এবিবি-ফান প্রশ্ন-০২ || আকাশে তে লক্ষ তারা, চাঁদ কেন একটা রে ?

in hive-129948 •  2 years ago  (edited)

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আকাশে তে লক্ষ তারা, চাঁদ কেন একটা রে ?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চাঁদ হল অপরূপ সুন্দরী, তার সাথে সূর্যের ভালোবাসা হয়ে যায়। কিন্তু দুজন দুজনকে কখনো দেখিনি, তাই চাঁদ ডিসাইড করলো সূর্যের সাথে দেখা করবে। সূর্য রাজি হয়ে গেল, কিন্তু চাঁদ যখন সূর্যের কাছে যেতে গেল সূর্যের প্রচন্ড তাপে তার কাছে যেতে পারলো না। চাঁদ বলল তুমি তোমার তেজস্ক্রিয়তা কমাও, কিন্তু সূর্য বলল আমি কখনোই কমাতে পারবো না। তাই দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেল। এই দিকে সৌরজগতের আরেকটি গ্রহ চাঁদকে খুবই পছন্দ করত। চাঁদের ব্রেকআপ হওয়ার ঘটনা দেখে সে খুবই খুশি হয়ে গেল, অবশেষে সে তার চাঁদকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ তারা পাঠিয়ে দিল যেন কেউ তার দিকে নজর না লাগাতে পারে।

কাহিনীতো পুরাই জমে গেছে.......... এখন এ্যাকশন আর ক্যামেরা দরকার হা হা হা

কি কঠিণ যুক্তি আপু। পড়ে বেশ চিন্তাই পরে গেলা, এটাই আবার আসল কারণ নয় তো?

চাঁদের বাবা-মা ফ্যামিলি প্ল্যানিংয়ে খুব কঠোর ছিলো। আর তাঁরার বাবা-মা ছিলো জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারে খুব উদাসীন।

হা হা হা ফ্যামিলি প্ল্যানিং জরুরী ছিলো

চাঁদ হচ্ছে সুন্দরী নায়িকা।আর তারারা হচ্ছে বখাটে ছেলেরা। নায়িকার পিছনে অসংখ্য বখাটে ছেলে থাকে।তাই বলা হইয়েছে আকাশে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা।

পৃথিবীতে যে সব জিনিস অনেক দামি সেইগুলো একটা থাকবে এটাই স্বাভাবিক। যেমন ধরুন আমি।আমি একজন জ্ঞানের মানুষ,গুণির মানুষ,সুন্দর মানুষ।আমি কিন্তু একলা,দ্বিতীয় জন আপনি কোথাও খুঁজে পাবেন না।এইজন আমি যেমন একা দ্বিতীয় জন নাই,ঠিক তেমনই ভাবে চাঁদ দেখতে সুন্দর তাই সে একা।মূলকথা হচ্ছে,এই পৃথিবীতে আমি একা বলেই চাঁদ একা।প্রমাণিত।

বিশ্বাস না হলে চাঁদের কাছে জিজ্ঞেস করেন😀

প্রশ্নঃ চাঁদ কেন একটা রে ?
কাল্পনিক উত্তরঃ চাঁদের দেশে আমার দশ ডিসিম জায়গা রয়েছে এবং সেখানে আমি বাদাম চাষ করেছি, সাথে একটি হোটেল ও রয়েছে। এখন বিষয় হল চাঁদ একটানা বিজনেস করার জন্য অন্য কোন চাঁদের আগমন হতে দেয় নাই। যার কারণে চাঁদ একা এবং সেই একাকীত্বই তার বিজনেস।

আবার অন্য গ্রহের এক চাঁদনী ছিল, চাঁদ তার সাথে কিছুদিন লাইন ও মারছিল। হঠাৎ করে আমার বন্ধু সেন্টু চাঁদনীকে বিয়ে করে নিয়ে গেছে, ওই দিক থেকে চাঁদ ছ্যাকা খেয়েছে, যার কারণে চাঁদ একা রয়ে গেছে।

মানুষের জীবনে অনেক ভালোলাগার মানুষ আসে কিন্তু মনের মানুষ একজনই হয়। তারাগুলো হল ভালোলাগার মানুষ। আর চাঁদ হল সেই স্পেশাল মনের মানুষ।
এই জন্য চাঁদ একটাই😜।

চাঁদের কোন প্রমিক নাই, তাই চাঁদ একটাই

চাঁদ নিজের প্রতিদ্বন্দি রাখতে চায় না। সব তারাদেরকে পিছনে ঘোরানোর জন্যই চাঁদ হচ্ছে প্রেমিক পুরুষ। তবে চাঁদের কিন্তু তারা নামের অনেক গার্লফ্রেন্ড আছে। চাঁদ তারার প্রেমকাহিনী দেশ জমে উঠেছে। চাঁদ ভয় পাচ্ছে যদি তার গার্লফ্রেন্ড হারিয়ে যায়। তাই অন্য কাউকে আসতে দিচ্ছে না।

চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানুষ চাঁদ ভালোবাসে। আকাশে যদি আরো কিছু চাঁদ থাকতো তাহলে ভালোবাসার ভাগ হয়ে যেত। তাই চাঁদ আকাশে অন্য কোন চাঁদকে জায়গা করে নিতে দেয়নি। চাঁদ বুদ্ধিমান কি'না তাই।
আর অন্যদিকে তারা'দের বুদ্ধির কিছুটা অভাব আছে। তাই লক্ষ লক্ষ তারা আকাশে ভিড় জমিয়েছে।

একা একা থাকতে কার ভালো লাগে বলেন। তাই নিজের রাজ্যে একাকীত্ব ঘোচানোর জন্য তারাদের আমন্ত্রণ জানিয়েছে।

চাঁদ হচ্ছে নায়িকা আর তারা হচ্ছে চাঁদের সখি(বান্ধবী)। নায়িকাতো একজনই হবে। আর সখীরা তো অনেক হয়। এজন্য আকাশে তে লক্ষ তারা আর চাঁদ একটাই।

একটা অনুষ্ঠানের সভাপতি একজনই থাকে। মেঘের দেশেও তেমন একটা অনুষ্ঠান হচ্ছে। সে অনুষ্ঠানের প্রধান অতিথির চাঁদ ।তারারা সবাই শ্রোতা হয়ে চাঁদের বক্তব্য শুনছে। এজন্যই লক্ষ্য তারার মাঝে চাঁদ একটাই।

একা থাকার মধ্যে অন্য রকমের একটি স্বাধীনতা রয়েছে যা চাঁদের বাবা-মা জানতো কিন্তু তারার বাবা-মা জানতো না তাই আকাশেতে লক্ষ তারা চাঁদ শুধুমাত্র একটি।

সিনেমায় দেখা যায় নায়ক একটা থাকে,আর সাথে চাল্লি পাল্লি (বন্ধু) আরকি। তেমনি তারাগুলো হচ্ছে চাল্লি পাল্লি আর চাঁদ হচ্ছে নায়ক।বুঝেনইতো মনে নায়ক তো একটাই থাকে 😜😜।একের অধিক চাঁদ থাকলে তো মারপিট করে আর আঁকাশেই থাকতে পারতো না।আর লক্ষ তারা গুলো নায়ক চাঁদ কে আশেপাশের নায়িকার খোঁজ খবর দেয়,আর শত্রুর হাত থেকে রক্ষা করে আর কি।তাই মনে হয় লক্ষ তারা আর একটাই চাঁদ।হি হি।

কারন চাঁদ লুচু। সে তার তারার ভাগ কাউকে দেবে না।তাই সে কোন প্রতিদ্বন্দ্বী রাখে নাই৷ এই কারনেই চাঁদ একা।

লক্ষ তারা গুলো হল রাণী,চাঁদ রাজা হয়ে লক্ষ রাণীদের ভালোবাসা একাই গ্রহণ করছে। তাই সে একা।

চাদঁ হলো বতর্মানের সরকারি চাকরিজীবী বর...আর তারাগুলো হলো সরকারি হাসবেন্ড প্রত্যাশিত বউ।

একটা গান আছে ,আকাশে তে লক্ষ তারা , চাঁদ কেন একটা রে ? এ জগতে পরান বন্ধু প্রিয় তোমার মুক্তারে ,যত দেখি তোমাকে ভরে বুকটারে । চাঁদ একটা সবার মন জয় করে । চাঁদ কে সবাই ভালবাসে এজন্য আকাশে লক্ষ তারা চাঁদে পিছেন থাকে চাঁদে আলো আলোকিত হই ।

চাঁদ অনেক সুন্দর। সে চায় না তার মত সুন্দর জিনিস আরেকটা থাকুক। সে একাই একশো। তাই চাঁদ একটা।

চাঁদ হলো হৃদয়, আর তারাগুলো হলো হৃদয়ের আকাংখা। মনতো একটাই কিন্তু তার ভালোবাসার স্বপ্ন হাজারটা।

এক মনে কয়জনকে জায়গা দেয়া যায় বলেন! মন যখন একটা আর চাদঁ ও একটা থাকবে। আাকশে লক্ষ তারা থাকবে, মনের আকাঙ্ক্ষা যেখানে অনেক।

যেমন হাজার প্রেমিকার ভীড়ে একটি মাত্র বউ।

বাহ! দারুণ বলেছেন আপনি, হি হি হি।

চাঁদ প্রেমের নেশায় না পরে সন্ন্যাসী জীবন যাপন করে, তাই আকাশে তে লক্ষ তারা, চাঁদ কেন একটা।

সৃষ্টির শুরুতে চাঁদ ও তারার মধ্যে লড়াই হয়, প্রচন্ড লড়াইয়ে চাঁদের বাবা-মা আত্মীয়-স্বজন সবাই মারা যায়, একমাত্র ছোট্ট চাঁদ বেঁচে থাকে, ফলে চাঁদের বংশবৃদ্ধি করা সম্ভব হয়নি, তাই আকাশে লক্ষ তারা থাকলেও চাঁদ কেবল একটাই ।

আকাশে লক্ষ তারা-র মাঝে চাঁদ একটাই কারণ চাঁদের বিয়ে হয় নাই , বৌউ বাচ্চা কিছুই নাই , তাই সে একা ৷😁😂

আকাশে যে লক্ষ তারা রয়েছে সেগুলো হলো সব ছেলে আর যে একটা চাঁদ মুখ দেখা যাচ্ছে সেটা হলো একটা মেয়ে। এইজন্য আকাশে লক্ষ তারার মাঝে একটাই চাঁদ। ।

ওরে খাইছে রে, চালাকতো ভালোই হা হা হা

চাঁদের কোনো চাঁদনী নাই, তাই চাঁদ একা।

চাঁদ হলো নায়ক আর নায়ক মানেই একাই একশো।নিজেকে স্পেশাল ভেবে নায়করা সবসময় ফ্রিতে খেতে চায়,এইজন্য সে একা।আকাশে লক্ষ তারা হলো চাঁদের গার্লফ্রেন্ডরা।

মন্তব্য গুলো পড়ে ব্যাপক বিনোদন পেলাম। সবাই যথেষ্ট ক্রিয়েটিভ । চাঁদের সঙ্গে রিসেন্টলি একটা মিটিং করা অতীব জরুরী ।

এক বোনে দুই বাঘ থাকতে পারে না।

লক্ষ লক্ষ মানুষের মধ্যে নিজের প্রিয় মানুষটি তো হলো চাঁদ।

যুগে যুগে হাজারো প্রেমিক তার প্রেমিকাকে উপমা দিয়েছে চাঁদের মত সুন্দর, কারণ মেয়েদের সৌন্দর্য চাঁদের সাথেই তুলনা করা যায়। আর তাই আকাশের চাঁদ হচ্ছে একটি মেয়ে আর তারা গুলো হচ্ছে সব ছেলেরা যারা মেয়েটির পিছনে পিছনে ঘুরছে তার সৌন্দর্য উপভোগ করার জন্য তাই আকাশের লক্ষ তারা আর চাঁদ সেতো একটাই🙈।

তারার বাবা-মায়েরা ছিল আদিযুগের তাই ফ্যামিলি প্লানিং সম্পর্কে তাদের কোন ধারণা ছিল না এজন্যই তারা সংখ্যা অনেক।এদিকে চাঁদের বাবা-মা মনে করত ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট।তাইতো বলা হয় আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে।

তারা'রা হল প্লেয়ার। আর চাঁদ হচ্ছে ফুটবল। 😆

ফুটবলের নাম্বার কতো? 😁

লেখক নিজেই জানেনা 😆

তুমি হাজার ফুলের মাঝে একটা গোলাপ🌹,
তুমি হাজার তারার মাঝে একটা যে চাঁদ 🌙,
তুমিতো আমারি একটাই জিবনের সঙ্গী।

চাঁদ হচ্ছে স্বপ্নপুরের রাজা আর লক্ষ তারা হচ্ছে রাজার প্রজাসমূহ।একটা দেশের রাজা একজন থাকে এবং প্রজা থাকে অগনিত।তাই আকাশে লক্ষ্য তারা এবং চাঁদ একটাই।

নেতা তো সবসময় একজনই হয়। তাই সে একাই রাজত্ব করছে। আর তার চারপাশে ঘিরে আছে তার শিষ্যরা। তাই লক্ষ তারার মাঝে চাঁদ একজন।

আমাদের এই চাঁদ অনেক শক্তিশালী, সবাইকে প্রতিহত করে একাই টিকে আছে।

🌙 চাঁদ হলো বর আর⭐ তারা গন হলো⭐কোল ধরা।⭐

দুটির বেশি নয়,একটি হলে ভাল হয়।
চাঁদের মা-বাবা শিক্ষিত বিধায় এই নিয়ম মেনেছিল কিন্তু ওদিকে তারার বাবা-মা ছিল রোহিঙ্গাদের মতো🤦‍♂️

লক্ষ্য রমনীর মাঝে তুমি আমার সুন্দরী প্রিয়তমা 😍

মা একজনই হয়, আর সেই মায়ের অনেক সন্তান থাকে। এখানে চাঁদ হচ্ছে মায়ের ভূমিকায় আর অগণিত তারা হচ্ছে সন্তান। এজন্যই আকাশে লক্ষ তারা আর চাঁদ একটাই।

করোনার কারণে সে বছর চাঁদের ডিপার্টমেন্টে আর কেউ ভর্তি হয়নি, তাই সে একলা 🥺

কারণ চাঁদের কলঙ্ক আছে তো, তাই চাঁদের দল তাকে লক্ষ তারার মাঝে বনবাস দিয়েছেন।

চাঁদটি অসুস্থ আর চাঁদটি এতো মোটা যে লক্ষ তারা তাকে টেনে উঠতে পারছেনা। এই জন্য আকাশেতে লক্ষ তারা চাঁদ একটি।

ওই চাঁদটা হলো আমি । আর আমার চারিপাশে ওই লক্ষ লক্ষ তারকারা হলো আমার আশেপাশের সঙ্গীরা । হাজার সঙ্গীর ভীড়েও আমি একদমই একা একজন মানুষ, থুড়ি চন্দ্র ।

আসলেই মানুষ সারাজীবন হাজার হাজার লোকের সাথে মেশে, তাদের সঙ্গী হয়, কিন্তু আসলে সে সারা জীবনই একেবারে একাই থাকে । একা আসে, আবার একাই চলে যায় ।

এর মাঝে হাতে গোনা দু'চারজন মানুষ তার মনের মানুষকে খুঁজে পায় আর তখনই সে আর একা থাকে না ।

আমরা সব্বাই ওই চাঁদের মতোই একা । তাই , চাঁদ কেন একা লক্ষ তারার ভীড়ে ? কারণ, চাঁদ জন্ম থেকেই নিঃসঙ্গ, লক্ষ কোটি সঙ্গীর মাঝেও সঙ্গীহীন । আজও সে খুঁজে ফেরে তার মনের মানুষ । চাঁদ তার মনের মানুষ খুঁজে পায়নি ।

তাই সে একা, নিঃসঙ্গ ।

আহারে, কি নিদারুণ নিঃসঙ্গতা, হি হি হি

তারার রাজ্যের মৃত্যুপুরীতে ,উজ্জল তারার চেয়ে নিস্প্রত তারারা, বালুর মতো ছেয়ে আছে ।তারই উপর গড়ে উঠেছে চাঁদ রাজার রাজত্ব।

চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানুষ চাঁদ ভালোবাসে। আকাশে যদি আরো কিছু চাঁদ থাকতো তাহলে ভালোবাসার ভাগ হয়ে যেত। তাই চাঁদ আকাশে অন্য কোন চাঁদকে জায়গা করে নিতে দেয়নি। চাঁদ বুদ্ধিমান কি'না তাই।
আর অন্যদিকে তারা'দের বুদ্ধির কিছুটা অভাব আছে। তাই লক্ষ লক্ষ তারা আকাশে ভিড় জমিয়েছে।

চাঁদ হলো সেই পুরুষ,যে বিয়ে করতে চাই না।একা থাকাতে পছন্দ করে।

গণনা করার সুবিধার জন্য চাঁদ একটাই। তারা অনেক বেশি তাই কিন্তু গণনা করা যায়না।

মামা ভাগ্নের সম্পর্ক তো এজন্য লক্ষ তারার মাঝেও চাঁদ পৃথিবীকে ছাড়তে চায় না। মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। তাই আমরা লক্ষ তারার মাঝে চাঁদকে পৃথিবীর কাছাকাছি দেখতে পাই।

আকাশে তে লক্ষ তারা, চাঁদ কেন একটা রে ?

চাঁদ জন্ম থেকেই একা সে নিঃসঙ্গ জীবন বেঁচে নিয়েছে। তাঁর আশে পাশে অনেক সঙ্গী তবু সে নিজেকে গুটিয়ে রাখে।কারো সঙ্গ সে পছন্দ করে না।লক্ষ তাঁরা তার আশেপাশে ভীড় করে তবু যেন চাঁদ তার নিজস্ব গতিতেই চলে।লক্ষ তাঁরা থাকলেও আমরা চাঁদ কে বেশি ভালো বাসি।

চাঁদের ভাই বোন গুলো অন্যান্য গ্যালাক্সির মেলায় হারিয়ে গিয়েছে তাই আমাদের আকাশে চাঁদ একটাই৷ 😁