আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৭

in hive-129948 •  2 years ago  (edited)

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

মা যেন মায়া জড়ানো মধুরতা,
মা যেন আবেগের আত্মীয়তা।
মা মানে হৃদয়ের স্পন্দন,
যেখানে সব কষ্ট নির্মল হয় সারাক্ষণ।
মা মানে দশ মাস দশ দিন গর্ভধারণের পর,
তীব্র প্রসবের যন্ত্রনা।
মা মানে হাসি-কান্না ,
আমার সকল সুখের একমাত্র ঠিকানা।

লেখকঃ

@moh.arif

লেখকের অনুভূতিঃ

পৃথিবীতে মা হচ্ছেন এমন একজন মানুষ, যার তুলনা শুধুমাত্র তিনি নিজেই।যার সাথে তুলনা করার মত কেউ নেই।আমাদের চারপাশে যত আপনজন আছেন তাদের সকলের অবদান যদি একপাল্লায় মাপা হয়, আর মায়ের অবদান যদি আরেক পাল্লায় দেওয়া হয় তবে মায়ের আবদানের পাল্লা শত শত গুন ভারী হবে। সর্বশেষ একটি কথায় বলব যার মা এখনো বেচেঁ আছেন, আমার মনে সেই পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মা মানে ভালোবাসার মিষ্টি বন্ধন
মা মানে এই পৃথিবীতে অতি আপনজন
সুখ দুঃখের সাথী হওয়ার নেই যে তুলনা তার
মা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।

খুব সুন্দর হয়েছে, হৃদয়ের কথাগুলো ফুটে উঠেছে। দারুণ দারুণ

মা মানে এক বীরাঙ্গনা নারী,
যার স্নেহ-মমতা,আশীর্বাদ সদা সন্তানের মস্তকধারী।
মা শব্দটি আবেগভরা মধুময় ডাক,
দাঁড়িপাল্লা মেপেও যে হবে নাকো ভাগ।
মা মানে চাপা নিঃশ্বাসে নীরবতার সঙ্গী,
হৃদয় জুড়ানো মায়ায়, কোমল মনের ভঙ্গি।
মা মানে শীতলতার ছায়া,গর্ভধারিণী,
স্নেহের সকাল আর ছায়ার আঁচল।
মুখ ফুটে তাই ডাকি যখন মা..........
মিষ্টি হেসে বলে তখন আমি তোর অন্তরাত্মা।।

খুব সুন্দর হয়েছে। 💕

ধন্যবাদ দাদা।🥰 🥰

মা যেন মায়া জড়ানো মধুরতা,
মা যেন আবেগের আত্মীয়তা।
মা মানে হৃদয়ের স্পন্দন,
যেখানে সব কষ্ট নির্মল হয় সারাক্ষণ।
মা মানে দশ মাস দশ দিন গর্ভধারণের পর,
তীব্র প্রসবের যন্ত্রনা।
মা মানে হাসি-কান্না ,
আমার সকল সুখের একমাত্র ঠিকানা।

মা যেন হৃদয় জুড়ানো শীতলতা,
মা যেন আমার ব্যাকুলতা।
মা মানে চোখে হারানো,
মা মানে শত কষ্টেও হাসিতে জড়ানো।

মা মানে আঁচলে জড়ানো ভালোবাসা,
কান মলা দিয়ে বুকে আগলে নেয়া।
মা মানে জান্নাতের ঠিকানা,
মা মানে আমি আহ্লাদে আধখানা।

দারুণ লিখেছেন ভাই, আপনার ছন্দ গুলো দিন দিন বেশ পরিপক্ক হয়ে উঠছে, অসাধারণ।

ধন্যবাদ ভাই।
চেষ্টা চালিয়ে যাচ্ছি, দোয়া করবেন।

কোথাও থেকে ফিরে আগে মাকেই খোজে মন,
মা কে ছাড়া যেন আমার শূণ্য এ জীবণ।
ভগবান তুমি মায়ের সাথে আমায় নিও তুলে
কিভাবে রাখব মাকে ঐ মাটির তলে?
মাকে ছাড়া শুধু জীবন নয়,দুনিয়া আন্ধার
কিভাবে মেটাব মায়ের ঋণ ভালোবাসার?
মা আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালবাসি
তাইতো যেখানেই যাই সাঝের বেলা তোমার কোলেই ফিরে আসি।

মা যেন মন ভোলানো,
মিষ্টি একটি নাম।
মা যেন হাজার কষ্টের,
ঘুম পাড়ানো গান।
মা যেন দুঃখের সাথী,
মা কে তাই বড্ড ভালোবাসি।
মা না থাকলে পাশে,
পৃথিবীটা অন্ধকার লাগে।

ভালো লেগেছে এটা, ছন্দগুলো বেশ চমৎকার ছিলো এবং প্রতিটি লাইনের সাথে দারুন ছন্দ ছিলো।

অনেক ধন্যবাদ ভাইয়া। 🥰আমি তো কবিতা পোস্ট করে যাচ্ছি। কেমন হয় যদি বলতেন। 😊

ধীরে ধীরে আপনি অনেক ভালো কবিতা লিখতে শুরু করেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

-আজকের অনু কবিতা-

মা যেন মায়া জড়ানো মধুরতা,
মা যেন আবেগের আত্মীয়তা।
মা মানে হৃদয়ের স্পন্দন,
যেখানে সব কষ্ট নির্মল হয় সারাক্ষণ।
মা মানে দশ মাস দশ দিন গর্ভধারণের পর,
তীব্র প্রসবের যন্ত্রনা।
মা মানে হাসি-কান্না ,
আমার সকল সুখের একমাত্র ঠিকানা।


সংযোজন

*মা মানে পুরো বিশ্বের নীলিমা নিল আকাশ,
মা মানে অন্ধকার রাতের আকাশে নিঃস্বার্থ পূর্ণিমা চাঁদের আলো।।
মা মানে পূর্ব আকাশে নির্মল সূর্যদয়,
মা মানে পশ্চিম আকাশে নিবিড় সূর্যাস্ত।
মা মানে মাতৃভূমির সবুজ শ্যামল মাঠ,
মা মানে মেঘলা আকাশে নির্ঝর প্রশান্তির বৃষ্টিপাত।।
মা মানে অপরূপ গহীন অরণ্য,
মা মানি পাহাড় টিলা আর পশুপাখি জীবজন্তু তে অভয়ারণ্য।।
মা মানে পৃথিবীর নির্মল বাতাস,
মা মানে পদ্মা মেঘনা যমুনা বর্মপুত্র নদীর খরস্রোতা উচ্ছ্বাস।।
মা তুমি জন্ম দিয়েছো বলেই দেখছি পৃথিবী
মা তুমিই আমার কাছে একমাত্র বিশ্ব প্রকৃতি।।

অনেক সুন্দর লিখেছেন ভাই, একদম মনের মায়া জড়ানো মিষ্টি ভাষায়, দারুণ লেগেছে আমার কাছে লাইনগুলো।

আসলেই মা মানে আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে।

মা মানেই শান্তির নীড়

মা যেন ঈশ্বরের শ্রেষ্ঠ আর্শিবাদ
মা যেন আগলে রাখার নিরাপদ হাত।
মা মানে দুষ্টমির শেষে মিষ্টি কানমলা
দিন শেষে মায়ায় জড়ানো নিবিড় মমতা।
মা মানে কারনে অকারনে শাসনের লাঠি
অভুক্ত থেকেও মুখে রাখা মিষ্টি হাসি।
মা মানে যন্ত্রণাকে আড়ালে ঢাকা
হৃদয়ের গভীরে থাকা নিঃস্বার্থ ভালোবাসা।

অসাধারণ লিখেছেন ভাইয়া, সত্যিই মিষ্টি কানমলা আর লাঠি।☺️

তার মানে বুঝতে পারছি আপনি মাঝে মাঝে কানমলা খেতেন।

মা হলো বিশাল বট বৃক্ষ,
যার শাখা প্রশাখার কোনো শেষ নাই।
মায়ের হাতের শীতল পরশ,
মন প্রাণ সব জুড়িয়ে যায়।
মায়ের কোলে মাথা রাখলে,
মনে হয় সেটা স্বর্গ সুখ।
মা ছাড়া যার বেড়ে ওঠা,
সেই জানে নরকের দুঃখ।

মা যে হল অতুলনীয়
এই পৃথিবীর বুকে,,
মায়ের মত এত আপন
নেই তো চারিদিকে।

দহিত হয় জীবন মায়ের
তবু স্বপ্ন চোখে
যন্ত্রণা গুলো মলিন হয়া
সন্তানের হাসি দেখে।

হায়রে মাগো জগত জুড়ে
তুমি হলে সেরা,
মা বিহনে এত সুন্দর
হতো না এই ধরা।
♥♥

মা যে আমার স্বর্গ সুধা এই দুনিয়ায় মাঝে
মা যে আমার সোনার খনি সকাল সন্ধা সাঁঝে।
চাই যে মায়ের চরণ ধুলা করতে মাথার মুকুট,
মায়ের মুখটি দেখলেই শুধু ভরে আমার বুক।
দশ মাস দশ দিন মা আমাকে করলো বুকে ধারণ,
হাজার কষ্ট দুঃখ ব্যথা হাসি মুখে করলো বরণ।
মায়ের জন্য জীবন দিব আমি হাসি মুখে,
শত কষ্টে থাকবো পাশে মায়ের সুখে দুঃখে।।

আধার ঘরের আলো যে মা
আমার সোনামণি,,
যেখানে যাই শুনতে পাই
মায়ের প্রতিদ্ধনী।

মা যে আমার আশার আলো
আমার জয়ো গান,
মায়ের বুকে চিরদিনই
মাতৃত্বের টান।

প্রিয় বন্ধু মা যে আমার
বিনোদনের সাথী,
শিক্ষাগুরু মা যে আমার
আঁধার ঘরের বাতি।

মা মানে ছোট পাতিলে,
খাওয়া বরকতময়।
মা মানে নিজে না খয়ে,
সন্তানকে খাওয়ানো হয়।
মা মানে বৃষ্টির দিনে,
মাথায় ধরা ছাতা।
মা মানে শীতের দিনে,
জড়ানো নকশি কাঁথা।

মা যেন মায়া জড়ানো মধুরতা,
মা যেন আবেগের আত্মীয়তা।
মা মানে হৃদয়ের স্পন্দন,
যেখানে সব কষ্ট নির্মল হয় সারাক্ষণ।
মা মানে দশ মাস দশ দিন গর্ভধারণের পর,
তীব্র প্রসবের যন্ত্রনা।
মা মানে হাসি-কান্না ,
আমার সকল সুখের একমাত্র ঠিকানা।

মায়ের হাতের ছোঁয়াতে যেন,
আমি নতুন করে প্রাণ ফিরে পায়।
মায়ের ভালোবাসাতে যেন আমি আবার ঘুরে দাঁড়ায়।
মায়ের ভালোবাসা ছাড়া যেন আমি মূল্যহীন।
তাইতো মা আমার হৃদয়ের স্পন্দন

অনেক চমৎকারভাবে কোন কবিতাটি আমাদের সাথে শেয়ার করেছেন খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

মায়ের তুলনা কেবল মা
অন্য কিছু হয় না।
যে ভাষাতেই মাকে ডাকি
ভালোবাসাতে জড়িয়ে থাকি।
মাগো তোমার শাড়ির আঁচল
সরায় মনে দুঃখের বাদল।
তোমার উপমা শুধুই তুমি
আমার প্রাণের জন্ম ভূমি।

অসম্ভব সুন্দর লিখেছেন ভাই খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

চেষ্টা করেছি মাত্র

চেষ্টার ফল অনেক মিষ্টি তাই ওধিক চেষ্টা করতে থাকুন ভালো কিছু হবে ধন্যবাদ।

মায়ের হাসি পৃথিবীতে সব থেকে সেরা ,
মায়ের স্পর্শ নিংস্বার্থ
ভালোবাসায় ঘেরা
যে কথা বোঝাতে মুখে বলতে হয় ,
সেই কথা না বললেও মা বুঝে যায় ।❤️❤️

মা মানে হারানো সুখের ঠিকানা,
মা মানে আমার সমস্ত দুঃখ-কষ্ট যন্ত্রণার ভাগীদার।

মা মানে নির্ভুল ভালবাসা,
মা মানে সব সুখের মূল।
মা মানে জীবনের সফলতার হাতিয়ার,
মা মানে সুখ-দুঃখ
শেয়ার করার একমাত্র বিশ্বস্ত জায়গা।
মা মানে নতুন করে বাঁচার আশা।

মা মানেই বাড়িতে ফিরে আগে তোমায় খুঁজি
ভালবাসার মানদণ্ড তুমি এটাই বুঝি
মা মানেই ছোট্ট ডাকেই আমার পৃথিবী
তুমি ছাড়া শুন্য যেন আমার সবই

মা মানে পুরা পৃথিবীর
মা মানে জগতে আলো
মা হচ্ছে এই দুনিয়া শ্রেষ্ঠ বন্ধু।
মায়ের ভালোবাসা নাই কোন তুলনা।
মায়ের কোলে মাথা রেখে পাই স্বর্গে সুখ।

মা মানে সন্তানের নিরাপদ আশ্রয়স্থল,
মা মানে সন্তানের চাওয়াপূরণ,
মা মানে ভাগেরটুকু দিয়ে দেয়া।
মা মানে স্বপ্নপূরণের বায়না,
মা মানে একজন শিক্ষক,
মা মানে আমার অনুভূতি,
মা মানে ভরসা পাওয়া,
হাটিঁ হাটিঁ পায়ে এগিয়ে চলা
মা মানে অসীম কবিতার লাইন
যার তুলনা নেই।

লাইনগুলো অনেক দারুন ছিল এবং আবেগ মাখা ছিল ধন্যবাদ আপনাকে আপনার সুস্বাস্থ্য কামনা করি

মা যেন মায়া জড়ানো মধুরতা,
মা যেন আবেগের আত্মীয়তা।
মা মানে হৃদয়ের স্পন্দন,
যেখানে সব কষ্ট নির্মল হয় সারাক্ষণ।
মা মানে দশ মাস দশ দিন গর্ভধারণের পর,
তীব্র প্রসবের যন্ত্রনা।
মা মানে হাসি-কান্না ,
আমার সকল সুখের একমাত্র ঠিকানা।

মা মানে জীবনের ঘাত প্রতিঘাত সহ্য করা,
মা মানে আমার সকল অধিকার ন্যায্য করা।
মা মানে আকাশচুম্বি ভালোবাসা আর বিশালতা,
মা মানে অসীম সাগরের স্নেহের গভীরতা।
মা মানে লক্ষ তারার মাঝে একটি চাঁদ,
মা মানে প্রতিদিন নতুন করে সুপ্রভাত।

মা যেন মায়া জড়ানো মধুরতা,
মা যেন আবেগের আত্মীয়তা।
মা মানে হৃদয়ের স্পন্দন,
যেখানে সব কষ্ট নির্মল হয় সারাক্ষণ।
মা মানে দশ মাস দশ দিন গর্ভধারণের পর,
তীব্র প্রসবের যন্ত্রনা।
মা মানে হাসি-কান্না ,
আমার সকল সুখের একমাত্র ঠিকানা।

মা মানেই স্নেহ-মায়া
মা মানেই জীবন-ছায়া,
জুড়ে আছেন মনের কোণে
জড়িয়ে আছি নাড়ীর টানে।

মা যে আমার কত আপন
বলে বোঝাই কেমনে
মায়ের স্নিগ্ধতায় কোমলতায়
ধন্য মোরা ধন্য।

মাগো তুমি নয়নের মনি
আমার চোখের জ্যোতি
মাগো তুমি এই ভুবনে
আমার সকল খ্যাতি।

তোমার পরশে মাগো
জীবন আমার ধন্য
এই জীবনে তোমায় আমি
যেতে দেব না অন্য।

একটি কথা সবার কাছে আমি বলে যায়
মায়ের মত আপন কেহ এই দুুনিয়ায় নাই।
মা কথাটি অতি ছোট জেনে রাখো সবাই
ইহার মত মধুর নাম যে ত্রিভুবনে নাই।
মায়ের মত এত আদর কেউ করবে না ভাই
মা হলেন প্রথম শিক্ষক সবাই জানে তাই।

মা মানে এক বুক ভালোবাসা
যত্নে গড়া শৈশব।
মা মানে সুন্দর আগামীর পথ প্রদর্শক
মা মানে শত কষ্ট ও যন্ত্রণা সহ্য করা
এক ধৈর্যশীলতার উদাহরণ
মা মানে আমার ইহকাল ও পরকাল।

ফেলে আসা ছেলেবেলা
মনে পড়ে আজ,
যত্ন নিতে তুমি আমার
ফেলে তোমার কাজ।
তুমি শুধু ভালোবাসো
কষ্ট দাও না,
তোমাকে এখনও ভালোবাসি
ও আমার মা।

মা তুমি কি মমতার সাগর?
নাকি তুমি আশ্রয়দাতা।
মা তুমি কি শ্রেষ্ঠ বন্ধু?
নাকি তুমি সকল স্বার্থের উর্ধ্বে।
মা তুমি কি বিশালতা?
নাকি তুমি কোন নিশ্চয়তা।
মা তুমি কি ঘুম পাড়ানি মাসি-পিশি?
নাকি বাচ্চার কান্না থামানোর কোন পরী।
মা তুমি কি বেহেশত?
নাকি কোন পথ প্রদর্শক।
মা তুমি যেই হওনা কেন,
তুমি শুধু আমার মা,
যার আমার কাছে আর নেই কোন তুলনা।

মা শব্দটি মাত্র একটা অক্ষরে লিখা ,তবে এর ব্যাখ্যা বিশদ।মায়ের ভালোবাসা ,স্নেহ ,আত্মত্যাগ পরিমাপের পরিমাপক যন্ত্র এই পৃথিবীতে বিরল। বাহির থেকে বাসায় ফিরে আগে মাকেই দেখতে ইচ্ছা করে ।মা ছাড়া একদিন ভাবলেই কেমন জানি বুকের ভেতরটা দুমড়েমুচড়ে যায়

এভাবে লিখলে হবে না, এখানে অনু কবিতা লিখতে বলেছে উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে।

মা আমার সুপার হিরো
তার জুড়ি মেলা ভার
তার আঁচল ছায়ায় লুটিয়ে আমি
সুখ গুল হাতড়ে ফিরি আরেকবার।