এ.বি.বি স্কুলের - Verified Member লেভেল অর্জন [ব্যাচ নং -২০, ২১]

in hive-129948 •  2 years ago  (edited)

Level 5 pass

এ.বি.বি স্কুলের - Verified Member লেভেল অর্জন [ব্যাচ নং -২০, ২১]
20220103_0033071.gif

প্রায় এগারো মাস পূর্বে যাত্রা শুরু হয়েছিল এ.বি.বি স্কুলের। এ.বি.বি স্কুলের প্রধান উদ্দেশ্য ছিল ইউজারদের মধ্যে স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দান করা। যেটা ইউজারদের জন্য ছিল এক বিশাল পাওয়া। সঠিক গাইডলাইনের অভাবে অনেক ব্লগার অকালেই ঝরে যেত। যেটা কখনোই কাম্য নয়। এ.বি.বি স্কুলের জন্য এখন বহু ইউজার সঠিক জ্ঞান অর্জন করে ভাল মানের ব্লগার হয়ে উঠেছে।

এ সপ্তাহে এ.বি.বি স্কুলের আরো একটি ব্যাচ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাদেরকে ইতিমধ্যেই রিলিজ দেওয়া হয়েছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে তাঁরা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে। যে সকল ইউজার ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের সকলকে অভিনন্দন। আমরা আশাবাদী আপনাদের এই অর্জনকে আপনারা কখনোই কলুষিত করবেন না। সর্বদা সঠিক নিয়ম মেনে, কমিউনিটির সকল গাইডলাইন ফলো করে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবেন।

এ.বি.বি স্কুলের যে সকল ইউজাররা নতুন গ্রাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলঃ

SerialStudent NameLevelProfileBatch
1@tathagatachyVerified MemberLink ✅20
2@mithila19Verified MemberLink ✅20
3@rupaie22Verified MemberLink ✅20
4@faruk123Verified MemberLink ✅20
5@rongginVerified MemberLink ✅20
6@shyamshundorVerified MemberLink ✅21
7@miratekVerified MemberLink ✅21
8@shiprachaVerified MemberLink ✅21
9@tuhin002Verified MemberLink ✅21
10@bristychakiVerified MemberLink ✅20


যারা পুনরায় পরীক্ষায় বসবে নিম্নে ঐ সকল ইউজারদের নাম উল্লেখ করা হচ্ছেঃ-

Considered for re-examination

FailAbsenceOthers
@maksudakawsar@myfriendmamun@asishbarua
@samhunnahar@raihanul2512
@firozgazi

যাঁরা ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছেন আশা করি তারা কমিউনিটির নিয়ম-কানুনের উপর সব সময় সতর্ক থাকবেন ।কমিউনিটির পরিচ্ছন্নতা রক্ষা করতে সর্বদা সহযোগিতা করবেন। সদা চেষ্টা করবেন কমিউনিটির প্রত্যেকটির নিয়ম-কানুন রক্ষা করে চলার। সর্বোপরি আপনাদের জন্য শুভকামনা রইলো। আপনাদের আগামী পথচলা শুভ হোক।


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনারা যারা নতুন করে লেভেল 5 এর এক্সাম দিয়ে পাস করে ভেরিফাইড মেম্বার অর্জন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আর যারা এখনো ভেরিফাইড মেম্বার অর্জন করতে পারেননি তাদের জন্য আবারও শুভকামনা রইল।

অনেক দিন থেকে আজকের দিনটার জন্য অপেক্ষায় ছিলাম।মনে হচ্ছে চাকুরিতে প্রমোশন পেয়েছি।অ্যাডমিন,মডারেটর প্রফেসর সহকারী প্রেফেসর বৃন্দ কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।

অভিনন্দন সকল ইউজারদের, তারা প্রমাণ করেছে তারা ভালো ব্লগার হওয়ার দাবী রাখে । তাদের ব্লগিং ক্যারিয়ার সুন্দর হোক এমনটাই প্রত্যাশা করি ।

অনেকদিন ধৈর্য ধারণ করে প্রত্যেকটি লেভেলের ক্লাসগুলো সম্পন্ন করার পরে আজকে যে সকল ইউজাররা ভেরিফাইড ট্যাগ পেয়েছে আমার পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা এখন সকলেই পরিপূর্ণ একজন ব্লগার নিয়মিত কমিউনিটিতে একটিভ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল।

তোমার জন্য শুভকামনা রইল ভাগ্নে।

অনেক অনেক ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটির অ্যাডমিন মডারেটর প্রফেসর্স বৃন্দগনকে।আমার পক্ষে থেকে আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা।

আপনাদের জন্য অভিনন্দন এবং প্রাণঢালা ভালোবাসা রইলো।। আপনাদের অক্লান্ত পরিশ্রম আর প্রচেষ্টার মাধ্যমে আপনারা ভেরিফাইড লেভেল অর্জন করতে পেরেছেন খুবই ভালো লাগলো।। আশা করছি পরবর্তী সময়ে আমাদের সাথে সবাই কমিউনিটির নিয়ম-কানুন মেনে কাজ করবেন।। আপনাদের জন্য ভালোবাসা অবিরাম।।

অনেক দিন ধরে এই খুশির দিনটি অপেক্ষা ছিলাম ।আজ সেই খুশির দিনটি আজ এলোর আমাদের মাঝে ।আজ যাদের অনুপ্রেরণা আর অক্লান্ত পরিশ্রম করে, আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমার বাংলা ব্লগের নিয়ম কানুন আর ব্লগির বিষয়ে সঠিক জ্ঞান,ধারণাগুলোর আমাদের কে অনেক ভাল ভাবে শিখিয়েছেন ।এবিবি স্কুল সকল প্রফেসর ,সহকারী প্রেফেসর, আমার বাংলা ব্লগের অ্যাডমিন,মডারেটদের ,আমার অন্তরস্তল থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জাপন করছি ।

নতুন ভেরিফাইড মেম্বারদের জানাই প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক বাদ। দোয়া করি আপনাদের জন্য যেন আগামীর পথ চলা সহজ হয়।

অনেক পরিশ্রম, অনেক অপেক্ষা, অনেক রাত জাগা, অনেক পড়াশুনার পর এই ট্যাগ পেয়েছি। আমার মত যারা এই ট্যাগ পেয়ছে তারা হয়ত অনুভব করবে আমার অনুভূতি। ধন্যবাদ সবাইকে যারা আমাকে সাপোর্ট করেছেন, সাহায্য করেছেন, রাস্তা দেখিয়েছেন। সবশেষে তাদের স্পেশাল ধন্যবাদ জানাতে চাই যারা অনেক পরিশ্রম করে পড়িয়েছেন।

সকল ভেরিফাইড মেম্বারদের জানাই আমার বাংলা ব্লগে স্বাগতম ৷যারা তাদের পরিশ্রম দিয়ে আজ এই পযন্ত এসেছে ৷সবাই সবকিছু মেনে চলে কাজ করবেন৷আর এগিয়ে যাবে বহুদুর এই প্রতাশা করছি ৷সবার জন্য রইল শুভকামনা

তিন মাস অপেক্ষার পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলাম।আমাদের সাফল্যের জন্য abb-school স্কুলের সকল শিক্ষকমণ্ডলীদের কে মন থেকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁদের সহযোগিতায় আজ আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। ধন্যবাদ সবাইকে 🙏🙏🙏🙏

নতুন সকল ভেরিফাইড মেম্বারদের জন্য অভিনন্দন।যাহারা এত কষ্টের মাধ্যমে এই অবস্থায় আসতে পেরেছেন আশাকরি আপনাদের এই সাফল্য আমাদের আরও দূর থেকে বহু দুর নিয়ে যাবে।

ধন্যবাদ সবাইকে যারা কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবল নিয়ে কাজ করে এবং আমার বাংলা ব্লগের সকলের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে এবং এবিবি স্কুলের পরিক্ষায় পাশ করে লেভেল ৫ শেষ করে ভেরিফাই মেম্বার হওয়ার গৌরব অর্জন করেছেন।

যদিও সম্মানিত প্রফেসরগণ ভুলবশত আমার নামটি মিসটেক করে ফেলেছে। তারপরেও ২০ তম ব্যাচে, আমাকে ভেরিফাইড মেম্বার টেগ ‌ দেওয়া হয়েছে। এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবিবি স্কুলের সকল প্রফেসরগনদের প্রতি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যারা আজকে আমাদের এ পর্যন্ত নিয়ে আসলো তাদের জন্য অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুভকামনা ২০ এবং ২১ তম ব্যাচ এর সকল ভাই ও বোনদের প্রতি সেই সাথে যারা অনুপস্থিত এবং ফেল করেছেন তাদের জন্য শুভকামনা রইল। অতি শীঘ্রই আপনারাও সব নিয়ম মেনে ভেরিফাইড হয়ে যাবেন। সকল স্তরের ব্লগার ভাই ও বোন এবং এডমিন প্যানেলের প্রতি, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ

আমি মনে করি এবিবি স্কুলের পথ চলা সার্থক কেননা এর মাধ্যমে অনেক ছাত্র খুব ভালোভাবে শেখা লাভ করতে পেরেছে কিভাবে স্টিমেট এ কাজ করতে হয়। আমি নিজেও এবিবি স্কুলের তিন নম্বর ব্যাচের ছাত্র ছিলাম।