এবিবি-ফান প্রশ্ন- ৪৫ || রঙ্গিন স্বপ্ন ও সাদা কালো স্বপ্ন বলতে কি বোঝায়?

in hive-129948 •  2 years ago 

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

রঙ্গিন স্বপ্ন ও সাদা কালো স্বপ্ন বলতে কি বোঝায়?

প্রশ্নকারীঃ

@blacks

প্রশ্নকারীর অভিমতঃ

যে স্বপ্নে রাজকন্যা আসে সেটাই রঙ্গিন স্বপ্ন আর যে স্বপ্নে টেনশন আসে সেটাই সাদাকালো।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙ্গিন স্বপ্ন ও সাদা কালো স্বপ্ন বলতে কি বোঝায়?

প্রথমে স্বপ্নের রং নির্ধারণ করতে যেতে হবে পরিক্ষাগারে,তারপর জানা যাবে প্রেমভর্তি রঙ্গিন স্বপ্ন নাকি কুসংস্কারে ভরা পুরোনো দিনের চিন্তাধারায় তৈরি সাদা কালো স্বপ্ন।।

যথার্থ কহিয়াছেন আপনি, কিন্তু যদি পরীক্ষাগারে জীবানুতে ভর্তি থাকে, তখন আপনি কি করিবেন? হা হা হা

তারজন্য বাড়ি থেকে স্যানিটাইজার,ডেটল সাবান নিয়ে যেতে হবে ভাইয়া।হি হি☺️

ওরে বাবা এতো দেখি খরচা বাড়ানোর বুদ্ধি

প্রাথমিক চিকিৎসায় বেশি খরচা হয় না ভাইয়া, কিন্তু স্বপ্নের রোগ ছড়িয়ে গেলে তা সারানো দায়,হি হি।

ভাই বর্তমানে যে ভেজালের বুক এখানে কেমিক্যাল দিয়ে আপনার স্বপ্নকেরঙিন বানায়ে দিবে এমনি

ভাই ঠিক বলেছেন।

একদম পানির মতো সোজা, বিয়ের আগেরটা রঙিন আর বিয়ের পরেরটা সাদা কালো। বুঝলেন নাতো, যদি কল্পনায় প্রেমিকার ছবি ভাসে তাহলে সেটা হবে রঙিন আর যদি কল্পনায় বউয়ের ছবি ভাসে তাহলে সেটা নিমিষেই সাদা কালো, হা হা হা। আর কি বললে মামলা হয়ে যাবে।

মামলা কি ভাবী করবে?🧐🧐

আপনি কি ভাবির নাম স্মরণ করে দিচ্ছেন, মতলবতো ভালো না আপনার হা হা হা

না,,,, মাঝে মাঝে ভাবীকেও তো স্মরণ করতে হয়। নাইলে রাগ করবে যে।

আপনার কথার সাথে সহমত পোষণ করছি।।

আহেন ভাই কেউ দেখার আগে বুকে চলে আসেন।

ভাইয়া আপনাদের ব্যাচেলর দাবি করতেছেন আপনার ভালবাসার মত কোন মানুষ নেই এটা কি ভাবি জানে।।

ভাবি যদি এটা দেখে নির্ঘাত মামলা খেয়ে যাবেন। আপনাকে একটা দৌড়ানি দিবে আর বলবে পালাবি কোথায় !! হা হা হা।

হায় হায় করছেন কি, কেন আবার ভাবির নাম নিলেন, বারোটা আমার বেজেই যাবে দেখছি হি হি হি

তাহলে আপনার তো রঙিন স্বপ্নগুলো আজকেই সাদা কালো হয়ে যাওয়ার উপক্রম !!!

তাহলে অবিবাহিতরা কি কখনো সাদা কালো স্বপ্ন দেখেনা?

স্বপ্নের মধ্যে যদি স্বর্গ থেকে সুন্দরী রমণী নিচে নেমে এসে আমাকে বলে, তুমি কি এখনো আমার জন্য সিঙ্গেল আছো। আমি তোমার প্রেমে পড়ে হাবুডুবু খেতে চাই, সাঁতার কাটতে চাই তোমার মনের গহীন সমুদ্রে। তাহলে সেটা নিঃসন্দেহে রঙিন স্বপ্ন। আর যদি স্বপ্নের মধ্যে কোন পাওনাদার টাকার জন্য তোমার বাড়ির দরজার সামনে এসে ভাঙচুর করে তাহলে সেটা সাদা কালো স্বপ্ন(দুঃস্বপ্ন)। অনেক সময় বৌয়ের মুখটা স্বপ্নের ভিতর চোখের সামনে ভেসে ওঠে, সেটাও বিশেষভাবে সাদাকালো স্বপ্নের অন্তর্ভুক্ত।

বাকি নিয়ে খেলে তো পাওনাদাররা স্বপ্নের মধ্যে আসবেই ওই টাকাগুলো দিয়ে দিয়েন ভাই 😂😂😂😂

বিয়ে বাড়িতে শত শত সুন্দরী মেয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে এটা হল রঙিন স্বপ্ন
আর বিয়েটা আমার এটাই হল সাদা কালো স্বপ্ন।
আবার ভোটের আশায় এই কমেন্ট করলাম এটা রঙিন স্বপ্ন,আর কমেন্ট দেখে বউ ঠ্যাঙ ভেঙ্গে দিল এটা সাদা কাল স্বপ্ন।

হা হা হা মজার ছিলো, ভোটের আশার বিষয়টি

শুধু কি ঠ্যাং ভাঙবে হাতে লাঠি ধরিয়ে দিবে হা হা হা।

তাও ঠিক ভাই।হাহাহাহাহাহা

বউ ঠ্যাঙ ভেঙ্গে দিলো কিনা জানতে চাওয়া আমার মনে।

এদিকে এখনো ভয়ে বাড়ি ঢুকতে না পারা আমি

রঙ্গিন স্বপ্ন হলো শশুড়ের টাকায় বাইক কিনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরা,সুইজারল্যান্ডে হানিমুনে যাওয়া আর সাদা কালো স্বপ্ন হলো বউ হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে বলে ঘরে চাল নাই, তেল নাই, পেয়াজ নাই,লবন নাই হা হা হা....

খাইছেরে ভাই, যা বলছেন আপনি হৃদয়টা ক্ষুত হয়ে উঠলো, হি হি হি

শশুরের টাকায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন এত বড় দুঃসাহস আপনার হা হা হা !!!!

হায় হায় বলে কি এমন রঙিন স্বপ্ন দেখলে স্বপ্ন ভাঙ্গা নয় নিজের হাড়গোড় ভাঙ্গা হয়ে যেতে পারে।

যখন কোনো ব্যক্তি ভালোভাবে চুলে শ্যাম্পু করে, সাবান দিয়ে ইচ্ছেমতো ঘষে গোসল করে একদম ফ্রেশ হয়।তারপর পারফিউম লাগিয়ে বা ব্র্যান্ডেড মেকআপ করে, রঙিন জামাকাপড় পড়ে কোনো স্বপ্ন দেখে তা হয় রঙিন স্বপ্ন। 😜😜
আর যারা কাদামাটি মাখা গায়ে কাজ করতে করতে স্বপ্ন দেখে সেটা হলো সাদা-কালো স্বপ্ন। 😆😆

তাহলে তো আপনার স্বপ্নগুলো সব সময় রঙিন থাকে হা হা হা।

জি ভাইয়া, সাদা-কালো স্বপ্ন দেখে লাভ কি,
পূরণ হোক বা না হোক রঙিন স্বপ্ন দেখেই যাবো😆😆

স্বপ্ন দেখার জন্য বুঝি এত প্রসাধনী ব্যবহার করা প্রয়োজন?

নয়তো আর রঙিন স্বপ্ন হইলো কই,এখন তো রাঙাতে হলে সাজাতে হয়।

চোখে রঙীন লাল টকটকে একটি লেন্স পরে চোখ বন্ধ করতে হবে হাসিমুখে তাহলে স্বপ্ন রঙীন হবে আর সাদাকালো মিক্সড লেন্স পরে দুঃখিত মুখ নিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন হবে সাদাকালো।

যখন আপনি কোনো রমনীর সৌন্দর্যে পাগল হবেন বা প্রেমে পড়বেন তখন আপনি শুধুই রঙিণ স্বপ্ন দেখবেন।

কিন্তু যখন আপনার বিচ্ছেদ হবে বা রমনীর আসল রুপটা বেরিয়ে আসবে তখন আপনি যত ভালো স্বপ্নই দেখেন না কেন সেটা সাদাকালোই হবে।।

যে জীবনে একবার এই আসল রূপ দেখেছে সে আর কোনদিন রঙিন স্বপ্ন দেখতে চাবেনা।

রঙ্গিন স্বপ্ন হচ্ছে রোমান্টিক স্বপ্ন, যা একজন প্রেমিক অথবা একজন প্রেমিকা একে অপরকে নিয়ে দেখে। (রঙ্গিন স্বপ্ন দেখতে সেই মজা) আর সাদা-কালো স্বপ্ন হচ্ছে ভূতের স্বপ্ন (একেবারে যাচ্ছেতাই স্বপ্ন)।

বিয়ের আগের স্বপন গুলো ছিল রঙ্গিন , যা সারাদিন -রাত ঘুমিয়ে দেখা যেত। আর বিয়ের পরের স্বপন গুলো হলো সাদা কালো , কারন বাস্তবতার জীবন তারা করে , তাই আর আগের মত ঘুমিয়ে স্বপন দেখা হয় না।হাহাহাহ

বিয়ের আগে স্বপ্ন দেখলে সব রঙিন স্বপ্ন। আর বিয়ের পর সব সাদা কালো।😆😆

আকাঙ্খিত নতুন কিছু পাবার হাতছানিকেই বলে রঙ্গিন স্বপ্ন, চিরাচরিত নিয়মে জীবন চলার নাম হচ্ছে সাদাকালো স্বপ্ন।

রঙ্গিন সপ্ন হলো যে সপ্ন জেগে থাকতে দেখা হয়, আর রাতে ঘুমের মধ্যে অন্ধকারে যে সপ্ন দেখ হয় সেটা হলো সাদাকালো সপ্ন।

ঘুমিয়ে ঘুমিয়ে যে মিথ্যা স্বপ্ন দেখি সব রঙিন স্বপ্ন। আর জেগে উঠলেই সব সাদা সাদা কালো কালো।😅😅

এই জন্যই আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন, আসল রহস্য তাহলে এটা

মাঝে মাঝে রঙিন চশমা লাগিয়ে জেগে জেগে স্বপ্ন দেখি। 😅😅

তাহলে দিনের বেলা ঘুমাতে যাওয়ার সময় রঙিন চশমা পাশে নিয়ে ঘুমাবো হি হি হি

চুপিচুপি বলেন ভাইয়া সবাই শুনলে আবার রঙিন চশমার দাম বেড়ে যাবে। 😅😅

বাহ! ভালো আইডিয়া পেলাম তো ব্যবসা করার

স্বপ্ন দেখা ভালো তবে অতিরিক্ত স্বপ্ন দেখলে সাদাকালো টিভির মতো সব ঝিরঝির করবে। 😅😅

বিয়ে করার আগে বউকে নিয়ে যখন নানান ধরনের স্বপ্ন দেখি সেটাই রঙিন স্বপ্ন।
আর বিয়ে করার পর যখন টেনশনে দৌড়ানি শুরু হয় সেটাই সাদা কালো স্বপ্ন।

গভীর ঘুমের স্বপ্নটা হচ্ছে রঙিন স্বপ্ন আর হালকা হলে ঘুমের স্বপ্নগুলো হচ্ছে সাদা কালো স্বপ্ন।

রঙিন স্বপ্ন হচ্ছে রাত্রে যখন স্বপ্নে দেখি গার্লফ্রেন্ড নিয়ে সাগর পাড়ে ঘুরছি।। স্বপ্ন ভাঙার পরে সকালে যখন মনে পড়ে আমার কোন গার্লফ্রেন্ড নেই এটাই সাদাকালো।।

রঙিন স্বপ্ন দিয়ে জীবনটাকে রাঙিয়ে ফেলেন।

আগে সাদাকালো টিভি দেখতে হয় তারপর রঙিন টিভি কিনে আনতে হয়, আগে ঠিক করুন কাকে নিয়ে ঘুরতে যাবেন তারপর না হয় সমুদ্রপাড়ে হাঁটা যাবে।

কাল্পনিকটা ভেবে মানুষ যে স্বপ্ন দেখে সি টা হল রঙ্গিন স্বপ্ন, আর বাস্তবটা মেনে এগিয়ে যাওয়া পথে যদি বাধা হয় তা হল সাদা কালো স্বপ্ন ।সাময়িক মনের প্রশান্তি জন্য রঙ্গিন স্বপ্নটাকে বেশি ভালবাসে মানুষ ।

রঙিন স্বপ্ন হলো গার্লফ্রেন্ডকে বিয়ে করা।সাদা কালো স্বপ্ন হলো ওই গার্লফ্রেন্ডকে বিয়ে করার পরের অবস্থা।😁😁😁

বিয়ে হয়ে যাওয়ার পর স্বপ্ন দেখা ঠিক নয় ভাই 😂🙄

আপনার পাশে থাকা রমনী যদি জিন্স আর টপ পড়ে থাকে তাহলে সেটা রঙিন সপ্ন। আর আপনার পাশে থাকা রমনী যদি তাতের শাড়ী পরে, নাকে নুলক লাগায় আর মাথায় ২ টা বেনী করে তাহলে সেটা সাদা কালো সপ্ন।

সাদা কালা সাদা কালা রঙ জমেছে সাদা কালা।

হেহেহে এটাতো এমন হয়ে গেল নিজের ডিপার্টমেন্ট এর বান্ধবী আর ভার্সিটির সিনিয়র আপু 😂😂😂

বেশ চিন্তায় পড়ে গেলাম ভাই । বয়স আমার বেশি না , ওরে ও টুকটুকির মা । খালি চুল গুলো পাইকা গেলো বাতাসে । এমন স্বপ্ন এখন দেখতে মানা - বাণীতে গিন্নি ।

কোন স্বপ্ন দেখতে মানা রঙিন স্বপ্ন নাকি সাদাকালো 😂😂

হায়রে পানির মতো সহজ একটা জিনিস আপনারা বুঝলেন না। কি আর করা তাহলে একটু বুঝিয়ে বলি। আসলে রঙিন স্বপ্ন মানে রঙিন টিভি, যেমনঃ মেহেদী ও ময়ুরী। আর সাদা কালো স্বপ্ন মানেই সাদাকালো টিভি, যেমনঃ শাবানা ও আলমগীর। হাহাহাহাহাহা......

মেহেদী আর ময়ুরী আপনার মন্তব্য দেখেতো খুশিতে লাফাতে থাকবে হি হি হি

শৈশবের সময়টাই রঙিন ছিল, এখন পড়ার চিন্তায় মাথার চুল পড়ে যাচ্ছে। সাদা কালো টিভির মতো

ভাই মাথাটা ঢেকে রাখেন, তাহলে কেউ বুঝতে পারবে না, হি হি হি

মাথা কোথায় লুকায় 🙆‍♂️🙆‍♂️

এটাতো বাস্তবিক উত্তর হয়ে গেল হাজারো ছেলেরা কি সমস্যা 😂

সাধারণত ভালো কিছু দেখলে বা নিজের আকাঙ্ক্ষার স্বপ্ন দেখলে আমরা রঙ্গিন স্বপ্ন বলি। কখনো যদি খারাপ স্বপ্ন দেখি তাহলে সেটা সাদা কালো স্বপ্ন বলি।

এটাও হতে পারে, তাহলে রঙিন এবং সাদা কালোর মাঝখানেও একটা স্বপ্ন থাকা উচিত।

রঙিন চশমা পড়ে ঘুমালে স্বপ্ন হবে রঙ্গিন। আর সাদা কিংবা কালো চশমা পরে ঘুমালে স্বপ্ন হবে সাদা কালো।

আচ্ছা তাহলে চোখের কোন দোষ নেই এখানে, সব চমশার ঘাড়ে চাপিয়ে দিলেন?

দোষটা অন্যের ওপর চাপিয়ে দেয়াই বুদ্ধিমানের কাজ। 😜

হুম আর এই কাজে আপনারা সব সময়ই ওস্তাদ, হি হি হি

মেয়েরা সব কাজেই ওস্তাদ 😎

যে স্বপ্ন ছুঁয়ে দেখা যায় সেটাই রঙিন স্বপ্ন
আর যে স্বপ্ন চিরো অধরা থাকে সেটাই সাদাকালো স্বপ্ন✌️

আমি রাতে স্বপ্ন কি দেখেছি সেটা সকালে ভুলে যাই, আমার কাছে রঙিন মানেই বিলাসিতা।

রঙিন স্বপ্ন হলো পাবনা যেনও কুটি পতির ছেলের প্রেমে হাবুডুবু খাওয়া.আর সাদা কালো স্বপ্ন হলো সকালে ঘুম থেকে উঠে ছেঁড়া খাতায় ঘুমিয়ে থাকা.

স্বপ্নতে শুধু কেন কোটিপতির ছেলেরাই আসে, কেন শুধু রাজপুত্ররা ই স্বপ্নতে আসার অধিকার রাখে। মধ্যবিত্ত ছেলেরা কি কারো স্বপ্নে আসতে পারে না? 🙄

আমার মতে রঙ্গিন স্বপ্ন হচ্ছে সেটা যেটা আমরা মন থেকে চেস্টা করলেই পূরণ করতে পারি। অপরদিকে সাদা কালো স্বপ্ন হচ্ছে সেটা যেটা কখনো পূরণ করতে পারবোনা জেনেও স্বপ্ন দেখে যাই।

আমি তো মনে করি যেটা পূরণ করতে পারব না সেটাই বেশি রঙিন হয়ে থাকে।

যখন দুটি মন প্রেমের সাগরে ভাসতে থাকে তখন সবকিছু রঙিন স্বপ্নের মতো লাগে আর যখন তাদের প্রেমের সম্পর্কটা তাদের পরিবার জেনে গিয়ে না মেনে নেয়,তখন সেই রঙিন স্বপ্নটা সাদাকালো স্বপ্নে পরিনত হয়।

রঙিন স্বপ্ন

মানুষ যখন কাউকে ভালোবাসে কিংবা কারো প্রেমে হাবুডুবু খায় তখন তাকে নিয়ে যে স্বপ্ন দেখে সেটা রঙিন স্বপ্ন, সে স্বপ্নে রয়েছে অনেক আনন্দ, উচ্ছাস, অনেক আশা।

সাদা কালো স্বপ্ন

যখন মানুষটা নিজের দায়িত্ব বোঝা শুরু করে, পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া শুরু করে, যখন রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, নিজের রঙিন স্বপ্ন গুলোকে মাটিচাপা দিতে হয়, তখন সে নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করে সেটা হল সাদাকালোর স্বপ্ন ।

জীবনের লক্ষ্য স্থির করা, রঙিন স্বপ্ন। জীবনের উত্থান পাতান, সাদা কালো স্বপ্ন।