১৯তম ব্যাচের লেভেল ৪ অর্জন

in hive-129948 •  2 years ago 
স্বাগতম আপনাকে

এবিবি স্কুলের লেভেল ৪ এ সাধারণত শেখানো হয় কিভাবে নিজেই নিজের Steemit Wallet থেকে অন্য কারো Steemit Wallet এ P2P এর মাধ্যমে Steem/Sbd/Trx ট্রান্সফার করা যায়, Internal Market এ কিভাবে Steem/Sbd Exchange করা যায়, External Market এ Poloniex এর মাধ্যমে কিভাবে Steem,Trx কে Usdt te রুপান্তর করা যায়।
অনেকেই রয়েছে যারা অজ্ঞতার কারণে অযথা P2P করে,যা একটি গর্হিত কাজ।
তাই লেভেল ৪ এ লেভেল - ৩ পাশ করা সকলকে শেখানো হয় কি করে P2P ট্রান্সফার এড়িয়ে External Exchange Site Poloniex এর মাধ্যমে Steem,Trx কে USDT তে Convert করবেন।

লেভেল - ৪ এর মূল টপিক ই হলো কি করে নিজের আর্ন করা SBD,STEEM,TRX কে সঠিক পদ্ধতিতে এক্সচেঞ্জ করে উইথড্র করা যায়।এখানে আপনারা সকলেই ট্রান্সফার এবং এক্সচেঞ্জের বিষয়ে বিস্তারিত জানতে এবং শিখতে পারবেন।কারণ লেভেল - ৪ এর লেকচার শিটে সবকিছু বিস্তারিত লেখা আছে এবং ক্লাস ও পরীক্ষার মাধ্যমে সকলকে এসব বিষয়ে জ্ঞান অর্জনে সহায়তা করা হয়।

লেভেল - ৪ এর নিয়মটি হলো,প্রথমে আপনাকে লেভেল - ৪ এর ক্লাসের কয়েকদিন আগে জানানো হয় ক্লাসের বিষয় এবং বলা হয় লেকচার শিট পড়ে।সকল এক্সচেঞ্জ,ট্রান্সফার নিজে ট্রাই করার জন্যে।এরপর @moh.arif লেভেল ৪ সম্পর্কে বিস্তারিত ভাবে বলে ক্লাসটি সম্পন্ন করেন।ক্লাস শেষ হলে,ইউজারদের সুযোগ দেওয়া হয় প্রশ্ন করার জন্যে।প্রশ্ন করা হলে তাদের যথাযথ উত্তর দেওয়া হয়।এরপর প্রশ্ন পর্ব শেষ করে @nusuranur ক্লাসে উপস্থিত লেভেল - ৪ এর স্টুডেন্টদের ভাইভা নেন।যারা ভাইভা এক্সামে উত্তীর্ণ হয়,তাদের লিখিত পরীক্ষা দেওয়ার পারমিশন দেওয়া হয়।


১৯তম ব্যাচের লেভেল ৩ থেকে উত্তীর্ণ হয়ে যারা লেভেল ৪ এ এসেছে তাদের লিস্ট নিচে প্রকাশ করা হলো।
SerialStudent NameLevelProfile
1@tarique52New Member LVL-03Link ✅
2@rituaminNew Member LVL-03Link ✅
3@solaymanspnNew Member LVL-03Link ✅
4@hiron34New Member LVL-03Link ✅
5@mithila-akterNew Member LVL-03Link ✅
6@anisshamimNew Member LVL-03Link ✅
7@mehedy2526New Member LVL-03Link ✅
8@bidyut01New Member LVL-03Link ✅

১৯তম ব্যাচের ইউজাররা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে।তারা মনোযোগ সহকারে লেকচার শীট পড়েছে এবং প্রফেসর এর ক্লাস ও করেছে।তবে,সকলেই ভাইবাতে পাশ করতে পারেনা একবারে।যেহেতু,লেভেল - ৪ এ একটি মাত্র ক্লাস হয় এবং সে ক্লাসের শেষেই ভাইভা নেওয়া হয়।যারা ভাইভা তে পাশ করে,তাদের লিখিত এক্সাম দেওয়ার পারমিশন দেওয়ার পর যখন ইউজাররা লিখিত এক্সাম দেয় তখন @nusuranur পরীক্ষার সকল প্রকার ভুল-ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেন এবং তারা ভুলগুলো শুধরে নিলে লেভেল - ৪ ট্যাগ দেওয়া হয় এবং এর মাধ্যমে লেভেল ৪ অতিক্রম করেন।


১৯তম ব্যাচে পরীক্ষা দিয়ে যারা লেভেল ৪ অতিক্রম করেছে তাদের লিস্ট নিচে প্রকাশ করা হলো।
SerialStudent NameLevelProfile
1@tarique52New Member LVL-04Link ✅
2@solaymanspnNew Member LVL-04Link ✅
3@bidyut01New Member LVL-04Link ✅
4@rituaminNew Member LVL-04Link ✅
5@anisshamimNew Member LVL-04Link ✅

১৯তম ব্যাচের যারা যারা পাস করেছেন আপনাদের অভিনন্দন জানাই।আশা করছি,পরবর্তী লেভেল-৫এর ভাইভা দিয়ে আপনারা ভেরিফাইড মেম্বার হতে পারবেন।
সকলের প্রতি রইলো শুভেচ্ছা।


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

১৯তম ব্যাচের যারা যারা পাস করেছেন সবাইকে অভিনন্দন জানাই। সবথেকে বড় ব্যাপার আপনারা চমৎকারভাবে সবকিছু শিখে আমাদের মাঝে কাজ করার সুযোগ পেয়েছেন 🤗
আশাকরি চমৎকার কিছু কাজের মাধ্যমে সুপার একটিভ লিষ্টে জায়গা করে নেবেন এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন। সর্বোপরি কাজকে ভালোবেসে এগিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।

১৯ তম ব্যাচের যারা লেভেল ফোর অর্জন করতে পেরেছেন সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সামনের পথগুলো আপনার অনেক ভালো হবে দোয়া রইল।

19 তম ব্যাচের ছাত্র ছিলাম আমি। ১৯ তম ব্যাচে লেভেল- ৪ আমি খুবই দক্ষতার সাথে এবং পরিশ্রম করে অর্জন করেছিলাম। লেভেল চার থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। আমি মনে করি যারা এখন ছাত্র অবস্থায় আছেন তাদের সকলের উচিত লেভেল চার খুবই মনোযোগ সহকারে পড়ে লেভেল চার দক্ষতার সাথে অর্জন করা।

অভিনন্দন সবাইকে যারা কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ করে, এবিবি স্কুলের পরিক্ষায় পাশ করে লেভেল ৪ অর্জন করেছেন।