এবিবি ফান প্রশ্ন-২৩৬ || সংসার সুখের হয় রমনীর গুনে, কিন্তু কেন?steemCreated with Sketch.

in hive-129948 •  last year 

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsQctmFPegwdwU4RpS5MXVRC7rbmuZW81z7ZmfD5CHoSsYmx2gLRqEFvDPCJBuHGSk4WMV4KswgZtV871HKyp.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সংসার সুখের হয় রমনীর গুনে, কিন্তু কেন??

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

এখনো সংসার জগতে যাওয়া হয়নি তাই এই বিষয়ে কোন অভিজ্ঞতাই নেই......

অংশগ্রহণের নিয়মাবলীঃ

উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RhGizFPt7pq1NV5TbDgTBNyUZkBMxfCc9BTZegJAQT3VLo2Z3uHWoz1P3mPNn6jveQHokmzzbEpbEBt5Z5t4w8.png


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা উৎসাহমূলক বাণী হিসেবে প্রকাশিত হয়েছে। যদি আপনি এই প্রশংসাটা তাদের সম্মুখে না করেন তাহলে তো নুনের জায়গাতে মরিচ, আর মরিচের জায়গাতে নুন দিয়ে দিবে। আর সংসার তাল ঝাল করে নষ্ট করে ফেলবে। যার কারণে এটা বলে কোনভাবে সমাজতা রক্ষা করা আর কি।🤣🤣🤣

যাইহোক আমি যে এই কথা বলেছি, কাউকে আবার বলার দরকার নাই ভাই।🤣🤣🤣

নুনের জায়গায় মরিচ আর মরিচের জায়গায় নুন যাতে না পান সেজন্য বুঝি প্রশংসা করেন? আমরাও গোপন কথা জেনে গেছি ভাইয়া।

আপু সব জায়গার গোপন কথা জানালে তো সমস্যা 😆😀

🤣🤣

ভাইয়া আপনার সাথে সহমত পোষণ করলাম। তবে কাউকে বলবো না 😃😁 ।

🤣🤣❤❤

সংসার সুখের হয় রমনীর গুনে, কিন্তু কেন??

রমনীরা পার্লারে গিয়ে সেজেগুজে বিশ্ব সুন্দরী হয়ে আসে, আর হাসবেন্ডরা সাজগোজ দেখে ভীষণ খুশি হয়ে যায়। হাসবেন্ডরা মনে মনে ভাবে যে, বিশ্ব সুন্দরীর সাথে সংসার করছি😂। এটা ভেবেই তো হাসবেন্ডদের মনের মধ্যে প্রতিনিয়ত লাড্ডু ফুটে😂। এতে করে সংসারে শুধু শান্তি আর শান্তি বিদ্যমান থাকে। এজন্যই বলে সংসার সুখের হয় রমনীর গুণে🤣।

সব ক্রেডিট তাহলে পার্লারের। যদি পার্লার না থাকতো তাহলে হাজবেন্ডরা প্রশংসাও করত না আর দিনশেষে সংসারে শান্তিও থাকত না।

বর্তমানে এটাই তো হচ্ছে আপু 😂। ক্রেডিট রমনীর বুদ্ধির এবং পার্লারের। রমনী যদি হাসবেন্ডকে খুশি করানোর টেকনিক খুঁজে বের করতে না পারতো, তাহলে তো পার্লারে যেতো না 🤣।

রমনীদের কে বিশ্ব সুন্দরীর মনে না করা হলে বাসার মধ্যে তো সাইক্লোন সৃষ্টি হবে ভাই।

সেটাই ভাই মন থেকে হোক আর মুখে মুখে হোক,বিশ্ব সুন্দরী মানতেও হবে এবং বলতেও হবে 😂।

সংসার সুখের হয় রমনীর গুনে, কিন্তু কেন?

পুরুষ যদি হাল ছেড়ে দেয় তাহলে নারী চেষ্টা করলেই সংসার টা টিকিয়ে রাখতে পারে। কিন্তু একবার নারী যদি হাল ছেড়ে দেয় তাহলে পুরুষ শত চেষ্টা করেও আর সংসার টা টিকিয়ে রাখতে পারবে না। পুরুষ সারাদিন বাইরে থাকে কিন্তু সংসার টা গড়ে তোলেই তো নারী। এইজন্যই বলা হয় সংসার সুখে হয় রমনীর গুণে।

Posted using SteemPro Mobile

ভাইয়া আপনি নারীদের নিয়ে দারুণ লিখেছেন। আমি নিশ্চিত আপনার ভবিষ্যৎ সংসার অনেক সুখের হবে। 😍😍

হাহা ধন্যবাদ আপু।।

Posted using SteemPro Mobile

আরে ভাই মিথ্যেটা একটু জুড়েসুরে বলতে হয় না হলে তারা বিশ্বাস করবে না। আর আস্তে বললে তারা বেশী সন্দেহ করে হি হি হি।

আসলে কথাটি ছিলো,

"সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে"

কিন্তু বুদ্ধিমান গুণবাণ পতিরা তাদের লাইনটুকু বাদ দিয়ে শুধু প্রথম অংশ টুকুই ব্যবহার করে রমনীদের কিছুটা প্রশংশা করে, আর কায়দা করে সংসার সুখের ভার রমণীদের কাঁধে দিয়ে দেয়। বোকা রমনীরা তো প্রসংশা শুনেই খুশীতে গদগদ। আর ওদিকে পুরুষেরাও নিশ্চিন্ত!

Posted using SteemPro Mobile

সংসার সুখের হয় রমনীর গুনে, কিন্তু কেন?

ভাই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে....ওই যে বললে "রমণীর গুনে"। যদিও এখনকার রমনীদের গুনও নেই আর তাই সংসারে শান্তিও নেই। এখনকার রমনীদের গুন যেমন ঘুমন্ত, সব সংসারের শান্তিও ঘুমন্ত। কবে যে রমনীদের গুণের ঘুম ভাঙ্গবে আর সব সংসারের শান্তি ফিরে আসবে তাই ভাবছি!

কারণ সংসারের সব কাজ রমণীর ঘাড়ে এসে চাপে আর পুরুষরা বাইরের কাজ সামলায়।রমণীরা কিপ্টামি করে করে সংসার চালিয়েও নিজের হাত খরচের জন্য কিছু টাকা বাঁচিয়ে জমিয়ে রাখে তাই সংসার সুখের হয় রমনীর গুনে।

সংসার সুখী হয় রমনীর গুনে, এখানে সব মেয়েদেরকে বোঝানো হয়নি। যেসব মেয়েরা ভালো গুনের অধিকারী। অর্থাৎ যারা নিজের সংসারটাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে এই সব রমণীকে বোঝানো হয়েছে।

রমণীরা হয়তো সুখের বাজার থেকে সুখ কিনে আনতে পারে তাই রমণীদের গুনেই সংসার সুখের হয়।

এই কথাটির যেমন প্রবাদ প্রবচন রয়েছে তেমনি সত্যটাও রয়েছে। কারণ নারী-পুরুষ দুজনে মিলে একটি সংসার গঠিত হয়। বিশেষ করে আমাদের সমাজে ছেলেরা বাইরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। তাছাড়া নারীরাই ঘর সংসার সামলায়। বাচ্চাদেরকে সময় দেই এবং পারিবারিক অন্যান্য কাজের প্রতি নজর দেই। তো আমার মতে যে নারী যত সুন্দর গুণাবলীর অধিকারী হয় সেই নারী তত বেশি সংসারটিকে গুছিয়ে নিতে পারে। উদাহরণ হিসেবে- একটা পুরুষ বাইরে সারাদিন কাজকর্ম করল। কিন্তু ঘরে ফিরে দেখল যে ঘরের কাজকর্ম রান্না বান্না কিংবা বাচ্চাদের দেখাশোনা ভালো মতো সামলানো হচ্ছে না। এতে করে কখনো মিলবন্ধন হবে না দুজনের মধ্যে। কারণ সেই নারী ঘরের কাজের পথে আকৃষ্ট নয়। কিংবা তার ব্যবহার এবং কাজকর্ম সুন্দর নয়। তাহলে সংসার থাকবে না কিংবা টিকবে না। সেই সংসারে কখনো সুখ আসবেনা। তাই কথাই বলে সংসার সুখী হয় রমনীর গুনে। অর্থাৎ রমনীদের দ্বারাই সব সম্ভব হয় একটি সংসার সুখী করার ক্ষেত্রে।

রমনী মানেই অনেক গুনের অধিকারী।সব সংসারেই পুরুষরা কর্তৃত্ব ফলায়।এই সুযোগটা যে সংসারে নারীদের দেয়া হয় সেই সংসারে রমনীরা তা ঠিকমতো পালন করে, পুরুষকে দেখানোর জন্য হলে ও করে। এজন্য ই সংসার সুখের হয়। তাই সব পুরুষদের উচিত রমনীর উপর সংসারের ভার ছেড়ে দেয়া।

সংসার সুখী হয় রমনীর গুনে কারণ একটা মেয়ে যদি চায় তার সংসারটাকে গুছিয়ে রাখবে, যেকোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিবে আর সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে সেক্রিপাইস করতে পারে তাহলে সেই সংসার সুখ আসবে। কিন্তু বর্তমানে এমন সেক্রিফাইস করা মেয়ে পাওয়াই মুশকিল।

ঠিক বলেছেন ভাইয়া একটি মেয়ে যদি চায় সব কিছু গুছিয়ে রাখবে এবং সব পরিবেশে নিজেকে মানিয়ে নিবে তাহলে সবটাই সম্ভব।

কোন মেয়ে কাউকে সেক্রিফাইস করেছে এমন
তো হতে পারে না। 😮😧

যোগ, বিয়োগ,গুন এবং ভাগ এদের মধ্যে সম্পদ বাড়ানোর সহজ উপায় গুন। আর আমরা জানি সম্পদ থাকলে সুখী হওয়া সহজ। আর এও গুনের কাজটি করে রমনী 😆। তাই বলা হয় সংসার সুখের হয় রমনীত গুনে 💪

রমণীর গুণের প্রশংসা যতই করা হয় সংসারে সুখ ততই আসে। তাই তো সবাই সুখে সংসার করার জন্য হলেও প্রশংসা করে। 😅😅

সংসার সুখের হয় রমনীর গুনে, কিন্তু কেন?

রমনীরা সব গুণের অধিকারী হয়ে থাকে। বিশেষ করে তারা সবসময় পুরুষের চেয়ে এক লাইন বেশি বুঝে। তাইতো সংসার সুখের হয় রমনীর গুনে।

রমনীর ঘাড়ে সংসারের সব দায়িত্ব দিয়ে পুরুষজাতি নিশ্চিন্তে থাকে। তাই সংসার সুখের হয় রমনীর গুনে। আর একটি কথা সংসার জীবনে ঢুকার পর এর সার্থকতা বুঝতে পারবেন ভাইয়া।

কারণ ছেলেরা বাহিরের জগৎটাকে বেশি প্রাধান্য দেয় কিন্তু মেয়েরা সব সময় সংসারটাকে গুছিয়ে রাখে এইজন্য ।

কারন বউ এর দোষ ধরে কেউ কখনো শান্তিতে থাকতে পারে নি। হয় মার খেয়ে হাসপাতালে নয়ত, শহীদ হয়েছে। তাই নিজের ভালর জন্যই সব সময় বউয়ের গুণ গাণ করতে হয়। কবিও তাই উক্ত কথাটি বলেছেন।

Posted using SteemPro Mobile

মেয়েদের প্রশংসা করতে হয়, যদি প্রশংসা না করা হয়। তাহলে সেই সংসারে আরো বেশি ঝামেলা হবে। জীবনটা ঝালাপালা হয়ে যাবে। তাই সংসারের সুখ হয় রমণীর গুনে এই কথার উপরেই সংসার টিকে আছে যুগ যুগ ধরে।

Posted using SteemPro Mobile

বাসার লোকে জানলে কিন্তু বাসা থেকে বের করে দিবে ভাই।😊

সব রমনীগণ এই প্রশংসা পাওয়ার জন্যই জন্মগ্রহণ করেছে তাই.....।😁

ছেলেদের কোনো গুণ নেই,তাই রমণীর গুণেই সংসার সুখের হয় এটাই প্রমাণিত🤣🤣।

আমরা হচ্ছি টাকার মেশিন আমাদের গুণ থাকবে কেন আপু? 🤩

আপনারা যে টাকার মেশিন তা তো জানতাম না ভাইয়া।তাহলে এই জন্য গুণ দরকার নেই আপনাদের তাইতো।😁

ভাইয়া তো বিয়ে শাদি করেন নাই,তাই এখনো অভিজ্ঞতা হয়নি। সংসার সুখের হয় রমনীর গুনে, এপ্রবাদটা হলো সংসারে জড়-তুফান আটকিয়ে রাখার বুদ্ধি আর কি,হে হে হে।🤣🤣🤣

হে ভাই ঝড় তুফান শুরু হওয়ার আগ মুহূর্তে যদি এই রকম আরো কয়েক রকমের প্রশংসা করা যেতো তাহলে জড় তুফান আর হতো না।