এবিবি ফান প্রশ্ন- ৪৩৯ | দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

in hive-129948 •  3 months ago 

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

প্রশ্নকারীঃ

@bijoy1

প্রশ্নকারীর অভিমতঃ

আসলে আমরা যখন কোন গোপন কথা বলি তখন দেয়ালেরও কান আছে এরকম কিছু একটি কথা আমরা বলে থাকি৷ তবে এত টেনশন করার কি দরকার। দেয়ালের শুধু কান আছে, তবে মুখ নেই৷ সে তো আর কাউকে বলতে পারবেনা। সে শুধুমাত্র শুনতেই পাবে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

8Prrv7p5W83L7oFHxvWZQ5rzoJj7rUGVWQREWBaRkivXoXuxpyVgyWD4umDqVsAAVk5KAoa88GdG3FYbewvzyUiCsbptcQSdE41ogG2Tb1...Cj2Mnk7Y3hrk3PsQUEUpm2FCBc4DVTbWMwmxRKiGDt6LJGp4gL3MTQe7Lcj1Pwf2HSKS3MoHu8pVJ7f7BSfttQdCxDne5kgxLAsHnzyngPTRTsM121ZHG9j47p.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার তো মনে হয় দেয়ালেরও কানের সাথে মুখ আছে। আমরা বলার সময় শুধু কানের কথাই বলি আর মুখের কথা বলি না। আর যদি দেয়ালের মুখ নাই থাকতো তাহলে আমরা দেয়াল কে এত ভয় পাই কেন? ভয় পাই কারন দেয়াল আবার কখন গোপন কথা ফাঁস করে দেয়।হিহি হি।

একেবারে যুক্তিসঙ্গত কথা আপু।

আমার তো তাই মনে হয় আপু দেয়ালের মুখও আছে। না হলে গোপন কথা অন্য লোকে জানে কি করে।

হয়তো আপনার সবগুলো কথা শুনে রাখছে, যাতে করে ভবিষ্যতে একসাথে সব কিছু বলে দিতে পারে।

কারন দেয়ালের কান ও মুখ কোনোটাই নেই।তবে দেয়ালের ওপাশে কান পেতে শোনা মানুষের কান ও মুখ ঠিকই আছে।তাইতো বোম ফাটার মতো বড়সড় ধামাকা শুরু হয় মাঝে মাঝেই।

একেবারে ঠিক বলেছেন। আপনি দেখছি বিষয়টি ধরে ফেলেছেন।

ধরে যখন ফেলেছি এখন পুরস্কার পাওয়ার অপেক্ষা ভাইয়া।

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

দেয়ালের তো মুখ নেই, তাইতো কেউ বলে না। দেয়ালের যদি মুখ থাকতো,তাহলে যে কেউ গোপন কথা বলার সময়, দেয়াল উত্তর দিয়ে দিতো। তখন তো গোপন কথা বাসায় বলা যেতো না,বরং খোলা মাঠে গিয়ে বলতে হতো😂😂। অনেক সময় বৃষ্টিতে ভিজে ভিজেও গোপন কথা বলতে হতো🤣🤣।

ভাগ্যিস মুখ নেই না হলে তো সাথে সাথেই গোপন কথা ফাঁস হয়ে যেত। তখন একেবারে ফাঁকা মাঠে গিয়ে গোপন কথা বলতে হত।

এরকম হলে তো কোন কথাই আর গোপন হতো না।

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

দেয়াল তো শুধু শুনে, কিন্তু বলে অন্যজন। আশেপাশের মানুষজন নিজেদের কানগুলো দেয়ালের সাথে ফিটিং করে রাখে, তাই মনে হয় দেয়ালের কান আছে এটা বলা হয়🤣। কোনো কিছু শোনার পর তারা তাদের কান আবারও নিজেদের কাছে নিয়ে যায়😁। আর তাদের মুখ ব্যবহার করেই এগুলো ফাঁস করে দেয়🤣🤣।

আপু আপনার মন্তব্য শুনে বেশ ভালো লাগলো। আমি কিন্তু আপনার মন্তব্য সাথে একমত।

মনে হয় মানুষের কান অনেকগুলো৷ তাই কয়েকটা দেয়ালের সাথে ফিটিং করে রাখে।

দেয়ালের কান আছে আর পাশের বাড়ির ভাবির মুখ আছে। দেয়াল মনে হয় পাশের বাড়ির ভাবির কাছ থেকে কান ধার করে এনেছে। তাইতো বাড়ির সুখ দুঃখের খবর পাশের বাড়ির ভাবী জেনে যায়। 😆

একদম ঠিক কথা 😂।

ভালো করে দেয়াল চেক করে দেখিয়েন৷ হয়তো দেয়ালের ভিতর কান লাগানো আছে।

গোপন কথা বলার সময় সবাই দেয়ালেরও কান আছে কথাটি বলে থাকে আর আস্তে আস্তে কথা বলে যেন দেয়াল শুনতে না পায়। কারন গোপন কথা শুনে ফেললে অনেক ক্ষতি হয়ে যাবে। আর গোপন কথা সবাই শুধুমাত্র আড়িপেতে শুনেই থাকে কোন উত্তর করে না। তাই সবাই দেয়ালের কান আছে বলে কিন্তু মুখের কথা কেউ বলে না।

খুবই সুন্দর একটি কথা বলেছেন আপনি।

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

দেয়ালের মুখ থাকলেই তো বলবে। দেয়ালের কান আছে মানে দেয়ালের পেছনে যারা থাকে তাদের কান রয়েছে। যারা কান পেতে থাকে, তাদের কান মানেই হচ্ছে দেয়ালের কান🤣🤣।

একেবারে ঠিক বলেছেন। তাদের কান সেখানে সংযুক্ত করা হয়েছে।

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

দেয়াল শুনতে পড়ে না, বলতেও পারে না। আমাদের আশে পাশের কিছু মানুষ রয়েছে। তারা এক জনের কথা অন্য জনের কানে পৌঁছে দেয়। তাই সেই সকল চোগলখোরী মানুষদেরকে দেওয়ালের সঙ্গে তুলনা করা হয়েছে।

একেবারে ঠিক বলেছেন।

দেওয়াল তো কথা বলেও না এবং খায়ও না, তাই তার মুখ নেই।সে শুধু কথা শুনে, মেয়েদের মত কথা শুনে চুপ করে অন্যকে বলে দেয়। সেজন্যই দেয়ালের কান আছে বলা হয়।

তাহলে মেয়েরাই হয়তো এক একটি দেয়াল।

দেয়ালের মুখ থাকলে তো ঝগড়া করবে এই জন্য শব্দ দূষণ হবে এক প্রকার মারামারিও হতে পারে যার কারনে দেয়ালের মুখ নেই কেউ বলে না।

দেয়াল সেক্ষেত্রে নিরব দর্শকের ভূমিকা পালন করে।

আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা দেওয়ালের আড়ালে লুকিয়ে সিক্রেট কথাগুলো শুনে নেয়। সেক্ষেত্রে সেই শ্রেণীর মানুষগুলো শুধু কথাগুলো শুনে কিন্তু কিছু বলে না। যেহেতু কিছু বলে না সেহেতু বলা হয় দেয়ালের কান আছে।

যারা সিক্রেট কথা শুনে অভ্যস্ত তারা আবার চুপ থাকতে পারে এটা ভেবেই তো অবাক হয়ে যাচ্ছি ভাইজান। আমার তো মনে হয় আপনার আড়ালে বলে বেড়ায়।

একেবারে সঠিক ও বাস্তবিক কথা বলেছেন।

আসলে শোনার উপরে বেশি জোর দেওয়া হয়েছে। কারন যদি কথা শুনতেই না পারে তাহলে বলবে কিভাবে। গোপন কিছু বলতে হলে আগে শুনতে হবে। তাই দেওয়ালের মুখ থাকার চেয়ে কান থাকার বিষয়টা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া যদি শুনতেই না পারে তাহলে বলবে কি করে। আসলে কথা রটানো কিছু কিছু মানুষের অভ্যাস।

জ্বি আপু কথা রটাতে না পারলে কারও কারও পেটের ভাত হজম হয় না।

একদম ঠিক বলেছেন৷ কারণ মানুষের মাথার মধ্যে কানের অবস্থান একটু উপরের দিকে।

জ্বি ভাই। অনেক কঠিন প্রশ্ন করেছেন ভাই। উত্তর দেওয়াটা অনেক কঠিন ছিলো।

দেওয়ালের মুখ থাকলে তো শব্দ করতো দেওয়াল তো শব্দ করে না। তাই সবাই বলে দেওয়ালের কান আছে মুখ নেই।

সে শব্দ করলে যদি পুরো দেশের মানুষ সেটি জেনে যায় তাই সে শব্দ করে না।

দেয়ালের মুখ নেই কান আছে তাই কথা শুনতে পায় কিন্তু বলতে পারেনা। কিন্তু কটু কথা ভালো বলতে পারে হা হা হা।

হ্যাঁ তা ঠিক বলেছেন।

দেয়ালের কানতো আছেই সেই সাথে মুখও আছে।তা না হলে পাশের বাসার ভাবী সব গোপন কথা জানতে পারে।

মনে হয় পাশের ভাবীর কান দেয়ালের মধ্যে লাগানো আছে।

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

ভাই এই কথাটা মানুষের মুখের রচিত একটা বাক্য মাত্র। এখানে দেওয়ালের কান বলতে বুঝাইছে যাতে অন্য কেউ নিজের বলা গোপন কথাগুলো না শুনে ফেলে, এজন্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে এই বাক্য ব্যবহার করা হয় বলে আমি মনেকরি।

মানুষের মুখে মুখে রচিত এই বাক্যটি কিন্তু একদম ঠিক। অনেক গোপন কথা আছে যেগুলো অনেক সময় দ্রুত ছড়িয়ে পড়ে।

যাতে করে দেয়ালের পিছনে থাকা কানগুলো সেই কথা না শুনতে পারে।

দেয়ালের কান আছে বলেই আমরা কানের কথা বলি। কিছু কথা যদি দেয়ালও শুনে, সেটা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব কথা যে মুখে প্রকাশ করতে হয় এমন না কিন্তু। মুখ ছাড়াও কথা প্রকাশ করা যায়। আকারে ইঙ্গিতে, দেখানোর মাধ্যমেও কথা প্রকাশ হয়ে যায়। এজন্য দেয়ালের মুখ থাকা জরুরি না।

বাহ। বেশ ভালো বলেছেন।

ধন্যবাদ, ভাই। ✌️

আসলে দেয়ালের কান আছে এই কথাটি মানুষ কথার কথা বলে। তবে গোপন কথার মধ্যে চোখের চেয়ে কান অনেক সজাগ থাকে। যেমন অন্ধকারে চোখে না দেখলেও কানে আওয়াজ ঠিকই শোনা যায়। তাই সবাই বলে দেয়ালের ও কান আছে।

একেবারে ঠিক বলেছেন আপনি৷

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না তার কারণ হলো আশেপাশের কিছু লোকজন অন্যের কথা দেয়ালের সাথে কান লাগিয়ে শুনে। কিন্তু ঐ মুহূর্তে ঐ ব্যক্তি কোন শব্দ করে না। তাই যে কথা বলে সে বুঝতে পারে না তার কথা দেয়ার সাথে কানে লাগিয়ে কেউ শুনছে🤭। দেয়ালের আশেপাশে থেকে যদি কোন শব্দ বের হতো তাহলে সে সতর্ক হয়ে যেতো। দেয়ার শুধু কথা অন্য পাশে প্রেরণ করে। তবে অন্য পাশের কোন শব্দ বা, কথা এপাশে প্রেরণ করে না বেশ নীরব থাকে 😚😄। তাইতো বলা হয় দেয়ালের কান আছে , তবে মুখ নেই।

কান কথা অনেক খারাপ। আর দেয়ালের মুখ থাকলে তো আরো বিপদ হাঁ হাঁ।

ঠিক বলেছেন ভাই।

বেশ মজা পেলাম।

দেয়ালের কান আছে কিন্তু মুখ নেই বলে খুব টেনশনে রয়েছেন, চিন্তার কোনো কারণ নেই,বর্তমানে ক্লে এর জনপ্রিয়তা বেশি তাই ভাবছি একটা মুখ বানিয়ে লাগিয়ে দেবো। তাহলে যারা $PUSS হোল্ড না করে সেল করবে তাদের নাম ফটফট করে সবার কাছে বলে দেবে😆😆।

হা হা হা

ভাইয়া দেয়ালের কান আছে, একথা বলেও মেয়েদেরকে কুটনামি করা থেকে বিরত রাখা যায় না। আর যদি বলে দেওয়ালের মুখ আছে তাহলে তো তারা দেওয়ালের সাথেও গল্প গুজব কুটনামি শুরু করে দিবে,হা হা হা। 😂😀

ওরা জানে যে ওদের কানই দেয়ালের মধ্যে লাগানো আছে।

দেয়ালের কান আছে সবাই বলে, তবে মুখ আছে কেউ বলে না কেন?

আমাদের কান দুইটা এবং মুখ একটা। এটার কারণ হলো যেন আমরা শুনি বেশি বলি কম। দেয়াল এই ব‍্যাপার টা খুব সিরিয়াস ভাবে নিয়েছে। সে শুধু শোনে তার মুখও আছে কিন্তু বলে না।