এবিবি-ফান প্রশ্ন-২৭ || ভালোবাসা অন্ধ হয় কেন ?

in hive-129948 •  2 years ago 

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভালোবাসা অন্ধ হয় কেন ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

হয়তো ভালোবাসার চোখ দুটো প্রথম থেকেই অন্ধ । তাই ভালোবাসা সঠিক কিছু দেখতে পারে না , সঠিক সময়ে । যদিও এর বেশি আমি কিছুই জানি না । তবে আপনাদের কাছ থেকে জানতে চাই ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালবাসার রাতকানা রোগ আছে, তাই সে অন্ধ। 🤣😥😂

ভালোবাসায় ছানি পড়ে গেছে এজন্য ভালোবাসা অন্ধ।

ভালোবাসা অন্ধ হয় কেন ?

ভালোবাসার রাজ্যে সবসময়ই লোডশেডিং থাকে তাই কেউ কাউকে দেখতে পায় না।।

ভালোবাসার পরে চোখে পাওয়ার কমে যায়,কিন্তু ডাক্তার দেখায় না বলে,এক সময় অন্ধ হয়ে যায়😉😉।তাছাড়া চশমাও নেই।

ভালোবাসা ছোট বেলা থেকে ছোট মাছ,কচু শাক খায় না বলে ভালোবাসা অন্ধ হয়।

ভালোবাসা শুরু হওয়ার কিছুকাল আগে থেকেই প্রেমিক প্রেমিকার চোখে হালকা ছানি পড়ে। এটা অনেকেই বুঝতে পারে না। এবং তারা একটা পর্যায় গিয়ে এতটাই মগ্ন হয়ে যায় তাদের প্রেমে যে তাদের চোখে যে ছানি পড়েছে এটাই ভুলে যায় তারা। আস্তে আস্তে বিনা চিকিৎসা তারা একটা সময় পুরো অন্ধ হয়ে যায়। তবে তারা যখন বুঝতে পারে তখন আর করার কিছু থাকে না।

কারণ ভালোবাসা তার চোখ দুইটা হাতে নিয়ে চলা ফেরা করে,তাই ভালোবাসা অন্ধ।

যখন একজন মানুষ প্রেমে পড়ে যায়, তখন তার চোখে সব সময় লাল, নীল বাতি জ্বলে। যার কারণে প্রকৃত দৃশ্যটি চোখের সামনে দেখতে পায় না। সেজন্যই ভালোবাসা অন্ধ।

নিশ্চয় ভালোবাসা মলা ও ঢেলা মাছ কম খেত 😁

ভালোবেসে ভালোবাসার মানুষকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে, ভালোবাসার মানুষকে বুকে রেখে দুচোখ ঢেকে সবই পাওয়া যায়। তখন শরীরের উপর দিয়ে ট্রেন চলে গেলেও দেখতে পায় না। তাই ভালোবাসা অন্ধ।

ভালোবাসা মনের বিষয় অনুভূতির বিষয় তাই হৃদয়ের জানালা যখন খোলা থাকে চোখ তখন বন্ধ থাকে।

যখন কেউ কাউকে ভালোবাসে সে সবসময় তাকে দেখতে পাই তাই ভালোবাসা অন্ধ।

প্রিয় মানুষটি যুক্তিহীন কোন কথা মনোযোগ দিয়ে শুনতে হয় এবং তার অনেক অন্যায় দেখেও না দেখার ভান করতে হয়।তাই

ভালোবাসা অন্ধ হয় এই কারণে যে চোখে রঙিন চশমা থাকে সামনে কিছু দেখতে পায় না তাই

হাহাহ,,,কি জে বলেন ভাই😀😀😀😀😀

ভালোবাসা অন্ধ হয় কেন ?

কারন ভালোবাসা কোনো নির্দিষ্ট স্থান, কাল,সময় ও চোখে দেখে হয় না।শুধু মনের চোখ দিয়ে অনুভূতির অদ্ভুত মিলনে তৈরি হয়।তাই এই বাহ্যিক আসল চোখ দুটো অচল হয়ে যায় সেখানে এইজন্য ভালোবাসা অন্ধ হয়।

ভালোবাসার রঙ্গিন চশমা পড়লে মানুষ আর কিছু চোখে দেখে না, তাই ভালোবাসা অন্ধ।

ভালোবাসলে মানুষ শুধু চোখ বন্ধ করে ভালোবাসার মানুষকে নিয়ে রং বেরং এর স্বপ্ন দেখে। চোখ খুলতেই চায় না। যদি স্বপ্ন ভেঙ্গে যায়। আর যদি চোখ না খুলে তাহলে তো অন্ধই হবে।

ভালোবাসা হয় মন থেকে এখানে চোখের প্রয়োজন নেই। তাই চোখ থাকা না থাকা সমান কথাই। তাই ভালোবাসা অন্ধ। 😋

ভালোবাসা অনেকটা রাতের আঁধারের মতো। রাতের আঁধার যেমন চারপাশ অন্ধকার করে দেয় তেমনি ভালোবাসলেও অন্যের মিথ্যা প্রতিশ্রুতিতে দুচোখ প্রেমে অন্ধ হয়ে যায়।

আজকের প্রশ্নঃ
ভালোবাসা অন্ধ হয় কেন ?

কারন ভালোবাসায় ভিটামিন- এ এর অভাব আছে...হি.. হি.... হি....

রাগ,অভিমান,বিশ্বাস থাকলে ভালোবাসা অন্ধ হয়

যারা ভালোবাসে তারা তার ভালোবাসার মানুষকে মনের চোখ দিয়ে দেয় তাই অন্ধ 😆।

আর ভিটামিন-এ এর অভাবে অন্ধ বলাযায়🥴🥴

ভালোবাসা অন্ধ হয় কেন ?

যারা সত্যিকারে ভালোবাসে,তাদের মনে চোখ তৈরি হয়,আর ঔ চোখ বাইরে থেকে দেখা যায় না,তাই ভালোবাসা অন্ধ হয়।

ভালোবাসা অন্ধ হয় কারণ হৃদয় ভালবেসে মানুষকে অন্ধ করে ফেলে সেজন্য অন্ধ হয়। 🤩🥰

ভালোবাসা অন্ধ হয় কারণ ভালোবাসার কোন চোখ ই তো নেই।

গার্লফ্রেন্ডের চোখ দিয়ে পৃথিবী দেখবে বলে প্রতিজ্ঞা করেছিল। আজ গার্লফ্রেন্ড ধোঁকা দিয়েছে তাই ভালোবাসা অন্ধ।😆

অন্ধ না হলে ছেলেরা প্রতারণা করতো কীভাবে🤔

সত্যিকারে ভালবাসা মানে না কোন বাধা ,দেখে না কোন জাত,বর্ণ , বৈষম,নিরবিশে ভেসে যায় ভাল ।ভালবেসে হয়ে যায় বিমহিত,দুই চোখের জোয়ার ভাসে শুধু ভালবাসা রঙ ,চোখ দুটো ভালবাসা রঙ্গিন হয়ে যায় অন্ধ ।

ভালবাসা অন্ধ কেন হয় সেটা বুঝাতে গেলে আগে হার্ট খোলে দেখাতে হবে🤪এমনি বুঝাতে গেলে একটু কষ্ট হবে।

আমি যাকে ভালবাসি,
সে হউক না বাসি,
আমি যাকে ভালবাসি,
তার জন্য খেতে পারি ফাঁসি!!!

যখন টাকা থাকে না তখন অন্ধ হয়ে যায়

তার প্রেমিকার ভালবাসার ভিতর নিজের দেখতে চাই। কিন্তু দেখতে পারে না। তাই ভালোবাসা অন্ধ হয়।

ভালোবাসা অন্ধ হয় কেন ?

ভালোবাসার মানুষের কাছ থেকে হাজারো স্বপ্ন দেখে তাকে বিশ্বাস করার কারণে অন্ধ হয়।

ওমাগো ট্রু লাভ🥰 ভালোবাসা অন্ধ না হলে এক একজন প্রেমিক প্রেমিকার ১০০ করে প্রেম হয়ে যাবে যে😃😃😃

যেহেতু ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে আর মনের নেই চোখ মনের আছে শুধু বোঝার ক্ষমতা তাই ভালোবাসা অন্ধ,
কপাল ভালো যে ভালোবাসা অন্ধ, ভালোবাসা অন্ধ তাতেই সারা পৃথিবীতে ভালোবাসা নিয়ে এত সমস্যা আর যদি চোখে দেখতো তাহলে কি যে হতো আল্লাহই ভাল জানে।

প্রথম অবস্থায় ভালোবাসা অন্ধ থাকে না কিন্তু ভালোবাসা যখন মনের মধ্যে এসে জেঁকে বসে তখন মন ভালবাসার ওজন বইতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যায় আর তখনই ভালোবাসা অন্ধ হয়ে যায়,
এতে আমরা কি বুঝলাম মন ভালবাসার ওজন বইতে পারে না 😁😁

বিয়ের আগে মানুষ যখন ভালবাসে তখন মন যা বলে তাই শোনে চোখ দিয়ে বিচার করে না, চোখ বন্ধ করে রাখে। তাই সে মুহূর্তে ভালবাসাকে অন্ধই মনে হয়। কিন্তু বিয়ের পর ভালবাসার চোখ খোলে যায় এবং দৃষ্টিশক্তি খোজে পায়।

ভালোবাসা অন্ধ হয় কেনো প্রথম কাউকে ভালোবাসার পর যেন দ্বিতীয় কাউকে দেখতে না পাই তাই ভালোবাসা অন্ধ। ভালোবাসা অন্ধকারে ডুবে ডুবে জ্বল খাই।

ভালোবাসলে অন্যের চোখ দিয়ে সব কিছু দেখে বলে ভালোবাসা অন্ধ।

ভালোবাসার মানুষটি আবদার করে ছিল মেকআপ বক্স কিনে দেয়ার জন্য । কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা না থাকার কারণে চোখ দুটো বিক্রি করে মেকআপ বক্স কিনে এনেছে। তাই সে অন্ধ হয়ে গেছে।

ভালোবাসা অন্ধ.কারণ ভালোবাসার সময়টা অনেক রঙিন থাকে. তার কোনো কিছুই আর অপ্রিয় মনে হয় না. সব কিছুই ভালো লাগতে থাকে.দুচোখে যা দেখি তাই রঙিন মনে হয়.ভালবাসার মানুষগুলো তখন স্বপ্নে বিভোর থাকে.আর তাইতো ভালোবাসা অন্ধ.

ভালোবাসার মধ্যে পোলিও রোগের জীবাণু আছে। তাই যাকে ভালোবাসা ধরে, মানে ভালোবাসা করে, সেই অন্ধ হয়ে যায়। তাই ভালোবাসা অন্ধ।

অন্ধ না হয়ে উপায় আছে? নয়তো সুন্দরী রমণীদের দেখলেই তো খালি ভালোবাসতে ইচ্ছা জাগবে, আর তাতে বিপদ বাড়বে ছাড়া কমবে না। তাই একবার ভালোবাসা শুরু হলেই অন্ধ হয়ে যান, তাতেই মঙ্গল।

সব ভালবাসা অন্ধ হয় না যেটা প্রকৃত ভালোবাসা শুধু সেটাই অন্ধ হয়। আমার মনে হয় ভালোবাসার কোন চোখ থাকে না ভালোবাসার পুরোটাই অনুভূতি দ্বারা পরিচালিত হয় আর তাই ভালোবাসা অন্ধ হয়। তবে মেয়েদের ভালোবাসার চোখ থাকে এজন্য তারা এক ছেলের থেকে অন্য ছেলের দিকে দৌড়ে বেড়াতে পারে 😆

ভালবাসাতো অন্ধ নয়। অনেক বয়েস হয়েছে তাই চশমা না পরে ঠিক মত দেখতে পাইনা।

ভালোবাসার চোখের যুতি চলে গেছে তাই ভালোবাসা অন্ধ।

ভালোবাসা অন্ধ বলেই তো এতো সুন্দর।ভালোবাসার লাল নীল হলুদ সবুজ রঙ গুলো যদি আগে থেকেই মানুষ দেখতে পেত তাহলে মানুষ হয়তো এভাবে ভালোবাসতো না।আর সেজন্যই বিধাতা ভালোবাসাকে অন্ধ করে সৃষ্টি করেছেন।♥♥

অন্ধ বলেই তো আগুনে পা দিয়ে সম্ভব।

অতিরিক্ত লোডশেডিং হাওয়ায় ভালোবাসারা হরতাল ডেকেছে, বুকের পাজরে ঘাপটি মেরে বসে আছে, সেখানে জেনারেটর এর কোন ব্যবস্থা নেই তাই বর্তমানে ভালবাসারা অন্ধ। 🙃

Iভালবাসার চোখ নাই আছে জানালা।তাই সে মালিকের চোখ দিয়ে দেখে।আর ভালবাসার মালিক রা ব্যচেলর দের দেখতেই পারেনা।তাই বলা যায় ভালবাসা অন্ধ।

ভালোবাসার রঙিন দুনিয়ায় রঙের ঝলকানিতে ভালোবাসা অন্ধ হয়ে যায়।

ভালোবাসার চোখ নাই তাই ভালোবাসা অন্ধ হয় ৷

ভালোবাসায় লাইট জ্বালিয়ে চোখ খুলে রাখলেইতো হয় তাহলে তো আর অন্ধ হয় আলো ঝলমল করে। শুধু শুধু অন্ধ হওয়ার নাটক করার দরকার কি।

অন্ধ হবেনা কি করবে, অন্ধ না হলেতো চোখ দিয়ে খুঁজে খুঁজে অনেক গুলো প্রেম করবে। প্রথম ভালোবাসা কি আর ভালোবাসা থাকবে।

যাতে একটা ভালোবাসা পরিপূর্ণ থাকে, তাই জন্য ভালোবাসা অন্ধ।

কাউকে ভালবাসলে তো দিন দুনিয়া অন্ধকার হয়ে যায়, কিছুই চোখে দেখা যায় না। শুধু সারাক্ষণ ভালোবাসার মানুষটি মনের চোখের সামনে থাকে এই জন্যই ভালোবাসা অন্ধ ।

ভালোবাসা প্রথম করে ছিল তারা চোখে দেখতে পারতো না। এক জন অন্যজনকে অনুভব করতো। দুজনেই অন্ধ ছিলো বলে ভালোবাসা আজ অন্ধ।

দাঁত থাকতে যেমন মানুষ দাঁতের মর্ম বোঝেনা ঠিক তেমনি ভাবে ভালোবাসা থাকলে মানুষ সেটা দেখতে পায় না। তাই ভালোবাসা অন্ধ।

কারণ ভালবাসলে চোখের উপরে কালো পর্দা চলে আসে তাই ভালবাসা অন্ধ হয়

ভালোবাসার কোন চক্ষু নাই! তাই অন্ধ হয়ে থাকে।

ভালোবাসা অন্ধ হয়না ভাইয়া, ভালোবেসে মানুষ অন্ধ হয় কিন্তু নিজের শরম ও লজ্জায় দোষ চাপায় ভালোবাসার উপর, বলে ভালোবাসা অন্ধ।