আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
এসে গেলো নতুন বছর,
নতুন ভাবে কাটবে,
পুরনো বছরের সবকিছুই,
স্মৃতি হয়ে থাকবে।
আনন্দ হচ্ছে, খুশিও লাগছে,
নতুন বছর আলো দিয়ে সাজছে।
পুরনো দিনের কথা গুলো,
শুধু যেন কানে বাজছে।
লেখিকা
লেখিকার অনুভূতি:
আবারো নতুন একটা বছর চলে আসলো। তবে পুরনো বছরটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কিন্তু পুরনো বছরের অনেক স্মৃতি আমাদের মনে রয়েছে। ভালো খারাপ সব স্মৃতি গুলো যেন ভোলার নয়। তবে সবকিছু মেনে নিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে হবে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অতীতের আছে যত,
দুঃখ দুর্দশা আর গ্লানি।
ধুয়ে মুছে শেষ হোক,
এটাই নতুন বছরের বাণী।
নতুনের আলোক ধারায়,
মনকে আজ আনন্দে ভাসাই।
মন থেকে সব হিংসা বিদ্বেষ,
আজ যেনো দূরে পালায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আবার গেল রাত ফুরিয়ে
জাগলো নতুন ঊষা
নতুন ভোরের নতুন কিরণ
কাটলো অমানিশা
সেই বছরে কাটলো বিকেল
হাজার স্মৃতি নিয়ে
নতুন কথা বাজলো কানে
নতুন গান শুনিয়ে
জ্বলছে আলো, বুনছি খুশি
হিমেল পরশ মাঝে
সবাই মিলে সাজছি মোরা
নতুন নতুন সাজে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরনো কথা পুরনো ব্যথা
সবই থাকবে সাথে,
নতুন এসে পুরনো হবে
স্মৃতির ঝুলি ভরবে।
তবুও স্বপ্ন দেখব মোরা
আশায় বুক বাঁধব,
চলার পথ কঠিন হলে
শক্ত হতে শিখব।
ভাঙন থাকবে গড়াও থাকবে
আলোর সাথে অন্ধকার,
থাকবো মোরা সবার পাশে
এই হোক নতুন বছরের অঙ্গীকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেঘলা আকাশ কুয়াশা ভরা শহর
চলে এলো মোদের মাঝে নতুন বছর;
অতীতের সব সোনালী স্মৃতি
থেকে যাবে মনে, হয়ে সারি সারি।
নতুন বছরের আগমনে,মনে বইছে সুখের ধারা
চারিদিকে বইছে আনন্দ, সব হয়ে আছে রমরমা।
আবার পুরনো হয়ে যাবে নতুন এই বছর
এভাবেই ভরতে থাকবে আমাদের স্মৃতির শহর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন স্বপ্ন, নতুন আশা,
মুছে যাবে দুঃখের ভাষা।
হৃদয়ে সঞ্চার হবে আলো,
জীবন পাবে নতুন ভালো।
পুরনো ভুলের নেবে শিক্ষা,
নতুন পথে পাবে দীক্ষা।
সময় চলুক শুভ্র গানে,
নতুন বছর থাকুক প্রাণে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন বছর নব সূচনা,
নতুনের জয়গানে দিবানিশি ঢাকা,
পুরোনো বছরের দিনলিপিগুলি,
বাক্সবন্দী হয়ে এখন স্মৃতির পাতা।
খুশির জোয়ারে মাতোয়ারা প্রাণ,
আলোকসজ্জা আর ফুটছে শব্দবাজীর ফোয়ারা।
পুরোনো দিনের মুহূর্তগুলি,
ঝংকারময় রাতের এক ঝিঁঝিঁপোকার আস্তানা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন দিনের কথা ভেবে
পুরাতন ব্যাথা ভুলে গিয়ে
দেখবো আবার নতুন স্বপ্ন
গড়বো মোরা সুখের ভাবন।।
নতুন দিনের নতুন আলো,
কাটবে দিন অনেক ভালো,
এমন আশা থাকুক বুকে,
সবার সাথে থাকবো মিশে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন দিনে নতুন আশা
পুরাতন স্মৃতিগুলো ভালোবাসার ।
নতুন স্বপ্ন নতুন পথ চলা
পুরাতন স্মৃতিগুলো হৃদয়ে বুনছে বাসা।
নতুন বছরে উৎসাহ উদ্দীপনা
আনন্দ উল্লাসে মন মেতেছে ।
পুরাতন দিনগুলো স্মৃতিতে আবেগে হৃদয়
নতুন দিনের প্রত্যাশায় জীবন সাজিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নতুন দিনের নতুন স্বপ্ন
পুরাতনকে হৃদয়ে রাখবো,
হৃদয়ে যত আনন্দ
সফলতায় সাথে দিনযাপন হোক
এইতো মোর প্রার্থনা,
হিংসা বিদ্বেষ ভুলে
সবাই সবাইকে আপন করে,
হৃদয়টাকে ভালোবাসায় ভরিয়ে রেখে
মিলেমিশে পথে চলা,
এটাই হোক নতুন বছর
নতুন দিনগুলোর অঙ্গীকার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit