে রেখে দিয়েন ভাই, তখন রিস্ক কিছুটা কম হবে।

কিছুই বলতে পারছিনা ভাইয়া হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে🤩🤩

ভালো লাগছে আপনাকে হাসাতে পেরে🤣

এই কথা শুনে মেয়ের পরিবারের লোকজন আপনাকে সত্যি সত্যি পাগলা গারদে না দিয়ে আসে। সাবধান।

রাজি হবে মানে, এমনেতেই তারা ছেলেদের জীবন ত্যানা ত্যানা করতে তৈরি থাকে 🤣🤣

একদম ঠিক বলেছেন ভাই 🤣😂

আমার এই অগোছালো জীবনটাকে আরো বেশি তেজপাতা করে দেওয়ার জন্য তোমাকে চাই। তুমি কি তাতে রাজি আছো?😆😆

আমি তোমাকে বিয়ে করতে চাই।
তুমি হ্যা বললে ভালো। আর না বললে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো 🤪

তুমি আমাকে বিয়ে করে দুনিয়াতেই আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দাও...হি হি হি...

অনেক মজা পেলাম ভাই খুব চমৎকার একটি উত্তর দিয়েছেন ভালো থাকবেন

বাহ নিজের জীবনে এইভাবে জাহান্নামকে আমন্ত্রণ জানাতে আর কাউকে দেখিনি।🤣😂

আমার হয়ে যা তুই,
আমি তোর হয়ে যাবো।
একসাথে থাকবো দুইজন,
ছিন্নভিন্ন হোক দুইজনের জিবন।

তুমি কি আমাকে বিয়ে করবে আমি সারা জীবন তোমাকে রান্না করে খাওয়াবো।

তুমি আমার মনের বাঘ হলে
আমি তোমায় আমার ভবিষ্যৎ সন্তানের মাতা বানাবো,
তুমি আমার মনের রানী হলে
নিজের অস্তিত্ব বিলীন করে তোমার সুখী রাখবো।
সময়ে অসময়ে তুমি শাসন করলে
আমি ভালোবাসা দিয়ে তোমায় শান্ত রাখবো,
তোমার সাজুগুজু আর শপিং এর জন্য
হাজারটা ক্রেটিড কার্ড দিয়ে আমি দেউলিয়া হবো।

ভাই ওনাকে তো আপনার মনের বাঘিনী হতে হবে😁😁

ওগো, তুমি যদি আমার কথা শুনে চলতে রাজি থাকো তাহলে আর দেরি না করে আমরা না হয় প্রেমিক প্রেমিকা হয়ে যায়,কি বলো।😊😊

আমাকে ভাজার জন্য আমি তোমাকে প্রতিদিন এক লিটার সয়াবিন তেল কিনে দিবো।
তবুও তুমি কি রাজি আছো আমার সঙ্গে থাকতে।

দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির ভেতরে আমি তোমার পরিবারের চাপ কিছুটা কমিয়ে দিতে চাই। তুমি আমার কাছে চলে আসো। আজ থেকে তোমার সব দায়-দায়িত্ব আমার।

তাহলে তো ভাইয়া মেয়েটি আপনাকে দৌড়ানি দেবে এত বড় দুর্নাম দিলেন। 🤩🤩

তুমি কি আমার বোনের মাথার উকুন বাছার সংগী হবে?আমার চির দিনের বেচে থাকার শখ অশান্তি করে ঘুচিয়ে দিতে কি সাহায্য করবে?

আমার প্রপোজটা গানের মাধ্যমে দিলাম --

এ জীবন তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ভালোবাসা দিয়ো।



🌹🌹🌹🌹🌹♥️♥️♥️♥️🌹🌹🌹🌹

আমার জীবনটা কয়লার আগুনে জ্বালাতে আর তোমার জীবনে সুখের প্রদীপ জ্বালাতে আমার এই নিষ্পাপ হৃদয়ের ভালোবাসা কবুল করো।

জীবনটা তেজপাতা হয়ে গেলো রে 😄

এটা ভালো ছিলো। হা হা হা

তোমার ভালোবাসা পেলে মনের রাজ্যে গড়বো একটি ভালোবাসার স্বর্গ, যা শুধু তোমার জন্য। দুহাত বাড়িয়ে প্রিয়া এ প্রেম করো ধন্য।

যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি আগুনে ঝাঁপ দিতেও রাজি আছি।

মেয়ে যদি আপনাকে পছন্দ না করে। তাহলে কিন্তু শেষ পর্যন্ত সত্যি সত্যি আগুনে ঝাপ দেয়া লাগতে পারে।

হা হা হা,,আগুনে ঝাপ দিলে দুজন একসাথেই দিবো😀😀

  ·  2 years ago (edited)

সবাইকে বলতে যাইয়েন না ভাই, পরে দেখবেন সত্যি হয়ে গেছে

😀😀

ওরে বাবারে কি ভালোবাসা প্রেম রে।

দুজন দু বাড়িতে আলাদা দুই ঘরে না থেকে একই বাড়িতে একটা ঘরে থেকে বিদ্যুৎ অপচয় রোধ করতে চাই।
তুমি কি নিজেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আমার প্রস্তাবে রাজি হবে?

তুমি এসো আমার জীবনে পেত্নী হয়ে। দুজনে মিলে সওড়া গাছে সংসার পাতবো। এলাকার মানুষকে ভয় দেখিয়ে সময় করবো পার।

তুমি আমার জীবনে এসে আমার পকেট গড়ের মাঠ করে দাও!!

আমাকে বিয়ে করে তুমি আমার জীবন যদি তামা তামা করে দাও, আমিও তেমনি তোমার জীবন পিতল পিতল করে দেব। 😅😑

যেথায় যাবে হেঁটে যেতে হবে, কারন জ্বালানি তেলের দাম বেশি😡
পানি দিয়ে তরকারি রান্না করতে হবে, তেলের দাম বেড়ে গিয়াছে। যদি মানতে পারো তবে আমার জীবনে আসতে পারো।🤔🤔

অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো , যত দিন বেঁছে আছি তোমায় মনে রাখবো , যত কষ্ট হোক সব মেনে নিবো , তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো । আর কথা না শুনলে তোরে পিরামু টাইম লয়ে পিটামু।

ভাই এরকম যদি টর্চার করেন তাহলে তো বউ থাকবে না। 😁😬

শোনো জান আমাকে বিয়ে করে তোমার পকেট খালি করার অধিকার টুকু আমাকে দাও প্লিজ.

সোনা বন্ধু তুমি আমার জীবনে এসে আমাকে পাহাড় বানিয়ে দাও, আমি তোমাকে ঝর্ণা বানিয়ে দিব।

ওগো স্বামী তুমি বানরের মত আমার ঘাড়ে চেপে বসো যাতে আমার মেজাজ খারাপ হলে ঘাড় থেকে আচাড় মারতে পারি🤪

তুমি কি সেই মেয়ে হবে, যে ঠান্ডা লেগে যাবে জেনেও আমাকে বৃষ্টি তে ভিজাবে।

আমি তোমার সন্তানের বাবা হতে চাই 🙄🙄।
তুমি কি আমার জীবন তেচপাতা করে দিবা?😀😀
যদি থাকো রাজি
চলো ধরে আনি কাজী।

কথা নাই বার্তা নাই ডাইরেক সন্তানের বাবা 🙄🙄🙄।

ওগো প্রিয়তমা, তুমি কি আমাকে একের পর এক বাঁশ খাওয়াতে রাজি আছো কি??🤭🤭

আমি তোমার হাসি মুখের কারন হতে চাই
আমি তোমার শত ভুলের বারন হতে চাই
আমি তোমারে চাঁদনী রাতের তারা হতে চাই
আমি তোমার বাচ্চার বাবা হতে চাই 🥴🥱😂

এই তুমি আমাকে বিয়ে করবে আমিও বউয়ের কঠোর পরিশ্রমে বিসিএস ক্যাডার হতে চাই।

তুমি আমার জীবনে এসে আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দাও

আমি: হ্যালো

মেয়ে: বলেন

আমি: আমি চলতে চলতে রাস্তা হারিয়ে ফেলেছি একটু প্লিজ আমাকে সাহায্য করতে পারেন।

মেয়ে: হ্যাঁ বলেন আপনি কোথায় যাবেন।

আমি: আপনার মনের মধ্যে যাওয়ার রাস্তাটা একটু বলতে পারবেন ?

মেয়ে: হা হা হাহা হিহি

আমি: প্লিজ!