আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপনাকে যদি ফ্রি হেয়ারকাট করার সুযোগ দেওয়া হয়, তাহলে কোন স্টাইলে হেয়ারকাট দিবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আসলে পুরোই ফান করার জন্য এই কোশ্চেনটি আপনাদেরকে দিয়েছি।আপনারা চাইলে এখানে যে কোন ধরনের হেয়ারের ফানি জিফ ও ব্যবহার করতে পারবেন। এছাড়া নিজের ফটোতে এডিট করে বিভিন্ন হেয়ারের স্টাইল করেও এখানে আপলোড করতে পারবেন।শুধু ফটো দিলেই হবে না, উপরে কিছু লাইনও লিখতে হবে।যাদের আনসার গুলো বেশি ফানি হবে তারাই হবেন স্পেশাল উইনার। আর স্পেশাল তিনজনের জন্য ভোটের পাশাপাশি আমার পক্ষ থেকে ১০ স্টিমের গিফট ও থাকবে।
১ম প্রাইজ= ৫ স্টিম
২য় প্রাইজ= ৩ স্টিম
৩য় প্রাইজ= ২ স্টিম
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যেহেতু ফ্রিতে হেয়ার কাটিং করব তাহলে কাটিং টা অবশ্যই হতে হবে ব্যতিক্রম।তাই প্রথমে হিয়ার মাস্টারকে বলবো আমার মাথায় বাংলা ব্লগ লিখে দেন,যখন আমার বাংলা ব্লগ লিখতে পারবে না, তখন বলব ঠিক আছে পুস লিখে দেন, আর যখন পুস লিখতেও পারবে না, তখন রাগ করে বলবো ভাই আর কিছু দরকার নেই আপনি নাড়া করে দেন। হা হা হা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন আইডিয়া আপু, আপনার এই ধরনের কাটিং দিলে দেখতে বেশ সুন্দর লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এভাবে করে আমার চেহারার মত সেইম চেহারা মাথার পিছনে করতে বলতাম যাতে করে আমার পিছনেও দুইটা চোখ আছে বোঝা যায়।মানুষ তখন কনফিউজড হয়ে যাবে চেহারা পিছনে না সামনে এটা ভেবে,হাহাহা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে তো আপু পিছনেও দুইটা চোখ থাকার কারণে আপনার পেছনে কোন কিছু আর কেউ লুকাতে পারবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Winner! 5 steem Done.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু,খুব ভালো লাগলো উইনার হতে পেরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাকে যদি ফ্রী তে হেয়ার কাট করায়, তাহলে আমি আমার মাথার এক পাশে স্টিমিট ইউজার নাম লিখবো এবং অপরদিকে স্টিমিট প্লাটফর্মের নাম লিখবো😁😁।আর সামনের অংশে বড় অক্ষরে আমার বাংলা ব্লগ কমিউনিটির নাম লিখবো। এককথায় নিজের চুলের কাটিং দিয়ে বুঝিয়ে দিবো আমি একজন স্টিমিট ব্লগার 😜🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ভাবছি আপনার মাথা এত বড় আবার কোন দিন হলো। এত জায়গা কোথায় পাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বুদ্ধি আছে আপনার তবে একবার সব কাটিং একসাথে করতে পারবেন না মাথাটি ছোট যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার আইডিয়া সত্যি খুব দারুণ। আমিও দেবো এই ধরনের চুলের কাটিং।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে আমি কিম জং উন এর স্টাইলের কাট দিব। কারণ, তার চুলের স্টাইল এর কাট কেউ দিলে তাকে ধরে সে শাস্তি দেয় 😲। এখন কথা হচ্ছে আমাক যখন ধরতে আসবে আমি নিজেই ওকে এক লাথি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়ে ঐ দেশের সরকার হয়ে যাব 😝। তারপর যেহেতু সামনে শীতকাল তাই ঐ দেশের সুন্দরী মেয়েদের দেখে বিয়ে করবো 😂। তারপর দেশের পুরো অর্থ দিয়ে পুষ কিনে ফেলবো। মুহূর্তেই মার্কেট আপ হয়ে যাবে। সেই সাথে পুস লাভার যারা সিঙ্গেল আছে শীতের মধ্যে তারা চারটা করে যেন বিয়ে করে পুস সেল দিয়ে, এই সুযোগ করে দেব 🤣🤣। ছবিতে দেখেন এই কথা শুনেই বেচারা যেন ভয়ে কাপতেছে 🤣🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম সুযোগ হলে তো আমি ছোটবেলার সেই মুরগি কাটিং টা দিতাম😁। যেটার প্রচলন আগে অনেক বেশি ছিল🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া মুরগি কাটিং টা কেমন। কাটিংটা দিলে মনে হয় দারুন লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি শুনেছি মুরগি কাটিং দিলে সকাল দুপুর বিকেলে মোরগের ডাক দেওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে আগে নেট থেকে যত রকম হেয়ারকাট আছে তা লিস্ট করে, একবার একটা করে ট্রাই করবো। আর আয়নাতে দেখবো কোনটা ভালো মানায়।তার পর থেকে ওটাই কাটাবো।ফ্রি তো আর বার বার আসেনা।😂😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া ফ্রি তো আর বার বার আসে না। তাই সুযোগ কাজে লাগাতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফ্রিতে হেয়ার কাটিং এর অফার পেলে, আমি বলতাম ইয়ো ইয়ো আপডেট যত ধরনের স্টাইলিং রয়েছে সবগুলো আমাকে একসাথে মিক্স করে নতুন এক স্টাইল করে দিন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে ইয়ো ইয়ো থেকে বিও বিও হয়ে যেতো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে তো ভাইয়া আপনি একদম ব্যতিক্রম লোক হয়ে যেতেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একসাথে মিক্স করে নতুন এক স্টাইলের নাম হবে ইয়াহু কাটিং ভাই😁😄।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফ্রিতে হেয়ার কাটিং দিতে পারে একমাত্র বেল মাথার অফার। তাছাড়া অন্য কোন অফার ফ্রিতে দেয় না মতাই বেল মাথা করা ছাড়া কোন উপায় নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ঠিক বলেছেন বেল মাথা ছাড়াও এই অফার পাওয়া সম্ভব না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আমি ফ্রিতে বেল করে দিচ্ছি, আমার কাছে চলে আসুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেল মাথা আবার রোদে গেলে ঝিকঝিক করে। দেখতেও সুন্দর লাগে। দেরি করবেন না ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই সবচেয়ে সেরা কাটিং হচ্ছে বেল কাটিং।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আফ্রিকানদের মতো হেয়ারকাট দিতাম। কারণ আফ্রিকানদের হেয়ার দেখে মনে হয় যে, মাথার মধ্যে চুল না বরং দড়ি লাগিয়ে রেখেছে😂😂। আমি একেবারে সামনে থেকে আফ্রিকানদের বেশ কয়েকবার দেখার সুযোগ পেয়েছিলাম🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই একটা জিনিস কোনোদিন মন মতো দিতে পারলাম না। জীবনের একটা আফসোস এটা। ফ্রি তে আমি যে স্টাইলে বলবো সে স্টাইলে দিলে আমি তখন বলতাম ফেইসের সাথে মিল করে কাটিং দিতে 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে আপনার চুল কাটিং করবে সে বলতো, নিজের চেহারাটাকেই বদলে ফেলুন🤭।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি একটু পর পর $PUSS এর মতো নতুন নতুন হেয়ার কাট দিতাম। যাতে সবাই বুঝে উনি সত্যিকারের $PUSS প্রেমী🤩।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু, চুলের কাটিং দিয়ে সত্যিকারের $PUSS প্রেমী হওয়া প্রয়োজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি সবগুলো দিব। যেমন প্রথমে রাউল গঞ্জালেস এরপর নেইমার তারপর রোনালদো এবং শেষে রোবেনের হেয়ারকার্ট দিয়ে শেষ করবে অর্থাৎ টাক হয়ে হা হা। দেখবে কোনটাই সবচাইতে বেশি ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে তো আমি যত হেয়ারকাট রয়েছে, সবগুলো একসাথে করে ভিন্ন রকমের একটা হেয়ারকাট দিতাম😁 💇♀️। যেন সবাই মুগ্ধ হয়ে গিয়ে শুধু আমার হেয়ারকাট টাই দেখতে থাকে🤣🤣। তখন হয়তো চুল থাকতেও পারে আবার নাও থাকতে পারে 😅😂।
বি: দ্র;- আমার বুদ্ধিতে কেউ হেয়ারকাট করে খারাপ কিছুর সম্মুখীন হলে আমার দোষ নেই 😁😅।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হেয়ারকাট কখনো খারাপ হয় না ইউনিক হয়ে থাকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাকে যদি ফ্রি হেয়ার কাটের সুযোগ দেয়া হয় তাহলে যত প্রকার কাট আছে যতগুলো দেওয়া যায় ততগুলো হেয়ারকাট দেওয়ার চেষ্টা করব ।একদিনেই মনের আশা সব পূর্ণ করে নেব। ফটোগ্রাফার হিসেবে ফটোগ্রাফি করতে মিস করবো না হাহাহা।🤩🤩
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে তো মনে হয় আপনার চুলই থাকবে না। সবার আগে নিজের আগের চুলের ফটোগ্রাফি করে নিয়েন। পরবর্তীতে ফটোগ্রাফি দেখে মিস করিয়েন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই, সুযোগ বারবার আসে না তাই একদিনে সব মনের আশা পূর্ণ করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু এখন পর্যন্ত একা গিয়ে সেলুন দোকানে যতো প্রকার হেয়ারকাট দিয়েছি আমার আম্মা এবং গার্লফ্রেন্ড কোন হেয়ারকাট পছন্দ করে নাই। আর তারা যদি আমার সাথে যায় তখন একেবারে নরমাল কাটিং দিলেও তারা বেশ পছন্দ করতো । তাই ভাবছি আমি একা গিয়ে যদি হেয়ারকাট দিই তাহলে আপু আপনার পছন্দ হবে না। আপনি দয়া করে হেয়ারকাট দেয়ার সময় যদি পাশে থাকতেন তাহলে আমি দুশ্চিন্তা মুক্ত থাকতাম হা হা হা 😁।
যদি ফ্রি হেয়ারকাট করার সুযোগ দেওয়া হয়, তাহলে আমি এমন হেয়ারকাট দেবো যে হেয়ারকাট আগে কেউ দেখি নি। আমার হেয়ারকাট দেখামাত্র সবাই যেন অট্টহাসিতে আনন্দ পায়। আমার হেয়ারকাট এর নাম হলো প্রাণ খুলে হাসো 😁😁😁। আমার হেয়ারকাট দেখামাত্র মানুষ যাতে হাসতে বাধ্য হয়😁😁😁। হেয়ারকাট যেহেতু ফ্রি তাই আমি মানুষকেও আমার হেয়ারকাট দেখিয়ে ফ্রিতে হাসাবো 😁😄😃😀।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যালো, চমৎকার পোস্ট, খুব আকর্ষণীয় এবং আরো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত
এবং আশীর্বাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট বেলায় দেখা টিভি সিরিয়াল মিঃ টি এর মতো কাটতাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফ্রিতে পাওয়া যেকোনো জিনিসই ভেজাল।তাই আমি কোনো কাট নেব না।😁😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় আছে ফ্রিতে আলকাতরা ভালো। আর আমি ফিরে ফেলে একটা একটা করে সব ডিজাইন হেয়ারকাট করতাম। তারপরে আস্তে করে ন্যাড়া মাথা হয়ে যেতাম হাহা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit