এবিবি-ফান প্রশ্ন-৩৩ || মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে কেন?

in hive-129948 •  2 years ago  (edited)

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে কেন?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

বিয়ের আগে মেয়েরা খুবই কম খায়, তাই ফিগার স্লিম থাকে। আর যেই বিয়ে হয়ে যায় অমনি এতো বেশী খেতে শুরু করে যে বছর খানেকের মধ্যেই একটা ছোটখাটো পাহাড় হয়ে যায়। তখন শাড়ি ছাড়া আর কিছুই পড়ার উপায় থাকে না, তাই মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিয়ের পর মেয়েরা শাড়ি পরে বলেই তো স্বামীরা বউয়ের আঁচলের তলায় লুকানোর সুযোগ পায়। তা না হলে তো অন্যের বউয়ের আঁচলের তলায় লুকানোর জন্য আঁচল খুঁজতো। 😅😅😅

আর কিছু? যা মনে আসে তাই বলে দিচ্ছেন, শুনি ভালো হবেন কবে?

সত্যি কথা পেটের মধ্যে চাপা রাখতে নেই। তাহলে আবার পেট ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তো বলে ফেললাম। 😅😅

ঘটককে বোঝাতে,,,,বুঝছেন?ঘটকরা তো শুধু মেয়ে দেখলেই উঠেপড়ে লাগে।তাই, মেয়েরা যে বিবাহিত তা সবাইকে জানাতেই শাড়ি পরে। কারণ মেয়েরা বিয়ের আগে যেমন থাকে বিয়ের পরও তেমন থাকে।তাই বারবার বিয়ের প্রপোজাল এড়াতেই শাড়ি পরে বুঝিয়ে দেয় তারা বিবাহিত,আর বিয়ের জন্য দেখে লাভ নেই।😜😄🤗😇

স্বামীকে শাড়ির আঁচলের সাথে বেঁধে রাখার জন্য

দারুন ছিল ভাই

কেন আবার ভুড়িটাকে ঢাকার জন্য হা হা হা

ভাইয়া,বিয়ের পর ছেলেদের ভুড়িটাই বাড়তে দেখলাম,মেয়েদের না।😁

ভাইয়া ভুরি ঢাকার জন্য শাড়ির চেয়ে ওরনা বেটার হয়।

কেবল ভুরি মেয়েদেরটা বাড়ে,আর আপনারদের ভুরি টা মনে হয় বেড়াতে যায়😉

আমরা জানি,
মানুষ মোটনশীল, আর মেয়েরা খাওনশীল। তবে বিয়ের পরে খাওয়ার পরিমাণটা বাড়ে 😬।
দেখা গেলো বেশি খাইতে গিয়ে ভূড়ি বাড়নশীল হয়ে গেলো।
ভূড়ি যখন বাড়নশীল তাই ভূড়ি ঢাকতে শাড়ি পড়ে পড়নশীল হয়ে যায় 😂

বিঃদ্রঃ [সব মেয়েরা আবার খাওনশীল না ]😑

ভাইরে ভাই,আজ পর্যন্ত বিবাহিত ছেলেদের ভুড়ি বাড়তে দেখছি।।

বাঙালি মেয়েদের শারী পড়লে যতটা আকর্ষণীয় লাগে অন্য কোন কিছুতেই ততটা লাগেনা। বিয়ের পর তাদের দিকে আর কেউ তাকায়না বলে মনে বড় দুঃখ তাই শাড়ী পড়ে সবার কাছে আকর্ষণীয় হতে চায়। আবার এটিও হতে পারে স্বামী যেন অন্য নারীতে আসক্ত না হয় সে জন্য শাড়ি পড়ে সাজগোজ করে নিজেকে সবসময় আকষণীয় করে ভালোবাসাকে ধরে রাখতে চায়।

ওমা কি সাংঘাতিক কথা, শাড়ি পড়ে দৃষ্টি আকর্ষন করার জন্য হায় হায় হায়।

তাইতো, এ জন্য তো আমি শারি পরিনা, শাড়ি দুচোখের বিষ।

বাবার বাড়িতে বেশি খাইলে মায়ের কাছে ঝাড়ু দিয়ে পিটুনি খায়তে হয়। কিন্তু বিয়ের পর নিজের ক্ষমতা, নিজের রাজ্যে রাণী হয়ে যায়।তাই বেশি বেশি খেয়ে মোট হয়ে যার,যার কারণে শাড়ি না পরে উপায় থাকে না🤣🤣

মেয়েরা বিয়ের আগে মায়ের শাড়ি গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করে আর ভাবে, কবে শাড়ি পড়ার সাটিফিকেট পাবে! বিয়ের পর মেয়েরা শাড়ি পড়ার সেই সার্টিফিকেট পেয়ে যায়। তাই বিয়ের পর মেয়েরা শাড়ি পড়ে।

হাহাহা😀😀 অনেক মজা লাগলো ভাই এত সুন্দর একটি মন্তব্য করলেন অনেক হাসলাম ধন্যবাদ আপনাকে❤

মেয়েরা বউয়ের সাঝ সাঝতে বেশি পছন্দ করে এবং নিজেকে বউ হিসেবে প্রকাশ করতে নিজেকে বজায় রাখে , তাই তারা বিয়ের পর শাড়ি পরে।

আসলে শাড়ি নারীর সৌন্দর্য বৃদ্ধি করে। শাড়ি পরলে নারীদের আরো দেমাগী ও আরো সুশ্রী লাগে। তাই স্বামীর নিকট নিজের সৌন্দর্যের সবটুকু দিয়ে উপস্থাপনের জন্য নারীরা বিয়ের পরে শাড়ি পরে।

বাহ ভাই বাহ কচি কোমল একটি উত্তর দিয়েছেন ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো।

সে যে বাঙালি নারী, তার প্রধান পরিচয় ও সুন্দর্যের শোভা পায় সাড়িতে।

আসলেই মেয়েরা প্রথমত শাড়ি পরে, শাড়িতে মেয়েদের সুন্দর বেশি দেখায়।ছেলেরা এমনিই সুন্দরের পূজারী তাই স্বামীকে ধরে রাখার জন্য, যদি আবার পাশের ভাবির প্রশংসা করে!🤣🤣🤣।দ্বিতীয়ত, আমাদের জাতীয় পোশাক লুঙ্গি-শাড়ি।তাই শাড়ি পরে দেশ প্রেমি হতে চাই।শাড়ির তো এমনিই দাম! স্বামীরে না কষায়লে কেমনে হয়😆😆

মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে কেন?

যাতে মেয়েরা সবসময় স্বামীর চোখে রূপবতী হয়ে থাকতে পারে এবং স্বামীর চরিত্র যাতে তেপান্তরের দেশে পালিয়ে না যায় তার জন্য মেয়েরা বিয়ের পর শাড়ি পরে।কারণ শাড়ির আঁচলই স্বামীকে বেঁধে রাখার কাজে পারফেক্টভাবে ব্যবহার করা যায়।

শাড়ি না পড়লে মেয়েদের বউ বউ দেখায় না, শাড়িতে মেয়েদেরকে বউ বউ দেখায়। তাই মেয়েরা বিয়ের পরে শাড়ি পরে।

বিয়ের পর শাড়ি সামলানোর জন্য জামাই নামক অ্যাসিস্ট্যান্ট থাকে যে তাই 😜😜।তাছাড়া বিবাহিত যে তা প্রমান করা লাগবে তো,তা না হলে তো আপনাদেরই সমস্যা😜

তাই বুঝি?

আপনি জানেন না ব্যাপার টা।ভাবিকে জিগ্যেস করিয়েন😉

শাড়ি পড়লে বউ বউ অনুভূতি জাগে তাই মেয়েরা বিয়ের পর শাড়ি পড়ে। আর শাড়ি তে মেয়েদের বেশি সুন্দর লাগে, শশুরবাড়ি তে একটু সুন্দরী না হলে কি হবে নাকি🤭🤭

মেয়েরা বিয়ের পর শাড়ি পরে, কারন জামাইকে শাড়ি দিয়ে বেঁধে রাখার জন্য। কোথাও যেন কিছু গিয়ে করতে না পারে।

মেয়েরা বিয়ের পর শাড়ী পরে ডং দেখাতে। ডং মেয়েরা দেখাবে না কি ছেলেরা দেখাবে!🤪ছেলেরা ডং কইরা দেখান তো।

শাড়ি পরার অনেক গুলো কারন আছে, ২ টি কারন তুলে ধরলাম।

১. শাড়ি পরলে মেয়েদের একটু বেশি কিউট লাগে, স্বামী যাতে অন্য মেয়েদের দিকে না তাকায় সেইজন্য মেয়েরা শাড়ি পরে।

২. যেমন সবকিছুর একটা ইউনিফর্ম থাকে তেমনি মেয়েরা বিয়ে করলে মেয়েদের ইউনিফর্ম হয়ে যায় শাড়ি।

ভাই আপনি তো খুবই অভিজ্ঞ একজন মানুষ।

ভাই দেখি বিয়ের আগেই সব অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন ...হাহাহাহ

ও মা তাই😉😉,খুব অভিজ্ঞতা আছে দেখি।

শাড়ি তৈরির কোম্পানি গুলোকে বাঁচানোর জন্য।
কি মুশকিল স্বামীর টাকা খসিয়ে অন্যের উপকার করে।

আসলেই ভাই এরা হলো পরোপকারী

বরের মাথায় কাঠাল ভাঙ্গা আর কি!!

একদমই, তাদের জন্যই শাড়ি কোম্পানীগুলো টিকে আছে এখনো।

এই জন্য মেয়েদেরকে পুরষ্কার দেওয়া উচিত😉

পুরস্কার তো বরদের পাওয়া উচিত।
কারণ বরের টাকায় তো শাড়ি কেনা হয়।

একদম ভাই টাকা খরচ করি আমরা আর মজা নেয় ভ্যান চালক, দোকানদার আর রিক্সাওয়ালা।

বিয়ে যে হয়েছে সেটা প্রমাণ কারার জন্য।

মেয়েরা বিয়ের সময় শাড়ি পরে কারণ ঐ শাড়ির আঁচলে তার বরকে ফাঁসি দিয়ে মারার জন্য। বিয়ের পরে বউয়ের যন্ত্রণায় তিলে তিলে মরতে থাকে।

শাড়ির আঁচলে বরদের বেঁধে রাখার জন্য। 😐

মেয়ে থেকে মহিলা হওয়ার জন্য মেয়েরা বিয়ের পর শাড়ি পড়ে ৷ শাড়ি পড়ার মাধ্যমে প্রমাণ করে যে তাহার বিবাহ হইছে আর প্রেমের প্রস্তাব দিয়া লাভ নাই ৷

পরিবারের সদস্যদের শাড়ির আচঁলে আগলে রাখার জন্য শাড়ি পড়ে।কারন বিয়ের অনেক দায়িত্ব।

তনুজা আপুকে মেনশন দেওয়া উচিত🙄🙄

যাইহোক শাড়ি পড়ে কারণ শাড়ির আঁচল আছে। জামাই এর সাথে ঝগড়া করতে আঁচল বাঁধতে পারে তাই😏😏

বরের টাকা খসানোর জন্য।

বউটা তো নিজেরই😜😄

শাড়ির আচল মাজায় বেঁধে শাশুড়ি ও ননদের সাথে ঝগড়া করার জন্য মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়া শুরু করে😄😁

মেয়েরা বিয়ের পরে শাড়ি পরে তার কারণ মেয়েটি বোঝাতে চায় আমার কিন্তু নতুন নতুন বিয়ে হয়েছে, হুম 😜। নতুন বিয়ে হলে মেয়েরা সেটি প্রকাশ করে বেশ আনন্দ অনুভব করে।আর শাড়ি না পড়লে তো মেয়েদের বোঝাই যায় না, যে বিয়ে হয়েছে।

হা হা হা, আর যারা বিয়ের আগেও শাড়ি পড়ে তাদের ব্যাপারটা কি?

বিয়ের আগে নিয়মিত শাড়ি খুব কম মেয়েই পরে।বুঝলেন ভাইজান??

বিয়ের আগে যারা শাড়ি পরে তারা বুঝাতে চায় তার বিয়ের বয়স হয়েছে। 😅😅

বিয়ের আগে মেয়েরা থাকে শুধু মেয়ে পরিচয় আর বিয়ের পর হয়ে যায় বউ তাই পোশাকেও খুবই চমৎকার একটি পরিবর্তন আসে।তাছাড়া প্রতিটা নারী চায় তার বর য়েন পরকীয়ায় আসক্ত না হয়। শাড়ি নারীর সৌন্দর্য তাই সেই সৌন্দর্য দিয়ে স্বামীকে আগলে রাখতে চায়,,,,

মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে কেন?

এটা বোঝাতে যে সে এখন বর্তমান একজনের ঘরের প্রেসিডিয়াম সদস্য এবং তারই প্রতিনিয়ত ঘাড়-মটকানোর কাজে ব্যস্ত।।

শাড়ি পড়লে মেয়েদের খুব সুন্দর লাগে। তাছাড়া মেয়ে রা একটু নিজের রুপ সৌন্দর্য সম্পর্কে প্রশংসা শুনতে ভালোবাসে। তাই শাড়ি পড়ে যাতে অন্যেরা দেখে মগ্ধ হয়ে যায়।

মেয়েরা বিয়ের পরে শাড়ি পরে বরকে এটা সবসময় মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি বিয়ে করেছো তাই আর কোন গার্লফ্রেন্ড এর সাথে যেন যোগাযোগ করিও না।

কে বলেছে বিয়ের পরে শুধু শাড়ি পরে? এখন তো যারা আনমেরেড তারাই বেশি শাড়ি পড়তে ভালোবাসে😜 বিয়ে হয়েছে পাঁচ বছর হচ্ছে লাস্ট শাড়ি কখন পড়ছি মনেও নাই🤔

বরের আদর সোহাগ তারাতারি ও বেশি পাওয়ার জন্য..হি..হি..হি..

শাড়িগুলো রমণীদের সৌন্দর্যের প্রতীক. শাড়ি পড়লেই একটি রমণীর রুপো সুন্দর্যপ্রকাশপায়.আর তাইতো মেয়েরা বিয়ের পর বেশি বেশি শাড়ি পড়ে যাতে স্বামী তার তার রূপে পাগল থাকে অন্য মেয়ের দিকে না তাকায়.

শাড়ি পড়লে মেয়েদের একটু মোটা কম দেখায় 😄 আর সুন্দর দেখায় বটে। তাই এটাই সবথেকে ভালো উপায় স্বামী বেচারাকে আঁচলে বাঁধার জন্য ☺️

The more you read, the more things you’ll know. 🙏🏽🕯🤸🏽‍♂️🎊🤓📝

বিয়ের আগে শাড়ি পরলে তো কেউ আঁচল উঠিয়ে দেওয়ার থাকেনা, বিয়ের পর এই চাকরিটা যাতে স্বামীকে দিতে পারে।

মুখ লোকানোর জন্য। বিয়ের আগে যে প্রেম গুলো করেছিল সেই বয় ফ্রেন্ডদেরকে দেখলে ধরা খাওয়ার আগে যেন শাড়ির আঁচল দিয়ে মুখ ডেকে ফেলতে পারে এবং তারা যেন চিনতে না পারে। সেজন্য বিয়ের পর মেয়েরা শাড়ি পড়ে।

শাড়ি পরে হাটাচলা করতে অসুবিধে হয় এই কথা বলে বাড়ির কাজ থেকে হাত গুটিয়ে নেয়ার জন্য।

মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে তার কারন হলো, বিয়ের পর যাতে বর অন্য কোথাও না গিয়ে বউ এর আঁচলের তলায় থাকতে পারে সেজন্য মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে।

মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে কেন?

মেয়েরা বিয়ের পর তাদের স্বামীর ভাগ কাউকে দিতে চায়না। তাই মেয়েরা শাড়ি পরে বিয়ের পরে যাতে সেই শাড়ির আঁচল দিয়ে স্বামীকে বেঁধে রাখতে পারে।

কাজে ফাঁকি দেয়ার জন্য কারন ওটা পড়তে বেশ সময় লাগে । তাই অন্য কাজ থেকে রেহাই পাওয়ার জন্য শাড়ি পড়ে ধীরে ধীরে । তারপর আবার বলে শাড়ী পড়ে কি কাজ করা যায়। হা হা। ধন্যবাদ।

কারণ, শাড়ি পড়ে রান্না করা যায় - ভালো ভালো তরকারি । সেটা আলু পেঁপের তরকারি হোক ,কিংবা পতি পরমেশ্বরের তরকারি। বিয়ের পর মেয়েদের শাড়ি পড়া খুব দরকারি।

সংসারের চাবি যাতে খুব সহজেই দখল করতে পারে এবং নিজের আঁচলে বেঁধে ফেলতে পারে এই জন্যই মেয়েরা বিয়ের পর শাড়ি পড়া শুরু করে।😆

মেয়ে থেকে মহিলাতে রূপান্তরিত হওয়ার জন্য।

সংসারের চাবি ঝুলানোর জন্য হলেও একটা আঁচলের প্রয়োজন আছে । তাই শাড়ী পরা । তবে এখন বাতাস উলটা দিকে বইছে । শাড়ী তো আলমারী সাজানোর জন্য ।

আসলে মেয়েরা একটু বহুরূপী তো এই জন্য। মানে সময়ের সাথে বিভিন্ন ভেস ধরে আরকি।যেমন বিয়ের আগে নিজেকে সিঙ্গেল প্রমাণ করতে শাড়ি পরে না,কিন্তু বিয়ের পর নিজেকে কাপল প্রমাণ করতে ঠিকই শাড়ি পরে।🙂

মেয়েরা বিয়ের পর শাড়ি পরার একটাই কারণ তা হল কোমরে শাড়ি বেঁধে শাশুড়ি এবং বরের সাথে ঝগড়া করতে এনার্জি এবং কনফিডেন্স দুটোই ১০০% পাওয়া যায়।
  ·  2 years ago (edited)

মেয়েরা বিয়ের পরে শাড়ি পড়ে কেন?

মেয়েরা সৌন্দর্যের প্রতীক।আর শাড়িতে সেই সৌন্দর্য প্রকাশ পায়।যা বিয়ের আগে মেয়েরা বুঝতে পারে না।বিয়ের পরে তারা বুঝতে পারে,আর তাই বিয়ের পরে তারা শাড়ী পড়ে।

শাড়িতেই নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় আর স্বামীর কাছে অনেক বেশি সুন্দরী হওয়ার উদ্দেশ্য নিয়েই বিয়ের পরে নারী শাড়ি পরে সবসময়।

যাতে হাজবেন্ড কে বাধার জন্য দডি খুজে সময় নষ্ট করতে না হয়,তাই ওত বড় একটা শড়ি পড়ে।