আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ভুলে ভরা জীবনে
স্পষ্ট সর্বদা ভুলের ছবি,
ব্যর্থময় দুঃখের জীবনে
প্রকট ব্যর্থতার হাসি।
বাস্তবতা বড্ড বেশি নির্মম
ব্যর্থতার চেয়েও নিষ্ঠুর,
জীবনের গতিতে চাই পরিবর্তন
অভিজ্ঞতা থেকেও অর্জন।
লেখক
লেখক এর অনুভূতি:
জীবনের গতি প্রতিনিয়ত পাল্টে যায়, ব্যর্থতা কিংবা দুঃখের মহরা সেখানে প্রতিনিয়ত কার্যকর থাকে। তবুও জীবনের প্রতিটি অবস্থান হতে অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যেতে হবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভুলে ভরা জীবন গুলোয়
দেখি ফুলের ছবি,
ভুলে ভরা জীবন লিখে
হয়ে গেছি কবি।
ব্যর্থময় জীবনে দেখি
প্রকট হাসির মেলা,
ধিক্ দেয় এই সমাজ তাদের
করে অবহেলা।
বাস্তবতার নির্মমতা
নিষ্ঠুর কেন হয়-?
পরাজয়ের আঘাতে আজ
জয় দেখেও ভয়।
ভুলে ভরা জীবন যাপন
করতে হবে বর্জন,
ভুল থেকে তাই অভিজ্ঞতা
হোক সকলের অর্জন।♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছন্দের যাদুতে আপনি সেরা
আপনার সাথে হয়না তুলনা,
আগে পরে সব কিছু বোধগম্য
লেখার মাঝে থাকে সুগন্ধ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছন্দ রানী কেউ বা বলে
কেউবা জাদুকর
সবার কাছে সেরা আমি
নইতো কারো পর।
আপনিও বেশ ভালই লিখেন
প্রিয় ভাইজান,,
দিনে দিনে যাচ্ছি বেড়ে
অনু কবিতার মান।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুলের ঘোলাটে প্রতিচ্ছবিতে
মিশে আছো তুমি স্বপ্ন-নীলে,
নিরর্থক জীবনে ধূসর প্রতিলিপিতে
ফেটে পড়ে হাসির ফোয়ারা গুঞ্জনে।
নিষ্ঠুর বাস্তবতা আজ মাথা উঁচিয়ে
ব্যর্থতা সেখানে আজব গল্প হয়ে,
অবস্থান্তর হয়ে যাক জীবন
প্রতিভায় মিশ্রিত আছে যত পূর্বলব্ধ জ্ঞানীগন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি সত্যি দারুণভাবে এগিয়ে যাচ্ছে, আপনার ছন্দের মাঝে দারুণ মুগ্ধতা আসছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার দারুণ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ দিদি আপনার অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর লিখেছেন আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, দারুণ মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুলে ভরা জীবনের খাতা
চোখের সামনে ভাঁসে
ব্যর্থ জীবনের গল্প লিখে
থাকি হাঁসি মনে।
বাস্তব জীবন বড়ই কঠিন
বুঝতেছি ধীরে ধীরে
অসম্ভব একদিন সম্ভব হবে
আশায় বুক বাধেঁ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুলের সাগরে হাবুডুবু
স্পষ্ট সর্বদা ভুলের প্রতিচ্ছবি,
ব্যর্থতায় মোড়ানো জীবন
মুখে তবুও মলিন হাসি।
জীবন নাটক বড্ড নির্মম
অভিনেতা আমি নিখুঁত,
জীবনের চ্যালেন্জ করেছি গ্রহন
দুঃখেরা করে সদা আস্ফলন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও ভাই বেশ দারুন লিখেছেন অনু কবিতাটি। এভাবেই সামনের দিকে এগিয়ে চলুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুলের পাহাড় আমার জীবন ,
সর্বদাই ভুলের প্রমান।
ব্যর্থতায় ভরা পুরো জীবন।
কষ্টের মাঝে হাসির কারন।
চারপাশের সবকিছু বড়ই নির্মম,
দুচোখে আমার স্বপ্নের আসর।
জীবন আমার বড়ই কঠিন,
স্বপ্নের মাঝে শুধুই বাধাবিপত্তি।
জীবনের সব নির্মম অভিজ্ঞতা,
চারপাশে তাকালে অন্ধকারের দেখা।
এটাই যেন জীবনের অভিজ্ঞতা,
ব্যর্থতার মাঝে সর্বদা নিষ্ঠুরতা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন সমুদ্রে নেমেছি আমি
পাড়ি দিতে ভুলের পাহাড়
ভুলগুলো সব শুধরে নিতে
হেরে গেছি বারবার।
ব্যর্থতার হাসি মুখে
চোখের কোনে জল
জীবন যেন বৃথা আমার
স্বপ্নগুলো নিস্ফল।
ব্যর্থতার মাঝেও প্রিয়
বাঁচতে চাই এই ভুবনে
চলনা নতুন স্বপ্নে জীবন সাজাই
প্রিয় আমরা দুজনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুলে ভরা জীবনটাকে
এক নিমিষে উড়িয়ে দিয়ে
ব্যর্থতাকে শক্তি করে
গড়বো জীবন নতুন করে ।।
বাস্তবতার কষাঘাতকে
ভালোবাসায় মলিন করে
পৃথিবীকে নতুন করে
সাজিয়ে দিব নতুন করে ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর ভাবে সামনে আনার জন্য আপনাদেৱ ধন্যবাদ আপনাদের ছন্দ গুলো অনেক সুন্দর লাগছে এত সুন্দর ভাবে লেখার জন্য কি বলে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারবো না প্রিয় ব্লগার
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিনশেষে হাজারো ব্যর্থতার মাঝে
বুক ভরা হাসি নিয়ে থাকতে হয় সবার মাঝে,
ভুলে ভরা জীবন আমার
মুখে মিথ্যা হাসি।
বাস্তবতায় এতটাই নিষ্ঠুর
বাঁচতে শেখায় নিষ্ঠুরভাবে ,
হাজারো অভিজ্ঞতা
বাস্তবতার গতিপথ দেখেই পেয়ে গেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পৃথিবীটা বড়ই স্বার্থপর
ভেসে উঠে শুধু সেই ভুলের প্রহর
ভুলে ভরা জীবনের নেই কোন শেষ
জীবনটা শেষ হয়ে যায় তিলে তিলে।
স্বপ্ন কল্পনা বাস্তবতা বড় কঠিন
যখন বাস্তবতার সম্মুখীন হয়
তখনই বুঝা যায় জীবন কতই নিষ্ঠুর
নিষ্ঠুরতা মানুষকে তিলে তিলে শিখায়
তবুও মানুষ মুগ্ধ থাকে পৃথিবীর মায়ায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আপু বর্তমানে পৃথিবীটা অনেক স্বার্থপর। আপনার অনু কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন নামের রেল গাড়িটা
চলছে তো বেশ,
কখনো আলো কখনো অন্ধকার
জীবনটা করছে শেষ ,
তবুও জীবন যায়না থেমে
যদি থাকে বিধাতার লিখন।
চলো তুমি আমি মিলে
গড়ি বাস্তবতার বাঁধন,
জীবনটা যদি চাই পরিবর্তন
কিছু অভিজ্ঞতার ও প্রয়োজন।
ভুল থেকেও শেখা যায়
জীবনের অনেক কিছু ,
নতুন কিছু ভাবতে তাই
সুন্দর মনের প্রয়োজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভ্রান্তিতে ভরা মোর জীবন,
স্বচ্ছতায় ভেসে ওঠে সর্বদা তার পদার্পণ।
সাফল্যহীন কষ্টের জীবনে,
উদ্ভাসিত হয় মিথ্যে হাসি।
বাস্তবতা সে এক কঠিন বিষয়,
ব্যর্থতার চেয়েও একধাপ এগিয়ে রয়।
জীবনে, হতে হবে সংবেদনশীল,
কিছু শিখে হতে হবে পরিবর্তনশীল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন যেন চলছে না আর,
কোথাও গেছে থেমে।
হারিয়ে গেছে জীবন আমার,
ভুল মানুষের প্রেমে।
অন্ধকার ঐ আলো ছায়ায়,
সজাগ বিশ্ববাসী।
তোমায় আমি বেসেছি ভালো,
তাই আমার গলায় ফাঁসি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit