এবিবি ফান প্রশ্ন- ১৯৮ | ফাগুনো পূর্ণিমা রাতে কাকে সঙ্গে নিয়ে পালাতে চান।

in hive-129948 •  last year 

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ফাগুনো পূর্ণিমা রাতে কাকে সঙ্গে নিয়ে পালাতে চান।

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

কে কাকে নিয়ে পালাবে, এবার সেটা জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাইক এক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছি সেখানে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে ।ভাবতেছি তাকে নিয়ে পালিয়ে যাবো।😛🤩

ভাই হসপিটাল থেকে পালালে ডাক্তাররাই আপনাকে খুঁজতে বের হয়ে যাবে। 🤭🤭

অলরেডি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে ভাই আমি মাঝে মাঝে বাইরে চলে আসি ঘুরতে তারা এসে আমাকে পায় না।

হিহি..😂😂বেশ ইন্টারেস্টিং ব্যাপার ভাই। হসপিটাল থেকে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যান এই প্রার্থনা রইল আপনার জন্য ভাই।

এক্সিডেন্ট করে দেখি ভালোই লাভ হয়েছে। যত দেরিতে সুস্থ হবেন ভালোবাসা আরো গভীর হবে। যেদিন রিলিজ নিয়ে বাসায় ফিরবেন একবারে পালিয়ে নিয়ে চলে আসবেন। 😅😅

এতো ভাবতে হবে না বন্ধু নিয়ে পালিয়ে যাও আছি তো অনেক দূরে 😎🙃

আমি ফুচকা ব্যবসায়ীর ভ্যান গাড়িটি নিয়ে পালাতে চাই। 🙂🙂

ভ্যান গাড়ি নিয়ে কি করবেন আপু। হা হা হা.. ওর থেকে পারলে ফুচকাওয়ালার থেকে ফুচকার বস্তা নিয়ে পালিয়ে যেয়েন।😂

ফাগুনো পূর্ণিমা রাতে কাকে সঙ্গে নিয়ে পালাতে চান।

ভাই আমার এই লিস্টটা একটু লম্বা।
১.জাতির ক্রাশ পরীমনি
২.নাসিরের বউ তামিমা
৩.ক্রিকেটার রুবেল হোসেন এর প্রাক্তন প্রেমিকা হ্যাপি।

এই তিনজনের মধ্যে যেকোনো একজনকে নিয়ে পালাতে পারলেই আমি খুশি 🤣🤣🤣।

বিশেষ দ্রষ্টব্য : মজা করেই কিন্তু বললাম, আপনারা আবার সিরিয়াসলি নিবেন না কিন্তু 🤣🤣🤣।

বউ জানলে কি রক্ষা আছে?

জানলে খুশি হবে আপু। বলবে আমার হাসবেন্ড এর মন বড়, তাই সবাইকে চায়🤣।

ভাবিকে বলে দিবো ভাই।

ভাই আমার সুখের সংসারে আগুন লাগাবেন নাকি?😂

ভাবিকে মেনশন দেওয়া হোক।🙂

হাহাহা, স্টিমিট ইউজার না তো। তাইতো সেইফ জোনে আছি 🤣।

আহারে যেই তিনজন মানুষকে আমি একেবারে দেখতেই পারি না সেই তিনজনকে নিয়ে পালিয়ে গেলে কিন্তু ভালোই হবে। পারলে একটু দেশের বাইরে নিয়ে রেখে আসেন। 😅😅

আপু ভাবছি পাম পট্টি দিয়ে সাউথ কোরিয়াতে নিয়ে গিয়ে রেখে আসবো 🤣🤣।

অন্যের বউ এর দিকেই আপনার এত চোখ কেন ভাই। 😂😂😂

আমাদের ভাবী জানলে তো আপনাকে আস্ত রাখবে না।

কি করবো ভাই ক্রাশ খেয়েছি তো 🤣।

  ·  last year (edited)

তারা তো পালাতেই পছন্দ করে ভালো হবে আপনার জন্য 🤩🤩

ভাই সবকিছু চিন্তা ভাবনা করেই বলেছি। কোনো কষ্ট করতে হবে না আমার 🤣।

ভাই এই তিনজনের ভেতর একজনকে নিয়ে পালালে আপনি তো রাতারাতি হিরো হয়ে যাবেন 🙃

এইতো ভাই আপনি বুঝছেন আসল ব্যাপারটা 🤣।

বুঝতে তো হবেই ভাই।

ফাগুন এই পূর্ণিমা রাতে ফোনটাকে বাসায় রেখে নিজের ফ্যামিলি নিয়ে দূরে কোথাও পালাতে চাই একটু নিরিবিলি সময় কাটানোর জন্য।

ভাইয়া আমি যদি এখানে সত্যি কথাটা বলি তাহলে বিকাল থেকে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। এমনকি রাতে বাহিরে থাকতে হতে পারে। সুতরাং আমি জেনে শুনে এখানে মনের কথা প্রকাশ করে আগুনে ঘি ঢালতে চাই না,হা হা হা।🤣🤣🤣।

বউকে বেশ ভয় পান ভাই বোঝা যাচ্ছে। হিহি 😂😂

ফাগুন ও পূর্ণিমা রাতে আমি আমার বাংলা ব্লগ পরিবারকে নিয়ে পালাতে চাই। সাথে নিতে চাই আমার প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল টিকে। কারণ যেখানেই থাকি না কেন। যাতে করে আমার বাংলা ব্লগ পরিবারের সাথে সময় কাটাতে পারি।

ফাগুনো পূর্ণিমা রাতে কাকে সঙ্গে নিয়ে পালাতে চান।

সেলিনা গোমেজ।

ফাগুনো পূর্ণিমা রাতে নিজের মনকে সঙ্গে নিয়ে পালাতে চাই।কারণ আমার দেহ পালিয়ে গেলেও মন যদি রাজি না হয় তাই আগে নিজের মন নিয়ে পালাবো।তারপর পূর্ণিমা রাতে বসে বসে চাঁদ ও তারাদের সঙ্গে প্রেম করবো।

এই ফাগুনো পূর্ণিমা রাতে আমি shy-fox কে নিয়ে পালাতে চাই। কারণ shy-fox কে নিয়ে একবার পালাতে পারলে অন্য যে কোন কিছুর অভাব shy-fox এর টাকা দিয়ে ম্যানেজ করে নিতে পারব, এত বড়লোক সে। মেয়ে মানুষ নিয়ে পালানোর মতো বোকা আমি না শুভ দা। দেখা গেল আমি তাকে নিয়ে পালালাম আবার সে আমাকে রেখে অন্য কারো হাত ধরে পালিয়ে গেল। তার থেকে এটাই অনেক ভালো অপশন বলে আমি মনে করি।

তাহলে ভাই আমাদের কি হবে আপনি যদি শাই ফক্স নিয়ে পালিয়ে চলে যান আপনাকে তো আমরা পালাইতে দিব না যেভাবে হোক ধরে ফেলব।

আমি যখন নিয়ে পালাবো, আপনি তখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকবেন তো।🤭🤭

একদম সঠিক অপশন বেছে নিয়েছো তুমি, হি হি হি। এটাই বুদ্ধিমানের মত কাজ 🤭।

দিনকাল যা পড়েছে তাতে এই ছাড়া কোনো উপায় দেখছি না তো।😂😂

দাদা shy-fox কে নিয়ে পালালে তো আমরা অনাথ হয়ে যাবো। যাইহোক পালানোর আগে অবশ্যই আমাদেরকে নিয়ে একটু ভাববেন।

ভাইয়া আমি তো মাঝে মাঝেই আমার বউকে নিয়ে পালিয়ে যাই বাইক ট্যুর করার জন্য। কেননা আমার ঘরে ছোট ছোট দুটি সন্তান রয়েছে, যাদের নিয়ে কখনোই বাইক ট্যুর করি না। তাই যখনই পালিয়ে যাওয়ার সুযোগ হবে তখনই আমি আমার বউকে সাথে নিয়েই পালাবো। আর ফাগুনী পূর্ণিমা রাতে বউকে পাশে নিয়ে বাইক জার্নি করলে ভালো লাগাটা খুবই মধুর হবে।🥰🥰

কি দিন পড়লো ভাই, বাচ্চাদের ভয়ে বউকে নিয়েও লুকিয়ে লুকিয়ে পালিয়ে যেতে হচ্ছে। হা হা হা... এটা বেশ মজার ছিল।

ভাই, বড় মেয়েটাকে তাও বুঝিয়ে শুজিয়ে বাড়িতে রেখে যাওয়া যায়। কিন্তু ছোট ছেলেটার সামনে দিয়ে কোথাও যাওয়া যায় না। তাই দূরে কোথাও বাইক জার্নি করতে গেলে তার থেকে পালিয়েই যেতে হয়।

ফাগুনো পূর্ণিমা রাতে কাকে সঙ্গে নিয়ে পালাতে চান।

ইচ্ছা আছে নিজের মনের মানুষকে নিয়ে পালাতে চাই।

দাদা, পালালে তো অমাবস্যা রাতে পালাবো! যাতে কেউ দেখতে না পায়। পূর্ণিমা রাতে পালালে তো সবাই দেখে নেবে, সমাজে কলঙ্কের ভাগীদার হতে হবে। তাই পূর্ণিমা রাতে কাউকে নিয়ে পালাবো না। যা হবে গোপনে গোপনে অমাবস্যা রাতে... হি হি হি 😂😂

গাধাকে পিটিয়ে ঘোড়াকে শিক্ষা দেওয়ার জন্য পাশের বাড়ির ভাবিকে নিয়ে পালাতে চাই। যাতে করে আফ্রিকার জঙ্গলে রেখে আসতে পারি। একদিকে জঙ্গল দেখা হবে অন্যদিকে মঙ্গলোও হবে।😅😅

ফাগুনের পূর্ণিমা রাতে আবার কাকে নিয়ে পালাবো মনের মানুষ তো আছে। তাকে নিয়ে ঘুরবো ফিরবো এবং অনেক আনন্দ করবো।

ফাগুনে পূর্ণিমা রাতে আমি জাতির ক্রাশ কে নিয়ে পালিয়ে যেতে চাই।হি হি হি 🤭😆😆

এই ফাগুনে পূর্ণিমা রাতে আমি আমার মোবাইল ফোনকে নিয়ে পালাতে চায়।


পূর্ণিমার মতো উজ্জ্বল হয়ে ওঠো তুমি,
শুধু আঁধারে বিলীন হয়ে ছায়া হব আমি।

এই ফাগুনী পূর্ণিমা রাতে শাউরীর মেয়েকে নিয়ে পালাতে চাই। 😁😎🙃

বন্ধু তোমার তো পালাতেই হবে কারণ খুবই সন্নিকটে আছে।

আর বলিওনা বন্ধু ভয় করে।

🤩🤩

😎😎

ফাগুনো পূর্ণিমা রাতে আমার বালিশ আর কাঁথা নিয়ে পালাতে চাই।
কারণ আম্মুর জন্য সকালে শান্তি মতো ঘুমাতে পারি না।আর ঠান্ডা গরম সব কাঁথা থাকবেই তার জন্য ও শুনতে কথা তাই আর কি।সুযোগ পেলে কখনো এগুলো নিয়ে চলে যাবও🤭।

আমি শুধু কয়েক বস্তা খাবার নিয়ে পালাতে চাই, সারাদিন খাবার দিয়ে বসিয়ে রাখলে আমার আর কিছু চায়না। তবে বাড়িতে বসে খেতে গেলেই আমার সামনে হা করে বসে থাকা ভাই বোনদের ভাগ দিয়ে খেতে হয়🙂। তাই তাদের যন্ত্রণায় খাবারগুলোকে নিয়েই আমি পালিয়ে চলে যেতে চাই।🙂

সারাদিন খালি খাওয়ার চিন্তা কেনো।😂😂

যদিও তোমাকে কি বলছি, আমি নিজেও তো সারাদিন খাওয়া খাওয়া করি।🤭🤭

কি সাংঘাতিক কাউকে খাবার না দিয়ে একা একাই খাবেন দিদি আপনি !

হলো ম্যান মুভির মত অদৃশ্য হওয়ার কোন টেকনোলজি পেলে সেটা নিয়ে পালিয়ে যেতে চাই 🫥

এ আই এর যে রমরমা অবস্থা চলছে আপাতত একটাকে ধরে বাগে আনতে পারলে খুব ভালো হতো 😪

ফাগুনো পূর্ণিমা রাতে শান্তির ঘুমের সাথে পালাতে চাই।