এবিবি-ফান প্রশ্ন- ৩৮ || বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া বয় কেন?

in hive-129948 •  2 years ago 

cover.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া বয় কেন?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

প্রেমই আসেনি জীবনে তো বসন্তকালের প্রেমের হাওয়া!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে সব ঋতুতেই প্রেম আসে কিন্তু শীত ঋতুতে একটু কম আসে। কারণ প্রচন্ড ঠান্ডায় কোন ফিলিংস আসে না, ভালোবাসার কথা বলতে গিয়েও বলা হয় না, কারণ শীতে ঠোঁট লেগে যায়। তাই শীতের সময় সব ভালোবাসা জমা থাকে।আর শীতের পরেই বসন্তঋতু চলে আসে, তখন বসন্তে সেই ভালোবাসা বেড়ে ডাবল হয়ে যায়। এ কারণেই বসন্ত আসলে মনে প্রেমের হাওয়া বয়ে যায় দ্বিগুন।

ঠান্ডায় মন চলে যায় লেপ তোষকের ভিতরে হা হা হা

সাদা সাদা কালা কালা ফুল ফোটে বসন্তকালে। সেই সাদা কালা ফুলের চিপা দিয়ে মনে প্রেমের হওয়া এসে লাগে। কিন্তু হওয়া লেগেও তো লাভ নেই। কারণ বসন্তকালে তোমায় বলতে পারিনি। তাই আর প্রেম ও হয়নি।

এবার বসন্তে আরেকবার চেষ্টা করে দেখেন।
লাল লাল হলুদ হলুদ ফুলের চিপা দিয়ে হা হা হা।

গ্রীষ্মকালে আবার চেষ্টা করে সফল হয়েছি। তাই আর করা লাগবে না।

গ্রীষ্মকালে কেমন হয়ে গেল না।

কড়া রোদের তো তাই প্রেম ও কড়া।

বেশি কড়া হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাই বসন্তের প্রেমই ভালো অনেক কোমল।

এ তো দেখছি গানের লাইনে ছন্দে ছন্দে প্রশ্নের উত্তর হয়ে গেল।

প্রেম একবারই এসেছিল আমার জীবনে, বাড়ির পেছনের দরজার কোনা দিয়ে। তবে সেটা বসন্তকাল যেতে না যেতেই বাথরুমের কোমোটের ভিতর দিয়ে বেরিয়ে চলে গেছে। আসলে বসন্তকালে কোকিলের মিষ্টি মধুর সুর শোনা যায়। ফলে গার্লফ্রেন্ডের কাক কণ্ঠি গলার সুর অনেকটা ঢেকে যায় কোকিলের আওয়াজে। এক্ষেত্রে ঝগড়াটাও কম হয়। কিন্তু শীতকালে বা গরম কালে প্রেম আসে না কারণ গরম সহ্য করব, না শীত সহ্য করব, না গার্লফ্রেন্ডের প্যারা সহ্য করব। সব একসাথে সম্ভব না।

বসন্তের বাড়ীর সম্মুখের অঞ্জনাদের বাড়ী, বসন্ত আসলেই অঞ্জনা সেজে গুজে বের তাই প্রেম জাগ্রত হয়।

বসন্তের দিনে দক্ষিনা হাওয়া বয়
ফুলের সৌরভে মন উতলা হয়
সখীর সাজের মিষ্টি হাসির মুখ
হৃদয়ের ঢেউ জাগায় প্রেমের সুখ।

অঞ্জনা মনে হয় ফুল দিয়েই বেশি সাজ হা হা হা।
তাই ফুলের সুগন্ধে বসন্ত বেরিয়ে আসে।

হুম, কারন বসন্ত কালে নানা ধরনের ফুল ফোটেতো ।

আসলেই প্রেমের ফুল একটু বেশি ফোটে।

গরমকালে অতিরিক্ত গরমের কারণে মাথা গরম থাকে ফলে প্রেম আসার সুযোগ পায় না , শীতকালে ঠান্ডার কারণে মাথা যথেষ্ট ঠান্ডা থাকে এই ঠান্ডা মাথায় আমরা প্রেমের নেগেটিভ দিকগুলো দেখতে পাই যে প্রেম করলে কি কি প্রবলেমের শিকার হতে পারে মানুষ । অন্যদিকে বসন্তকালে না গরম, না ঠান্ডা থাকার কারণে আমাদের মস্তিষ্ক বুঝে উঠতে পারে না কি করা উচিত সেই সুযোগ নিয়ে বসন্তের সময় প্রেমের হাওয়া মনে লেগে যায়।

বসন্তে যেমন অনেক ফুল ফুটে তেমনি প্রেমিকের মনেও প্রেম ফোটে। আর সেই ফুলের উপর দিয়ে হাওয়া বয়ে যায়, প্রেমিকের মনে সেই হাওয়া স্পর্শ করে ছুঁয়ে যায়। যার কারণে বসন্তে প্রেমের হাওয়া বয়ে যায় এটা প্রেমিকের মনে অনুভূত হয়।

তাইতো বলা হয় বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া বয়।

"প্রেমিকের মনে প্রেম ফোটে"
ভালো বলেছেন কিন্তু সাবধান!!

সাবধানের কিছু নেই ভাই আমাদের আর সময় নাই প্রেম পটানোর আপনাদের মনে হয়তো জাগতে পারে ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য

তাহলে বসন্তের কি হবে এমনি এমনি চলে যাবে !!

এতটা গভীরভাবে কখনো চিন্তা করে দেখিনি চমৎকার ছিল 😂

তাই নাকি ভাই তাহলে গভীরভাবে একদিন চিন্তা করে দেখবেন ধন্যবাদ আপনাকে মতামত মূল্যায়ন করার জন্য

প্রেম ও এক বসন্তের কোকিল, সু-সময়ে ছাড়া আসে না । তাই তো অভাব দরজা দিয়ে ঢুকলে প্রেম জানালা দিয়ে পালায় ।

একদম ঠিক বলেছেন অভাব ও প্রেম একে ওপরের শত্রু।

প্রেম আসলে শীত কালেই বাড়ি থেকে বের হয়, ঘন কুয়াশায় পথ দেখতে পাইনা । তাই বসন্তে এসে পৌছায়।

বর্তমানে শীত বেশি পড়ছে তো

ভাগ্যিস বসন্ত কারো দিকে ফিরে তাকায় না। তা না হলে প্রত্যেকটি বসন্তে একটি করে প্রেম হয়ে যেত। 😅😅

বসন্তের চোখ কোন দিকে খুঁজতে হবে।

সত্যিইতো, না না না তাকে ফিরাতে হবে না হলে প্রেম জমবে না হা হা হা

ঐ যে একটা গান আছে না

বসন্ত বাতাসে সই গো
বসন্ত বাতাসে
তোমার বাড়ি ফুলের গন্ধ
আমার বাড়ি আসে

এখানে ঐ ফুলের গন্ধই দায়ী। এজন্য বসন্ত কালে প্রেমের হাওয়া বয় সবার হৃদয়ে। তার বাড়ির ফুলের গন্ধ আসে যে।।

নাকে রুমাল দিতে হবে হা হা হা।

বসন্ত আসলে মেয়েরা এমন ভাবে আটা, ময়দা দিয়ে সুন্দরী সাজে তারপর মাথার উপরে ফুলের মুকুট পরে থাকে, যা দেখে ছেলেদের মনে প্রেম জেগে ওঠে🤣

আটার দাম এই জন্যই বসন্তকালে বেড়ে যায় হা হা হা

কারন বসন্তকালে গাছে গাছে ফুল ফোটে কচি পাতার সমাবেশ ঘটে তাই সেই ফুলের সুগন্ধে প্রেমিককে দ্রুত পটানো যায় এইজন্য মানুষের মনে বসন্তকাল আসিলে প্রেমের হাওয়া বয়।

কয়জন পটেছে এই বসন্তে

একজনও না,পটানোর কাজ আমরা করি না।ওটা ছেলেদের কাজ

কেনো বসন্ত তো সবার জন্য।

হুম

ফুলের প্রেমের ক্ষেত্রে ফুলের অবদান সবচেয়ে বেশী, আর ফুলের জন্য বসন্তকাল সকলের নিকট প্রিয়।

হ্যাঁ ভাইয়া, পটানোর অন্যতম উপায় ফুল,তাইতো বললাম

বসন্ত আসে বলেই জীবন এত সুন্দর!জীবনকে উপলদ্বি করার জন্য বসন্ত আসা দরকার পড়ে।বসন্তের হাওয়া ছাড়া কি প্রেমে পড়া যায়? প্রেমে পড়ার জন্য বসন্তের হাওয়া এসে দোলা দেয়।🥰🥰🥰

তখন বাতাসের সাথে ভালোবাসা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে।

যেদিকে বাতাস সেদিকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে।

বসন্ত হলো প্রেমের মৌসুম, যে সময় প্রেমের হাতবদল হয় তাছাড়া অনেক আসনও খালি পাওয়া যায়।

বসন্ত হলো প্রেমের উত্তম সময় প্রেমের ফুল ফোটাতে সবাই ব্যস্ত থাকে।সেই সময়ে প্রেমের হাওয়া বইতে থাকে।আর মেয়েরা উত্তম সময়টি কাজে লাগাতে রাস্তায় বেড়িয়ে পড়ে। 🤩🤩

সবটাই হল মনের দোষ, প্রেমের হাওয়া বলেই বলে বসন্ত এসে গেছে। 🥴

এর উত্তর খুবই সহজ-বসন্তের মন মাতানো বাতাসে প্রেম উরিয়ে নিয়ে আসে তাই বসন্তে প্রমের হাওয়া বয়।

বসন্ত প্রেম করার ঋতু কারণ গরমের প্যাঁচপ্যাচানি, বর্ষার ক্যাঁতক্যাতানি, শীতের কনকনানি কোনটাই বসন্ততে অতিরিক্ত থাকে না। বেশ আরামদায়ক ওয়েদার, তাই বফ-গফ ঝগড়াও কম করে।

বেশ ভালো অভিজ্ঞতা আছে দেখছি আপনার। হা হা হা...

এই সময় প্রেম জমে যাবে

বিয়ের আগে বসন্ত এলে মনে প্রেমের হাওয়া বয় আর বিয়ের পরে বউয়ের অত্যাচারে সব হাওয়া বের হয়ে যায়।

আহারে কি কষ্ট, হাওয়া হাওয়ার মতো করে বেরিয়ে যায় হা হা হা

হায় হায় কি বলেন তাহলে তো বেচালার থাকতে হবে।

বসন্তকালে আবহাওয়া অনুকূলে থাকে তাই। গ্রীষ্মকালে মাথা গরম থাকে,আর শীতকালে তো কুয়াশা। প্রেমের জন্য পারফেক্ট টাইম বসন্তকাল তাই।

সিঙ্গেল মানুষের বসন্ত লাগে না সব সময় প্রেম হয়

বসন্তে কালে মনের কোন কাজ থাকে না তাই , প্রেমের হাওয়া বয়।

বসন্ত আসার সময় অনেক গুলো গার্লফ্রেন্ড নিয়ে আসে,সে জন্য।

কি যে বলেন আমার তো সব সময়ই প্রেমের হাওয়া বয়।প্রেম আবার কোন ঋতু জন্য অপেক্ষা করে নাকি🤪🤪।তবে বসন্ত কালের আবহাওয়া টা গরমহীন তো তাই হয়ত😜😜

ও আচ্ছা এটাতো জানা ছিলো না। এখন চিন্তা করতেছি আপনাদের বাড়ীর আসে পাশে কোন পার্ক নাইতো আবার

এটা জানতে কি আর পার্ক থাকা লাগে, মন থাকতে হয় মন🙃🙃

মন সেটা আবার কি জিনিষরে ভাই, খুঁজেইতো পাইলাম না।

সেটাই তো,পাইবেন কেমনে আরেকজনরে দিয়ে রাখলে😉।

এত প্রেম দিয়ে মানুষ কি করে? এটি বুঝতে না পারা শিশু মন আমার 🤪😆

কি আবার করে, বাজারে বিক্রি করে কটকটি খায়😉😉।

আমি ও কটকটি খেতে চাই 😂😂

দাঁত ভেঙে যাবে 🤪🤪

ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে এই গান এবং কোকিলের ডাক শুনে ।

মরা কোকিল ডাকে কেমন ভাই? বুঝলাম কিছু হি হি হি

এরকম উত্তর পাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না 🤣🤣🤣

দূর ছাই, ডাহা মিথ্যা কথা, বিয়ে করার বহু বছর হয়ে গেল এরপর কত বসন্ত এলো গেলো মনে প্রেমের হাওয়া আর বইলো না। নতুন করে আর প্রেমও হলোনা। প্রতি বসন্তেই বউয়ের একই মুখ দেখতে হয়।😜😜

আপাতত প্রেমের হাওয়া না লাগলেই ভাল ভাবি জানলে কপালে দুঃখ আছে। 😆😆

বসন্ত এলে গাছে গাছে ফুল ধরে ও সবুজ পাতায় সমস্ত বৃক্ষ ভরে যায়। তখন প্রকৃতি এক নতুন রূপ ধারণ করে। সবুজের এই দৃশ্য অবলোকনে মানুষ অন্যরকম এক প্রশান্তি অনুভব করে। তাই মানুষের চিত্তের মাঝে ফুরফুরে আমেজ বিরাজ করে এবং মনে রোমান্টিক ভাব অনুভূত হয়। ফলে বসন্তে মানুষের মনে প্রেমের হাওয়া বয়।

তাইতো বলি দাদা এত সুন্দর সুন্দর প্রেমের কবিতা কিভাবে লিখে!... আমার তো মনে হয় বসন্ত আসলে দাদার আরেক নাম। তাই দাদা যেখানে যায় সেখানেই শুধু প্রেমের হাওয়া বইতে থাকে।

সব ঋতু থেকে প্রেমের জন্য উপযুক্ত ঋতু হচ্ছে বসন্ত। কোকিলের গান শুনে সবাই দিশেহারা হয়ে পড়ে। তাই বসন্তকালে প্রেমের হাওয়া বয়ে যায় সবার মনে।

তাহলে কোকিলের গান বেশি বেশি শুনতে হবে

আগে হাওয়া টা অনুভব করি তারপর বলব।মন এখনো মরুভূমি তাই কোন হাওয়া বয় না।ততদিন অপেক্ষা করেন না হয় ধরে বেধে একটা প্রেম করিয়ে দেন।

তাই নাকি ধরতে হবে, আবার বাধতেও হবে।

ধরে বেধে না দিলে কেউ আমার সাথে কেউ প্রেম করবে না।

ধরে বাঁধতে গেলে তো ফুল নষ্ট হয়ে যাবে।

আলতো করে ধরে,হালকা করে বাধবেন🤣

তাতেও রিস্ক আছে !!!!

প্রেম মানেই রিস্ক ভাই। রিস্ক নিতে পারিনাই দেখেই তো আজ এই কমেন্ট করা লাগল।

এবার বসন্তে একটা রিস্ক নিয়েই ফেলেন তারপর দেখা যাক কি হয়।

ঠিক আছে ভাই। দোয়া করবেন।

আমার মনে ও হাওয়া লাগলে তারপর উত্তর দিব ভাল ছিল সহমত ভাই।

ধন্যবাদ ভাই।

মনে হয় বসন্ত আর প্রেম দুইজনের স্বামী-স্ত্রী। এইজন্য বসন্ত যেখানে প্রেম সেখানে। দুজনে একসাথে থাকে। এজন্য বসন্ত আসলেই প্রেমের হাওয়া বয়ে যায়।

ছেলে মেয়ে নাতি নাতনীদের নামগুলো কি হতে পারে? 🤪😆😆

বসন্ত আর প্রেম আড়াআড়ি ভাবে জড়িত, এই জন্য।

আড়াআড়ি ভাবে কিভাবে জড়িত হয় ভাই, ঠিক বুঝলাম না। হা হা হা....

দারুণ প্রশ্ন আপনার🤣🤣🤣

সন্ধি বিচ্ছেদের মতো ভাই ।

যোগ চিহ্ন বসাতে হবে হা হা হা।

আমি মনে করি এটা সম্পূর্ণ বাতাস এবং কোকিলের কারণে হয়। এই দুইটি প্রেমিক প্রেমিকাদের প্রেমের মধ্যে আকর্ষণ করে এবং সেই সাথে বেশ চমৎকার চমৎকার ফুলের সংস্পর্শে প্রেমের হাওয়া বইতে থাকে।

শীতকালে সবাই ঠান্ডায় জমে থাকে কিছুটা উষ্ণতার আশায় বসন্তে মনে প্রেমের হাওয়া বয়।

বসন্তের সময় দখিনা হওয়ার সাথে প্রেমিকা পাতা হয়ে ঝরে আর ফুল হয়ে ফোটে তাই প্রেম করতে ইচ্ছে করে।

কারণ এই সময় গাছে গাছে কোকিল ডাকে আর নানা ধরনের ফুল ফোটে এইজন্যই মূলত বসন্ত আসলে মানুষের মধ্যে প্রেম প্রেম জেগে ওঠে

কই আমার তো কখনো প্রেম জুটলো না এত বসন্ত আসলো 😓🙃

মূলত কোকিলের ডাক শুনই বসন্তকালে মনে প্রেমের হাওয়া বয়। আমার মনে হয় বসন্তের কোকিল হচ্ছে প্রেমের বাহক।

দিলেন তো কোকিলের বারোটা বাজাই এখনতো প্রেমের বিরোধীপক্ষ কোকিলের বিরুদ্ধে মামলা ঠুকে দিবে।

সমস্যা নাই ভাই, কোকিলের পক্ষে মামলা লড়বেন সারা পৃথিবীর রোমাঞ্চকর প্রেমিকেরা। আমি ও আছি এই দলে।

পাতা ঝরা গাছগুলিতে জন্ম নেয় একটি দুটি করে পাতা ,
আমগাছগুলো ভরে ওঠে আম্র মুকুলে;
ফুলের গন্ধ আকাশে ভেসে যায়,
বসন্তের দখিনা বাতাস মনে দোলা দিয়ে যায়।
তাই আমাদের ও মনে ও নতুন প্রেম জেগে ওঠে।আর কোকিলের ডাক শুনলে নতুন প্রেমের জন্ম নিতে শুরু করে।।

বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া বয় কেন?

বসন্তকালে প্রায় গাছে ফুল ফটো সেই ফুল দিয়ে গার্লফ্রেন্ডকে প্রপোজ করা যায় বলেই বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া যায়।

বসন্তকালে প্রাকৃতির আমূল পরিবর্তন হয় তার সাথে সাথে মানুষের মনের ও পরিবর্তন হয় আর ঠিক এই সময়ে মানুষের প্রেমের হাওয়া বয়।

বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া বয় কেন

বসন্ত কালে অনেক প্রকার ফুল ফোটে, এই ফুলের গন্ধ নিতে প্রেমিক প্রেমিকার ভিড় জমে।এই সময়ে ফুল দেওয়া নেওয়া হয় আর মনে মধ্যে প্রেমের হাওয়া বয়।

লোকজনের বেশী ভিড় থাকলে সেখানে আমার যেতে ইচ্ছে করে না, এজন্যই বোধহয় আমার এই অবস্থা 😓😆

কারণ বসন্ত আসলে মনের আকাশে প্রেমের ফুল ফোটে তাই বসন্ত আসিলে মনে প্রেমের হাওয়া বয়।♥♥

আমার ফুলগুলো জানি কে নিয়ে যায়, তাই এখনো বসন্তের হাওয়া লাগেনি 😂