আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ওগো প্রিয়তমা,
তুমি কি আমায় ভালোবাসো না?
তোমার জন্য এনেছি ও-গো
বেলি ফুলের মালা,
নিয়ে ভাবি কত ভাবি
তুমি কি বুঝ না।
গোলাপের জায়গায় জবা দিয়ে
করছিলাম তোমায় প্রপোজ,
তাই বুঝি তুমি বেজায় নারাজ
চুপ-টি করে আছো।
লেখক
লেখক এর অনুভূতি:
কবিতা তো তখনই ভালো লাগে যখন কবিতার মধ্যে ভালবাসার সুখ কিংবা বিচ্ছেদের বেদনা লুকায়িত থাকে। আজ ভালোবাসার কবিতা মজার ছন্দে উপস্থাপন করেছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তোমার জন্য সাজিয়ে রেখেছি
একশত ফুলের ডালা,
খসখসে ফুলের শব্দে আমার মনে
এখন একরাশ প্রশ্নের জ্বালা
তুমি কি সত্যিই আমায় চাও না?
আমার বাগানের টাটকা ফুলে
দিতে চেয়েছিলাম তোমায় ভরিয়ে
কিন্তু তোমায় মন বুঝি পড়ে আছে
বাজারের সস্তা ফুলের মাঝে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারন হয়েছে আপনার কবিতাটি, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া,অনুপ্রাণিত হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওগো প্রিয়তম,
তুমি কি আমায় নিয়ে ভাবো?
শুধু তোমারই অপেক্ষায় থাকি
হাতে নিয়ে ফুলের মালা।
আসবে কি তুমি?
ধরা দেবে কি আমার কাছে?
উজাড় করে দেবে কি ভালোবাসা।
তোমাকে নিয়েই আমার সকল আশা।
ওগো প্রিয়তম,
সাজিয়ে রেখেছি কৃষ্ণচূড়া ফুলের মালা।
তুমি কি নেবে না বল?
ফিরিয়ে দিবে কি আমায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এভাবে করে বললে কেউ ফিরিয়ে দিবে না আপু, হাহাহা। অসাধারন হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিরিয়ে না দিলেই তো ভালো। ফিরিয়ে দিলে তো তখন কষ্ট সহ্য করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওগো প্রিয়তমা,
তুমি কি আমায় চোখে হারাও না?
তোমার জন্য এনেছি ও-গো
এক আকাশ জোছনার আলো,
স্বপ্নে হারাই ভাবে জড়াই
তুমি কি বোঝ না ?
আকাশের জায়গায় তারা দিয়ে,
কথা দিয়েছিলাম তোমায়,
ভালোবাসা বুঝি আজ বুঝেছো
হৃদয়ের আবদার শুনেছো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই চোখে হারায় ভাইয়া। না হারালে কিভাবে হবে? অনেক সুন্দর লিখেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে কোনদিন কখনো তোমাকে
ফুল দেয়া হয়ে ওঠেনি,
কিংবা ফুলের সুগন্ধ ছড়ানো হয়নি
কোনদিন কখনো,,
কি করে হবে বলো?
কখনো তো প্রপোজ করা হয়নি
কোনদিন কখনো সময় সুযোগ হলে
বকুল ফুল তোমার হাতে গুঁজে দিয়ে
বলবো এই নাও বকুল ফুলের সুগন্ধি,,,,
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ, চমৎকার হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওগো মোর প্রিয়তমা জেগে থাকো বুকে
মনের আকাশে হও সন্ধ্যারও তারা,
সুখের প্রদীপ জ্বালো ভরো আলো সুখে
এ জীবনে দুখ যেন না দেয় গো ধরা ।
হৃদয়ে তোমারে ধরে স্বপ্ন সারাবেলা
খুঁজে পাই রাত্রিদিন কবিতার ভাষা,
সাজানো মনের বাগে অলিদের মেলা
বর্ণেতে অমর হবে এই ভালোবাসা ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ অসাধারন হয়েছে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার জন্য গাঁথা বেলি ফুলের মালা
আজ প্রায় শুকিয়ে গেছে
তোমার জন্য গেঁথেছিলাম মালা
কোন এক বসন্তের বিকেলে।
গোলাপ ফুলের পাপড়ির ঘ্রাণ
তোমায় দিতে উপহার
আজো রেখেছি সেই শুকনো
গোলাপের পাপড়ি গুলো
হয়নি কভু প্রতীক্ষার অবসান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা, কবিতাটি কত আবেগ মাখা, এক কথায় অসাধারন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা মানেই তো মনের আবেগের বহিঃপ্রকাশ। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গোলাপের কাঁটা বিঁধবে বলে,
দিইনি তো আমি,
রাগ করে বসে আছো,
রাজি নয় কি তুমি?
ওগো সুন্দরী প্রিয়তমা,
রাজি হলে বলো।
তোমায় নিয়ে ঘুরবো আমি
যেথায় যাবে চলো।
🤭🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যদি চাও তুমি জুঁই চামেলী
এনে দিবো তোমায় তাই
তার বিনিময়ে তোমার হৃদয়ে
আমি চিরটাকাল থাকতে চাই।
ভালবাসা আর ভাল লাগা যত
বিলিয়ে দিবো তোমায়
তোমার খোপাতে পড়াবো আমি
জুঁই চামেলীর বোনা তাজ।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জুই এবং চামেলীর তাজ। কথাটা কখনো আগে শুনিনি ইউনিক ছিল আপনার কবিতার মধ্যে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওগো মোর প্রিয়তমা
তুমি কেন আমায় বোঝনা।
তুমায় কিনে দিবো রেশমি চুড়ি
সাথে দিবো লাল ফিতা।
তুমার মাথায় সিল্কি চুল
হাসঁলে গালে পড়ে টোল।
তোমায় নিয়ে বাধঁবো
আমি ভালবাসার ঘর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ, অসাধারন হয়েছে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার ওই নীরবতা
ভাঙছে আমার পাঁজর,
হৃদয় মাঝে উতাল পাতাল
হচ্ছে প্রতিটি প্রহর।
মুখটি ফুটে একবার বলো,
তুমি আমায় ভালোবাসো!
মান ভাঙ্গিয়ে এবার তোমায়
করবো গোলাপ দিয়ে প্রপোজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কবিতার মাধ্যমে যদি কাউকে প্রপোজ করা হয় তাহলে সে না বলতে পারবেনা। অসাধারণ হয়েছে কবিতাটি।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসো বলেই আমি তোমায়
দিয়েছি বেলি ফুলের মালা,
যদি তুমি তা ফিরিয়ে দাও সখি
বেড়ে যায় এ মনের জ্বালা।।
হয়তো আমি ভুল করে সখি
এনেছি জবা ফুল,
এইবার না হয় ক্ষমা কর লক্ষ্মীটি
আর হবে না এমন ভুল।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনার কবিতাটাও তো অসাধারণ হয়েছে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গোলাপের জায়গায় আমি দিলাম,
রক্তজবা ফুল,
বলো তুমি এইবার কি বলবে কবুল!
না-কি অভিমানি সুরে বলবে,
করেছি অভিমান, এনে দাও কৃষ্ণচূড়া ফুল!
আমি দিতে রাজি কৃষ্ণচূড়া ফুল,
তুমি চুপটি করে থেকোনা,
আমি হয়ে যাবো বেকুল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা, মজা পেলাম ভাই, অসাধারন লিখেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার জন্য গেঁথেছি আমি
বকুল ফুলের মালা।
দূরে গেলে এই হৃদয়ে
বাড়ে ভীষণ জ্বালা।
তুমি আমার স্বপ্ন রানী
সুখের ঘরের পায়রা।
যেও না কভু দূর দেশেতে
অবুঝ মনটা ছাইড়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মোটামুটি সবাই অনেক ভালো কবিতা লিখতে পারেন এখন দেখছি। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক চমৎকার একটি কবিতা উপস্থাপন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তো ২০১৩ সালে ইন্টারে থেকে কবিতা লিখি। অনার্স মাস্টার করেছি বাংলায়। আর কবিতা লেখার জন্যই বাংলা ব্লগে আসা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর কত চুপ্টি করে থাকবে,
মোর প্রিয়তমা।
তোমার গলায় বেঁধে দেবো,
বকুল ফুলের মালা।
খোপায় দেবো রঙিন ফুলের,
সাজানো একগুচ্ছ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বকুল ফুল তো এখন পাওয়া যায় না ভাই। কি করবেন তাহলে!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমায় আমি পেয়েছি,
কোন এক ভোরে।
তুমি রয়েছো আমার,
মনের মায়া ডোরে।
মনের ভিতর কেমন জানি,
ভালোবাসা কড়া নাড়ে।
ভালোবাসা কেন তুমি,
রয়েছ অনেক দূরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালোবাসা কাছে চলে আসবে ভাই, এই কবিতা পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা কি যে বলেন ভাই মজা লাগলো।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওগো প্রিয়তমা মান অভিমান সব ভুলে
করো মোরে গ্রহণ
গোধূলি লগ্নে হাটবো পথ হাতে হাত রেখে দুজন
সুখে দুঃখে যাবে দিন এক সাথে চলে।
প্রিয়তমা তুমি আমি মিলে গড়বো নতুন ঘর
শতদিকের শত বাধা কিছুই করতে পারবেনা পর
হাসি খুশী ভালোবাসায় কাটবে নিত্যদিন
প্রকৃতির মোহে আবদ্ধ হয়ে হবো মোরা সুখীন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit