এবিবি-ফান প্রশ্ন-২৬ || সম্পর্ক ভেঙে গেলে মেয়েদের পাল্টে যাওয়ার অন্তর্নিহিত কারণটি কি?

in hive-129948 •  2 years ago 

cover.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সম্পর্ক ভেঙে গেলে দেখা যায় মেয়েটি এক সপ্তাহের মধ্যে আরেক জনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে আর ছেলেটি ডিপ্রেশনে ভুগে মাস খানেকের মধ্যে মদের গ্লাসের সাথে বন্ধুত্ব গড়ে তোলে । এর অন্তর্নিহিত কারণটি কি হতে পারে ?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

জানা নেই বলেই তো আস্ক করলাম, জানলে কি আর বলতাম নাকি ? পাগল !

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এক্ষেত্রে বেশিরভাগ মেয়েই প্রতারণা করে।একটি ছেলে মদের কাঠগড়ায় এত সহজে দাঁড়ায় না যতক্ষণ না পর্যন্ত সে ভিতর থেকে চুরমার হয়ে যায়,আর সেই কারণেই নিজেকে সামান্য টুকু ভুলিয়ে রাখার জন্য,আবার কেউ কেউ যেটুকু তার মধ্যে রয়েছে সেটুকু নিস্তেজ করার জন্য এই পথ বেছে নেয়। আর মেয়েরা স্বার্থান্বেষী আরেকটি প্রেমে ধাবিত হয়।

এ আসছে,আরেকজন মেয়েরাই প্রতারনা করে,মেয়েরা প্রতারনা করে জেনেও আবার যায় মেয়েদের সাথে প্রেম করতে😉😉

কথায় আছে না দিল্লিকা লাড্ডু খেলেও পস্তায়। না খেলেও পস্তায়।তাই না খেয়ে পস্তানোর চাইতে খেয়ে পস্তানো ভালো।😀😀😀

কঠিন সত্য কথা বলেছেন, এর জন্য ভাবির হাতের মাইর খেলে আমরা দায়ী থাকবো না হি হি হি

আপনার ভাবিকে বলে দিব এবিবি ফান এর এই পোস্টে অডিও গান শোনানো হয়, আর আপনার ভাবি অডিও গান শোনে না। তারমানে এখানে সে দেখতে আসবে না।😀😀

আমি তাহলে একটা ডিএম করে দেই, আর বলে দেই গানের আড়ালে মেলা কিছু রয়েছে, হি হি হি

হাহহা।।।।

মেয়েটি মনে করে যে যাক সম্পর্কটা ভেঙে গিয়ে ভালোই হয়েছে নতুন আরেকজনকে পাওয়া যাবে একজনের সাথে থাকতে থাকতে একঘেয়ে হয়ে গেছে পূরণ জিনিস আর কতদিন ভালো লাগে তাই পুরনোকে ফেলে নতুন কে আলিঙ্গন করার চেষ্টা আর ছেলেরাও একটা সম্পর্ক চলে গেলে সেই সুযোগে একটু মদ খেয়ে নিজেকে চাঙ্গা করে তুলে আর একটা সম্পর্ক গড়ে তোলার জন্য।

ও ভাই মুজে মারো,,😭🏃,এটা কোন কথা কইলেন।

ছেলেরাও একটা সম্পর্ক চলে গেলে সেই সুযোগে একটু মদ খেয়ে নিজেকে চাঙ্গা করে তুলে আর একটা সম্পর্ক গড়ে তোলার জন্য।

হে হে তৌহিদা ম্যাডাম যে এক্কেবারে ফাটিয়ে দিয়েছেন । ঠিক ঠিক বলেছেন । আপনার উত্তর পারফেক্ট একদম :)

ঠিকই তো দাদা একটা নিয়ে পরে থাকার দিন কি আর আছে সেই দিন শেষ।

মেয়েরা ভালবাসার কাঙ্গাল, লোকাল বাসের সিটের মতো। তাই ব্রেকআপ হওয়ার সাথে সাথে তারা সবসময় শূন্যস্থান পূরণ করে রাখে এবং আর একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। আর ছেলেরা ব্রান্ডেড প্রোডাক্ট। ট্রু লাভ এ বিশ্বাসী। তাই তারা হৃদয় নিংড়ানো ভালবাসাকে ভুলতে না পেরে মদের বোতলে ভালবাসা খুঁজে ও ভুলে থাকার চেষ্টা করে।

আর ছেলেরা ব্রান্ডেড প্রোডাক্ট,বাহ ভাই বাহ আমাদের ব্রান্ড বানিয়ে দিলেন।মজা পেলাম।

বাহ বাহ বাহ কথায় জোর আছে দেখছি।

ধন্যবাদ ভাইয়া

"মেয়েরা লোকাল বাসের সিটের মতো" শুনে হাসতে হাসতে শেষ আমি । জিও পাগলা জিও :)

দাদা আমি তো আপনার দলের একজন। তাই চেষ্টা করেছি মাত্র........

ছেলেটা মেয়েটার সঙ্গে প্রতারণা করে, সে ভেবেছিল মেয়েটা বুঝি ছেলেটার বিরহে পাগলি হয়ে পথে পথে ঘুরবে ।কিন্তু মেয়েটি ছেলেটাকে শিক্ষা দেওয়ার জন্য এক সপ্তাহের মধ্যে অন্য জনের সঙ্গে মিথ্যা প্রেমের অভিনয় করে। মেয়েটির আরেকটি প্রেম করা দেখে ছেলেটি রাগে দুঃখে মদের গ্লাসে ডুবে যায়। মনে করেছিল মেয়েটি তাকে ছাড়া আর কারোর সাথে প্রেম করতে পারবে না, দেখো এখন কেমন লাগে?😜😜

প্রকৃত ভালোবাসাটা কখনো তাদের মাঝে থাকে না, তারা কখনো নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকে না, যার কারনে পরিবর্তন কিংবা স্বপ্ন বাস্তবায়নের একটা ঝোঁক তাদের মাঝে প্রকট থাকে। ফলশ্রুতিতে সম্পর্ক ভেঙ্গে গেলে সেটা নিয়ে তারা আফসুস করে না। কিন্তু একটি ছেলে যে শুরু হতেই সত্যি ভালোবেসেছে, জীবন নদীতে নৌকা ভাসাতে চেয়েছে, সম্পর্ক ভাঙ্গাটা সে মেনে নিতে পারে না। তাইতো সব ভুলতে মদের নেশায় ডুবে থাকে।

একদম মনের কথা বলেছেন । সেরার সেরা হয়েছে উত্তরটি । মেয়েদের মন বলে আসলেই কোনো বস্তু আছে কি না সেটাই আমার সন্দেহ ।

মেয়েদের মন হচ্ছে বিশাল,এক মনে অনেকেই জায়গা দিতে পারে😜😜

বেশ অভিজ্ঞতা দেখছি।এভাবেই ছেলেরা শুধু মেয়েদের বদনাম করে যায়😀

তাহলে আপনি কোন ভাবে প্রত্যাশা করেন?

প্রত্যাশা ত অনেক,বলবেন, মেয়েদের মন অনেক বড়।তারা কাউকে কষ্ট দেওয়ার কথা কল্পনায় করতে পারে না😜😜

হাসতে হাসতে আমি শেষ :)

বেশি হাসলে দাঁত পরে যাবে।😉😉।দাঁত পরে পা কাটিলে কর্তৃপক্ষ দায়ী নয় 🤪

মেয়েদের ভালবাসা অনেকটাই লোকাল বাসের মতো 😁এক স্টপে একজনকে নামালে সামনের স্টপ থেকে দুজনকে উঠাবে এই প্রত্যাশাতেই সামনের দিকে এগোতে থাকে 😝 আর ঠিক এটাই করে😭এজন্যই তারা একটা সম্পর্ক ভেঙে গেলে খুব শীঘ্রই পরবর্তী সম্পর্কটা গড়ে তুলতে পারে।

হাসতে হাসতে শেষ আমি । দারুন হয়েছে উত্তরটি । অনবদ্য অনবদ্য :)

আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে উত্তরটি লিখেছি দাদা 🤭🤭
ধন্যবাদ আপনাকে।।

ভাগ্য ভালো যে মেয়েটি বলেছেন, মেয়েরা বলেন নাই। কিছু কিছু মেয়ের উদ্দেশ্যই থাকে আলাদা ।কারন ঐ মেয়েটির উদ্দেশ্য খারাপ, নিজের চাহিদা পূরণের জন্য ছেলেটির সাথে অভিনয় করেছে। চাহিদা পূরণ হয়ে গিয়েছে তাই সেই ছেলেটিকে ফেলে অন্য আরেক জনের কাছে গিয়েছে তার চাহিদা পূরণ করতে। সত্তিকারের ভালবাসা থাকলে মেয়েটিও ছেলেটির মত মদের বোতলের সাথে বন্ধুত্ব গড়ে তুলতো।

হুম দাদা চালাক তো তাই কায়দা করে মেয়েটি বলেছে, হি হি হি

আহা মদ বড়ো কষ্টে খায় গো ম্যাডাম । ছেলেরা মরতে মরতে মদের বোতল আঁকড়ে ধরে । শুধুমাত্র সেই ধোঁকা দেওয়া মেয়েটিকে ভুলতে মদের গ্লাস হাতে তুলে নেয় ।

যদি মেয়েদের কথা বলেন তাহলে বেশিরভাগ মেয়েরাই স্বার্থবাদী হয় আর যখন একটা যোগ্য ছেলে তাকে প্রেমের প্রস্তাব দেয় বা বিয়ের কথা বলে তখন সেই মেয়েটি মজে যায় কারণ তারা একটু বেশি লোভী থাকে। স্বার্থের কাছে তার লোক দেখানো ভালোবাসাটি বিক্রি হয়ে যায় আর মেয়েটি নতুন মানুষের সাথে ঘর বাধে আর ছেলেটি ডিপ্রেশনে ভুগতে থাকে। তবে এ ক্ষেত্রে একটা বাস্তব অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে যখন প্রাক্তন ছেলেটি প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আবার মেয়েটি সেই ছেলের কাছে ফিরে আসতে চায়। এটাই প্রমাণিত হয় অধিকাংশ মেয়েরাই অনেক লোভী থাকে।

এটা খাঁটি ও দামি কথা বলেছেন। ভালো লাগলো আপনার উওরটি ধন্যবাদ।

আহা, স্পষ্টবক্তা আপনি । আসলেই সত্য কথা তিক্ত হলেও মেয়েদের সেটা হজম করতে হবে । এটাই বাস্তব ।

দাদা অনেকেই কিন্তু জ্বলে পুড়ে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না 😆

আপনার প্রেমের অভিজ্ঞতা থেকে খুবই যুক্তিবাদী একটি কথা বলেছেন সত্যিই অসাধারণ ছিল।

সব চেয়ে মজার বিষয় হচ্ছে কোন মেয়ে এখন পর্যন্ত কোন রিপ্লাই দেয় নি 😆

সময় ও নদীর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না। মেয়েদের মন ঠিক তেমনি স্থির থাকে না।মেয়েদের মন ও পাল্টাতে থাকে। তাই সম্পর্ক যখন ভেঙে যায়।তখন নিজেকে নতুন করে তৈরি করতে ব্যস্ত হয়ে পরে।যা কারণে নিজেকে পাল্টায়। অন্য জনের মন জয় করার জন্য 🤣🤣🤣

শুধু কি মেয়েরাই এই কাজ করে। ছেলারা বুঝি ধোঁয়া তুলশীর পাতা।

সংখ্যাই মেয়েরা বেশি😀

ধুর শুধু ধোয়া না দুধে ধোয়া তুলশীর পাতা হা হা হা

অভিমান দুটি মানুষকে দুই দিকে ধাবিত করে। হয়তো কেউ অভিমানে দূরে সরে যায়, আর নয়তো অন্য একজনের হাত ধরে ভালো থাকার চেষ্টা করে। তবে এক্ষেত্রে ছেলে-মেয়ে যে কেউ অন্য কারো হাত ধরে চলে যেতে পারে। ছেলে মেয়ে শুধু মাত্র দুটি আলাদা শব্দ হতে পারে কিন্তু আমাদের অনুভূতি গুলো একই রকমের। কারণ কষ্টগুলো আলাদা হয় না। কষ্ট শুধুই নিজের।

মেয়েরা পানির মতন যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে বলে

সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়।

অতীত ভুলে যাও ভবিষ্যৎ ভাল হবে তাহার এই নিয়মে বিশ্বাসী।

মেয়েরা সর্বদা বর্তমানে বিশ্বাসী, কথা সত্য।

তারপরেও একটা কথা হলো। মেয়েদের অন্তরের মত এত আঁকাবাকা পথে ভ্রমণ করে কে ফিরে এসেছে যে সঠিক খবর জানবে। 🤔

হা হা হা হা, পথ চিনে সবাই ফিরতে পারে আবার

ঠিক এই কারণে অনেক পুরুষ খেই হারিয়ে দেবদাস হয়ে ব্যার্থতার গল্প বুনে চলেছে ।

মেয়েরা সবসময় নতুনত্ব কিছু চায়, তাই সম্পর্ক ভেঙে গেলে মেয়েরা পাল্টে যায় এবং নতুন কিছু খোঁজা শুরু করে।🥱

স্থানভেদে মানুষের মন পরিবর্তনশীল । ছেলেদের মন মদের দিকে টানে আর মেয়েদের মন অন্য সঙ্গ খুঁজে পেতে চায় । সবই সুখের জন্য ছোটাছুটি । হয়তো অন্য সঙ্গে সুখ একটু বেশি পাবে , তাই হয়তো অন্যত্র জড়িয়ে যায় ।

মনের দিক থেকে সম্পর্ক হয়নি বলে, মেয়েটি অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পরতে পারে। কিন্তু ছেলেটির ভালবাসা সত্যি ছিল বলেই, সে মানতে না পেরে তার এ অবস্থা হয় আর কি।

মেয়েদের তো আটা ময়দা কিনার টেনশন আছে, তাই সাথে সাথে একটি টাকার ব্যাংক জুটিয়ে ফেলে। আর ছেলেটা যে এত দিন লোন করে মেয়েটার পিছনে ইনবেষ্ট করছে,সেই লোন কিভাবে পরিশোধ করবে সেই টেনশনে মদের গ্লাসের সাথে বন্ধুত্ব গড়ে তোলে।

ছেলেরা ভালোবাসার কষ্ট কোনভাবেই মেনে নিতে পারে না মেয়েরা কষ্ট পেলেও তাদের মন উদার খুব সহজেই তাদের মধ্যে পরিবর্তন ঘটে সেজন্য মেয়েদের পরিবর্তন ঘটে। 🤩

সম্পর্ক যত গভীর হয় বয়ফ্রেন্ড তত দেউলিয়া হতে থাকে এবং আর্থিক সহযোগিতা কমে যায়। ফলে সম্পর্ক ভেংগে গেলে মেয়েরা নতুন প্রেম শুরু করে নতুনভাবে আরেকজনকে দেউলিয়া করার জন্য। ছেলেরা একটি প্রেমে বিশ্বাসী তাই সম্পর্ক ভেংগে গেলে তাদের মদ ছাড়া আর কোন বন্ধু থাকে না।

পুরাতন কিছু নিয়ে টেনশন করে বেহুদা সময় লস করার মত পাগল মেয়েরা না। 🤔যদি করে তবে আরো কিছু ছেলেদের প্রেমে ফালাইয়া টাকা কামাই করার ধান্দা করার সময় পাইবে কই🤣

সম্পর্ক ভেঙে গেলে মেয়েদের পাল্টে যাওয়ার অন্তর্নিহিত কারণটি হল ছেলেদের পাল্টে যাওয়া🤪

হুদাই অপবাদ দিয়ে লাভ নেই

ভাইয়া এটা কিন্তু ঠিক না।সত্য কথাকে অপবাদ বলছেন!🤗

  ·  2 years ago (edited)

নিজেকে ভালো রাখার জন্যই হইতো বা এই কাজ করে।
ছেলেরা যদি কষ্ট না দিতো হয়তো মেয়েরা এই কাজ কখনোই করতো না।অভিমান মানুষ কে অনেক দুরে নিয়ে যায়। যার কারনে নিজের কষ্ট গুলো শেয়ার করার জন্য ভালো একটা বন্ধুর খোঁজ করে।

সেটাই হলো আসল কথা ভালোবাসা টালোবাসা কিচ্ছু না মূল হলো স্বার্থ।

মেয়েরা ছলনাময়ী মন থেকে কখনো সত্যি সত্যি ভালবাসতে পারে না। তাই সম্পর্কের বন্ধন ভেঙ্গে যাওয়ার সুযোগ থাকে এবং তারা পাল্টে যায়।

বর্তমানকে নিয়ে ভাবাই হলো জ্ঞানীদের কাজ। মেয়েরা অনেক জ্ঞানী ব্যক্তি তাই তারা অতিতের কোনকিছু নিয়ে ভাবে না।😜😜

তা যাইহোক, সত্যটা বলার জন্য ধন্যবাদ

দাদা মানিনা,, সব সময় আমাদের দোষ নিয়েই প্রশকরেন। মানিনা মানবোনা।
😑😑😑😑

যাইহোক উত্তর হলো এটা মেয়েদের একটা ট্যালেন্ট😏😏

হা হা হা হা, গায়ে মানে না আপনি মোড়ল, আপনাদের অবস্থা হয়েছে তাই ট্যালেন্ট হি হি হি।

কারণ মেয়েটা নতুন কাউকে পাইছে হয়তো তার জন্যই তো সম্পর্কটা ভাঙছে। আর ছেলেটা মনে করছে হয়তো আমার কোন ভুল আছে তাই জন্য বোধহয় সম্পর্ক ভাঙছে তাই ছেলেরা ডিপ্রেশনে চলে যায়।

সম্পর্ক ভেঙ্গে যাওয়ার তিন বছর হলো, এখনো একটাও সম্পর্ক পেলাম না।
আরেকজন বিয়ে করে সংসার করছে 🙈

মেয়েরা যেমন ভালোবাসতে পারে তেমনি কেউ তাদের কষ্ট দিলে সে কষ্ট সহজে ঝেড়ে ফেলতে পারে।

মেয়েরা প্রচুর পরিমাণ স্বার্থপর হয়ে থাকে এই জন্য। 🙄😬

স্বার্থের পরে পর ব্যস হয়ে গেলো, পর করে দিলো সব।

যখন একটি মধুর সম্পর্ক ভেঙে যায় তখন দুটি মানুষের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়ে যায়। হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র ভুল বুঝাবুঝি গুলো একাকিত্বের মাঝে আরো বেশি বিশাল আকার ধারণ করে। তাইতো মেয়েরা পাল্টে যায়।

মেয়েরা সব পরিস্থিতিতে নিজেদের মানে নিতে পারে। এটা গড গিফটেড পাওয়ার মেয়েদের।ছেলেরা সব পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে না এটা তাদের ল্যাকিংস।তাই সম্পর্ক ভেঙে গেলে মেয়েরা এক সপ্তাহের মধ্যে আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।আর ছেলেরা ডিপ্রেশনের ভুগে।

আমার মনে হয় না বর্তমানে রিয়াল প্রেমিক আছে। ছেলেরা এখন ওয়ান টাইম, ইউজ টাইম ফিউজ। ছেড়ে দে, সিনেমাতে দেখা যায় এসব প্রেম কাহিনী😜 বাস্তবে ঘোড়ার ডিম

ঘোড়ার ডিম দিয়েনতো একটা আমায় ধার, কত খুঁজলাম পেলাম না হি হি হি

শূন্য দেখেই তো বলা হয়😜😅😅😅😅

সম্পর্ক ভেঙে গেলে মেয়েদের পাল্টে যাওয়ার অন্তর্নিহিত কারণটি হলো তারা একটু বেশিই স্বার্থপর ৷ কেনো কারনে সম্পর্ক ভেঙ্গে গেলে মেয়েরা পাল্টে যায় কারণ তাদের অভাব থাকে না ৷

বিষাদের রং ভুলে নতুন দিগন্তে পথ চলাই শ্রেয়।জীবন তো একটাই কারো জন্যে তো আর থেমে থাকবে না।তবে মেয়েরা জানে জানে এই পৃথিবীতে কোনো শূন্যস্থান থাকে কেউ না কেউ এসে সেই শূন্য স্থান পূরণ করে দেয়।🙂

প্রথমত জানি না, কিন্তু আমার ধারণা সারাক্ষণই মনের মধ্যে ভয়।প্রেমের সম্পর্কের ভবিতব্যই হল একসময় ‘নেই’ হয়ে যাওয়া। আর তার মানেই একরাশ কষ্ট! অতীতে একবার তিক্ত অভিজ্ঞতা হয়েছে বলে ভবিষ্যতেও একইরকম হবে, এমন ভাবার কিন্তু কোনও কারণ নেই।তবে এক্ষেত্রে এক হাতে কখনো তালি বাজে না,উভয়ের মধ্যে ত্রুটি আছে সম্পর্ক নিয়ে।

মেয়েরা নরম প্রকৃতির এবং কিছুটা লোভি আর ছেলেরা পুরোপুরি তার বিপরীত।তাই

নরম মন তাই দ্রুত অন্যের সাথে মিশে যায়

ঠিক বলেছেন ভাইয়া।

পুরাতন কে দেখতে দেখতে অসহ্য হয়ে নতুনের সন্ধানে বিভোর থাকে তাই তারা পাল্টে যায়। 😀😀

ভালো লাগছে ভাই,যথাযথ উওর দিয়েছন, হাসলাম অনেক আপনার উওর শুনে।

নির্মম সত্যটা সম্মুখে চলে আসছে, কেউ মামলা ঠুকে দিলে আমরা দায়ী নই।

মেয়েটিকে মেকআপ বক্স কিনে দিতে না পারায় মেয়েটি আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়।আর ছেলেটি আটা ময়দার দাম বেড়ে যাওয়ায় মদের গ্লাসের সাথে বন্ধুত্ব করে।

প্রতিদিন কি ডালভাত খাবে নাকি? মাঝে মাঝে তো বিরিয়ানী খাইতে হয় তাই।

মেয়েরা তো পাল্টাবেই হতচ্ছাড়া এত দিন বহু জ্বালান জালিয়েছে।জ্বালা থেকে বাঁচবে, আর বেঁচে আরেকজন ভালো মানুষকে পাবে।আর ছেলে হতচ্ছাড়া জ্বালানোর জন্য আর কাউকে পাবে না বলে দুঃখ কষ্ঠে নিজেই জ্বলতে মদ হাতে নেয়😉😉।এই আরকি

কারণ সম্পর্ক ভেঙে যাওয়ার আগেই মেয়েরা নতুন আরেকটা সম্পর্কের সন্ধান করে নেই।

ছেলেরা সব সময় মেয়েদের জেনুইন ভালবাসাটাই দিয়ে থাকে। কিন্তু মেয়েরা ছেলেদের অকৃত্রিম ভালবাসা নিয়ে খেলা করে এবং বাইরের কিছু চাকচিক্য দেখেই ছেলের অকৃত্রিম ভালবাসাকে খুব সহজেই ভুলে যায় আরো বেশি ভালোবাসা এবং সম্পদ পাওয়ার আশায়। আরে কারণে ছেলেরা প্রকৃতভাবে ভালোবেসে ব্যর্থ হয়ে মদের সাথেই বন্ধুত্ব করে।

মেয়েটি মদ খেয়ে দেবদাসী হতে চায়নি। তাই আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। আর ছেলেরা তো সবসময়ই দাস। সে কথা জেনেই ছেলেটি মদ খেয়ে দেবদাস হয়ে গেছে।