এবিবি ফান প্রশ্ন- ৪৩০ || আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?

in hive-129948 •  2 months ago 

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আগাছা দ্রুত পরিস্কার করতে হয়, কারণ যদি তাদের একটু সময়ও দেওয়া হয়, তারা ফেসবুক স্ট্যাটাস দেওয়া শুরু করবে "আমার বাঁচার অধিকার আছে"! তারপর প্রতিবাদ মিছিল করে গাছেদের জায়গা দখল করবে, আর শেষে হয়তো নিজেদের "আগাছা ফেডারেশন" খুলে বসবে! 😄

আসলেই ভাই যদি আগাছার একটু সময় দেয়া হয় তাহলে ফেসবুকে স্ট্যাটাস দেবে যা "আমার বাঁচার অধিকার আছে" বেশ মজা লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

সত্যি ভাইয়া শেষ পর্যন্ত আগাছাও মিছিল করবে আমাদেরও বাঁচার অধিকার আছে। দারুন বলেছেন।

আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?

যেকোনো ধরনের আগাছা দ্রুত পরিষ্কার না করলে তো জীবন তেজপাতা হয়ে যায়। যেমন সমাজ থেকে যদি মাদক মদদদাতাদেরকে বিতাড়িত করা না যায়,তাহলে কিন্তু যুব সমাজকে একেবারে ধ্বংস করে দেয়। তাই দ্রুত আগাছা পরিষ্কার করা উচিত।

এটা সত্যি বলেছেন আগাছা দ্রুত পরিষ্কার না করলে জীবন তেজপাতা হয়ে যায়। সমাজে মাদকের সঙ্গে যারা যুক্ত আছে তারা সবচেয়ে মারাত্মক আগাছা।

আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?

আগাছা দ্রুত পরিষ্কার না করলে সেই আগাছা থেকে অনেক আগাছা বৃদ্ধি পাবে। তাই আগাছা দ্রুত পরিষ্কার করতে হবে।

পরিবেশ ঠিক রাখতে আগাছা দ্রুত পরিষ্কার করতে হয় সেটা হোক আপনার বাড়ির আশপাশের পরিবেশের বা আপনার সমাজের মধ্যে।

এটা সত্যি বলেছো বন্ধু, পরিবেশ ঠিক রাখতে হলে আগাছা যত দ্রুত পরিষ্কার করা যায় ততই ভালো।

আগাছা দ্রুত পরিষ্কার করতে হয় কারণ আগাছা হলো আমাদের বাগানের গোপন শত্রু। অন্যের সবকিছু দখল করে নেওয়ার একটা আলাদা বৈশিষ্ট্য বিদ্যমান আগাছাদের মধ্যে। এজন্য বাগানের সবকিছু দখল হওয়ার হাত থেকে রক্ষা পেতে দ্রুত আগাছা পরিষ্কার করার দরকার।

আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?

সমাজে আমাদের চারপাশে যদি খারাপ মানুষের সংখ্যা বেশি বেড়ে যায়, তাহলে সবার সামনে তাদের মুখোশ খুলে দিতে হয়‌🎭। না হলে তারা আরো বেশি খারাপ হয়ে যায়। আর ঠিক তেমনি আগাছা দ্রুত পরিষ্কার না করা হলে জঙ্গলে পরিণত হয়🏞️। তাই আগাছা দ্রুত পরিষ্কার করতে হয়।

একদম ঠিক কথা বলেছেন ভাই। যত দ্রুত খারাপ মানুষের মুখোশ খুলে দেয়া যায় ততই আমাদের জন্য ভালো।

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া আমাদের চারপাশে খারাপ মানুষের সংখ্যা অনেক বেড়ে গেছে। তারা মুখোশের আড়ালেই নিজেকে লুকিয়ে রেখেছে।

আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?

একটা ভালো মানুষকে পুরোপুরি ভাবে খারাপ করার জন্য এরকম কিছু আগাছাই যথেষ্ট। মানে এরকম কিছু খারাপ মানুষ। একটা মানুষ যতই ভালো হোক না কেন, তার চারপাশে এরকম কিছু খারাপ মানুষ থাকলে সে একদিন আর এগুলোর থেকে বের হতে পারবে না। তেমনি আগাছা যদি দ্রুত পরিষ্কার না করা হয়, তাহলে আসল গাছটাই বাঁচতে পারবে না।

আগাছা দ্রুত পরিষ্কার না করলে , এই আগাছাগুলোই আমাদের সম্পত্তি দখল করে নেয় । আর সেই সম্পত্তিতে কোন কিছুই করা যায় না, এই কারণেই দ্রুত আগাছা পরিষ্কার করে ফেলা হয় নিজেদের সম্পত্তি রক্ষার স্বার্থে।

আগাছা দ্রুত পরিস্কার না করলে তো বিপদ। এমন শিকড় বাকড় জন্মাবে যে দেখে মাথাই ঘরে যাবে। হয়তো বা এক সময়ে সেই শিকড় বাকরের জালে আমাদের বিপদও হতে পারে।

ঠিক বলেছেন আপু দ্রুত আগাছা পরিষ্কার না করলে শেষ পর্যন্ত বিপদ হয়ে যাবে। আগাছা ধীরে ধীরে শিকড় বাড়িয়ে তুলবে।

আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কারণ আগাছা গাছের পুষ্টি এবং পানি শোষণ করে নিয়ে যায় যা গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। এছাড়া আগাছা জমিতে রোগ এবং পোকামাকড়ের সংক্রমণও বাড়িয়ে দিতে পারে। তাই জমির স্বাস্থ্য এবং ফসলের ভালো উৎপাদনের জন্য আগাছা দ্রুত পরিস্কার করা জরুরি।

আগাছার বংশবিস্তার করার ক্ষমতা বেশি,সুযোগ পেলেই শাখা প্রশাখা বৃদ্ধি করে।আর এই আগাছা বৃদ্ধি পেলে ভালো গাছ মারা যাবে,চেপে ধরবে সহজেই। তাই আগাছার নিধন করা উচিত দ্রুত,পাশাপাশি জীবনের আগাছাও নির্মূল করা প্রয়োজন। না হলে জীবন ধ্বংস হয়ে যাবে।

এটা অনেক ভালো লেগেছে জীবনের আগাছাও নির্মূল করা প্রয়োজন না হলে জীবন ধ্বংস হয়ে যাবে।

আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?

আগাছা যদি ছোট থাকতেই ছেটে ফেলা না হয়। পরবর্তীতে সেটা গিয়ে জঙ্গল তৈরি করে ফেলে। আর সেই জঙ্গল পরিষ্কার করা মোটেও সহজ না। তখন সেটা নানা সমস‍্যার সৃষ্টি করে।

সমস্যা যেখানে আছে সেটা শুরুতেই সমাধান না করলে পরবর্তীতে আরও বেশি হয়। এজন্য জঙ্গল হওয়ার আগেই আগাছা নিধন প্রয়োজন।

Brother how should we post our answers , by posting it in community or in this post comment , and do we need to post in bangla , or English , i am new here , if you please explain it for me , it would be a big help

🤔
আপনি কি পুরো পোস্ট পড়েননি?

Comment korte hobi bolicen , aber bolcen re steem korte hobi ai khane bujte pari ni , please help

প্রথমত, এখানে কমেন্ট বা পোস্ট করতে হলে আপনাকে খাঁটি বাংলায় করতে হবে। আপনি যেভাবে বাংলা লিখছেন সেভাবে না। যেভাবে আমি বা আমরা লিখছি, সেভাবে। যাক সে কথা, আপনি সম্ভবত নতুন। আপনার প্রথম কাজ হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির ডিসকর্ড সার্ভারে যুক্ত হওয়া। সেখানে ক্লাস করা।

আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?

যে কোনো আগাছা মানব জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। আগাছা দ্রুত পরিস্কার না করলে তা বেশ তাড়াতাড়ি চারদিকে ছড়িয়ে পড়ে। তখন এই আগাছা পরিষ্কার করতে খুবই কষ্টকর হয়। তাই কৃষি কাজে বা, জীবনে দৈনন্দিন সময়ে যে কোন আগাছা দ্রুত পরিস্কার করা খুবই উত্তম। কারণ আগাছা বৃদ্ধি পেলে জীবনের দুর্দশা নেমে আসে। জীবনের সফলতা অর্জন করতে হলে আগাছা দ্রুত পরিস্কার করতে হবে।

আগাছা দ্রুত পরিষ্কার করতে হয় কেননা আগাছা সকল খারাপ কাজ সৃষ্টির মূল। খারাপ জিনিস যতই বাড়বে ততই ঝামেলা। তাই বাড়ার আগে সেগুলোকে পরিষ্কার করা উচিত।

আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?

আগাছা খুব দ্রুত বৃদ্ধি পেয়ে ফসলের ক্ষতি করে। যত তাড়াতাড়ি আগাছা নিধন করা যাবে ততই ভালো। আমাদের সমাজেও আগাছার মতই অনেক মানুষ ছড়িয়ে আছে এগুলো যত আগে নিধন হবে ততই আমাদের জন্য অনেক ভালো হবে।

কারন পরে দেখা যাবে যে মূল গাছের চেয়ে আগাছা বড় হয়ে যায়।হা হা

এটা কিন্তু মন্দ বলেননি আপু। শেষে দেখা যাবে আসল গাছের খবর নাই আগাছা সব জায়গা দখল করে নিয়েছে।

কারন আমার মনে হয়--পৃথিবীর সবথেকে ভয়ংকর ও হিংস্র প্রাণী মশার হাত থেকে রক্ষা পেতে আগাছা দ্রুত পরিস্কার করতে হয়

আগাছা পরিষ্কার না করলে শেষে আবার ঘরের পিছে ছাগল ঘুরঘুর করবে। 😄

আগাছার বাড় বেশি সেজন্য।দ্রুত পরিষ্কার না করলে জঙ্গলে পরিণত করে আগাছা যেকোনো জায়গা।সেটা জীবন হোক কি প্রকৃতি,ধন্যবাদ।🥰

আসলে আপু আগাছার বাড় অনেক বেশি সেজন্য দ্রুত পরিষ্কার না করলে জঙ্গলে পরিণত হয়।

আগাছা যেমন বাগান নষ্ট করে তেমনি কিছু আগাছা আছে পুরো সমাজ এবং দেশ নষ্ট করে। তাই আগাছা দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় ততই মঙ্গল হয়। আর আগাছা হচ্ছে যে কোন ফসল বা অন্য কিছুর জন্য ক্ষতি কর। আর এখন বিভিন্ন ধরনের আগাছা কম বেশি দেখা যায় ভয়ংকর ভাবে।

কারন আগাছা ছড়িয়ে গেলে বিপদ হতে পারে। নবাব সিরাজউদ্দৌলা যদি মীর জাফরের মত আগাছা আগেই পরিষ্কার করে ফেলতো। তাহলে ইতিহাস ভিন্ন ভাবে তৈরী হতো।

আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কেন?

আগাছা কাজের কাজ কিছুই করে না , বরং আগাছা জন্মানোর পর দ্রুত বৃদ্ধি পায় এবং চারপাশের ক্ষতি করে ৷ এই ক্ষতি থেকে বাঁচাতে এবং নিরাপদ থাকতে আগাছা দ্রুত পরিষ্কার করতে হয় ৷ এটা সব ক্ষেত্রেই..!

আগাছা দ্রুত পরিস্কার করতে হয় কারণ এগুলি গাছের সাথে খাদ্য, জল এবং সূর্যালোকের জন্য প্রতিযোগিতা করে, যা মূল গাছগুলির বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। এছাড়াও, কিছু আগাছা রোগ ও পোকামাকড়ের আবাসস্থল তৈরি করতে পারে, যা ফসলের জন্য ক্ষতিকর। দ্রুত পরিস্কারের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও রোগবালাই নিয়ন্ত্রণ করা যায়।