ইউরোপীয় স্টক ফিউচার এডজ লোকসানে; ফোকাসে FED মিটিংsteemCreated with Sketch.

in hive-129948 •  3 years ago 

IMG_20211103_052314.jpg

একটি অধীর-প্রতীক্ষিত ফেডারেল রিজার্ভ মিটিং শুরুর আগে পূর্ববর্তী সেশনের কিছু লাভ ফিরিয়ে দিয়ে গত মঙ্গলবার ইউরোপীয় স্টক মার্কেটগুলি ছোট লোকসানের সাথে খুলবে বলে আশা করা হচ্ছিল।

IMG_20211103_053124.jpg

2 AM ET (0700 GMT) এ, জার্মানিতে DAX ফিউচার চুক্তি 0.2% কম, ফ্রান্সে CAC 40 ফিউচার 0.1% কমেছিল এবং U.K-এ FTSE 100 ফিউচার চুক্তি 0.2% কমেছিল।

FTSE MIB 0.05% বেড়ে 27,206.20-এ পৌঁছে ছিল। নগদ বাজারে, DAX জার্মানি 0.75% বেড়ে 15,806.65 এ ট্রেড করেছিল। ফ্রান্সে CAC 40 0.92% বেড়ে 6,893.37-এ দাঁড়িয়েছে যেখানে U.K-এ FTSE 100 0.71% বেড়ে 7,288.35-এ দাঁড়িয়েছিল।

আমি স্টিমিটে প্রতিদিন একটি ভিন্ন ধরনের নতুন ধারণা নিয়ে পোস্ট করি, এবং এখানে আমি প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে পারি, এটি আমার জন্য প্রতিদিন একটি খুব আনন্দের দিন। আমাদের এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমি Steemit সম্প্রদায়কে ধন্যবাদ জানাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

কপিরাইট আইন লংঘন করার জন্য আপনার এই পোস্ট Mute করা হচ্ছে । আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন:
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source;

https://www.flexport.com/blog/category/economic-outlook/

ভাই ১মত মানুষ মাত্রই ভুল করে। আমার কোন ভুল হলে আমাকে সতর্ক না করে পোস্ট টি মুট করে দিলেন
। আমি কপিরাইট ফ্রী ছবি রিছাইজ করে পোস্ট করেছি।

কপিরাইট সংক্রান্ত কোনো ইস্যু থাকলে কমিউনিটিতে সেই পোস্টে রাখা হয়না। এজন্য আপনার পোস্ট মিউট করা হয়েছে।