এবিবি-ফান প্রশ্ন- ৮৮ || সবাই জানে প্রেমের মাঝে যন্ত্রণা আছে তবুও মানুষ প্রেম কেন করে?steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago  (edited)

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সবাই জানে প্রেমের মাঝে যন্ত্রণা আছে তবুও মানুষ প্রেম কেন করে?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

সুখে থাকতে ভুতে কিলায় তাইতো মানুষ প্রেম করে, অতঃপর বলে প্রেম ভালো না.... হাহাহা। সব দোষ প্রেমের।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সবাই জানে প্রেমের মাঝে যন্ত্রণা আছে তবুও মানুষ প্রেম কেন করে?

"প্রেমের মরা জলে ডুবে না গো" তাই মরেও যাতে দুঃখের সাগরে বেঁচে থাকতে পারে তাই প্রেম করে। 😂

[সংবিধিবদ্ধ সতর্কীকরণ: বাঁচাতে চাইলে প্রেম থেকে দূরে থাকুন 🤪]

হাহাহা, এমন প্রেমের দরকার নেই বাপু।

ঠিক ঠিক 😍

ভাই সতর্কীকরণ দিয়ে লাভ নাই, যারা প্রেম করে নাই, যত কথাই বলেন তারা প্রেম করবেই।

😂

এটা বাস্তব 🤗

সবাই জানে প্রেমের মাঝে যন্ত্রণা আছে তবুও মানুষ প্রেম কেন করে?

শুধু যন্ত্রনার দিক দেখলে তো আর হবে না ,প্রেমের যে মধুরতা রয়েছে তাও মানুষ দেখতে চাই। এই জন্য প্রেমে যন্ত্রণা থাকলোও প্রেমের মধুরতার লোভে মানুষ প্রেম করে থাকে।

লোভে পাপ, পাপে শশান ঘাট, হি হি হি।🤣🤣🤣

মরতে তো এমনিতেই হবে আজ অথবা কাল তাই বলে কি শ্মশানঘাটের ভয়ে মানুষ প্রেম করবে না ভাই?

সঠিক উত্তর ভাই, তবে আমি যে কেন এমন মধুরতা পেলাম না, সেটাই বুঝছিনা।

মধুর স্বাদ পেতে গেলে মৌমাছির বিষাক্ত কামড়ও সহ্য করতে হয়। 🐝🐝

এখন তো অনেক মুশকিলে পরলাম,, এই অবেলায় মৌমাছি কোথায় পাই বলেন তো ভাই!!

হিহি🤣🤣 সেটাও কথা আমিও ভাবনায় পড়ে গেলাম ভাই।

মা হতে যে যন্ত্রণা হয়
সব লোকে তা জানে,
সব মেয়েরা এই যন্ত্রণা
তবু কেন মানে?

প্রেমের মাঝে যন্ত্রণা যেমন
সুখ ভরি ভরি,
প্রেম-ভালোবাসায় সবাই
তাইতো গড়াগড়ি।

রাত ছাড়া দিন যেমন
শুধুই মূল্যহীন,
যন্ত্রণা ছাড়া প্রেম তেমন
হয়ে যায় মলিন।

যন্ত্রণা আছে বলে তাই
প্রেমে এত সুখ,
জেনে শুনে প্রেম করে
কেঁদে ভাসে বুক।
♥♥

সবাই জানে প্রেমের মাঝে যন্ত্রণা আছে তবুও মানুষ প্রেম কেন করে?

খালকেটে কুমির আনা আর রাতের ঘুম হারাম করে বাবু সোনা বলে দিনে দুই বার ব্রেকআপ করার জন্য প্রেম করে।

আমি ভাবছি অন্য কথা 🤔🤔
যেহেতু অনেক যন্ত্রণা তাই ভাবছি মাঝ রাস্তায় একটা প্রেম যন্ত্রণা নিরাময় ফার্মেসি দিব😁😁😁😁

আজই যোগাযোগ করুণ বিশেষ অফারে ৬০℅ছাড় দেওয়া হবে।

অগ্রিম সিরিয়ালের জন্য প্রেম যন্ত্রণা নিরাময় ফার্মেসি মাঝ রাস্তা কেউরাতলা🤝

ভাইয়া স্টিমিটের দাম কমে গেছে তাই বলে কি স্টিমিট ছেড়ে দিয়ে কেউরাতলায় ফার্মেসি দিবেন হি হি হি।😁😁😁😁

না না না!! এটা কেন হবে জাস্ট পার টাইম একটা র্ফামেসি দিব.
সিরিয়াল লাগলে যোগাযোগ করবেন 😁😁

দেন দেন, কাস্টোমারের অভাব হবে না।

জি ভাইয়া এই মাসের ৩৩ তারিখে শুভউদ্ভদন।।
কাস্টমার থাকলে কেউরা তলায় পাঠিয়ে দেন। রেফারে ৩৫℅ক্যাশ ব্যাক😁😁

আমাদের এলাকা থেকে কিছু লোক পাঠাবো, আপনি গোপনে কমিশন পাঠিয়ে দিয়েন। হাহা হা

রকেটে লোক পাঠাবেন আর বিকাশের মাধ্যমে নগদে পেমেন্ট পাবেন। ১০০% গ্যারান্টি সহ চিকিৎসা দেওয়া হবে বিফলে মূল্য ফেরত।

প্রেম করা হলো অনেকটা গ্যাংস্টার এ ঢোকার মত। অর্থাৎ আপনি ঢুকতে তো পারবেন কিন্তু নরমাল হয়ে বেরোনোর কোন সুযোগ নেই। যদি বের হতে চান তাহলে হয় আপনাকে মরতে হবে, না হলে দেশ ছেড়ে পালাতে হবে। প্রেমের ক্ষেত্রেও একই ব্যাপার, মানুষ প্রেমে মধু দেখে ঠিকই তাতে জড়িয়ে পড়ে। কিন্তু যখন তারা বুঝতে পারে, পিরিতের কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না তখন আর দুঃখের শেষ থাকেনা। শত চেষ্টা করেও সেই আঠা ছড়ানো যায় না। আর এই কথা জানার পরেও শত শত মজনু প্রেমের বাগানে ঝাঁপিয়ে পড়ে, কারণ ওই সময়টাতে তাদের মাথার উপর শয়তানে সুরসুরি দেয়।

আপনিতো দেখছি গ্যাংস্টারের সাথে প্রেমের সম্পর্ক জুড়ে দিলেন, তবে ভালো ছিল হাহাহা।

কারন সবাই মরে ভুত হতে চায়,কেউ বেঁচে থাকতে ভুত হতে চায় না।তাই যন্ত্রণার কথা জেনেও সবাই প্রেম করে আবার বিয়েও করে।

বাবা গো, আমি কিন্তু ভুত হতে চাই না।

👻👻

প্রেম ভুলে থাকার জন্যই বিয়ে করে মনে হয় তাই না আপু! হাহা

কোনোটারই অভিজ্ঞতা নেই ভাইয়া, হি হি।☺️☺️

করলা তিতা হলেও অনেকে খেতে পছন্দ করে,ঠিক তেমনি প্রেমে যন্ত্রণা আছে জেনেও প্রেম করে । যন্ত্রণাতেও যে তিতা নামক মিষ্টি রয়েছে তাই😜

কি লজিক, হাহাহা। মজা পেলাম।

শ্রেষ্ঠ একটি যুক্তি দিয়েছেন বাহ, শেষের লাইন বোঝার জন্য ক্লাস করতে হবে।

প্রেম হল দিল্লির লাড্ডুর মতো খেলেও পস্তাবে হয়,না খেলেও পস্তাবে হয়। তাই প্রেম যন্ত্রণা জেনেও প্রেম করে।

সিংগেল মরার চেয়ে প্রেমে করে যন্ত্রণা পেয়ে মরা ভাল।😂😂

তাই তো দেখছি ভাই।

জি ভাইয়া

কারণ প্রেম করলে সন্যাসী হওয়া যায় তাই সবাই যন্ত্রণা আছে জেনেও প্রেম করে। 😅

সুখে থাকলে নাকি ভূতে সুড়সুড়ি দেয়। তাইতো সবাই খাল কেটে কুমির আনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। 😅😅😅

হাহাহা,, আমাকে কিন্তু ভূতে সুড়সুড়ি দেয় না।

ভাইয়া যে বিষ খায় সে তো প্রথমে বুঝতে পারে না যে বিষের মধ্যে কি যন্ত্রণা, খাওয়ার পরে বুঝতে পারে। ঠিক তেমনি ভাবে মানুষ প্রেম করার আগে বুঝতে পারে না, যে প্রেমের মাঝে কি যন্ত্রণা, প্রেম করার পরে বুঝতে পারে। তখন পাগল হয়ে রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করা লাগে। 😂😂😂😂

হাহাহা, এটা ভালো ছিলো।।

প্রেম এবং নিজের বারোটা বাজানোর জন্যই প্রেমে যন্ত্রণা আছে জেনে ও মানুষ প্রেম করে।

হাহাহা,

ভালো বলেছেন

যন্ত্রণা পেতে মানুষ ভালোবাসে তাই।

একেবারে সুখে আছে, এমন মানুষ কোথায় পাবেন।

সুখে থাকতে ভুতে কিলায় তাই।

ভুতের কিল খাওয়ার থেকে প্রেমিকার কিল খাওয়া ভাল, হি হি হি। ভাই কখনো খাইছেন না কি। না মানে ঐ আর কি।😁😁😁

না রে ভাই।ভয়ে ঐ রাস্তায় হাটিই নি।

ভূতের কিল খেতে মনে হয় সবাই খুব ভালবাসে এখন 😂😂🤣🤣। সুখে থাকার থেকে ভূতের কিল খাওয়ার আনন্দ সবার কাছে এখন বড় হয়ে দাঁড়িয়েছে।

সবাই দেখছি ছ্যাকা খেয়ে ব্যাকা হতে ইচ্ছুক, হাহাহা।

🤣🤣🤣🤣 সেরা ডায়লগ।

সবাই জানে প্রেমের মাঝে যন্ত্রণা আছে তবুও মানুষ প্রেম কেন করে?

দিল্লি কা লাড্ডুর মতো,খেলেও পস্তাতে হয় না খেলেও পস্তাতে হয়। তাই প্রেমে যন্ত্রণা আছে তা জানা সত্ত্বেও, মিষ্টি মধুর যন্ত্রণা পাওয়ার জন্য প্রেম করে।

মিষ্টি মধুর যন্ত্রণা পেয়ে মাঝে মাঝে দেখা যায় গাছেও ঝুলে যায়, হি হি হি।🤔🤔

আবার শখ করে (থুক্কু মিষ্টি মধুর যন্ত্রণা বেশি পেয়ে) ব্রীজের উপর থেকেও লাফ দেয়,হা হা হা হা।

এখন দেখছি দিল্লি কা লাড্ডু খেয়ে পস্তানোই ভালো।

ঠিকই বলেছেন ভাইয়া, তাইতো সবাই খেয়েই পস্তায়।

যথাযথ বলেছেন ভাই, লজিক আছে কথায়

হা হা হা ভাই, ধন্যবাদ একমত পোষণ করার জন্য।

বর্তমানে বলদ মানুষজন প্রেম করার আগে যন্ত্রণাকে সুখ ভেবে প্রেম শুরু করে। তারপর যখন সেই যন্ত্রণা শুরু হয়ে যায় তখন বলে যে, আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন। হাহাহা

এমন ভাবে বলছেন, যেন আপনি বাদ আছেন।

কেউ বাদ নেই আপু আমিও তো মানুষ।😭😭😭

হাহাহাহা, আশা করি আপনিও এই কথাটি যেন বলতে পারেন।

হ্যাঁ ভাই সেটা সময়ের ব্যাপার।

সবাই তো মুখে শুনে যে প্রেম যন্ত্রণাদায়ক। নিজে যদি উপভোগ না করে তাহলে কিভাবে বুঝবে সুখ নাকি যন্ত্রণা।

উপভোগ করার জন্য হলেও প্রেম করতে হবে, তাই তো?

প্রেম হল দিল্লির লাড্ডুর মতো খেলেও পস্তাবে হয়,না খেলেও পস্তাবে হয়। তাই প্রেম যন্ত্রণা জেনেও প্রেম করে।

ভাইয়াকি, কমেন্টটা দুইবার করে ফেলেছেন। ঠিকই বলেছেন খেলে যখন পস্তাতে হবে, না খেলেও পস্তাতে হবে, তাহলে খাওয়াই ভালো।

প্রেমের আনন্দ দুইবার করে ফেলেছেন। প্রেম আবার দুইটা করে না ভাই, তাহলে ডাবল যন্ত্রণা পেতে হবে।

মানুষ সবকিছুর স্বাদ নিতে চায়,যন্ত্রণা দায়ক আর ভালো হকো।ভালো কথা আপনি এত কিছু জানেন কেমনে প্রেম মানে যন্ত্রণা 🤣।প্রেম করে যন্ত্রণা পেয়ে মানুষ কবি হয়ে যায়,তাই হয়ত😂😂

ভাইয়ার অভিজ্ঞতা না থাকলে কি এমনি এমনি পোষ্ট করছে, হি হি হি হি।

কবি হাওয়ার ক্ষুদ্র প্রচেস্টা আর কি, হিহিহি।

প্রেম কি তা বুঝার আগে প্রেমে মানুষ হাবুডুবু খায়। আর ঐ হাবুডুবুতে কূল না পাইয়া সব প্রেমের দোষ বলে গন্য হয়। 🤣

ভালো ছিলো, হাহাহা।

কবি কবি লেগেছে কথা বলো, বেশ যথাযথা বলেছেন। ভালো লেগেছে

মানুষ প্রেম করে ডিপ্রেশনের পড়ার জন্য।দেখে তার বন্ধু বান্ধব সব ডিপ্রেশনে আছে প্রেম করে ।তাই এটা কি জিনিস চেক করে দেখে,আসলেই কি প্রেম ডিপ্রেশনের কারণ নাকি অন্য কিছু।তাই একবার হলেও মানুষ প্রেম করে ।

অনেক অভিজ্ঞতা আছে দেখছি, হাহা।

প্রেম মানেই আপেক্ষিক বিষয়! প্রেমে পড়ে কেউ কষ্ট পায় আবার কেউ সুখী হয়। তবে সুখ ও দুখ দুটাই উপলব্ধি করার জন্য প্রেমে পড়ে 😄। মানুষ প্রেম করে গলা ডুবি পর্যন্ত থাকার জন্য , মরবেও না কিন্তু গলা ভাসিয়েই বেচেঁ থাকবে

দাড়ান একটু হেসে নেই, আপনার এই কথাটা শুনে অনেকক্ষণ হাসলাম ভাই, মারাত্মক একটি কথা বলেছেন। ভালো লাগলো।

সবাই জানে নেশাজাত দ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর,তারপরও মানুষ নেশা করে।প্রেম করাটা নেশার মতই, যন্ত্রণা থাকা সত্ত্বেও প্রেম করে।

প্রেমের নেশায় মাঝে মাঝে রাস্তায় বসে বসে ধোঁয়া উড়ায়,আমি কিন্তুু এসব করি না।😁😁😁😁

প্রেমের সাথে নেশার ও সম্পর্ক হয়ে গেলো। হিহিহি।

নেশার সাথে তুলনা , যথাযথভাবে বলেছেন। ভালো লাগলো

এটা আবার জিগাইতে হয় নাকি, নুন মরিচ দিয়ে স্বাদটা কেমন হয় সেটা বার বার চেক করতে চায় মন। হি হি হি।

এখন তো আমার ও নুন মরিচ দিয়ে স্বাদটা গ্রহণ করার ইচ্ছা করছে ভাই, কোন আইডিয়া থাকলে দিতে পারেন, হিহিহি।

ভাইরে ভাই উত্তর যদি জানা থাকতো তাহলে কি আর প্রেম করতাম 😒😔

বাহ, আপনি ও সেই নৌকার মাঝি, হাহাহা।

কেউ কি তাহলে বাদ নাই? সবাই একই নৌকার মাঝি

আসলে অনেকে এই যন্ত্রণাটাকে সুখ মনে করে। তাই জানা সত্ত্বেও যে প্রেমে যন্ত্রণা তাও প্রেম করে।

দুঃখ কিভাবে সুখ হয় ভাই??

আগে একবার প্রেমে পড়ে ছ্যাকা খেয়েছে। সেটা ভোলার জন্য মানুষ আবার নতুন করে প্রেম করে। এভাবেই আগের দুঃখকে ভুলানোর জন্য আবার নতুন প্রেমের যন্ত্রণাটা বয়ে আনে।

হায়রে মজার চুলকানি!!!!!
আমরা জানি চুলকালে ক্ষত হতে পারে কিন্তু এত মজা লাগে আর বন্ধ হয় না।
সেরকমই প্রেমে যন্ত্রণা আছে জেনেও সবাই মজা নেয়ার জন্য প্রেম করে।

প্রেমে যন্ত্রণা আছে যেনও প্রেমে পড়ে কারণ প্রেম না করলে বন্ধু বান্ধবের কাছে ক্যাডেট থাকে না, মনে উড়ু উরু ভাব জাগে না আর ওই যে কথাই বলে না যাকে না দেখছি সে বড় সুন্দরী আর যার হাতের রান্না না খাইছি সে বড় রাধুনী। তাইতো অদৃশ্য জিনিসের মজা নেওয়ার জন্যই মানুষ প্রেমে পড়ে।

ভালো উত্তর ছিলো, তবে ওটা ক্যাডেট নয় ক্রেডিট হবে হয় তো।