আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৬steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

তুমি আছো বলেই,
দু বেলা আনন্দে মাততে পারছি।
তুমি আছো বলেই,
বেঁচে ওঠার হাজারো চেষ্টা করছি।

লেখক

@kingporos

লেখক এর অনুভূতি:

আপনাদের অনুভূতি গুলো জানার বেশি আগ্রহী।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তুমি আছো বলেই
প্রতিনিয়ত তোমাকে নিয়ে ভাবি
তুমি আছো বলেই রোজ স্বপ্ন বুনে যাই
একদিন দু-জনে মিলে একটা সুন্দর পৃথিবী গড়ব ৷ যেখানে থাকবে প্রেম ভালোবাসা

তুমি আছো বলেই হয়তো শত কষ্টের মাঝেও ভালো থাকি ৷ তুমি আমার হৃদয়ের স্পন্দন বেঁচে থাকার অনুপ্রেরণা
তুমি তো আছো আমার স্বয়নে স্বপ্নে

দারুন লিখেছ ভাই, খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে। একদম যেন আমাদের সকলের মনের কথাগুলো তুলে ধরেছ।

তুমি আছো বলেই,
কল্পনার আকাশ রাঙাতে পারছি।
তুমি আছো বলেই,
ভালোবাসার অনুভূতি সাজাতে পারছি।

তুমি আছো বলেই,
আকাংখাগুলোকে জাগ্রত রাখতে পারছি।
তুমি আছো বলেই,
জীবনটাকে উপভোগ করতে পারছি।

হাফিজ ভাই, আপনি কি জানেন আমি আপনার অনু কবিতার কত বড় ফ্যান....? দুর্দান্ত লিখেছেন ভাই।❣️

এই যে জেনে গেলাম এখন, হি হি হি

ভাই আপনার অনু কবিতা সবসময় অসাধারণ হয়। খুব ভালো লিখেছেন হৃদয়ে মিশে গেছে।

তুমি টা কে ভাই,,, ভাবী নাকি,, থাক আর কিছু বলবো না🤐🤐🤐

দুর্দান্ত লিখেছেন ভাইয়া,অনেক ভালো লাগলো আপনার কবিতা পড়ে।

বাহ বাহ! দারুন 💛

তুমি আছো বলেই,
আমার পৃথিবীটা রঙিন।
তুমি আছো বলেই,
আমার স্বপ্নেরা স্বাধীন।

তুমি আছো বলেই,
ডানা মেলে উড়ছি,
তুমি আছো বলেই,
আমার আমিকে চিনেছি।

তুমি আছো বলে,
পেয়েছি ভরসার দুটো হাত।
তুমি আছো বলেই,
দুজনের গল্পে কেটে যায় নির্ঘুম রাত।
তুমি আছো বলে,
বেঁচে আছি ভালোবেসে।
তুমি আছো বলে,
তোমার জন্য ব্যাকুল মন।
তুমি আছো বলে,
কল্পনায় তোমাকে খুঁজে
আমার দু নয়ন।

তুমি আছো বলেই,
পেয়েছি ভালোবাসার সন্ধান।
তুমি আছো বলেই,
পাষাণ হৃদয়ে ভালোবাসার টান।

তুমি আছো বলেই,
হয়তো বেচেঁ আছি আজ,
একগাল হাসি আর
উচ্ছলতার উল্লাস।

তুমি আছো বলেই,
দিবানিশি এক করে দিতে পারছি।
তুমি আছো বলেই,
সুরেলা ছন্দে ভাসতে পারছি।
তুমি আছো বলেই,
কিছু ছন্দের মিল ঘটাতে পারছি।
তুমি আছো বলেই,
জীবনকে নতুনভাবে সাজাতে পারছি।
তুমি আছো বলেই,
চেতনাগুলির বাস্তব রূপ দিতে পারছি।
তুমি আছো বলেই,
নীল অনুভূতির সাগরে ডুবে যেতে পারছি।।

তুমি আছো বলেই হয়তো,
জ্যোৎস্না রাতের চাঁদ এত সুন্দর লাগে।
তুমি আছো বলেই হয়তো,
ভাঙ্গা হৃদয়ে নতুন প্রেমের শিহরণ জাগে।

শুধু একটি বার দেখার জন্য
তোমার ঐ কোমল মায়াবী ঠোঁটের
মিষ্টি মধুর হাসি,
দিতে পারি সাত সমুদ্র পাড়ি,
নিতে পারি অনায়াসে ফাঁসি।

তাই বলে, একেবারে ফাঁসি দিয়ে দেবে দাদা 😰🤭।

অনেক সুন্দর লিখেছো দাদা কবিতাটা। দারুণ সুন্দর অনুভূতি লুকিয়ে ছিল এর মাঝে।

ফাঁসি কথাটা ব্যবহার করেছি শুধুমাত্র কবিতার লাইনের সাথে মেলানোর জন্য।এমনিতে ফাঁসি দেওয়া কোনো ইচ্ছে নেই।🤭🤭

খালি মিথ্যে কথা!!😂😂😂😂

আপনার ছন্দের ভাষা অনেক কঠিনতর 🤔। ভালো ছন্দ মিলিয়েছেন আপু ❤️

আপনাকে অসংখ্য ধন্যবাদ।তবে আমি আপু না, আমি ভাই 🤭

হাহা, নাম থেকে আপু ভাবছি 🤭৷ কেবল ছবি দেখলাম আপনি আপু না ভাইয়া 😊। দুঃখিত।

কোনো ব্যাপার না। এই ভুল আমারও হয়।🤭

😀😀

তুমি আমার দুচোখ জুড়ে
ভোরের প্রথম আলো,,
তুমি আছো বলেই লাগে
পৃথিবী এত ভালো।

তুমি তুমি তুমি শুধু
আমার হৃদয় জুড়ে,
তোমার মিষ্টি মধুর ছোঁয়া
ভেসে আসে সুরে।

তুমি থেকো না দুরে
প্রিয় থেকো না দুরে।
♥♥

তুমি আছো বলেই,
দু বেলা আনন্দে মাততে পারছি।
তুমি আছো বলেই,
বেঁচে ওঠার হাজারো চেষ্টা করছি।

তুমি আছো বলেই,
সুখের সাগরে হাবুডুবু খেতে পারছি।
তুমি আছো বলেই,
শত কষ্টেও বেঁচে থাকার চেষ্টা করছি।

তুমি আছো বলেই,
জীবনের রঙে রাঙাতে পারছি।
তুমি আছো বলেই,
দুঃস্বপ্নের মাঝেও সুখ খুঁজে পাচ্ছি।

তুমি আছো বলে আজও চাঁদ হাসে
বাতাসের সুঘ্রান ভাসে
ভোরে কিচিরমিচির পাখি ডাকে
রাত্রির আকাশে তারারা ভাসে।

তুমি আছো বলেই সমুদ্র ঢেউ জাগে
শিশিরে বৃষ্টি জাগে
না বলা কথাগুলো দুমড়ে মরে
হৃদয় চাওয়া গুলো স্বপ্ন বুনে।।

তুমি আছো বলেই স্বপ্ন দেখতে আমি ভালবাসি।
তুমি আছো বলেই তোমার সাথে পথ চলতে আমি রাজি।
তুমি আছো বলেই হাজারো কষ্ট মেনে নিতে আমি রাজি।
তুমি আছো বলেই তোমার সাথে জীবন গড়তে আমি রাজি।

তুমি আছো বলেই,
জীবনে চলার পথ পাই।
তুমি আছো বলেই,
জীবনে স্বপ্ন খুঁজে যাই।

তুমি আছো বলেই,
গাছে এত ফুল ফোটে।
তুমি আছো বলেই,
ফুলেতে ভ্রমর বসে।

তুমি আছো বলেই,
হেঁটে চলার শক্তি পাচ্ছি।
তুমি আছো বলেই,
হাসি মুখে কথা বলছি।

তুমি আছো বলেই,
দুচোখে কত স্বপ্ন আঁকছি।
তুমি আছো বলেই,
কত গল্পে আর আড্ডায় সময় কাটাচ্ছি।

তুমি আছো বলেই,
হাতে হাত রেখে চলছি।
তুমি আছো বলেই,
পরিবারের সবাইকে নিয়ে আনন্দে আছি।

তুমি আছো বলেই,
হৃদয়ে আমার বাস করে হাজারো সপ্ন,
তুমি আছো বলেই,
তোমার সঙ্গে থাকতে চাও সদা,
প্রেমের পাখি উড়ে যায় মনে মনে স্বপ্নের দেশে
ফিরে কি আসবে সে ভালবাসার খোঁজে ?

তুমি নেই কিছু নেই
যেন বিমূর্ত এক প্রকৃতি
তুমি আছ সবই আছে
যেন ঝলমলে নিয়তি।