আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ঘুম থেকে উঠে দেখলেন স্টিমের প্রাইস ১০ ডলার হয়েছে তখন কি করবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আসলে এই কয়েকটা দিন স্টিম এর প্রাইস দেখে খুব ভালো লাগছে। প্রাইস বাড়া দেখলে আসলেই অনেক ভালো লাগে।তাই এই প্রাইস নিয়ে একটি প্রশ্ন করে ফেললাম। এখন ঝটপট সবাই মজার মজার উত্তর দিয়ে দিন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আপু সত্যি সত্যি যদি এরকম হয় তাহলে তো আমি সাথে সাথে বিয়ে করে নেব! অনেকদিন ধরে গার্লফ্রেন্ড জ্বালাতন করছে বিয়ে করার জন্য কিন্তু টাকা পয়সার অভাবে বিয়ের কাজটা আর করে উঠতে পারছি না। সেজন্য যদি ঘুম থেকে উঠে এরকম ব্যাপার দেখি আমি তাহলে জমানো স্টিম বিক্রি করে এই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই ।🤭🤭🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই দাদা আপনার বৈবাহিক জীবন সুখের হোক সেই কামনাই করি। স্টিম বিক্রি করে টাকা দিয়ে বিয়ে করলে বেশ ভালই হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হেহে🤭🤭🤣🤣 ধন্যবাদ ভাই আমার বৈবাহিক সুখের জীবন কামনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলবো। এরপর হয়তোবা মনটা এত খুশি হয়ে যাবে যে সারাদিন অন্য কোনো কাজে মনে বসাতে পারবো না। আর সেই দিনে হয়তো বা ১০ মিনিট পর পরই চেক করব দাম কি কমলো নাকি সেরকমই আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন দেখব স্টিমের দাম বেড়ে ১০ ডলার হয়ে গেছে তখন তো বিভিন্ন ধরনের প্লান করব। খুশিতে আত্মহারা হয়ে যাব। সবার সাথে শেয়ার করব বিষয় গুলো। খুশিতে লাফালাফি করবো। হাসবো নাকি কান্না করবো বুঝতেছিনা। খিদা লাগলে খাবো না খুশির কারণে। কোথায় কি করব সেটা আসলে নিজেও বুঝতে পারব না তখন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি স্টিমের প্রাইস টা ১০ ডলার হয় আর সর্বপ্রথম আমি আমার স্বপ্ন গুলি পূরণ করব। আমার খুব একটা স্বপ্ন একটা বাইক।এই বাইকের কারণে অনেক কথা শুনতে হয়েছে। জীবনে অনেক কষ্ট পেয়েছি তাদের মুখের ওপর জবাব দিব যে আমিও একটা মানুষ। আমার দ্বারা সম্ভব হয়েছে। এই প্ল্যাটফর্ম আমার বাংলা ব্লগ আমার পাশে ছিল।সবাইকে আমি মন খুলে বলতে পারব আমি একজন ব্লগার। আমি মাসে ৫০/৯০ হাজার ইনকাম করি। অনেক ভালো লাগবে এবং কিছু দরিদ্র মানুষদের সাহায্য করবো এবং আমার খুব একটা স্বপ্ন একটি মসজিদ বানাবো এবং মানুষের সেবা করে বেড়াবো। আমি একটি আয়োজন করব। সকল ব্লগারদের সব এক জায়গায় করব এবং অনেক স্বপ্ন আছে একটা লাইভ হ্যাংআউট পূর্ণ হবে।আমাদের প্রিয় শুভ ভাই ও এডমিন সকলে আমাদের বাস্তবে চোখের সামনে আলোচনা করবে। তখন যে মনের একটা প্রশান্তি পাবো আর সত্যিই অনেক সুখ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘুম থেকে উঠে যদি দেখি স্টিমের দাম বেড়ে গিয়ে ১০ ডলার হয়েছে তাহলে সবার আগে দেখতে হবে এখনো কি স্টিম বিক্রি করার মতো আছে কিনা। কারন তার আগের রাতেই সবগুলো স্টিম কম দামে সেল হয়ে যাবে৷ আর তখন শুধু হাসতে হাসতে পাগল হতে হবে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে আর কি করবো হাততালি দেওয়া ছাড়া উপায় নেই।কারণ ঘুম যাওয়ার আগেই সব সেল করে দিয়েছি, ঘুম থেকে উঠে ১০০ ডলার দেখেও কি লাভ হবে। 🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমের দাম বেড়ে গেলেই আমার পরিচিত যারা আছে তাদের সাথে হিসাব নিকাশে বসে যাই আর ওয়ালেটে ঢুকি বার বার স্টিম হারিয়ে গেল না তো।সেটাই করবো আবার ১০ ডলার হলে।😜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু পরের ওয়ালেটে উকি মারা বাদ দাও। যাইহোক স্টিম ১০ ডলার হলে বিয়েটা অবশ্যই সেরে ফেলবা। সবাইকে দাওয়াত দিবা কিন্তু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তখন আনন্দে নেচে উঠার বদলে মুখ চেপে ধরবো।কারন আশেপাশের মানুষ জেনে গেলে আবার ডাকাতি হতে পারে।☺️☺️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। এমন একটা গান আছে সেই গানটি শুধু গাইবো আপু তা ছাড়া আর কি করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাইলে গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলবো, তোর বাবাকে বিয়ে দিতে রেড়ি থাকতে বল। বড়লোকের ছেলে জামাই হয়ে আসতাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি হিরো আলমের মোবাইল নম্বর ম্যানেজ করে, তাকে অফার দিবো একটি মিউজিক ভিডিও করার জন্য। সেই ভিডিওতে আমি গান গাইবো এবং হিরো আলম জংলীদের পোশাক পড়ে আফ্রিকান ডান্স দিবে 😂😂। আর পরবর্তীতে আপনারা ইউটিউবে সেই মিউজিক ভিডিওটা দেখে চরম মজা নিবেন 🤣🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা হিরো আলমকে মিউজিক গানের ভিডিওর জন্য অফার করলে বেশ ভালই হবে। আপনি গান গাইবেন আর হিরো আলম আফ্রিকান জংলিদের পোশাক পড়ে নাচবে ভাবতেই মজা লাগছে। 😂🤓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে আমার একটি কিডনি বেঁচে যাবে। কারন গার্লফ্রেন্ড ভালোবাসার প্রমান হিসাবে একটি আইফোন চাইছিলো। ভেবেছিলাম একটি কিডনি বিক্রয় করে হলেও ভালোবাসার প্রমান হিসাবে একটি আইফন কিনে দিবো। স্টিমের প্রাইস ১০ ডলার হয়ে গেলে আমার কিডনিটা বেঁচে যাবে,হে হে হে। 🤣🤣🤣
আর বউ যদি এই কমেন্ট দেখে তাহলে দুইটা কিডনিই বিক্রয় করে দিবে,হা হা হা।😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই খুব মজা পেয়েছি আপনার কমেন্টটা পড়ে। যাক দশটা হলে কিডনি টা তো বেঁচে যাবে। আর যদি ভাইয়া আপনার বউ দেখে কমেন্টটা তাহলে কিন্তু অবস্থা খারাপ সব ঠিক মাথায় রাইখেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘুম থেকে উঠে দেখি যদি স্টিমের প্রাইস ১০ ডলার হয়েছে তাহলে তখন আমি আবার ঘুমিয়ে যাব। কারণ এই আশায় ঘুমিয়ে যাব যাতে ঘুম থেকে ওঠার পরে আবার দেখতে পাই স্টিমের প্রাইস ২০ ডলার হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক গাল হাসি দিয়ে কল্পনার জগতে প্রবেশ করবো যে, আমি এতো টাকার মালিক হয়ে গিয়েছি।তারপর নিজের ভাগ্যের আর ধৈর্য্যের প্রশংসা করবো।🥰।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তখন নিজের হাতে চিমটি কেটে দেখব স্বপ্ন দেখছি নাকি এখনো ঘুমিয়ে আছি।🤭🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু স্বপ্ন যখন বাস্তব হয় তখনও মনে হয় স্বপ্নই দেখে যাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাই প্রশ্নটা করেছেন আল্লাহ তা'আলা কবুল করে নিক। প্রথমেই চিৎকার দিব তারপরে আব্বুর কাছে গিয়ে বলব আমি এখন বিয়ে করবো কেননা স্টিমের দাম এখন দশ ডলার 😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,আমার বাংলা ব্লগ পরিবারের শ্রদ্ধেয় দাদা, সকল এডমিন মডারেটরসহ সহযোদ্ধাদের ইলিশ মাছের কলিজা ভুনা দিয়ে খাসির মাংসের পোলাও খাওয়াবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পক্ষ থেকে খাওয়ার জন্য হলেও দাম বাড়াটা খুব জরুরী। দাম বেড়ে গেলে তো ভালই হতো খাওয়া পেতাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তখনই বাজার থেকে ডাব মানে নারিকেল নিয়ে আসব। এই সেই নারিকেলের পানি দিয়ে ব্রাশ করব মুখ ধুয়ে নেব। কারণ তখন আমি কোটিপতি না হলেও লাখপতি। আর আমার ওটা সোভা দেয় হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি তাই হয় তাহলে মাইক ভাড়া করে বিয়ের জন্য পাত্রী খুঁজতে যাবো 🙃🤓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বন্ধু তোমার জন্য তো মেয়ে খোজায় আছে তুমি আর নতুন করে কি খুজবা।সে জানলে কিন্তু তোমার খবর আছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তো কাউকেই খুঁজে পাচ্ছি না বন্ধু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্ক্রিনশট রেখে দেবো নাকি তাই বলো শুধু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার তো খালি শুধু স্ক্রিনশট রেখে দেওয়া সেটা বাদে তো কোন কাজ নেই🤓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আবার ঘুমিয়ে যাব, আমার এক রাতের ঘুমে যদি ১০ ডলার হতে পারে ,নিশ্চিত আর কয়েক ঘন্টা ঘুমালে ২০ ডলার ও হতে পারে। আশা করি আমার পরবর্তী ঘুমের জন্য সকলেই লাভবান হবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ ভাইয়া ভালো বলেছেন কিন্তু। এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে যদি বেড়ে যেত তাহলে তো ঘুম থেকে উঠতাম না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা তো খুবই ভালো বলেছেন ভাইয়া তাহলে তো আরো একটা ঘুম দিতে হবে তাহলে আরো বড়লোক হওয়া যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Slot gacor situs Belijitu merupakan jenis permainan kasino online yang didasarkan pada mesin slot klasik. Permainan ini terdiri dari tiga gulungan atau lebih yang berputar saat Anda menekan tombol putar. Tujuan permainan ini adalah untuk memperoleh kombinasi simbol pemenang pada satu atau lebih garis pembayaran.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তো এক লাফ দিয়ে তাল গাছে ওঠে যাবো। যা কখনো কেউ করেনি আর সেখানে বসেই স্টিম বিক্রি করবো আর তাল খাবো হা হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার টাকা ছিল না দেখে যে গার্লফ্রেন্ড চলে গিয়েছিল তার ছোট বোন কে বিয়ের প্রস্তাব দিব৷ এরপর বিয়ে পর আমাদের দেখে সে জলবে আর লুচির মত ফুলবে। আহ শান্তি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছেন ভাইয়া। টাকা নাই তাই গার্লফ্রেন্ড চলে গিয়েছে গার্লফ্রেন্ডের বোনকে বিয়ে করেই প্রতিশোধ নিতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা দাদা বেশ দুর্দান্ত বুদ্ধি তো আপনার। আসলেই ছোট বোনকে বিয়ে করলে বড় বোন দেখবে আর লুচির মত ফুলবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তখন সবার প্রথমে আমার বাংলা ব্লগের সকল সদস্যদেরকে খবরটি জানাবো।যাতে আমার প্রিয় কমিউনিটির সবাই এই সুযোগটি নিতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন দেখবো স্টিমের দাম ১০ ডলার হয়েছে তখন মনের আনন্দে সারাদিনের সব কঠিন কঠিন কাজ গুলো খুঁজে বের করে করতে শুরু করবো।কারন মনে আনন্দ থাকলে আমার কঠিন কাজগুলো সব সহজ হয়ে যায়।তাই এই সুযোগটা হাতছাড়া করবো না।🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ! কী কর্মঠ আপনি আপু!! মন ভালো থাকতে থাকতে কঠিন কঠিন কাজ গুলো সেরে ফেলার আইডিয়া কিন্তু সেরা 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু মনের ভেতর সবসময় আনন্দ বিরাজ করলে কঠিন কাজ গুলো সহজ হয়ে যায়। আপু আপনার বুদ্ধিটা বেশ দুর্দান্ত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি ঘুম থেকে উঠে দেখি স্টিম প্রাইস ১০ ডলার
তাহলে খাঁড়া করবো শার্টের কলার।
ইচিং বিচিং দিবো নাচ,
স্টিম বেচবো ঠাস ঠাস।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা বুদ্ধিটা শুনে অনেক হাসি পেলো। স্টিম বিক্রি করে কি করবেন সেটা আমাদেরকে বলিয়েন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিম পাওয়ার গুলো উইথড্র না দিয়ে বাইনান্সের স্টিম গুলো বিক্রয় করে সর্বপ্রথম নিজের স্বপ্ন পূরণ করব । স্টিম বিক্রয় করে আমার সর্বপ্রথম স্বপ্ন হচ্ছে r15 বাইক কেনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্টিমের দাম বৃদ্ধি পেলে তুমি তোমার নিজের স্বপ্ন পূরণ করবে বিষয়টা জানতে পেরে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন হলে তো সিউর বিয়ে করে ফেলবো। বউকে নিয়ে আরামছে সংসার করা যাবে 😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘুম থেকে ওঠার পরে যদি দেখি স্টিমের দাম ১০ ডলার তাহলে একটা বাড়ি তৈরি করার প্লান করে ফেলব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit