এবিবি-ফান প্রশ্ন-১০ || চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রেম পালালে কি বাড়ে?

in hive-129948 •  2 years ago 

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রেম পালালে কি বাড়ে?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চোর পালালে বুদ্ধি বাড়ে আর প্রেম পালালে জ্বালা বাড়ে।

প্রেম পালালে নতুন নতুন প্রেম করার সুযোগ বাড়ে। 😅😅

সন্ন্যাসী আর কবি কবি ভাব বেড়ে যায়।

চোর পালালে বুদ্ধি বাড়ে, আর প্রেম পালালে দেশে কবির সংখ্যা বাড়ে, প্রেম নিয়ে উপদেশ দেয়ার মত বুদ্ধিজীবী বাড়ে, সবথেকে বেশি যেটা বাড়ে সেটা হল ছেলেদের পকেটের টাকা 😄

প্রেম পালালে প্রেমিকা বাড়ে। কারন - সেই আগেরটার মত যদি এও পালিয়ে যায় , তাই সেই ভয়ে অনেক গুলো করা হয়। হাহাহহহ...।

চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রেম পালালে কি বাড়ে?

প্রেম পালালে গাঁজা খাওয়ার আসর বাড়ে।

এখনতো প্রেমের কোনো দামই নেই, একটা গেলে আর একটা আসে। এইজন্য প্রেম পালালে নতুন নতুন প্রেমের সংখ্যা বাড়ে। কয়টা হয় তার হিসেব ও থাকেনা।

চোর পালালে যেমন বুদ্ধি বাড়ে তেমনি প্রেম পালালে স্বাধীনতা বাড়ে।

চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রেম পালালে কি বাড়ে?

ম্যানি ব্যাগে টাকা বাড়ে।

চোর পালালে বুদ্ধি বাড়ে আর প্রেম পালালে পুরানো সব স্মৃতি মনে পড়ে আর নতুন প্রেমের সুযোগ করে দেয়।

চোর পালালে বুদ্ধি বাড়ে প্রেম পালালে বউ পাওয়ার সম্ভাবনা বাড়ে

প্রেম পালালে একজন কবি সাহিত্যিক বৃদ্ধি পায় আর নতুন প্রেমিকা খোঁজার আগ্রহ বাড়ে।😁

প্রেম পালালে বিড়ি সিগারেটের চাহিদা বাড়ে।

প্রেম পালালে, বয়স বাড়ে কারন আরো একটা প্রেমিকা যোগাড় করতে করতে মেলা সময় চলে যায়।

প্রেম পালালে দুংখ বাড়ে সেই অভিজ্ঞতা থেকে প্রেম সংখ্যা বাড়ে। কিভাবে প্রেম করলে প্রেম ঠিকে থাকবে সেই অভিজ্ঞতা হয়। ছ্যাকা না খেয়ে প্রেম করা যায়।

প্রেম পালালে, অভিজ্ঞতা বাড়ে। 😊

চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রেম পালালে কি বাড়ে?

ছোটদের প্রেমে না পড়ার বুদ্ধি দেওয়ার জন্য বড় ভাইয়ের সংখ্যা বাড়ে।

আশেপাশে দোকানের বিড়ি সিগারেট বিক্রির হার বারে

আর আমাদের কুষ্টিয়ায় লালনের গাঁজাখোরের সংখ্যা বাড়ে

ছেলেদের প্রেম পালালে দেবদাসের সংখ্যা বাড়ে। আর মেয়েদের প্রেম পালালে জামাই আসে। টাকা পয়সা বাড়ে। বাচ্চা কাচ্চা বাড়ে। সৌন্দর্য বাড়ে ইত্যাদি ইত্যাদি।

প্রেম পালালে বুদ্ধি বাড়ে!!!!

প্রেম পালালে ছ্যাকা খাওয়ার অভিজ্ঞতা বাড়ে।

প্রেম পালালে স্বাধীনতা আসে। টেনশন থাকে না। তাই স্বাস্থ্য আর সৌন্দর্য বাড়ে।

প্রেম পালালে নিজের জন্য সময় বাড়ে

প্রেম পালালে মনে প্রশান্তি বাড়ে।

প্রেম পালালে প্রেমিক/প্রেমিকা হওয়ার প্রতিযোগিতা প্রতিযোগিতা বাড়ে।

প্রেম পালালে প্রেম বিষয়ক অভিজ্ঞতা বাড়ে,যে অভিজ্ঞতা দিয়ে আরো তিন চারটা প্রেম একসাথে করা যায় ছ্যাকা না খেয়ে।

চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রেম পালালে কি বাড়ে?

উত্তরঃ প্রেম পালালে ছ্যাকা খাওয়ার অভিজ্ঞতা বাড়ে 😂

জীবনের আয়ু বাড়ে।

চোর পালালে বুদ্ধি বাড়ে আর প্রেম পালালে আফসোস বাড়ে 🤔🤔
কারণ মনে মনে ভাবি এর চেয়ে বেটার ছেলেও তো ছিলো😁😁
কেনো যে একে ভালোবাসতে গেলাম😤😤

প্রেম পালালে অভিজ্ঞতা বাড়ে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আর দশজন প্রেমিক কে ছ্যাকা দেওয়া যায়। 😀😀

কারো দাঁড়ি বাড়ে( ছেলেদের ক্ষেত্রে)
কারো জীবনে সমৃদ্ধি বাড়ে (মেয়েদের ক্ষেত্রে)।

চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু প্রেম পালালে অভিজ্ঞতা বাড়ে!

প্রেম পালালে আরো বেশি প্রেমিক-প্রেমিকা বাড়ে- কেননা প্রথম প্রেমে ব্যর্থ হলে ছেলে-মেয়েরা আরো বেশি প্রেমে পড়ে।

চোর পালালে বুদ্ধি বাড়ে,আর প্রেম পালালে নতুন প্রেমের যোগাড় হয়। পুরান প্রেমে মজা নেই, নতুন প্রেমে সেই মজা ।প্রেম পালালে চুটিয়ে নতুন করে প্রেম করা যায়।😜😜

চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রেম পালালে কি বাড়ে?

প্রেম পালালে মাথায় পাকা চুলের সংখ্যা বাড়ে।😅😅তাছাড়া পকেটের টাকা তো বেঁচে যায় ,কিন্তু চোখের নীচে কালি পড়ে নিজের প্রেমের স্মৃতিগুলি প্রকাশ করে কবি হওয়ার ইচ্ছে বাড়ে।

আরেকবার প্রেম করে দেখতে হবে ,আসলে কি হয় সেটা এখনো বোঝার বাকি আছে কিছুটা ।

প্রেমিকা বাড়ে😂

যার কেউ থাকলেও তবু্ও সবাইকে স্বার্থপর মনে হয়।বিন্দাবন বাসী

প্রেম পালালে মেয়ে মানুষের আসল রুপ সম্পর্কে অবগত হওয়া যায়। মেয়ে মানুষের ভয়াবহতা নিয়ে ধারণা বাড়ে।

চোর পালালে বুদ্ধি বাড়ে আর প্রেম পালালে ধৈর্য বাড়ে। কারণ ধৈর্য যদি না বাড়ে তাহলে নতুন করে আরেকটি প্রেম করা সম্ভব হবে না। নতুন করে কাউকে পটাতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়।

চোর পালালে বুদ্ধি বাড়ে এটা ঠিক তবে প্রেম পালালে আরো অনেকগুলো প্রেম বাড়ে

প্রেম পালালে দাড়ি গোঁফ বাড়ে ।

চোর পালালে বুদ্ধি বাড়ে আর প্রেম পালালে অভিজ্ঞতা বাড়ে, যেন পরবর্তী সময়ে যে কারণে প্রেম ভেঙ্গে গেল সেই কারণটি যেন আর না হয়।

চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রেম পালালে আফসোস বাড়ে কষ্ট বাড়ে গলায় দড়ি দিয়ে মরার সাহস বাড়ে নতুন করে প্রেমে পড়লে ছ্যাকা খাওয়ার সম্ভাবনা কম থাকে।

চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রেম পালালে কি বাড়ে?

চোর পালালে বুদ্ধি বাড়ে, প্রেম পালালে ছেলেদের আরো কষ্ট বাড়ে। কারণ ছেলেরা সবসময় সত্যিকারের ভালোবাসে।

চোর পালালে বুদ্ধি বাড়ে আর প্রেম পালালে একটু শান্তি হয় মোটামুটি কিছুটা দিন একটু নিরিবিলি শান্তিতে থাকা যাবে কেউ জ্বালানোর থাকবে না সময় অসময় তাই প্রেম পালালে সবারই শান্তি বাড়ে।

প্রেম পালালে কি বাড়ে?
জ্ঞান বাড়ে এজন্য কবি সাহিত্যিক হয়ে যায়

ফেসবুকের স্ট্যাটাস বাড়ে 🤣🤣.নতুন নতুন প্রেমিকা /প্রেমিক পাওয়া যায়।

সত্যিকারের প্রেমিকরা দেবদাস হয়ে অসৎ পথে টাকা ব্যয় করে, আবার কিছু কিছু মানুষ বিরহের কবিতা লিখে কবি সাহিত্যিক হয়ে যায়