এবিবি-ফান প্রশ্ন-৭০ || ভাত ছিটালে কাকের অভাব হয় না-এই কথাটি কেন বলা হয়?

in hive-129948 •  2 years ago 

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভাত ছিটালে কাকের অভাব হয় না-এই কথাটি কেন বলা হয়?

প্রশ্নকারীঃ

@ayrinbd

প্রশ্নকারীর অভিমতঃ

এই কথাটি মানুষ জায়গা বুঝে বিভিন্ন কারণে বলে থাকে। একেক জনের একেক রকম কারণ হতে পারে। আমার কাছে বেশ কয়েক রকম কারণ জানা থাকলেও আজকে আপনাদের কাছ থেকে মজার মজার উত্তর জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাত ছিটালে কাকের অভাব হয় না-এই কথাটি কেন বলা হয়?

এর দ্বারা বুঝানো হয়েছে যে টাকা থাকলে সুন্দরী বউয়ের অভাব হয় না। টাকা থাকলে টাকলা,বুইরা ,কালো পুরুষও সুন্দর বউ পায়। ভাত দেখলে কাক যেমন চলে আসে,তেমনি টাকা দেখলে সুন্দরী মেয়েরা গুর গুর করে চলে আসে.......... হা হা হা.......

তাহলে টাকা পাহাড় গড়ে তুলেন। সুন্দরী বউ পাওয়ার আশায় ভাইয়া।

  ·  2 years ago (edited)

হাহাহাহহা, কথা কিন্তু ভুল বলেন নি, এটা সত্যি, তবে আমি বেচে গেছি বাবা ভাগ্য ভালো ভাত দেখি নাই🤣🤣

মোটা অংকের যৌতুক দিলে
বরের অভাব নাই,,
ল্যাংড়া কালা কালো ধলা
সবই চলে তাই।

চাকরির বাজার গরম এখন
কালো টাকার ছলে,,
অযোগ্য লোকেরা তাই
চলে হেলে দুলে,,,,

সবখানেতেই টাকার খেলা
চলছে অবিরত,,
ভাত ছিটাইলে কাকের অভাব
হয় না যে তার মত।।

হাফিজ ভাইয়ের পার্লার টাও
তেমনই এক কথা,,
অকারনে নারীদের
মনে দেন ব্যথা।
♥♥♥

হাহাহা, আপনি দেখছি একদম কবিতা বানিয়ে দিলেন, তবে ভালো মানিয়েছে

নির্বাচন কখনো দেখেছেন বা এর প্রচারে অংশগ্রহণ করেছেন। যাদি নির্বাচন প্রচারে অংশগ্রহন করে থাকেন, তাহলে আমি বলবো সেখানে প্রচুর পরিমানে ভাত মানে (টাকা) ছিটানো হয়, যার কারনে সেখানে কাক মানে ( মানুষের) উপস্থিতির অভাব হয় না। আপনি নির্বাচনে অংশগ্রহন করে থাকলে আপনার পকেটেও নিশ্চয় কিছু না কিছু ভাত মানে (টাকা) ঢুকে থাকবে।

বাহ ভাই খুব চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

❤❤❤

ঠিক বলছেন ভাইয়া

অসংখ্য ধন্যবাদ আপু।

এখন থেকে আর চাল কিনবো না নির্বাচন প্রচারে গিয়ে ভাত নিয়ে আসবো।হিহিহি

মন্দ হয় না আপু। হা হা হা।

এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? পার্লারে গেলেইতো দেখা যায়, কালো কালো মেয়েগুলো ভিতরে গিয়ে টাকা ছিটায় আর বের হওয়ার সময় কালো কাকগুলো সাদা বক হয়ে যায়। সত্যিতো ভাতরূপি টাকা ছিটালে কত কিছুইতো করা যায়, হি হি হি। এবার আমি যাই পার্কে গিয়ে দেখি ভাত ছিটালে কিছু কাক পাওয়া যায় কিনা?

পার্কে ভাতের জন্য কাক অপেক্ষা করছে তাড়াতাড়ি যান।

এসব খবর তাহলে আপনিও রাখেন আজকাল, বাহ ভালোতো ভালো না!

ভালো তো !!! ওই কাকদের ভাত না খাওয়ালে তো তারা অভুক্তই থেকে যাবে।

আপনার মন্তব্য পড়ে আমার একটা গান মনে পড়ে গেল, কালা কালা সাদা সাদা রঙ জমেছে সাদা কালা🤣🤣🤣

কোন সমস্যা নাই, মনে চাইলে ঘরে বসে গান আবার চাইলে পার্লার এ বসেও গাইতে পারেন, সাদা সাদা সাদা কালা কালা কালা

😆

ভাতরূপি টাকা আবার কি জিনিস হাফিজ ভাই। হা হা হা 🤣

কাকেরা এখন ভাত ছিটালে আসে না। তাদের কে ডাকতে হলে এখন বার্গার, স্যান্ডউইচ, পিৎজা,স্টেক এগুলো ছিটাতে হয়।

হাহাহা তা আবার ঠিক বলেছেন সবাই এখন কাক থেকে ডিজিটাল কাওউয়া হয়ে গেছে

ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না তেমনি টাকা ছিটালে ও ছেলেদের অভাব হয়না। কালো কালো মেয়েরা টাকা ছিটানোর কারণে পালাতে গিয়ে ফর্সা হয়ে বেড় হয়। আর ছেলেরা তখন কাকের সতো পিছে পিছে ঘোরে,, 🫣🫣

কথা একদম ঠিক বলেছেন ভাই

বাহ আপনি দেখছি সব কিছু জানেন, তবে বেশি কালো মেয়েরা কিন্তু সাদা হয়না মেকাপ করে ও কালা কালাই থাকে হিহিহি

বেশি কালো গুলো কালোই থাকে তার পরও সাদা হয়া চেষ্টা চালিয়ে যায় হাহা🫣

আরে আপু দেখেন না,,, কালো মেয়েদের বাবার টাকা থাকলে ছেলেরা বিয়ে করার জন্য লাফালাফি করে😁😁।ভাত ছিটালে মানে টাকা ছিটালে লাইন ধরে যেকোনো মেয়েকে বিয়ে করার জন্য কাকের মত লোভীরা হাজির হয়ে যাবে🤪🤪।
সবাই আবার নিজেদের দিকে টেনে নিয়েন না,,পালাই আমি🏃🏃

এটা ও ভালো কথা, তার মানে সকলের মন্তব্য প্রেক্ষাপটে বুঝা যাচ্ছে কাক ছেলে ও আছে আবার কাক মেয়ে ও আছে, সবাই ই ভাত অনেক পছন্দ করে হিহিহি

বউরা ভাত রান্না করে আর স্বামীরা অন্য কাকের আশায় ভাত ছিটিয়ে বসে থাকে। হায়রে হতভাগা স্বামী একটুখানি বিরিয়ানি ছিটিয়েও তো দেখা যায়। 🤪🤪🤪

আচ্ছা এই ছিলো মনের ভিতর, বিরিয়ানী দিলেই দৌড় দিবেন? ভাতের প্রতি কেন এতো অভিমান?

ভাত ছিটালে তো কাকেরা আসে আমি তো আর কাক নই। 😅😅

এহহহহ 😛😄😄

সত্যি বলতে কাঁককে কখনো ভাত রান্না করা কেউ শেখায়নি। যার কারণে যখনই সে ভাত দেখে তখন তার দলবল সহ চলে আসে। যার কারণে ভাত ছিটালেই কাকেরা এসে উপস্থিত হয়।

কি করা বেচারা তো আর রান্না পারে না হিহিহি

ভাত ছিটালে কাকের অভাব হয় না-এই কথাটি কেন বলা হয়?

এখানে কাক কে স্বার্থপর মানুষের সাথে তুলনা করা হয়েছে। কাকরূপী ঐসব স্বার্থপর মানুষকে যখন কোন কিছু দেওয়া হবে তখন তাদের দেখা পাওয়া যাবে কিন্তু সেই দেওয়া মানুষটার কখনো কোনো কিছুর প্রয়োজন পড়লে ওই সব মানুষের আর দেখা পাওয়া যায় না তাই এই কথাটি বলা হয়।

বাস্তবসম্মত একটি উত্তর দিয়েছেন অনেক ভালো লেগেছে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

প্রথমে ভেবেছিলাম একটু মজার উত্তর দেব পরে ভাবলাম সবাই মজার উত্তর দিয়েছে তাই একটু বাস্তবধর্মী উত্তর দেওয়া যাক।

অনেক ভালো হয়েছে ভাই অতুলনীয় ধন্যবাদ আপনাকে।

সত্যি বলতে বাস্তবটা এমনই, তবে কাক জানলে কিন্তু আপনার খবর আছে, মাথা ঠুকরে সব চুল নিয়ে যাবে 😅🤣🤣

এমনিতেই চুল হাওয়াতে নিয়ে যাচ্ছে আর দুটো চুল কাকে নিয়ে গেলে ক্ষতি কি!🤓😂🤓😂

এই প্রতিযোগিতাটি দৈনিক সক্রিয় প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে

Contest Alerts: Active Contest List on 13th Oct 2022 – Win 550+ STEEM

আরও আপডেটের জন্য অনুসরণ করুন এবং রিস্টিম করুন।
#ContestAlerts #winwithsteem

কারণ কাকরা হল উত্তর ভারতে বাস করা বাঙালী। জন্মসূত্রেই ভাত ছাড়া ওরা থাকতে পারে না। এখন সারাদিন রুটি-চাপাটি চিবিয়ে চিবিয়ে ওরা হতাশ হয়ে পড়েছে। সেইজন্যই কোথাও ভাতের নাম শুনলেই দলে দলে গিয়ে হাজির হয়ে যায়।

ভাত থেকে কিন্তু রুটি অনেক মজা, সাদা ভাত কি আর মজা লাগে🤣

আসলে কাক একটা অবুঝ পাখি. তাই তারা যেখানে যা পায় তাই খায়. আর পুরুষ জাতি এ কথাটি ভালোভাবে জানে। তাইতো পুরুষরা গরম পকেটের টাকা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কমলা সুন্দরী নারীদের বশ করতে চায়। কিন্তু পুরুষরা জানেনা তাদের শুধু টাকাই সিটে। কিন্তু নারীরা বেশিক্ষণ আর ডালে বসে থাকে না। কাকের মত করে উড়ে যায়।😃😃😃😃😃😃😃

😂😂😂😂😂

😛😛😆

এটা তো স্বাভাবিক একটা কথা,টাকা থাকলে ছেলেদের গায়ে যে গরম ভাব চলে আসে তা সবাই জানে।এই টাকা দিয়ে কত কাক যে বক সাজে। আর এই টাকা দিয়ে ঘন ঘন প্রেম ও করে, আবার ডেটিংয়ে ও যায়😄😄।তাইতো বলে ভাত ছিটালে কাকের অভাব হয়না।ঐযে বললাম ছেলেদের টাকা থাকলে প্রেমের সিরিয়াল😜😜😜।

আমি কিন্তু আবার এতো কিছু জানি না বুঝি না বাবা, এমনিতেই ভালো আছি।

তাই নাকি আপু😂😂😂এবার জেনে নেন তাহলে😃।

শুধু ভাত ছিটালে কাকের অভাব হয় না-৷

ভাত ছিটালে কিন্তু কুত্তার ও অভাব হয় না ৷
হাহাহাহাহা হিহি হিহি!!!!

আর বর্তমান সময় টাকা থাকলে মেয়ে প্রেমিকের অভাব থাকে না ৷
হাহাহাহাহা হিহিহিহি!!!!!

এটি একটি প্রবাদ বাক্য। বিপদে পড়লে আপন জনেরা অনেক সময় পাশে দাঁড়ায় না। তখন অর্থের বিনিময়ে অপরের দাঁড়ায় উদ্ধার হতে হয়। আর অর্থ দিয়ে বর্তমান যুগে অনেক কিছু করা সম্ভব। এ কারণেই বলা হয় ভাত ছিটালে কাকের অভাব হয় না।

সত্যি কথা বলিয়েন না কাক জানলে আর ভাত খেতে আসবে না হাহাহাহাহা

TEAM MILLIONAIRE

Your post has been successfully curated by @irawandedy at 35%.

Thank you for your committed efforts, we urge you to do more and keep posting high quality contests for a chance to earn valuable upvotes from our team of curators and why not be selected for an additional upvote in the weekly list of Top Contests.

কাক বর্তমানে অতি দুর্লভ প্রাণি। আগে প্রচুর পরিমানে দেখা গেলেও এখন আর তেমন একটা নেই বললেই চলে। আমি নিজ অনেকবার চেষ্টা করে দেখেছি ভাত ছিটালেও কাক আসেনা হা হা হা।

হাহাহা আসবে কিভাবে ওরা এখন ভাত খাইনা বিরিয়ানি খাই

কারণ একবার বক্তা অল্প ভাত ছিটিয়ে দেখেছিলো ভাতের তুলনায় কাক বেশী চলে এসেছিলো। যে কাকগুলো ভাত পায় নি তারা উল্টে ঠুকরে দিয়ে গেছিলো বক্তার মাথায়। তারপর থেকে তিনিই সকলকে বলেন ভাত ছড়ালে কাকের অভাব হয় না।

হা এটা সদা সত্যি কথা বলিয়েছেন। তবে ধন্যবাদ বক্তাকে উনার জন্যই আজ এই বাক্যটি পেয়ে গেলাম 😆

একথাটি তারাই বলে যারা ময়না টিয়াকে ডাকলেও পাশে পায় না। আর ভাত ছিটালে তাদেরকেই পাশে পাওয়া যায় যাদের দিয়ে কোন কাজ হয় না।

  ·  2 years ago (edited)

কাক কিন্তু ভালো কাজের আপনি জানেন না, মানুষদের বাড়ি থেকে সাবান চুরি করে এনে দেয় 😅🤣🤣🤣

কারণ যার যেই জিনিসের প্রতি চাহিদা বেশি, সে সেই দিকে ঝুকবে।

কাকের ভাত রান্না করার লোক নেই, তাই ভাতের প্রতি বেশি আকৃষ্ট থাকে হা হা হা।

অনেক মজার একটি উত্তর দিয়েছেন আমার কাছে আপনার উত্তরটি বেশ ভালো লেগেছে। অনেকক্ষণ হাসলাম।

সাবধানে আপনার হাসির শব্দ কাক শুনতে পেলে সমস্যা হতে পারে।

তাই নাকি ভাই তাহলে হাসিটা কে কমেন্টের মধ্যে ঢেকে রাখবো।

ভাতে জন্য জীবন বাঁচে। ভাত ছোট /বড় সবাই খেয়ে থাকা ,ঠিক তেমনি টাকা ও ছোট বড় সকলে হজম করতে পারে। সকলে প্রিয় ভাত ছিটালে কাক অভাব হবে না,এটা স্বাভাবিক। ভাতের পিছনে দৌড়াবে সবাই।

আসলে মিষ্টির গন্ধ পেলে পিঁপড়া খুব তাড়াতাড়ি চলে আসে। আর যেখানে মিষ্টি থাকে না সেখানে পিঁপড়া ও যায় না। ঠিক সেই কারণেই ভাত ছিটালে কাকের অভাব হয় না।

এখনকার কাকেরা আর কা কা করে না ভাই,করে টাকা টাকা।টাকা ছড়ালে এখন কাকের অভাব হয়না।আর এই কাকেরা কিন্তু নির্দিষ্ট কোন জেন্ডার এর না।এরা সুবিধাবাদী কাক।তাই সুবিধা পাইলেই,এরা সেদিকে দৌড়ায়।এদের কথাই বলা হয়েছে।

এই দুনিয়া টাকার গোলাম
বুঝে গেছি আমি,
টাকার চেয়ে নাই তো কিছুই
এই দুনিয়ায় দামি।।
টাকা দেখলে কাঠের পুতুল
সেও নাকি হা করে,
টাকা টাকা করেই সবাই,
বেহুশ হয়ে মরে।।
টাকা ছাড়া এই দুনিয়ায়
কিছুই করা যায় না,
টাকা(ভাত) ছিটালে এই জগতে
মানুষের(কাকের)অভাব হয় না।।

যখন একটা মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে যায় তখন ছেলেটি অনেক কষ্ট পায়।ছেলেটি সেটেল হওয়ার পর অনেক মেয়ে তার পিছু পিছু ঘোরে আর তখন ছেলেটি মনে মনে চিন্তা করে ভাত ছিটালে কাকের অভাব হয় না। মূলত লাইফে সেটেল হওয়ার বিষয়টি বোঝানো হয়েছে।

কাকের বউ কাকী কোথা থেকে গোপন সূত্রে খবর খবর পেয়েছিল ভাত খেলে নাকি ভাতের মত ফর্সা হওয়া যায়। আর তার পর থেকে সব কাকী রা ভাতের পেছনে ছোটে, ভাত খেয়ে একটু সুন্দরী হওয়ার আশায়। আর অন্য দিকে কাক গুলোও পিছিয়ে থাকতে রাজি নয়, তারাও তাদের বউয়ের কাছে আকর্ষণীয় হওয়ার জন্য ভাত খায় এখন, এই আশায় যে তারাও কোনো একদিন ভাতের মত ফর্সা হবে। আর এই কারণে ভাত ছিটালে কাকের বা কাকীর অভাব হয়না।

কাক জাতির খুব খিদে তাই ভাত দেখলেই সেদিকে দৌড় মারে।