আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
জোসনা রাতের আলো
ধীরে ধীরে হয়ে যাচ্ছে নিভু,
অমাবস্যার নিঝুম কালো
ধীরে ধীরে হৃদয় করছে কলঙ্কিত।
তুমি ছিলে, তুমি আছো মুখোশের আড়ালে
কলঙ্কের কালিমায়, আঁধারে ঢাকা শহরে।
লেখক
লেখিকার অনুভূতি:
ভালোবাসা একটা মায়া, কখনো আলোর মশালে ঝলমল করে আবার কখনো হৃদয়ের কল্পনার সবটা মিথ্যে করে আড়ালে হাসে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আলোক ঝলমলে পৃথিবীতে
সবই যেন মুখোশে ঢাকা,
সবকিছু ভূয়ার উজ্জ্বলতা
ঝলসানো মিথ্যেতে বাঁকা।
তুমি আছো ধোঁয়ার আবছায়ায়
ভালোবাসাগুলি এখন রং-তুলির প্রতিচ্ছায়ায়।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর হয়েছে লাইনগুলো, এমনিতে আপনি আজকাল ভালো কবিতা লিখেন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবই আপনাদের দেওয়া অনুপ্রেরণা ও আশীর্বাদে লেখা সম্ভব হয় ভাইয়া,অসংখ্য ধন্যবাদ আপনাকে ও।💝
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ হয়েছে আপু। আলোক ঝলমলে পৃথিবীতে সব কিছুই যেন মুখোশের আড়ালে লুকিয়ে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উৎসাহ দেওয়ার জন্য, ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আপনি সবসময়ই দারুন অনু কবিতা লিখে থাকেন। এক কথায় অসাধারণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা এক ক্ষণিকের মায়া
মনের মাঝে এক আবছা ছায়া
কখনো পূর্ণিমা রাতে উজ্জ্বল আলো
আবার কখনো অমাবস্যা রাতের ঘোর কালো,
ভালোবাসার ধরন বড্ড বেসামাল
কখনো দূর আকাশে হাতছানি দিয়ে ডাকে
আবার কখনো দূরে দূরে রাখে,
তবুও তোমাকে ভালোবাসি
তবুও আমার মনের আঙিনায় তোমার বসবাস
তবুও তোমাকে নিয়ে সুখের এক দীর্ঘ নিঃশ্বাস।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর লিখেছেন আপু, লাইনগুলো ভালো লেগেছে। অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু ভালোবাসা হলো ক্ষণিকের মায়া। আর দিনশেষে শুধুই দীর্ঘশ্বাস। দারুন লিখেছেন। আপনার লেখা কবিতার লাইনগুলো অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু অসাধারণ হয়েছে আপনার অনু কবিতা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিস্তব্ধ এক আঁধার রজনী,
চারিপাশ যেন থমকে গেছে,
অদ্ভুত এক মায়ায় ঘিরেছে সব,
আলোময় জ্যোৎস্না ঘুমিয়ে রয়েছে।
সেই আঁধারে হারিয়েছে মন,
হারানো মন জানিনা ফিরবে কখন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! বেশ সুন্দর হয়েছে লাইনগুলো, আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া,আপনি আর দাদাই কিন্তু আমার কবিতা লেখার অনুপ্রেরণা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ কবিতার শব্দগুলো পড়ে সব থেকে বেশি ভালো লাগলো। সমৃদ্ধ শব্দ দিয়ে কবিতা লিখলে সেই কবিতা পড়তে অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জোসনা রাতের আলো মিলায় অন্ধকারে,
হৃদয়ের কোণে বাজে একাকীত্বের সুর।
মুখোশের আড়ালে লুকানো সত্য কথা,
কলঙ্কের ছায়ায় হারিয়ে যায় ভোর।
নিঝুম রাতে বুকে জ্বলে উঠে আশা,
অমাবস্যার কালোতে ঢেকে দেয় যে আলো।
তবুও হৃদয় খুঁজে বেড়াই সেই উষ্ণতা,
যে উষ্ণতা তুমি দিয়েছিলে গল্পের ছলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আঁধার ভরা জীবন
নিভে গেছে সব আলো
আঁধার জীবন তাইতো আমি
বেসেছি বড্ড ভালো।
নিশি কালো অন্ধকার
ধোঁয়াশা ভরা জীবন
আহত মনে আঁধার
গুলো খুঁজে ফিরে মরণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জাস্ট অসাধারণ হয়েছে আপু। ছন্দে ছন্দে বেশ দারুন অনু কবিতা লিখে ফেলেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পূর্ণিমার আলো
যাচ্ছে ধীরে ধীরে ফুরিয়ে,
অমবস্যার আঁধার ঘোরে
হৃদয় হচ্ছে কলুষিত।
আমার তুমি রয়েছো পলকের আড়ালে
কলুষিত হৃদয়ে, এই আঁধার জগতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাতের আলো কেটে,
ভোরের আলো প্রিয় দেখি,
দেখি নাকো প্রিয়,
তোমার মুখ খানি।।
তুমি ছিলে তুমি আছো তুমিই থাকবে,
হৃদয়ের সমু্দ্র জুড়ে,
আমবস্যার রাত কেটে,
পূর্নিমা আসবে সেও জানি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুটি হ্নদয়ের শুভ্র স্বচ্ছতা যখন
একসাথে নেচে উঠতো
জোসনার আলোতে তখন ছুটে বেড়াতো
ভালোবাসার অনুভূতিগুলো সারাক্ষণ-
হঠাৎ সূর্য ধোঁয়া ঘর, অন্ধকারের রেখায় ঠেলে বেড়োলো মুখোশের কোণ-
অবশেষে বুঝলাম মায়া নামক ঔদাসিন্যতায় ডুবে ছিলো আমার মন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিশি রাতের তন্দ্রাচ্ছন্ন
হৃদয় মাজারে উঁকি দাও তুমি
তোমার বিরহ ব্যথা জ্বলেপুড়ে মরি।
তুমি নেই তাই, তোমাকে পাওয়ার স্বপ্ন দেখি
জানি পাবো না, কিন্তু তা মানতে পারি না।
ব্যাকুল হয়ে থাকবো আমৃত্যু, মরণের পরেও
তোমাকে পাবার নেশায় মত্ত থাকবো
আমার হও বা না হও, তবু তোমাকেই চাইবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আধার মাখা শহরের মাঝে,
রয়েছে তুমি একলা গোপনে।
তোমার কথা ভেবে খুঁজে,
বেড়ায় আমি তন্ন তন্ন করে।
যদি পায় আমি তোমার দেখা,
হারিয়ে যাব তোমায় নিয়ে,
সকল বাঁধা পেরিয়ে ওই দূর আকাশে।
যেখানে থাকবো আমি আর তুমি,
নিঝুম রাতের স্বপ্ন নিয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাতের আকাশে চাঁদের জোসনা,
হারিয়ে যেতে ইচ্ছে করে দুইজনা।
তুমি তো নেই আমার পাশে,
খুঁজবো তোমায় কোন পাশে।
তুচ্ছ আমি সবার কাছে,
কলঙ্কিত হয়ে বসে আছি।
সবার কাছে খারাপ আমি,
কখনো ফিরে কি আসবে না তুমি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাস্যোজ্জ্বল এ হৃদয় মন,
ধীরে ধীরে হয়ে যাচ্ছে মলিন।
দুঃখ,কষ্ট,দুর্দশার তীর বিঁধছে এ হৃদয়ে,
খন্ডিত বিখন্ডিত হয়ে যাচ্ছে মন সেই তীরের আঘাতে।
তুমি আমার জীবন মরণ তুমি আমার সব
তোমায় পেলে ফুটবে জীবনে উজ্জ্বল ভবিষ্যৎ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন আজ বড় বেরঙিন
আধারে ঢেকেছে চারিপাশ
কখনও ভাবি এই আছো তুমি
কখনও দেখি নেই পাশে।
মুখোশের আড়ালে থেকে তুমি
পর করেছো আজ নিজেকে
দুঃখের রাত্রি কাটে আমার
দিবানিশি জানে অন্তর্যামী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মুখোশের আড়ালে আজও
ভালোবাসা খুঁজি
নিশিতে খুঁজি আলো,
হৃদয়ের সিক্ত অনুভূতি
বেসেছে তোমায় ভালো।
কলঙ্কের আড়ালে ভালোবাসা খুঁজি
আনমনে ভাবি হয়তো ফিরবে তুমি,
ক্লান্ত রাতের আঁধারে প্রিয়তমা
ঢাকা পড়েছে ভালোবাসা।
আঁধারে ভরা ভালোবাসা
দেখবে ভোরের আলো
সারাটি জীবন ধরে তোমায়
বেসে যাবো ভালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
well
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit