আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা:
সময়ের সাথে বদলে যায়
চারপাশের সকল চিত্র,
সময়ের সাথে বদলে হয়
সম্পর্কের করুণ মৃত্যু।
আমি বলছি না সময় থেমে যাক
পরিবেশ পরিস্থিতি একই থাক,
আমি বলছি না জীবন থমকে যাক
ভালোবাসার স্বরূপ একই থাক।
লেখক:
লেখকের অনুভূতি:
সময় হয়তো গতিশীল থাকবে সব সময়, কিন্তু ভালোবাসা কেন পাল্টে যাবে-স্বার্থের মায়া কেন সব পরিবর্তন করে দিবে?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমি বলছি না পথ যেন বন্ধ হয়,
স্বপ্নের ডানা যেন ক্ষতিগ্রস্ত হয়।
শুধু চাই মায়ার একটাই রূপ,
যেখানে নেই দ্বিধা কিংবা ক্ষোভের ঢুপ।
ভালোবাসার ছবি যেন চিরন্তন হয়,
স্মৃতির মলাটে গল্প লেখা রয়।
যে সম্পর্ক গড়ে হৃদয়ের তলে,
সেই বন্ধন টিকে থাক যুগের কলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়গুলো বড্ড বেশি ফ্যাকাসে
ঝাপসা ধোঁয়ার মতোই উড়ন্ত,
চারিপাশ ঢেকে যায় সেই ধোঁয়ার আলিঙ্গনে
সুন্দর মুহূর্তগুলি গতিময় ধোঁয়ায় গিয়ে মেশে।
আমি বলছি না সময়গুলি রুদ্ধ হোক
চারিপাশের আবহাওয়া হোক সমতুল্য,
আমি বলছি না জীবনের গতি হারিয়ে যাক
ভালোবাসা স্বাভাবিক অবস্থায় হোক একই মূল্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের ছোঁয়ায় ফিকে হয়
শপথ করা সব বিশ্বাস,
সময়ের পালায় হারিয়ে যায়
চেনা মুখের মায়ার আভাস।
আমি চাই না সময় থমকে থাকুক,
চাই না পথ থেমে যাক।
শুধু চাই অনুভূতির রঙ
হারিয়ে না যাক প্রতিদিনের যাত্রায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের সাথে বদলে যায়,
কাছের মানুষের কথা।
নিরবে, নিশ্চুপে সহ্য করি,
হৃদয়ের সকল ব্যথা।
সময়ের সাথে বদলে যায়,
সকল চাওয়া পাওয়া।
একটুখানি আবেগ অনুভূতিতে,
কতইনা ছিল পাওয়া।
সময়ের সাথে বদলে গেল,
মিষ্টি মধুর ভাষা।
এখন শুধু টিকে থাকার লড়াই,
হারিয়ে ফেলেছি সকাল আশা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বদলে যাবে সময় কেবল
রোজ দিন বা রাতে
হয়তো শুধু বদলাবে না
পায়ে পায়ে পথে
থাকবো আমি থাকবে তুমি
থাকবে ভালোবাসা
যেটুকু যায় বদলে সেটা
সময় সর্বনাশা
আর যা কিছু একই থাকে
সেই দুজনের মন
সময় গেলেও যায় না তবু
বদলে আপনজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের সাথে বদলে যায়
চারপাশের সকল ছায়া,
সময় তবু থামে না কোথাও,
চলমান জীবনের মায়া।
আমি চাই না থেমে যাক সময়,
চাই না চিত্র অটুট থাকুক,
শুধু চাই ভালোবাসার স্বরূপ,
অটল হৃদয়ে রবে আঁকুক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় আসবে সুখের,
সময় আসবে দুঃখের,
ভালোবাসা কেন বদলাবে?
এটা কি কোনো নিয়মে পড়ে?
ভালোবাসা সে তো বদলানোর নয়,
সকল পরিস্থিতিতে একই হয়ে রয়,
ভালোলাগা বদলে যায়,
সুখ দুঃখের একটু বদলানোয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের সাথে চেনা যায়
কে আপন কেবা পর,
সময়ের সাথে বোঝা যায়
দুনিয়াটা বড্ড সার্থোপর।
আমি বলছি না সবাই খারাপ
পরিস্থিতি ভুলিয়ে দেয় সম্পর্কের ছাপ,
আমি বলছি না ভালোবাসা পাপ
বিশুদ্ধ প্রেমে ছলনা নিপাত যাক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি বলছি শুধু তুমি আমার হয়ে থেকো,
জীবনের বিভিষিকাময় দিনগুলোতে,
হাতে হাত ধরে দুঃখ ভুলিয়ে দিও,
আর এতটুকু বিশ্বাস রেখ প্রিয়।।
সময় যে বড়ই অদ্ভুত,
কখন যে নিজেকে বদলে নেয়,
রেখে যায় কেবল হতাশা আর দুঃখ,
তাই তো বলি তুমি আমার হয়ে থেকো।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের এই কোষানলেও ছিন্ন হয়না
ভালোবাসা নামক মায়ার বাঁধন,
বাস্তবের চাঞ্চল্যেতায় ফিকে হয়ে
বুকের ঘরে অবিরত হয় দহন।
দূরত্ব ঠিকই দূরে নেয়
সম্পর্কটাও আলগা হয়,
কিন্তু মায়া?
সে যে আজন্ম কাটাবার নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বদলে যাওয়া এই খেলাতে
এসো না মোরা একই থাকি
বদলের হাওয়া বইছে চারিপাশ
আমরা না হয় ভালো থাকি।
সবকিছুর শেষ হলেও
অমর থাকুক ভালোবাসা
সম্পর্কের মাঝে যেনো
আসে না এ বদল হাওয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন মানেই মায়ার খেলা
চাওয়া পাওয়ার হিসাব
মোহজালে জড়িয়ে ফেলা
ঠুনকো মনের কিতাব
অথচ,
এসেছি একা, যাবও একা
সুতোও থাকবে না সাথে
সময় স্রোতে ভাসতে থাকা
দ্বন্দ্বগুলো আটকে পড়ে আবেগে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্ন বড় হলে পূরণের চেষ্টা হবে সীমাহীন,
চেহারাটা হোক না মসৃণ থেকে মলিন,
কষ্টগুলো একটা সময় ডানা মেলবে,
উড়ে যাবে সেই অন্তিম আকাশ পানে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জোয়ার-ভাটা হয় আগের নিয়মে,
সূর্য উঠে, ডুবে যায় একই রকমে,
উত্তর মেরুর বরফ এখনও আছে জমে,
সময় কিন্তু চলছে, যাবেনা কখনও থেমে।
কিন্তু হায়, এজগতে প্রিয় মানুষ বদলায়;
কেউ আছে খুশি, কেউ ডুবেছে হতাশায়।
দিগভ্রান্ত মানুষ ক্রমশ পথ হারায়,
ভালোবাসা হারিয়ে, আছি অদ্ভুত যন্ত্রণায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের সাথে জীবনের রঙ বদলায়
জীবনের পথে নামে নতুন প্রাণের ঢল
সম্পর্ক গুলো স্মৃতি হাতরায়
তবু হৃদয়ে থেকে যায় ভালোবাসার টান
ভালোবাসা তো চিরন্তন সব অবস্থায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের সাথে সাথে বদলে যায়।
পরিচিত মুখ।
যত দিন যায় ততো কমে যায়।
বেচে থাকার আনন্দ আর সুখ।
স্বার্থের কাছে যেন হার মানে সবি।
চেয়ে চেয়ে সবি দেখি।
যেনো আমি এক ঘুমন্ত কবি।
জীবন নামের গাছের পাতা,
ঝরে যাওয়ার আগে।
সকলের তরে জীবন মোর,
বিলিয়ে দেওয়ার সাধ যে শুধু জাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় ও স্রোত কারো জন্য
অপেক্ষা করে না
সে তার নিজের গতিতে চলে,
তবুও সময়ের পথে হাটতে
পরিবর্তন হয় মানুষের মন।
দুনিয়াটা বড়ই স্বার্থপর
কে আপন কে পর বোঝার
নেই কোন উপায়,
স্বার্থের মায়াজালে
ভালোবাসাগুলো আজ বড়ই অসহায়,
তারপরও ভালোবাসা থাক সবার হৃদয়ে
জীবন হোক সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit