আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পিঁপড়ে হেঁটে যাওয়ার সময় একটু দাঁড়িয়ে একে অপরের সাথে কি আলোচনা করে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
দুটো পিপড়ে একে অপরকে বলছে তোর বউ কি ভালো রান্না করে??
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
পিঁপড়ে হেঁটে যাওয়ার সময় একটু দাঁড়িয়ে একে অপরকে বলে একলা ছিলাম ভালোই ছিলাম কেন যে বিয়ে করে নিজের সব খাবারের ভাগীদার আনলাম। 😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার জানামতে পিঁপড়া বউ পাগল হয়, তাই বউ যেখানে যায় তার পিছু পিছু তার স্বামী পিঁপড়াও হেটে বেড়ায়। কিন্তু যখন জামাই পিপড়া দেখে তার বউ পিঁপড়া অন্য কারো সাথে কথা বলছে তখনই সে গিয়ে সেখানে একটি ঝামেলা সৃষ্টি করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা হা হা এটা আবার বলার লাগে নাকি আপু🤗। পিঁপড়াদের আরো ভালোবাসা বেশি থাকে। একটু দাঁড়াই সঙ্গী সাথে আছে কিনা পিছনে পিছনে হাঁটতেছে কিনা দেখে। একটু একটু দাঁড়িয়ে প্রেমের আলাপ করে আবার চলে আবার দাঁড়ায় আবার আলাপ করে প্রেমের এই আরকি। এভাবে হাঁটতে হাঁটতে ভালোবাসা করে করে চলে যাই আপু🤩😛।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে একটু দাঁড়িয়ে, একজন আরেকজনের কাছ থেকে খোঁজ নেয় ,"কোন রাস্তা দিয়ে একটি সুন্দরী মেয়ে পিঁপড়ে গেছে"? তারপর খোঁজ নেওয়ার পর, তারা কি করে ? তা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন, আমি আর বললাম না🌚।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দরী পিঁপড়েও হয়। হা হা হা... 😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হয় হয়, সুন্দরী পিঁপড়ে না হলে কি আর ছেলে পিঁপড়ে গুলো সুন্দরী মেয়ে পিঁপড়ের প্রেমে পড়তো নাকি?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পিঁপড়ে হেঁটে যাওয়ার সময় একটু দাঁড়িয়ে একে অপরকে বলে পৃথিবীর মানুষ গুলো এমন হয়ে গেল কেন? সব চিনির বক্সের ঢাকনাগুলোর মুখ বন্ধ। সবার ডায়াবেটিস হলো নাকি। 😁😁😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি তারা মেয়ে পিঁপড়ে হয় তাহলে পরনিন্দা,পরচর্চার আলোচনা করে আর যদি পুরুষ পিঁপড়ে হয় তবে বউয়ের দেওয়া যন্ত্রনার কথা আলোচনা করে।☺️☺️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পিঁপড়ে একে অপরে বলে কঠোর পরিশ্রম করতে হবে তা না হলে সাফল্য অর্জন করা সম্ভব নয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তারা ষড়যন্ত্র করে। আর ষড়যন্ত্র হলো পাশের বাড়ির একজনের ডায়াবেটিস। তবে সে চিনি খাওয়া বাদ দেয় না। সেজন্য তারা ষড়যন্ত্র করে চিনি চুরি করার জন্য আলোচনা করে। 🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক পিঁপড়ে অপর পিঁপড়েকে বলে আমি লাভ গুরু। তুই যদি একাধিক প্রেম করতে চাস,তাহলে আমার কাছ থেকে টিপস নিতে পারিস🤣🤣।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যেমন ধরেন,ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ কিভাবে দীর্ঘায়িত করা যায়,সিন্ডিকেট করে কিভাবে তেল গ্যাসের দাম বাড়ানো যায়,কিম জিন উনের সাথে জো বাইডেনের কিভাবে স্বাক্ষাত করানো যায়, এগুলো ছাড়াও আন্তর্জাতিক অনেক বিষয়ে আলোচনা করে,হে হে হে।😅😅😅
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পিঁপড়া হেঁটে যাওয়ার সময় একে অপরের সাথে আলাপ করে কার গার্লফ্রেন্ড কত সুন্দর এবং ডেটিং যাবে কে কবে।কাকে কিভাবে সাজুগুজু করলে কেমন লাগবে,বুঝেনই তো সৌন্দর্যের একটা ব্যাপার আছে না🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি তোমার এই প্রশ্নটা পাওয়ার পরে ছাদে চলে গেছিলাম দুই পিঁপড়ের কথোপকথন শুনতে। ছাদে এসে জানতে পারলাম তারা একে অপরের সাথে রাজনীতি নিয়ে আলোচনা করছে। কয়েক মাস পরে পিঁপড়েদের এলাকায় সভাপতি নির্বাচন আছে। সেখানে কে বিজয়ী হতে পারে তাই নিয়ে তারা কথা বলছিল , কিছু সময় ধরে তাদের কথা শুনে যা বুজলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পিঁপড়ার রাস্তায় হেঁটে হেঁটে একে অপরের সাথে দুঃখ শেয়ার করে। কার বউ কত দরজাল। আর কার জামাই কত লুইচ্চা। তারপর পরামর্শ করে বাসায় যেয়ে যার যার জামাই বউকে শায়েস্তা করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পিঁপড়া হেঁটে যাওয়ার সময় একটু দাঁড়িয়ে অপর পিঁপড়াকে বলে তার বউ কি অনেক সুন্দর নাকি।কারন বর্তমানে অনেক জায়গায় দেখা যায় অনেকেই নিজের সুন্দর ও ভালো বউ থাকতেও অন্যের বউয়ের প্রশংসা পঞ্চমুখ থাকে। পিঁপড়াও তো আমাদের প্রতিবেশি।তাই তাদের স্বভাব ও তো আমাদের মত হবে,হয়তো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক পিপড়া অরেক পিপড়ার গার্ল ফ্রেন্ড এর সংখ্যা কত তাই জানতে চায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সামনের পথে তাদের জন্য কোন বিপদ হবে কিনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কি আর আলোচনা করবে গার্লফ্রেন্ড পটানোর বিষয়ে আলোচনা করে আর কি। 🤣🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বলতে থাকে তুই সামনে যা ব্যাপারটা আমি দেখছি 🥴🥴
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit