আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৩steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

ওগো প্রিয়তমা,
তুমি কি আমায় ভালোবাসো না?
তোমার জন্য এনেছি ও-গো
বেলি ফুলের মালা,
নিয়ে ভাবি কত ভাবি
তুমি কি বুঝ না।

গোলাপের জায়গায় জবা দিয়ে
করছিলাম তোমায় প্রপোজ,
তাই বুঝি তুমি বেজায় নারাজ
চুপ-টি করে আছো।

লেখক

@alsarzilsiam

লেখক এর অনুভূতি:

কবিতা তো তখনই ভালো লাগে যখন কবিতার মধ্যে ভালবাসার সুখ কিংবা বিচ্ছেদের বেদনা লুকায়িত থাকে। আজ ভালোবাসার কবিতা মজার ছন্দে উপস্থাপন করেছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

তোমার জন্য সাজিয়ে রেখেছি
একশত ফুলের ডালা,
খসখসে ফুলের শব্দে আমার মনে
এখন একরাশ প্রশ্নের জ্বালা
তুমি কি সত্যিই আমায় চাও না?

আমার বাগানের টাটকা ফুলে
দিতে চেয়েছিলাম তোমায় ভরিয়ে
কিন্তু তোমায় মন বুঝি পড়ে আছে
বাজারের সস্তা ফুলের মাঝে।

অসাধারন হয়েছে আপনার কবিতাটি, ধন্যবাদ আপনাকে।

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া,অনুপ্রাণিত হলাম।

ওগো প্রিয়তম,
তুমি কি আমায় নিয়ে ভাবো?
শুধু তোমারই অপেক্ষায় থাকি
হাতে নিয়ে ফুলের মালা।

আসবে কি তুমি?
ধরা দেবে কি আমার কাছে?
উজাড় করে দেবে কি ভালোবাসা।
তোমাকে নিয়েই আমার সকল আশা।

ওগো প্রিয়তম,
সাজিয়ে রেখেছি কৃষ্ণচূড়া ফুলের মালা।
তুমি কি নেবে না বল?
ফিরিয়ে দিবে কি আমায়।

এভাবে করে বললে কেউ ফিরিয়ে দিবে না আপু, হাহাহা। অসাধারন হয়েছে।

ফিরিয়ে না দিলেই তো ভালো। ফিরিয়ে দিলে তো তখন কষ্ট সহ্য করতে হবে।

ওগো প্রিয়তমা,
তুমি কি আমায় ভালোবাসো না?
তোমার জন্য এনেছি ও-গো
বেলি ফুলের মালা,
নিয়ে ভাবি কত ভাবি
তুমি কি বুঝ না।

গোলাপের জায়গায় জবা দিয়ে
করছিলাম তোমায় প্রপোজ,
তাই বুঝি তুমি বেজায় নারাজ
চুপ-টি করে আছো।

ওগো প্রিয়তমা,
তুমি কি আমায় চোখে হারাও না?
তোমার জন্য এনেছি ও-গো
এক আকাশ জোছনার আলো,
স্বপ্নে হারাই ভাবে জড়াই
তুমি কি বোঝ না ?

আকাশের জায়গায় তারা দিয়ে,
কথা দিয়েছিলাম তোমায়,
ভালোবাসা বুঝি আজ বুঝেছো
হৃদয়ের আবদার শুনেছো।

  ·  2 years ago (edited)

অবশ্যই চোখে হারায় ভাইয়া। না হারালে কিভাবে হবে? অনেক সুন্দর লিখেছেন

ধন্যবাদ আপু।

জীবনে কোনদিন কখনো তোমাকে
ফুল দেয়া হয়ে ওঠেনি,
কিংবা ফুলের সুগন্ধ ছড়ানো হয়নি
কোনদিন কখনো,,
কি করে হবে বলো?
কখনো তো প্রপোজ করা হয়নি
কোনদিন কখনো সময় সুযোগ হলে
বকুল ফুল তোমার হাতে গুঁজে দিয়ে
বলবো এই নাও বকুল ফুলের সুগন্ধি,,,,
♥♥

বাহ, চমৎকার হয়েছে।

ওগো মোর প্রিয়তমা জেগে থাকো বুকে
মনের আকাশে হও সন্ধ্যারও তারা,
সুখের প্রদীপ জ্বালো ভরো আলো সুখে
এ জীবনে দুখ যেন না দেয় গো ধরা ।
হৃদয়ে তোমারে ধরে স্বপ্ন সারাবেলা
খুঁজে পাই রাত্রিদিন কবিতার ভাষা,
সাজানো মনের বাগে অলিদের মেলা
বর্ণেতে অমর হবে এই ভালোবাসা ।

বাহ অসাধারন হয়েছে ভাই।

তোমার জন্য গাঁথা বেলি ফুলের মালা
আজ প্রায় শুকিয়ে গেছে
তোমার জন্য গেঁথেছিলাম মালা
কোন এক বসন্তের বিকেলে।
গোলাপ ফুলের পাপড়ির ঘ্রাণ
তোমায় দিতে উপহার
আজো রেখেছি সেই শুকনো
গোলাপের পাপড়ি গুলো
হয়নি কভু প্রতীক্ষার অবসান।

আহা, কবিতাটি কত আবেগ মাখা, এক কথায় অসাধারন।

কবিতা মানেই তো মনের আবেগের বহিঃপ্রকাশ। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

গোলাপের কাঁটা বিঁধবে বলে,
দিইনি তো আমি,
রাগ করে বসে আছো,
রাজি নয় কি তুমি?

ওগো সুন্দরী প্রিয়তমা,
রাজি হলে বলো।
তোমায় নিয়ে ঘুরবো আমি
যেথায় যাবে চলো।

🤭🤭

যদি চাও তুমি জুঁই চামেলী
এনে দিবো তোমায় তাই
তার বিনিময়ে তোমার হৃদয়ে
আমি চিরটাকাল থাকতে চাই।

ভালবাসা আর ভাল লাগা যত
বিলিয়ে দিবো তোমায়
তোমার খোপাতে পড়াবো আমি
জুঁই চামেলীর বোনা তাজ।।

জুই এবং চামেলীর তাজ। কথাটা কখনো আগে শুনিনি ইউনিক ছিল আপনার কবিতার মধ্যে।

ওগো মোর প্রিয়তমা
তুমি কেন আমায় বোঝনা।
তুমায় কিনে দিবো রেশমি চুড়ি
সাথে দিবো লাল ফিতা।

তুমার মাথায় ‍সিল্কি চুল
হাসঁলে গালে পড়ে টোল।
তোমায় নিয়ে বাধঁবো
আমি ভালবাসার ঘর।

বাহ, অসাধারন হয়েছে ভাই।

তোমার ওই নীরবতা
ভাঙছে আমার পাঁজর,
হৃদয় মাঝে উতাল পাতাল
হচ্ছে প্রতিটি প্রহর।
মুখটি ফুটে একবার বলো,
তুমি আমায় ভালোবাসো!
মান ভাঙ্গিয়ে এবার তোমায়
করবো গোলাপ দিয়ে প্রপোজ।

এই কবিতার মাধ্যমে যদি কাউকে প্রপোজ করা হয় তাহলে সে না বলতে পারবেনা। অসাধারণ হয়েছে কবিতাটি।।

ওগো প্রিয়তমা,
তুমি কি আমায় ভালোবাসো না?
তোমার জন্য এনেছি ও-গো
বেলি ফুলের মালা,
নিয়ে ভাবি কত ভাবি
তুমি কি বুঝ না।

গোলাপের জায়গায় জবা দিয়ে
করছিলাম তোমায় প্রপোজ,
তাই বুঝি তুমি বেজায় নারাজ
চুপ-টি করে আছো।

ভালোবাসো বলেই আমি তোমায়
দিয়েছি বেলি ফুলের মালা,
যদি তুমি তা ফিরিয়ে দাও সখি
বেড়ে যায় এ মনের জ্বালা।।

হয়তো আমি ভুল করে সখি
এনেছি জবা ফুল,
এইবার না হয় ক্ষমা কর লক্ষ্মীটি
আর হবে না এমন ভুল।।

বাহ আপনার কবিতাটাও তো অসাধারণ হয়েছে

গোলাপের জায়গায় আমি দিলাম,
রক্তজবা ফুল,
বলো তুমি এইবার কি বলবে কবুল!
না-কি অভিমানি সুরে বলবে,
করেছি অভিমান, এনে দাও কৃষ্ণচূড়া ফুল!

আমি দিতে রাজি কৃষ্ণচূড়া ফুল,
তুমি চুপটি করে থেকোনা,
আমি হয়ে যাবো বেকুল।

হাহাহা, মজা পেলাম ভাই, অসাধারন লিখেছেন ভাই।

তোমার জন্য গেঁথেছি আমি
বকুল ফুলের মালা।
দূরে গেলে এই হৃদয়ে
বাড়ে ভীষণ জ্বালা।

তুমি আমার স্বপ্ন রানী
সুখের ঘরের পায়রা।
যেও না কভু দূর দেশেতে
অবুঝ মনটা ছাইড়া।

মোটামুটি সবাই অনেক ভালো কবিতা লিখতে পারেন এখন দেখছি। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক চমৎকার একটি কবিতা উপস্থাপন করেছেন।

আমি তো ২০১৩ সালে ইন্টারে থেকে কবিতা লিখি। অনার্স মাস্টার করেছি বাংলায়। আর কবিতা লেখার জন্যই বাংলা ব্লগে আসা।

আর কত চুপ্টি করে থাকবে,
মোর প্রিয়তমা।
তোমার গলায় বেঁধে দেবো,
বকুল ফুলের মালা।
খোপায় দেবো রঙিন ফুলের,
সাজানো একগুচ্ছ।

বকুল ফুল তো এখন পাওয়া যায় না ভাই। কি করবেন তাহলে!

তোমায় আমি পেয়েছি,
কোন এক ভোরে।
তুমি রয়েছো আমার,
মনের মায়া ডোরে।

মনের ভিতর কেমন জানি,
ভালোবাসা কড়া নাড়ে।
ভালোবাসা কেন তুমি,
রয়েছ অনেক দূরে।

ভালোবাসা কাছে চলে আসবে ভাই, এই কবিতা পড়ে।

হাহাহা কি যে বলেন ভাই মজা লাগলো।।

ওগো প্রিয়তমা মান অভিমান সব ভুলে
করো মোরে গ্রহণ
গোধূলি লগ্নে হাটবো পথ হাতে হাত রেখে দুজন
সুখে দুঃখে যাবে দিন এক সাথে চলে।
প্রিয়তমা তুমি আমি মিলে গড়বো নতুন ঘর
শতদিকের শত বাধা কিছুই করতে পারবেনা পর
হাসি খুশী ভালোবাসায় কাটবে নিত্যদিন
প্রকৃতির মোহে আবদ্ধ হয়ে হবো মোরা সুখীন।