এবিবি-ফান প্রশ্ন-০৭ || শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

in hive-129948 •  2 years ago 

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

  • ছেলেরা তাদের ভালোবাসাকে সফল করার জন‍্য মেয়েকে তার বাবার ঘর থেকে নিয়ে আসতে সক্ষম আর মেয়েরা তার বাবার ঘর ছেড়ে যাবে না বিধায় অনেকগুলো প্রেমে লিপ্ত হয় যাতে করে কোন ছেলের হাত ধরে না পালানো লাগে। এ জন‍্যই মেয়েরা সত‍্যিকারের ভালোবাসতে পারে না।

মেয়েরা আসলে কখনোই একটা ছেলেকে ভালোবাসে না, ভালোবাসে তার অবস্থানকে। যার অবস্থান যত ভালো তার কাছেই মেয়েরা যেতে চায়। তাই হয়তো মেয়েরা ছলনাময়ী হয়ে থাকে বেশি। আর ছেলেরা যাকে ভালোবেসে ফেলে তার সবটুকু দিয়েই ভালোবেসে ফেলে 🙂

মেয়েরা পানির মত,তাই সত্যিকারের ভালোবাসতে পারেনা।

মেয়েরাই একমাত্র সত্যিকারের ভালোবাসতে পারে। যদি তা না হতো তাহলে চেনা নেই জানা নেই অপরিচিত ছেলের হাত ধরে ঘর ছেড়ে পালানো সম্ভব হতো না। ছেলেরা অল্পতেই ভালোবাসা ভুলে নতুন জীবন শুরু করে কিন্তু মেয়েরা তা পারেনা।

মেয়েদের মাথায় থাকে শুধু গোবর। আর এই গোবর ভরা মাথা দিয়ে তারা এই মহামূল্যবান ভালবাসাটা আয়ত্ত করতে পারেনা, তাই তারা ভালবাসতেও পারে না। তবে এখানে মেয়েদের কোন দোষ নেই সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত।

ছেলেদের ভালোবাসা হৃদয় থেকে তৈরি হয়। আর মেয়েদের ভালোবাসা টাকা দেখে তৈরি হয়।

ছেলেরা কঠিন পদার্থের মত হৃদয় দিয়ে ভালবাসে। মেয়েরা তরল পদার্থের মত ভালোবাসা পরিবর্তন করে।

আসলে মেয়েরা সত্যি কারে ভালোবাসতে জানে না কে বলেছে।মেয়েরা মরে যাবে তবে মনের কথা বলবে না।মেয়েরা একবার কাউকে ভালোবাসলে ভুলতে পারে না। ছেলেরা মিনিটে মিনিটে রুপ পাল্টায়।

মেয়েদের দিল নরম তাই তাদের ভালোবাসগুলোও হয় নরম। আর ছেলেদের দিল শক্ত তাই তাদের ভালোবাসাগুলোও হয় শক্ত এবং কঠিন। প্রকৃত প্রেমিক মানেই শুধু পুরুষ।

হুম, একদম । মেয়েদের দিল নরম তো তাই এক সাথে অনেককেই সেখানে গাদাগাদি করে ঠাঁই দেয় । আর ছেলেদের শক্ত দিলে ওয়ান & ওনলি একটি মেয়েই থাকে ।

ঠিক তাই। খাঁটি ভালোবাসা ছেলেদের হৃদয়ে থাকে শুধু।

ছেলেদের মনে ভালোবাসা আছে বলে মমতাজের জন্য ভালোবেসে শাহাজাহান তাজমহল করেছেন। তাহলে এ থেকে বুঝা যায় ছেলেদের ভালোবাসার মন কত বড়।

হাহাহাহা......... দাদা দারুন বলেছেন।

ছেলেরা তো দোয়া তুলসি পাতা, কিচ্ছু জানেনা।
ভালোবাসি বলতে বলতে মুখে ফেনা ঝরে।
মেয়েরাতো মুখে বলতে পারেনা, এজন্য ভালোবাসা বোঝেনা।

ছেলেদের মন মহান তাই কাউকে ঠকাতে পারে না। তাই সবাইকেই ভালবাসে। কেউ যেন কষ্ট না পায় তাই সবাইকে সত্যিকারের ভালোবাসে ♥️♥️

ছেলেদের ভালোবাসা সব দেখানো তাই সবাই মনে করে ছেলেরা সত্যিকারএ ভালোবাসে।
আর মেয়েদের ভালোবাসা হৃদয়ে থাকে।
লোকদেখানো কাজ মেয়েরা করে না।

মেয়েরা আটা ময়দা মেখেই কুল পায়না, সত্যিকারের ভালোবাসার সময় কই ?? 😂😂

যাই পালাই 🏃‍♂️

ছেলেদের মধ্যে বিশ্বাসের কোন ঘাটতি থাকে না।আর মেয়েদের মধ্যে শুধু সন্দেহ আর সন্দেহ। তাই ছেলেরা সত্যিকারের ভালোবাসতে পারে আর মেয়েরা পারে না।

ছেলেদের ভালবাসার মন অনেক বড়, সেখানে মেয়েদের জন্য জায়গা থাকে অনেক। আর প্রতিবারই বলে,তারা সত্যি ভালবাসে। কিন্তু মেয়েদের মন ছোট, এ ছোট মনে একজনকেই ভালবেসে যায়। সত্যি ভালবাসা একবার ই হয়। তাই মেয়েরা পারে না।

ছেলেদের মধ্যে অন্যরকম একটি ভাব আছে। সহজে প্রেম করেনা কিন্তু যখন প্রেম করে তখন তাকে সত্য ভালোবাসে। কিন্তু বেশিরভাগ মেয়েরা স্বার্থের পিছনে ভালোবাসা খুঁজে তাই, বেশিরভাগ মেয়েরা ভালোবাসতে পারে না।

ছেলেরা সাধারণত এককথার মানুষ। ছেলেরা চিরকালই ভালোবাসার কাঙাল। এজন্য তারা খুব সহজেই একটা মেয়েকে ভালোবেসে ফেলে। কিন্তু মেয়েরা ঠিক তার উল্টা। মেয়েরা বলে এক দেখাই এক আরে করে আরেক🙂।।

ছেলেরা সবসময় সত্য কথা বলে এজন্যই তারা সত্যিকারের ভালবাসতে পারে।

কিন্তু মেয়েরা সত্যি কথা বলে না তারা সবসময় মিথ্যা কথা বলে ।এ যেমন ধরুন তাদের যদি বলা হয় ,,কিরে এত আটা ময়দান মেখেছিস কেন...? তখন তারা বলে কই না অল্প একটু মেখেছি। এ থেকে কি বোঝা গেল...! মেয়েরা সবসময় মিথ্যা কথা বলে সেজন্যই তারা সত্যিকারের ভালবাসতে পারে না ,প্রমাণিত।

কারণ মেয়েরা শুধু টাকা চিনে, টাকা যতদিন আছে ভালবাসা ততদিন। টাকা নাই ভালবাসা হাওয়া হয়ে যাই।
ছেলেরা হৃদয় দিয়ে ভালবাসে তাই তারা সত্যিকারে ভালবাসতে পারে।

ছেলেদেরতো কোনো টাকা পয়সা লাগেনা।
ওরা হাওয়া খেয়ে বেঁচে থাকে।

বিশুদ্ধ হাওয়া, হা হা হা

একদম ঠিক আপু।

অর্ধেক মানবী তুমি অর্ধেক ছলনা 😍
স্বার্থের কাছে ভালোবাসার নেই কোন তুলনা।😕

হৃদয়ে পরতে পরতে তোমার ছলনার আশ্রয়
ভেঙ্গে দাও তুমি পুরুষ হৃদয় পেয়ে প্রশ্রয়।

ছেলেদের মন ফুলের মত পবিত্র, আর ছেলেদের মন সব সময় ভালোবাসায় ভরপুর থাকে। আর মেয়ে দের মন পাথরের মত শক্ত যা কখনোই গলে না। তাই শুধু ছেলেরাই সত্যিকারের ভালবাসতে পারে মেয়েরা পারে না ☺️

এতো অভিনয়ের ভীড়ে খাঁটি ভালোবাসা খোঁজার সময় কই । ভালোবাসা বহমান ও স্বাদময় , তাই গতিশীল রাখতে হয় ।

মেয়েরা ছলনাময়ী তাই তাদের ভালোবাসাতেও ছলনা থাকে। সত্যি সত্যি ভালোবাসার সুযোগই নাই। সত্যিকারের ভালোবাসা তো আমাদের ভান্ডারে।

ছেলেরা সত্যিকারের ভালোবাসে কারণ ছেলেদের তো মেয়েরা প্রপোজ করে না। অনেক কষ্ট করে একটা কে পটাই আর সেটাকে ভালোবাসে।অপশন থাকে না তাদের কাছে কোনো। আর মেয়েদের কাছে অনেক অপশন থাকে। মেয়েরা ছেলেদের সত্যিকারের ভালবাসলে প্রোপোজালগুলো মিস হতে পারে।এজন্য শুধু ছেলেরাই সত্যিকারের ভালবাসতে পারে,মেয়েরা পারেনা।

আসলে সত্যিকার এর ভালোবাসার ছেলেদেরকে মেয়েরাই শেখায়।আর সে জন্যই মেয়েরা ছাড়া ছেলেরা একদিন ঠিক ভালোভাবে চলতে পারে না।ছেলেরা সত্যি করে ভালবাসে তার মায়ের কাছ থেকে শিখে,,,,আর তাইতো,,,,,

আপনাদের চোখেতো এটাই হবার কথা, ছেলেরা ডানেবামে ৫/১০ টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলেও আপনাদের চোখে পড়েনা। আর মেয়েরা এক জনকে আকড়ে ধরে সারাজীবন ভালোবেসে বাঁচতে চায়।

শুধু ছেলেদের উপরে রাখার ধান্দা। আপনার চোখে ছানি পড়ুক।

টাকায় টানে মেয়েদেরকে, তাই তারা ভালোবাসতে যানে না। ভালো ভালো দোকানে নিয়ে কিছু কিনে দেন , ভালো রেস্টুরেন্ট এ নিয়ে কয়েক দিন খাওয়ান আর তার পিছনে টাকা খরচ করেন , দেখবেন যে মেয়েটি আপনাকে ভালোবাসেনা সেই দিন শেষে বলবে আমি তোমাকে ছাড়া বাচবনা। মেয়েদের মন নরম হলেও এদের মনে লোভ মরার আগ মূহূর্তেও যায় না। প্রমাণিত শত বছর ধরে।

ছেলেদের সহজে জোটে না তাই যেটা পায় সেটাকেই সত্যি ভালবাসে। কারন এটা গেলে আর জুটবে না।কিন্তু মেয়েদের একটা না যেতেই ১০টা জোটে,তাই সত্যিকারের ভালবাসা টা দেওয়ার মানুষ পায়না।কারন একজন কে দিলে বাকি ৯জন মন খারাপ করবে।

এবিবি-ফান প্রশ্ন-০৭ || শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

তার কারন হলো- মেয়েদের কসমেটিক্সের যে দাম.. তারা একজনকে সত্যিকারের ভালবেসে তার উপর চাপ সৃষ্টি করতে চাই না।

সেই যুক্তি, এটা হলেও হতে পারে হা হা হা

উত্তর টা পছন্দ হইছে

এই প্রশ্নের উত্তর জানলে তো আর জীবনে ছ্যাকা খেতাম না 🥱
হয়তো মেয়েদের হৃদয় অনেক বড় যার জন্য একটি একটি ছেলে একা সেটা কন্ট্রোল করতে পারে না এই জন্য।

আহারে ভাই, খুব কষ্ট হচ্ছে বুঝি।

অভিনয়টাও যদি ঠিকঠাক মতো করতে না পারে তাহলে তো আর কপালে গার্লফ্রেন্ড জুটবে না।😅😅

হ্ মেয়েরা সত্যি কারের ভালোবাসতে জানে না আপনারে কইছে, আপনি বেশি জানেন।মেয়েরা সত্যিকারের ভালোবেসে ভিখারিণী হয়ে গেল তাও ছেলেদের চোক্ষে পরে না।মেয়েরা তো ছেলেদের মত শুধু মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বলে না তাই এমন মনে হয়।

আজকের প্রশ্নটা কিন্তু আমি করেছিলাম । উত্তর শুনে চক্ষে এলো জল 😭

চোখে কেন জল এলো ?সত্যি কথা বলেছি তো।

সত্যি না ছাই, আজ পর্যন্ত কোন পেয়ে পাগল হয় নাই কোন ছেলেকে ভালোবেসে, কিন্তু ভুড়ি ভুড়ি উদাহরণ আছে বহু ছেলে ভালোবেসে পাগল হয়েছে। খাটি ভালোবাসা শুধু ছেলেদের হৃদয়ে থাকে।

ঠিক কথা ভাই।

কথায় কিন্তু অনেক যুক্তি আছে ভাই।

ছেলেরা ভালবেসে অনেক ইতিহাস রচনা করেছে যা আজীবন মানুষ শরন রাখবে,কিন্তুু মেয়েদের ক্ষেত্রে তেমন কোন ইতিহাস অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুজে বের করা যাবে না।

তাহলে রাস্তা ঘাটে অসংখ্য পাগলী দেখা যায় সেগুলা কি এমনি এমনি হয়েছে।আপনাদের মত ছেলেদের জন্যই হয়েছে।

কিসের মাঝে কি, ওগুলো ভুল করে পাগলী হইছে, হা হা হা।

হ্যাঁ এখন তো তাই বলবেন!!

আমরা একটি পাগলিকে চিনি ভালোবেসে পাগলী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে চোরকির মতো।

এই জীবনে মাত্র একটা, হা হা হা হা হা

সেটাতো আমার আশেপাশের কথা বলছি

এটা কেমন প্রশ্ন করলেন দাদা আমিতো দেখে তাজ্জব হয়ে গেলাম উত্তর আর কি দিব

তাইতো বলি প্রশ্নটা আপনি করেছেন, আর কারো এরকম প্রশ্ন করার সাহস আছে নাকি?

সত্যিকারের ভালোবাসায় অনেক ঝুঁকি থাকে। মেয়েরা ঝুঁকিবিহীন লাইফ লিড করতে পছন্দ করে। এই জন্যই তারা সত্যিকারের ভালোবাসতে পারে না।

ছেলেরা মেয়েদের সুন্দর হাসি চেহারা দেখলেই প্রেমে পড়ে যায় মন থেকে কিন্তু মেয়েরা চেনে টাকা, তাই প্রেমে পড়তে পারে না।

মেয়েরা অনেক বেশি সন্দেহপ্রবণ তাই সত্যিকার অর্থে ভালবাসতে পারে না।

সাধারণত মেয়েদের হাতে অনেক অপশন থাকে আর সেজন্য অনেক অপশনের ভিড়ে কাকে সত্যিকার ভালোবাসবে তা বুঝে উঠতে পারে না। আর ছেলেরা যাকে পায় তাকে ভালোবাসার মতো করেই ভালোবাসে।

সব ভুল যদি ছেলে-মেয়ে দুই পক্ষই করে তাহলে কেমনে হবে। কিছু ভুল শুধুমাত্র একপক্ষ করলেই মানায়।

কে বলছে শুধু ছেলেরা সত্যিকারের ভালোবাসতে পারে😒। মেয়েরা তো প্রকাশ করে না গোপনে ভালোবাসে। ছেলেরা এসব ভালোবাসা দেখায় অন্য মেয়ে পটানোর জন্য😆

আসল কথা মেয়েদের ভালবাসা‌ বোঝার মত ক্ষমতা ছেলেদের নেই। তাই সবাই ভাবে ছেলেরাই সত্যি কারে ভালোবাসে,,,,

মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না। তাই সত্যিকারের ভালোবাসা ছেলেদের চোখে পড়ে না। আমার মতো ও তো আছে। তাদের কে দেখেও এমন প্রশ্ন??? How how?
তাছাড়া আপনার বৈশাখী কে দেখে বুঝেন না মেয়েরা সত্যিকারের ভালোবাসতে পারে কিনা?

ওটা ছিল নিছকই গল্প রে ভাই 😁

এখন নিছক গল্প হয়েছে তাই না? তখন তো খুব গলা করে বলেছিলেন বৈশাখী সত্যিকারের ভালো বাসে বলেই এমন করেছে।আরো কত কি। তা আর নাই বললাম।

প্রশ্ন:-শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

উত্তর:-প্রবাদ আছে-"নারী, বাড়ি ও গাড়ি" এই তিনটি জিনিস যার যখন, তার তখন। তাই এই তিনটি জিনিসকে খুবই সতর্কতা অবলম্বন করে হ্যান্ডেলিং করতে হয়। বর্তমানে মেয়েরা খোঁজে ছেলেদের ঐশ্বর্য ও প্রতিপত্তি। আর ছেলেরা খোঁজে নারীর সৌন্দর্য। এ কারণেই ছেলেদের মত মেয়েরা ভালবাসতে পারে না।

ছেলেরা যাকে ভালবাসে তাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে। আর মেয়েরা একজনের ভালোবাসা হাতে রেখে আরো সাতজনের ভালোবাসা খুঁজে বেড়ায়।

একটা মাত্র মন নিয়ে এতজনকে সত্যি কারের ভালবাসা যায়না। 😀

শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

মেয়েদের মনের জমানো ভালোবাসাগুলি সব ছেলেদের কাছে বন্ধক রাখা আছে।মেয়েদের মনটাই তো মেয়েদের কাছে থাকে না ছেলেদের দিয়ে বসে থাকে।তাহলে ভালোবাসা আসবে কোথা থেকে!ছেলেরা মেয়েদের ভালোবাসাগুলি নিয়ে আবার ঋণ দেয় তাই এত ভালোবাসতে পারে ।😅

অনেক মজা পাইছি আপু

😅

কারণ মেয়েদের মনটা আগেই ছেলেদের মধ্যে চলে যায় এইজন্য ছেলেদের দিক থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে।

একটা সত্য কথা বলি, মেয়েদের সারা জীবন ভালবাসার অভিনয় করে যেতে হয়। বিয়ের আগ পর্যন্ত বাপের ঘরে বিয়ের পরে শ্বশুরবাড়ি, চেনা নাই জানা নাই অচেনা অজানা মানুষকে ভালোবেসে আপন করে নিতে হয়। তাই মেয়েরা সত্যি কারের ভালোবাসা কাকে বলে সেটাই জানেনা। যখন যাকে যেভাবে পরিস্থিতিতে শিকার হয়ে ভালোবেসে নিতে হয় বিধাতা মেয়েদের সৃষ্টি করেছে ওইরকম, ছেলেদের মত পাগলামি করার জন্য না

প্রথমেই তীব্র প্রতিবাদ
ছেলেরা ভালোবাসার কারন আছে, ছেলেদের বড় বড় সফলতা জন্য মেয়েরাই পিছন থেকে কাজ করে।সম্রাট শাহজাহান মহল বানাতে পেরেছিলো শুধুমাএ মমতাজের কারনে😉😉।এটাকে বলে ইনস্পিরেশন।মেয়েরা ছেলেদেরকে ভালোবাসলে পাগল,আর ভিক্ষারী হওয়া ছাড়া কিছুই হতে পারে না।

বিশেষ দ্রষ্টব্যঃ মেয়েরাও ভালোবাসতে জানে,তবে প্রকাশ করতে পারে না।মেয়েরা ভালোবাসে বিদায় পৃথিবীতে পুরুষরা বেঁচে আছে।🙃🙃 তা নাহলে জঙ্গলে বসবাস করতে হতো।

শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

সৃষ্টিকর্তা তাদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করেছে এজন্য সারাক্ষণ বাঁকা হয়ে থাকে। তাদের কোন কিছুই সোজা না। বাঁকা থাকার কারণে তারা সত্যিকারের ভালবাসতে পারে না।

মেয়েরা ছেলেদের মতো বার বার মুখে বলে না ভালোবাসি তাই ছেলেরা বুঝতে পারে না। সত্যি কারের ভালোবাসা মেয়েরা ছেলেদের বুঝায়। মেয়েরা তার ভালোবাসার জন্য সব কিছু ছাড়তে পারে এবং হাজার কষ্ট করতে পারে। কিন্তু ছেলেরা কিছুই পারে না এবং তারা মেয়েদের বুঝতে পারে না। মেয়েদের মন নরম তারা খুব সহজে সবকিছু বিশ্বাস করে আর ছেলেরা তাই নিয়ে খেলা করে। তবে সব ছেলেরা নয় আবার সব মেয়েরা ও নয়। তাই এই কথাটার সাথে আমি একমত না। সত্যি কার ভাবে সবাই ভালোবাসতে পারে ।

একদম খাঁটি কথা ।

বৌদি একদম ঠিক।আমিও একমত না।এজন্যই প্রতিবাদ জানিয়েছি।সত্যিকারের ভালোবাসা সবাই বাসতে পারে।

সত্যি কারের ভালোবাসা সেতো শুধু মেয়েরাই বাসতে পারে। সত্যি কারের ভালবাসে বলেই তো নিজের বাবা-মা ভাই-বোন কে ফেলে তার প্রাণের পুরুষের কাছে তার বাড়িতেই থাকে। আর ছেলেরা কি কখনো ভালোবেসে নিজের বাবা-মা ভাই কে ছেড়ে বউয়ের বাড়িতে গিয়ে থাকে? আপনার প্রশ্নে মস্ত বড় ভুল হয়েছে ঠিক করে নিন।

একদম ঠিক বলেছেন আপু হৃদয়ের কথাগুলো বলেছেন আপনি।

ছেলেরা সত্যিকারের ভালোবাসতে পারে কারণ, আমরা যাকে ভালোবাসি তাকে মনে প্রাণে ভালোবাসি। কিন্তু ভাই মেয়েদের মন আবার বিশাল বড়। সেখানে অনেকের আনাগোনা দেখা যায়। ড্রেস কেনার বেলায় মেয়েরা যেমন সিদ্ধান্ত নিতে পারেনা কোনটা রেখে কোনটা কিনবে। তেমনি এই সময় ও মেয়েরা ভেবে পায়না কাকে মন টা দিবে। তাই তারা দয়ালু হয়ে সবাইকে একটু একটু মন দেয়। তাই তারা সত্যিকারের ভালোবাসতে পারেনা।

ভালোবাসার মাঝে যদি টাকা থাকে তাহলে মেয়েরা সত্যিকারের ভালবাসতে পারে। আর যদি সেখানে স্বার্থ এর মান ০ হয় তাহলে মেয়েরা সত্যিকারে ভালবাসতে পারে না এটাই স্বাভাবিক।

ভাইয়া, আমার মনে হয় মেয়েদের সত্যিকারের ভালোবাসা হচ্ছে কসমেটিক্স এবং সুন্দর সুন্দর পোশাক, তাই তারা ছেলেদেরকে সত্যিকারের ভালোবাসতে পারে না।

সত্যিকারের ভালোবাসা কি জিনিস সেটা ছেলেরা কি বুঝে নাকি, মেয়েরাই ছেলেদেরকে শেখায় ভালোবাসা কি জিনিস। ছোটবেলায় মায়ের কাছ থেকে শিখে মাঝখানে প্রেমিকা শেখায় তারপরে বউ এর কাছ থেকে শিখতে শিখতে তার সারা জীবন পার হয়ে যায় তারপরও সত্যিকারের ভালোবাসা ছেলেদের পরিপূর্ণ শেখা হয় না। তারা শুধু একটার পর একটা ভালোবাসা পরিবর্তন করতে থাকে নতুন ড্রেস এর মত। মেয়েরা একবার যাকে মন দেয় সেই মন সেখানেই পড়ে থাকে। তারপরও বলছেন মেয়েরা সত্যিকারের ভালবাসতে জানে না।

ভয়ংকর controversial একটা টপিক্স। এই টপিক্স এ আমি কোনো কথাই বলবো না। তবে এইটুকু বলতে পারি যে যার পয়েন্ট অফ ভিউ থেকে সম্পূর্ণ সঠিক।

ভালবাসতে মনের প্রয়োজন হয় যা মেয়েদের নাই। তাই ছেলেরা ভালবাসতে পারে মেয়েরা ভালবাসতে পারে না।

ছেলেরা নেকা কান্না অভিনয় করে বলে ভালোবাসি ।প্রেমিকা জুতানো জন্য ।মেয়েরা এটা করে না ।এজন্য মেয়েরা ছেলেদের কে ভালবাসতে পারে না ।

একটা ছেলে যখন একটা মেয়েকে ভালবাসে। সে ছেলেটা তার মনের গভীরতা দিয়ে ভালবাসে দেখেনা তার সৌন্দর্য দেখেনা সে কাল কি না ফর্সা শুধু একটা ছেলে জানে আমি তাকে ভালোবাসি কিন্তু কেন যে সে ভালবাসে সে সেটা জানা । কিন্তু একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে। মেয়েটা দেখে তার বাপের টাকা আছে কিনা সে ভালো গিটাপে থাকে কিনা সেই ছেলেটা কি তাকে একটা দামি রেস্টুরেন্টে খাওয়াতে পারবে কিনা যদি এটার কোটায় সেই ছেলেটার না থাকে। তাহলে সেই মেয়েটা বলবে সরি ভাইয়া আমার বয়ফ্রেন্ড আছে।

শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?

ছেলেদের মন হচ্ছে নরম অল্প কথাতেই গলে যায়। অল্প কথায় বিশ্বাস করে ফেলে। তাই আগে পিছে না ভেবে একজনকে সারাজীবন সঙ্গী হিসাবে বেছে নেয়। মেয়েরা কেনো পারে না। মেয়েরা হচ্ছে লোভি, এক কোথায় বলি যেখানে অর্থ আছে সেখানে মন আছে। এই জন্য মেয়েরা সত্যিকারের ভালো বাসতে পারেনা।

ছেলে মেয়ে সবাই সত্যিকারের ভালবাসতে পারে বলে আমি মনে করি তবে ইতিহাস কিন্তু ছেলেদের পক্ষে সাক্ষী দেয়।ইতিহাসে এমন অনেক ছেলে পাওয়া যাবে যে একটা ছেলে একটা মেয়েকে ভালবেসে তাকে না পাওয়ার পর জীবনে বিয়ে করে নাই কিন্তু এইরকম ইতিহাস খুব কম যে একটা বিয়ে না করে জীবন পার করে দিয়েছে।

ছেলেদের মধ্যে ভালোবাসার প্রবণতা বেশি এবং তার মন প্রাণ উজাড় করে ভালবাসতে জানে, তাই সত্যিকারের প্রেমে ছেলেরাই পড়ে মেয়েরা নয়।

নিজের ঘর থেকে শুরু করে কসমেটিক্সের দোকান পর্যন্ত সবখানেই দেখবেন একটা মেয়ে কতটা খুঁতখুঁত করে। এদের কাছে স্পেশাল ওয়ান বলে কিছু নেই, সবসময় বেটার ওয়ানে বিশ্বাসী।

অন্যদিকে ছেঁড়া জিন্স আর ময়লা টি-শার্ট পরে যে ছেলে চোখ বুজে মাস কাটিয়ে দিতে পারে সেইতো প্রকৃত ভালবাসার অর্থ বুঝবে।

মিথ্যা কথা মেয়েরাও পারে সত্যি কারের ভালোবাসতে তার প্রমাণ আমি নিজে।মেয়েরা ছেলেদের বেশি ভালোবাসার জন্যই তো বাবা মা কে ছেড়ে শশুর বাড়ি গিয়ে সংসার করে।