আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
তাহলে বেচারা ডেন্টিস্টদের জীবিকা চলবে কীভাবে? একারণেই বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না। আপনাদের কি মনে হয়, জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বাঙালিরা সবকিছু গিলে খেতে বেশ পছন্দ করে 😍🙃 রাজা থেকে প্রজা সবাই শুধু গিলে আর গিলে 🦆 আর ভাই সবারই তো বেঁচে থাকতে হবে বাঙালি যদি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় তাহলে ডেন্টিস্টের অবস্থা যে, করুন হয়ে যাবে। 🤓
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পর প্যাকেট ফাটিয়ে দাঁতের যত্ন নেওয়ার লোক হল বাঙালি পাবলিক। আর যখন টুথপেস্ট থাকে তখন তো ব্রাশ করার কথাই ভুলে যায় বাঙালি। বেচারা বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না।🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবই সেই অবশ করার সুই আর ব্যাথা পাওয়ার ভয়ে আর ডেন্টিস মোটর এর সেই শিরশিরানির ভয়ে। আমরা বাঙ্গালীরা ব্যাথায় কোঁকড়াবো, কান্না করবো, গরম পানিতে লবন মিশিয়ে কুল্কুচি করবো তবুও ইঞ্জেকশনের ভয়ে ডেন্টিসদের কাছে যাবোনা। কিন্তু যেদিন চলে যাবে দাঁত সেদিন সে হয়ে যাবে কাঁত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাঁতের মর্যাদা বৃদ্ধির জন্য প্রচুর টুথ পেস্ট এর প্রয়োজন।কিন্তু বাঙ্গালীতো মাগনায় সব কিছু পেতে পছন্দ করে।তাই দাঁত পরিস্কার করার জন্য চুলার ছাই ব্যবহার করে।ফলে যা হওয়ার তাই হয়। দাঁত ক্ষয় হয়ে সকল দাঁত পরে যায়।আর একে বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিয়ে জানে না বাঙ্গালী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আম্মার ফেভারিট বাণী এটি! মা-বাবা থাকতে আমরা তাদের সঠিক মর্যাদা দেয় না! যখনই তারা মারা যায় তখনই আমরা বুঝতে পারি আসলে তাদের ছাড়া কেউ আপন ছিল না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় 🙂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারণ বাঙালিরা অলস বেশি তাই তারা গড়ার থেকে ভাঙতে বিশ্বাসী।এইজন্য তারা দাঁতের মর্যাদার থেকে দাঁত ক্ষয়ে যাওয়াকে বেশি পছন্দ করে☺️☺️.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা কিন্তু বেশ বলেছেন!! অলস বলে গড়ার চেয়ে ভাঙতেই বেশি সহজ!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালিরা খাওয়া প্রেমি হয় , অতিরিক্ত খাওয়ার চক্করে বাঙালিরা দাঁতের কথা ভুলে যায় । এইজন্য দাঁত থাকতে বাঙালিরা দাঁতের মর্যাদা দেয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালির পান্তা ভাত খাওয়ার অভ্যাস আছে, তাই বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাঁত থাকলে তো চিবিয়ে কষ্ট করে খেতে হবে, আর দাঁত না থাকলে লিকুইড খেতে পারবে কষ্টবিহীন । এজন্যই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না বা বোঝার প্রয়োজন হয় না ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বউ যখন মজার মজার খাবার রান্না করে, তখন খেয়ে খেয়ে মোটাতাজা হয় এবং বাহিরে গিয়ে সখিনা,রহিমাদের সাথে পরকীয়া প্রেম করে🤣🤣। পরকীয়া প্রেমের কথা জানতে পেরে বউ যখন ডিভোর্স দিয়ে দেয়, তখন খাবার ভালোভাবে না পেয়ে হাড়ে হাড়ে টের পায়। আর তখন পরকীয়া প্রেমের ভূত মাথা থেকে দূর হয়ে যায়। সেজন্যই বলা হয় বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না😂😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাস্তব কিছু কথা তুলে ধরলাম। আসলে বাঙ্গালী দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, এখানে বাবা-মাকে মাধ্যমে আমি বুঝিয়ে বললাম, বাবা মা যখন পাশে থাকে তখন আমরা কখনোই বুঝতে পারিনা দাঁতের মর্মটা, যেই বাবা-মা দুনিয়া থেকে চলে যায় তখনই আমরা বুঝে যায় দাঁতের মর্মটা।আমরা খুব সহজেই পেয়ে যাই বলে আমরা মর্যাদা দিতে পারি নাই, একটা কথায় আছে অতিরিক্ত ভালোবাসা পেলে মানুষ সস্তা মনে করে, তেমনি অতিরিক্ত সবকিছুই মানুষ সবসময় সস্তা মনে করে। তাই মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না খুব সহজে পেয়ে যায় বলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালি কেন আপু প্রায় সবাই এমনই। আসলে কোন কিছু কাছে থাকতে সেই জিনিসের মর্যাদা কম বুঝেন। যখন জিনিসটা জীবন থেকে হারিয়ে যায় তখন সেই জিনিসের মর্মতা কেমন তা বুঝতে শিখে। যদি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতো তাহলে জীবনে মানুষ কখনো ভুল করত না। আসলে এটা বাঙালির ক্ষেত্রে অনেক বেশি হয় সেটা ঠিক বলছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সামনে যদি নতুন নতুন ভাবি থাকে,নতুন নতুন গার্লফ্রেন্ড থাকে তাহলে পুরাতন মানুষের মর্যাদা দেয় কে...? অন্যদের থেকে লাথি না খেলে বাঙ্গালী পুরাতন মানুষের মূল্য দেয় না,হে হে হে।🤪🤪
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাবিকে মেনশন দেওয়া হোক🙃🙃
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কারন হলো বাঙালির স্বভাবই এমন। ভালো জিনিস কখনো তাদের সহ্য হয়না এবং তার মর্যাদা দিতে চায় না। যখন অকালে দাঁতগুলো হারায় তখন মাংস খেতে আফসোস করে 🤪
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা দেয় না, কথাটির বিভিন্ন অর্থ রয়েছে, তবে মূল বিষয়টি হচ্ছে আমাদের কাছে বর্তমানে যে জিনিসটা থাকে সে জিনিসটাকে আমরা কখনোই মূল্যবান মনে করি না কিংবা সে জিনিসটাকে আমরা আদৌ যত্ন করি না। কারণ হচ্ছে একটা উদাহরণে বুঝাই প্রতিদিন যদি বিরিয়ানি খান তাহলে সেটা অবশ্যই আপনাকে একঘেয়েমি লাগবে অবশ্যই। তেমনি ঠিক একই জিনিস আপনার সামনে বা কাছে যদি বারংবার পেয়ে যান তাহলে ওই জিনিসটার প্রতি আমাদের যত্ন কিংবা মূল্য কমে যায়, এবং সেগুলো আমরা মোটেও মূল্য দেইনা। ঠিক তারই আঙ্গিকে গিয়ে উপরের প্রশ্নটি করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একজন মানুষ বিনা পরিশ্রমে পাওয়া হীরার টুকরাও অযত্নে, অবহেলায় মূল্যহীন অবস্থায় ঘরের এক কোণে ফেলে রাখে, ঠিক অপরদিকে একজন রিকশাচালক তার সামান্য পরিশ্রম দিয়ে যদি একটি ঘড়ি কিনে তবে সে ঘড়িটির সে যত্নের সীমা রাখে না। মূলত মানুষ এমনটাই যখন মা-বাবাও বেঁচে থাকে তখন মা বাবার যত্ন করা হয় না কিন্তু যখন চলে যায় তখন একজন সন্তানই বোঝে মা-বাবা ছাড়া কতটা অসহায়ত্ব লাগে। এক কথায় যখন আমাদের নিকট কোনো জিনিস দীর্ঘদিন ধরে থাকে তখন সেই জিনিসের প্রতি এমনিতেই একটা বিরক্তি চলে আসে,আর এ জন্যই ঠিক সে জিনিসটার প্রতি আমাদের অবহেলা শুরু হয়,আর মূল্য টাও কমে যায়। দাঁত থাকতে মূলত দাঁতের মূল্য দিতে জানি না আমরা, এই কথাটি তাই আমি সম্পূর্ণ যথার্থ বলে মনে করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালি এত পাগল না ডেন্টিস্ট এর কাছে যাবে আর সিরিজ কাগজ দিয়ে দাঁত ঘষে নষ্ট করে দেবে।🤩🤩 দাঁত একা একাই নাই হয়ে যাবে তবুও ডেন্টিস্টের কাছে যাবে না বাঙালি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালির স্বভাবটাই তো এমন, যে পাতে খায় সে পাতেই ফোটা করে। দাঁত দিয়ে যে বাঙালি তার পেট ভরে সেটা মনেই রাখতে চায় না। আর যখন ৩২ টা দাঁত একটা একটা করে পড়ে যায়, তখন সেই দাঁতের জন্য হাউমাউ করে কান্নাকাটি করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালি দাঁত থাকলে অনেক সমস্যা , দাঁত না থাকলে পানি খাইতে সুবিধা হয় ,প্রতিদিন দাঁত মাজতে অনেক অসুবিধা কষ্ট হয়, তাই দাঁত না থাকায় ভালো , তাই কষ্ট ও হবে না সময় ব্রাশ পেস্ট এই গুলা ও কিনতে হবে না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালি দাত থাকতে দাঁতের মর্যাদা বুঝলে ডেন্টিস্টিক কিভাবে চলবে? এজন্যই তার থাকতে তাদের মর্যাদা বোঝে না। আপনার সাথে একমত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালি এতটাই অলস যে, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করাও তাদের কাছে বোঝা মনে হয়। তারা মনে করে যদি দাঁতটা না থাকতো তাহলে আর ব্রাশ করতে হত না। কিন্তু বৃদ্ধ বয়সে যখন এই দাঁতগুলো থাকে না তখন তারা দাঁতের মর্যাদা ঠিকই বুঝতে পারে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না কারণ আমরা মনে করি দাঁত তো আছে তার আবার মর্যাদার কি দরকার কিন্তুু যখন দাঁত গুলো সব নরভরে হয়ে যায় তখন বুঝি এর মর্যাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপু যখন দাঁতগুলো নরভরে হয়ে যায় তখন এর মূল্য বুঝতে পারে। আর তখন দাঁতের মর্যাদা বেড়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না এজন্যই তারা বাঙালি। যদি বাঙালি দাঁত থাকাকালীন দাঁতের মর্জাদা বুঝত তাহলে দাঁত ৩২ এর জায়গায় ৩৩ টা থাকত। দাঁত থাকতে অনেক গর্ব করে বলে যে আমার অনেক দাঁত আছে, আমি পাথরও খেয়ে ফেলতে পারব। যখন দাঁত পরে যায় বা ভেঙে যায় তখন বুঝতে পারে দাতের কত মুল্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুধু দাঁত কেন বাঙালী কোনকিছুরই মূল্য দেয় না থাকতে।হারিয়ে গেলে তখনই সবকিছুর মর্যাদা বাড়ে।এটা বাঙালীর সহজাত প্রবৃত্তি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কে বলেছে দাঁতের মর্যাদা দেয় না দাঁতের মর্যাদা দেয় দেখেই নিয়মিত দাঁত ব্রাশ করে মর্যাদা না দিলে জীবনেও দাঁত ব্রাশ করতো না । দাঁতের মর্যাদা আছে বলেই সুন্দর দাঁতগুলো বের করে মানুষের সামনে সুন্দর হাসি দেয় ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বউয়ের হাতের মজার খাবার খেয়ে দাঁতগুলো পুরনো হয়ে যায়। তাই পুরনো দাঁত শাশুড়ি বাড়ি রেখে নতুন দাঁত পাওয়ার আশায় বাঙালি দাঁতের মর্যাদা দেয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শ্বশুরবাড়ির লোকেরা দাঁতও বসিয়ে দিবে 🤣🤣
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit