এ.বি.বি স্কুলের প্রথম ব্যাচ - Verified Member লেভেল অর্জন।

in hive-129948 •  3 years ago 

20220103_0033071.gif

নতুন বছরটি এ.বি.বি স্কুলের জন্য একটু বেশিই আনন্দময় ছিলো। দুই মাস পূর্বে যাত্রা শুরু হয়েছিল এ.বি.বি স্কুলের। এ.বি.বি স্কুলের প্রধান উদ্দেশ্য ছিল ইউজারদের মধ্যে স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দান করা। যেটা ইউজারদের জন্য ছিল এক বিশাল পাওয়া। সঠিক গাইডলাইনের অভাবে অনেক ব্লগার অকালেই ঝরে যেত। যেটা কখনোই কাম্য নয়। এ.বি.বি স্কুলের জন্য এখন বহু ইউজার সঠিক জ্ঞান অর্জন করে ভাল মানের ব্লগার হয়ে উঠেছে।

গত সপ্তাহে এ.বি.বি স্কুলের ১ নম্বর ব্যাচ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাদেরকে ইতিমধ্যেই রিলিজ দেওয়া হয়েছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে তাঁরা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে। যে সকল ইউজার ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের সকলকে অভিনন্দন। আমরা আশাবাদী আপনাদের এই অর্জনকে আপনারা কখনোই কলুষিত করবেন না। সর্বদা সঠিক নিয়ম মেনে, কমিউনিটির সকল গাইডলাইন ফলো করে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবেন।

এ.বি.বি স্কুলের ১ নম্বর ব্যাচের যে সকল ইউজাররা গ্রাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলঃ

SerialStudent NameLevelStatus
1@swagataVerified Member
2@svshuboVerified Member
3@selimreza1Verified Member
4@nevlu123Verified Member
5@narocky71Verified Member
6@rahimakhatunVerified Member
7@ferdous3486Verified Member
8@nurisalmVerified Member
9@shahin05Verified Member
10@robiul02Verified Member
11@sikakonVerified Member
12@sonia39Verified Member
13@neelandneelVerified Member
14@kabir21Verified Member
15@razuahmedVerified Member
16@tasonyaVerified Member
17@md-ashikVerified Member

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

break.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এবিবি স্কুলের কারণে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যা হয়তো কখনোই শিখতে পারতাম না। আর নিজে এই ভেরিফাইড মেম্বার বেচটি পাওয়ার পর অনেক ভালো লাগছে যা হয়তো বলে বোঝানোর মত নয়। নতুন ইউজারদের জন্য এবিবি স্কুল খুবই গুরুত্বপূর্ণ যেখানে এই ব্লকচেইন সম্পর্কে সবকিছু ধারণা দেওয়া হয়। ধন্যবাদ এবং কৃতজ্ঞ এবিবি স্কুল এবং এডমিন ফাউন্ডার ও আমাদের প্রফেসরগণ। তাদের কারণেই আজকে এই ব্যাচ পাওয়া সম্ভব হয়েছে আমার জন্য। শুভকামনা এবং ভালোবাসা রইলো গোটা আমার বাংলা ব্লগ বাসি।

  ·  3 years ago (edited)
নিজেকে ভেরিফাইড লিস্টে দেখে অনেক ভালো লাগছে। এজন্য প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের প্রিয় দাদাকে এই অসাধারণ প্রজেক্টটি চালু করার জন্য। সেই সাথে ধন্যবাদ দিতে চাই abb_school এর সম্মানিত প্রফেসরদের যাদের কাঠোর পরিশ্রমে আমরা এতোগুলো ইউজার ৫টি ধাপ পার হয়ে ফেরিফাইড মেম্বার হতে পেরেছি।

পরিশেষে নতুনদের উদ্দেশে বলতে চাই,
এখানে ভেরিফাইড মেম্বার হতে হলে অবশ্যই নিজেদেরও পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কিছু নেই। পরিশ্রম করেছি আজ তার ফল পেয়েছি। এখানে এসে ক্লাশ না করে শুধু শুধু পোস্ট করে লাভ হবে না। আগে নিজেকে একজন যোগ্য কনটেন্ট ক্রিয়েটর তৈরি করতে হবে। এজন্য abb_school এর ক্লাশ ছাড়া বিকল্প কিছু নেই। তাই নতুনদের বলবো আপনারা ধৈর্য ধরে ক্লাশ করুন লেভেল ৫ পর্যন্ত কম্পিট করুন ফেরিফাইড হয়ে যাবেন।

আবেগে অনেক কিছু বলে ফেলছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সবার জন্য শুভকামনা রইলো।

@sikakon

সকল ভেরিফাইড মেম্বারদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এ.বি.বি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং পুরাতন ইউজারদের জন্যও গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি নিজেও অনেক কিছু শিখতে পেরেছি।

ধন্যবাদ সবাইকে❣️

অনেক অনেক অভিনন্দন সবাইকে ❤️

abb-school এর শিক্ষার মাধ্যমে ডিগ্রি প্রাপ্ত সকল মেম্বারদের জানায় শুভেচ্ছা। অনেক কষ্টের পরে আজ আপনাদের নামের পাশে verified লেখাটি এসেছে। আমিও level ৪ এ আছি খুব তারাতারি আপিনাদের কাতারে আসতে পারব ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া রইলো।

অসাধারণ সুন্দর ভাবে আমাদের প্রত্যেকটি লেভেলের প্রত্যেকটি ক্লাস করানোর জন্য সমস্ত প্রফেসর এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রথম ব্যাচে গ্রাজুয়েশন পাস করার জন্য আমরা কতটা কষ্ট করেছি সেটা জানিনা তবে প্রত্যেকটা প্রফেসার আমাদের থেকে ১০ গুণ বেশি কষ্ট করে এবং ধৈর্যের সাথে আমাদের ক্লাস করিয়েছেন বলেই আজকে আমরা ভেরিফাইড মেম্বার ট্যাগ অর্জন করতে পেরেছি। এই প্রচেষ্টার জন্য আমি সমস্ত অ্যাডমিন মডারেটর এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এমন বহু অজানা তথ্য ছিল যা আমাদেরকে সুন্দরভাবে হাতে ধরে শেখানো হয়েছে এবং সমস্ত প্রশ্নের উত্তর খুবই ধৈর্যের সাথে দেওয়া হয়েছে। আমি আশা করব এইভাবে আমাদের এবিপি স্কুলের মাধ্যমে প্রত্যেক সদস্য জানো শিক্ষা অর্জন করতে পারে, আর আমার বাংলা ব্লগ কমিউনিটি আরও নতুন প্রতিভা নিয়ে গড়ে ওঠে।

প্রথম ব্যাচে উত্তীর্ণ সকল বন্ধুদের জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। লাল গোলাপ (❁´◡`❁) দিয়ে বরণ করে নিলাম তাদেরকে। এক ঝাঁক নতুন বন্ধুদের দেখে ভালোই লাগতেছে। সবার জন্যে শুভকামনা রইলো।

Abb- স্কুলের সাথে জার্নিটা ছিল খুবই চমৎকার । অসংখ্য ধন্যবাদ Abb- স্কুলকে । অনেক কিছু শিখেছি Abb- স্কুল থেকে । আমার নামটি ভেরিফাইড মেম্বারদের লিস্টে দেখে অনেক ভালো লাগছে । 😍

প্রথমেই ধন্যবাদ জানাই সকল মডারেটর দাদাদেরকে, দিদিদেরকে এবং দাদাকে। দাদারা ঠিক করে গাইড না করলে আমরা সত্যিই অনেক কিছু শিখতে এবং জানতে পারতাম না। এ. বি. বি স্কুলের যে এত সুন্দর উদ্যোগ আমি সেই উদ্যোগকে কুর্নিশ জানাই। আমি মনে করি স্টিমিট প্লাটফর্মকে ভালো করে জানতে হলে অবশ্যই সবার এবিবি স্কুলের ক্লাস করা উচিত। এবং এই প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা উচিত। দুই মাস পর নিজেকে ভেরিফাইড মেম্বার হতে দেখে খুবই ভালো লাগছে। এভাবেই আমার বাংলা ব্লগ কমিউনিটি অনেক দূর এগিয়ে যাক।

আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনার এবিবি-স্কুলের পরীক্ষা পদ্ধতির জন্য, আমরা এখন যাচাইকৃত স্তরে পৌঁছেছি, তবে আমরা সন্তুষ্ট যে আমরা কঠোর পরিশ্রমের পরে ভেরিফাইড হতে পেরেছি,আর এতেই আমাদেরকে স্বার্থকতা।

এ.বি.বি স্কুল চালু করা দাদার অসাধারণ একটি উদ্যোগ। আমি নিজেও এখন এ.বি.বি স্কুলের একজন ছাত্র। আমি মনে করি নতুন ব্লগার এবং পুরাতন ব্লগারদের এখানে অনেক কিছু শেখার আছে।এ.বি.বি স্কুলের সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলেছে শিক্ষাক্রম। এ.বি.বি স্কুলের ১ নম্বর ব্যাচ গ্রাজুয়েশন কমপ্লিট করা সদস্যদের আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে অভিনন্দন আপনাদের জন্য শুভকামনা রইল।

এ .বি.বি স্কুলের জন্য শুভকামনা ও সকলকে অভিনন্দন, আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, প্রথম ব্যাচের ইউজাররা গ্যাজুয়েশন কমপ্লিট করেছে এটা জেনে অনেক আনন্দিত ও খুশি হলাম, এটা আমাদের জন্য বিশাল গর্বের বিষয়।

এবিবি স্কুলের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ব্লকচেইন জার্নির ক্ষেত্রে যে সকল বিষয় জানা দরকার এবিবি স্কুলের মাধ্যমে আমরা বিষয়গুলো জানতে পেরেছি। আসলে কোন বিষয়ে সুস্পষ্ট জ্ঞান থাকলে সে বিষয়ে সাফল্য অর্জন করা সম্ভব নয়। আর এ ধারণা থেকেই আমার বাংলাব্লগের সদস্যদের জন্য এবিবি স্কুলের প্রতিষ্ঠা। এবিবি স্কুলের প্রথম ব্যাচের একজন ভেরিফাইড মেম্বার হিসেবে নিজের নাম দেখতে পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। শুভকামনা রইল এবিপি স্কুল ও এর সকল শিক্ষার্থীদের জন্য।

প্রথম ব্যাচে উত্তীর্ণ সকল বন্ধুদেরকে জানাই আমার মনের অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আমরা সব সময় আশা করব আপনারা অবশ্যই কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে আদর্শের সাথে এখানে কাজ করবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনারা যারা এই বিবি স্কুলের গ্যাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার হয়েছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আগামী দিনের জন্য ।আশা করছি আপনারা আমাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কমিউনিটির শক্তিকে বৃদ্ধি করবেন ।আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো🌹🌹🐟

নতুন ভেরিফাইড মেম্বারদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো।

সকল গেজুয়েট কে অভিনন্দন আশা করছি তারা তাদের জ্ঞান সঠিক ভাবে কাজে লাগাবে। সবার জন্য দোয়া এবং ভালবাসা।এবিবি স্কুলের প্রতিও ভালোবাসা।

আমার বাংলা ব্লকে নতুন ভেরিফাইড মেম্বারদের কে স্বাগতম । আশা করি সবাই আমার বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে কাজ করবেন । সবাইকে ধন্যবাদ ।

দাদা আজকে নিজেকে নিয়ে গর্ব করতে ইচ্ছে করতেছে। কারণ অনেক কষ্টের পর আমরা সবাই প্রথম ব্যাচ হিসাবে উত্তীর্ণ করেছি। তাছাড়া আমাদের কমিটির বড় ভাই ও আমার প্রাণ প্রিয় দাদার জন্য আমরা আজকে সফলতা লাভ করতে পেরেছি। আপনার জন্য অনেক শুভ কামনা ও ভালবাসা রইলো দাদা,,❤️❤️

সকল নতুন ভেরিফাইড মেম্বারদের কে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

এটা সত্যিই চরম একটা ভাল উদ্যোগ। নতুন ব্যবহারকারীদের স্টিমিট সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করার জন্য পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ ছিল।

যারা প্রথম গ্রেজুয়েশন অর্জন করে ভেরিফাইড মেম্বার হলো তাদের সকলের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি তারা সকলে তাদের কাজের দক্ষতা দিয়ে তাদের মর্যাদা অক্ষুন্ন রাখবে।

এবং @abb-school আন্তরিক ধন্যবাদ আমার বাংলা ব্লগ বাসীদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করে দেওয়ার জন্য

প্রথমে ধন্যবাদ জানাই সকল প্রফেসরদের যারা অনেক কষ্ট করে প্রতিনিয়ত ক্লাসের মাধ্যমে আমাদেরকে সব কিছু অর্জন করতে সাহায্য করেছে। এজন্য দুই মাস আগে যাত্রা শুরু করে, ৫ টা ক্লাস কমপ্লিট করে রিতিমত ভাইবা পরিক্ষার মাধ্যমে, অর্জন করলাম ভেরিফাইড মেম্বার লেভেল। আর বিশেষ করে এই ক্লাস গুলো করে আমাদের অনেক বেশি উপকার হয়েছে, আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এতদিন পর এই অর্জনকে অনেক ভাল লাগল এবং চেষ্টা করে যাবো সম্পূর্ণ নিয়ম কানুন মেনে প্রতিনিয়ত কাজ করে যাবো এটাই কামনা।

ধন্যবাদ জানাই আমার সকল প্রফেসর ও মডারেটরদের ভাইদের যারা আমাদের এতো কষ্ট করে আমাদের সব কিছু নিয়ম কানুন শিখিয়েছে। তাদের জন্য আমারা আজকে একজন ভেরিফি মেম্বার হতে পেরেছি। আমি নিজেকে গর্ববোধ মনে করি যে সকল প্রফেসর ও মডারেটরদের ভাইদের মান রাখতে পেরে। দাদা কে ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।

যারা ভেরিফাইড মেম্বারের যোগ‍্যতা অর্জন করেছেন তাদের কে অভিনন্দন। আপনাদের কাজ পরিশ্রমই আপনাদের এই পযর্ন্ত নিয়ে এসেছে। এগিয়ে যান আপনাদের জন্য শুভকামনা।।

যাঁরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার ট্যাগ পেয়েছেন তাদেরকে অভিনন্দন। আমি আশা করব তারা কমিউনিটির সমস্ত নিয়মকানুন মেনে চলবে এবং কমিউনিটির পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমাদের সহায়তা করবে।

যারা যারা ভেরিফাইড মেম্বার হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই ❤️ সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই @abb-school এর প্রতি, এমন অসাধারণ একটি উদ্যোগ গ্রহণ করার জন্য 🥀। আসলেই এই @abb-school এর মাধ্যমে খুব ভালো মানের কিছু ব্লগার আমরা পাবো যারা স্টীমিট দুনিয়ায় নিজেদের দক্ষতা প্রমাণ করে দেবে প্রতিনিয়ত ❤️
শুভ কামনা রইল @abb-school এবং শুভ কামনা নতুন পাস করা ব্লগারগন।

১৭ ইউজার যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের প্রত্যেকে আমার পক্ষ হতে শুভেচ্ছা জানাচ্ছে।

যারা যারা গ্রাজুয়েট করেছেন সকলের জন্যই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আপনাদের সকলের আগামীর পথচলা শুভ হোক এই প্রত্যাশাই রাখছি। আশা করছি সকলে একত্রে মিলেমিশে আমার বাংলা ব্লগ কে আরো সমৃদ্ধ করে তুলতে পারবো।

ধন্যবাদ এ.বি.বি স্কুল। লেভেল -৫ এ প্রায় আড়াই মাসের একটা দুর্দান্ত জার্নি ছিলো শিখেছি অনেক কিছু, এই শেখাটা কাজে লাগাতে চাই "আমার বাংলা ব্লগে"। নিজেকে ভেরিফাইড ব্লগার হিসেবে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। শুভকামনা আমার সকল সহযাত্রীদের জন্য।

অনেক ভালোবাসা রইলো ভেরিফাইড মেম্বার দের জন্য

অভিনন্দন সবাইকে, যারা চমৎকারভাবে নিজেদের যোগ্যতা প্রমানের মাধ্যমে আজকের অবস্থানে আসতে পেরেছেন, আপনাদের জন্য শুভ কামনা রইল।

এবিবি স্কুল থেকে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমার বাংলা ব্লগ পরিবারের সাথে তাদের তাদের চলার পথ অনেক সুখের হোক এই কামনাই করছি। সবার জন্য শুভকামনা রইল।

নতুন বছরে নতুন ভেরিফাইড মেম্বারদের শুভেচ্ছা জানাই ।আশা করি আমার বাংলা ব্লক কমিউনিটির যে সকল দিক নির্দেশনা আছে সেগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন। আপনারা এবিবি স্কুলের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

প্রথমেই আমি যারা আমার বাংলা ব্লগ কমিউনিটি এর নতুন ভেরিফাইড মেম্বার হিসেবে নিজেদেরকে পরিচয় করাতে সক্ষম হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাতে চাই। তার সাথে আমি সবথেকে বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের দাদাকে তিনি আমাদের জন্য এমন সুন্দর একটা শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করেছেন। আমি কোনদিনও চিন্তা করতে পারেনি আমাদেরকে কেউ একজন এমন সুন্দর করে স্টিমিট সম্পর্কে শিক্ষা প্রদান করবে কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটি তে যোগদান করার পরে আমার সেই সকল প্রশ্ন মন থেকে দূরে চলে গেছে। কেননা আমাদের দাদার উদ্যোগে আমার বাংলা ব্লগ কমিউনিটির এবিবি স্কুলের প্রত্যেকটি শিক্ষক অনেক আন্তরিকতার সাথে আমাদেরকে শিক্ষা প্রদান করে যাচ্ছে। আমি আশা করি আপনাদের এই শিক্ষা কোন দিন বিফলে যাবেনা আমরা সবাই এখান থেকে অনেক ভালো কিছু অর্জন করতে সক্ষম হবে। ইনশাআল্লাহ আমি নিজেকেও একদিন এই তালিকায় দেখতে সক্ষম হব এর জন্য যত পরিশ্রম করার দরকার আমি করতে সর্বদা প্রস্তুত রয়েছি।

অনেক অনেক অভিনন্দন সবাইকে ❤️

সাহসী একঝাক প্রশিক্ষণ প্রাপ্ত নতুন ইউজারদের প্রানঢালা অভিনন্দন জানাচ্ছি।

প্রথমেই জানাই এ বি বি স্কুল এর প্রতিষ্ঠাতা@rme দাদাকে জানিই আন্তরিকভাবে ধন্যবাদ। কারণ তার জন্য মূলত আমরা এত সুন্দর এবং বাংলা ভাষার এই প্রতিষ্ঠান পেয়েছি।তারপরধন্যবাদজানাইআমাদেরশিক্ষকবৃন্দ(ভাইয়া,দাদারা)তারা আমাদেরকে অনেক পরিশ্রম করে ,সুন্দর করে (A -z ) পযর্ন্ত প্রতিটা লেভেল ক্লাসে আমাদেরকে লেভেল অনুযায়ে বুঝিয়েছেন। তাঁরা না থাকলে আমরা এত সহজে বুঝতে পারতাম না। আমার ইচ্ছা এইখানে কাজ করবো ,সব নিয়ম মেনে অনেক দূর এগিয়ে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।

এ.বি.বি স্কুলের প্রথম ব্যাচের সকল Verified Member দের জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনাদের আগামীর পথ চলা অনেক সুন্দর হবে। সকলের জন্য আমার মনের অন্তস্তল থেকে অনেক অনেক থাকলো। শুভ কামনা রইলো সকলের জন্য।

আপনারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবিবি স্কুল থেকে আপনাদের সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করব আপনারা আপনাদের মেধা ও বুদ্ধি দিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে আরও সুন্দরভাবে গড়ে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতা করবেন।

আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার সবগুলো লেভেল অনেক সুন্দরভাবে অতিক্রম করে এসেছেন।। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো।

siam,.png

আমার পক্ষ থেকে সকল মেম্বারকে প্রাণঢালা অভিনন্দন,সবই তাদের কস্টের ফলাফল, abb-school এর সকল প্রসেসর ভাইয়ারা অনেক কেয়ারফুল তারা অনেক সুন্দর করে ক্লাস নিছে,বলেই আজ আমরা ১৭ জন মেম্বারকে ভেরিফাইড হতে পারেছে৷ এবং বিশেষ কৃতজ্ঞতা দাদার প্রতি💗💗💗

siam,.png

অনেক অনেক ধন্যবাদ এবিবি স্কলকে। যারা আমাদেরকে এতো সুন্দর করে শিখিয়ে পড়িয়ে দক্ষ একজন ব্লগার হিসেবে তৈরি করেছেন।নিজেকে নিয়ে অনেক গর্ব হচ্ছে যে আমি আমার বাংলার ব্লগ এর একজন সদস্য।

প্রথম ব্যাচে উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতি টি লেভেলে থেকেই অনেক কিছু শেখার আছে। এটা abb-school এর খুবই সুন্দর একটা পদক্ষেপ। আমিও অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ।

  • প্রথম ব্যাচে উত্তীর্ণ সকল বন্ধুদের রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি আপনাদের আগামী পথ চলা খুবই সুন্দর হবে এবং আমার বাংলা ব্লগ এর সাথেই থাকুন। ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই দোয়া রইল।

abb-school না থাকলে আমি স্টিমিট সম্পর্কে কিছুই জানতে পার‍তাম না। এখানে হাতে কলমে প্রফেসর গন আমাদের শিখিয়ে থাকেন। আমি ব্যক্তি গতভাবে বলব এই শিক্ষা টাকা দিয়েও কেউ কখনো নিতে পারবে না যতটা আন্তরিক আমাদের এডমিন পেনেল।যে কোন সমস্যা সমাধান করে দেয় মডারেটমহোদয় গন। খুবই ভালো লাগে বাংলা ব্লগকে ভালোবাসি বাংলা ব্লগের সবাইকে।

বেশ দীর্ঘ একটি পথ অতিক্রম এরপর ভেরিফাইড লিস্টে নিজের নামটি দেখতে পাচ্ছি😊😊। প্রতিটা ক্লাসই অত্যন্ত তথ্যবহুল ছিল এবং ভাইয়ারা যথাসাধ্য চেষ্টা করেছেন আমাদের প্রতিটি বিষয়ে স্বচ্ছ ধারণা দেবার। প্রতিটি মেম্বার যাতে করে একটি দীর্ঘমেয়াদি ব্লগিং ক্যারিয়ার শুরু করতে পারে সেজন্য @abb-school অবদান অপরিসীম। আর এসবই সম্ভব হয়েছে @rme ভাইয়ার উদ্যোগের কারণেই।

সকল গ্র্যাজুয়েটদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘ কষ্টের পর তারা অর্জন করেছে তাদের গ্রাজুয়েশন। তাদের আগামী যাত্রা জন্য রইল শুভকামনা এবং ভালোবাসা।

অভিনন্দন সব, এবং ক্রমবর্ধমান রাখা

সবাই কে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইলো।

সবাইকে অভিনন্দন । তারা যেমন কষ্ট করে লেভেল অর্জন করেছেন । আশা করি তেমনি ধৈর্য নিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে থাকবে।

সত্যি নিজেকে এই লিস্ট এ দেখে খুব গর্বিত মনে হচ্ছে। এবিবি স্কুল এর প্রত্যেক প্রফেসর কে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা অনেক সময় দিয়ে আমাদের অনেক কিছু শিখিয়েছেন। আর দাদা কেও জানাই অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের জন্য এতো সুন্দর ব্যবস্থা করার জন্য।

প্রথম ব্যাচের শিক্ষার্থীরা অনেক দক্ষতা অর্জন করেছে। কমিউনিটির টিমকে অনেক ধন্যবাদ।

যারা ভেরিফাইড মেম্বার হয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকেই জানাই শুভেচ্ছা। আশা করি আপনারা আপনাদের মেধাকে কাজে লাগিয়ে কাজ করে যাবেন। আপনাদের ব্লকচেইনের দিনগুলো ভালো হোক সেটাই কামনা করি।

এ বি স্কুল এর প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে অতিক্রম করার পর ভেরিফাইড মেম্বার হিসেবে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমরা যারা নতুন ইউজার আছি তাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে নিয়মকানুনগুলো শিখে আপনাদের অনুসরণ করতে পারি। এজন্য এ বি স্কুলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কঠোর পরিশ্রমের জন্য। ধন্যবাদ সবাইকে।

আপনার পোস্ট ছবিগুলির সাথে আমার খুব ভাল ছবি গুলি খুব ভাল লাগে আমি পছন্দ করি। 🐈

I want learn from you but due to Langue barriers I'm not joining.