গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ সালে গিয়েছিলাম বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ন আহমেদের স্মৃতি-বিজরিত এক স্থান নুহাশ পল্লী। আমি থাকি মানিকগন্জ । নুহাশ পল্লী হলো গাজীপুর। গিয়েছিলাম আনুমাণিক প্রায় সকাল আটটার দিকে।পৌছাতে সময় লাগে প্রায় তিন ঘণ্টার মত। মোটামুটি সকাল ১১:১৫ এর দিকে পৌছালাম।
পৌছিয়েই আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং ঘুড়াঘুরি শুরু করলাম। গেটে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়ে যায় সুইমিংপুল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সুইমিংপুলে পানি ছিলো না। তাই বলে আপনারা কিন্তু ভাববেন না সুইমিংপুলে কখনই পানি থাকে না। কতৃপক্ষকে জিজ্ঞেস করলে উনারা বলেন, পানি তুলতে কমপক্ষে ছয় ঘণ্টা সময় লাগবে। যাইহোক সুইমিংপুলে আর গা ভাষানোর সুযোগ হলো না।
সামনে এগোতেই দেখা যায় খুবই বিখ্যাত “বৃষ্টি বিলাস” যেখানে হুমায়ন আহমেদ বিশ্রাম নিতেন। এখোনো সেখানে বিশ্রামের মত ব্যবস্থা রয়েছে।
সেখানে রয়েছে হুমায়ন আহমেদের কবর। অনেক বড় বাউন্ডারি দিয়ে ঘেরা নির্জন নিরিবিলি জায়গায় শুয়ে রয়েছে তিনি।
সবচেয়ে ভালো লেগেছে দীঘি লীলাবতীতে। সেখানে বসে অনেক্ষন গল্প করলাম, সর্বোপরি সেখানে ভালো সময় কাটলো।
নুহাশ পল্লীর সরোবরে রয়েছে পাথরের তৈরি মৎসকন্যা। খুবই মনোমুগ্ধকার ডিজাইন।
বাকি অংশ অন্য কোনোদিন।
ধন্যবাদ
বাংলা সাহিত্যের ব্যাপক পরিচিত ব্যক্তিত্ব হচ্ছে হুমায়ূন আহমেদ। আসলে হুমায়ূন আহমেদের গল্প উপন্যাস আমার কাছে খুব ভালো লাগে। হুমায়ূন আহমেদের আমার খুবই একজন প্রিয় মানুষ। আপনি নুহাশ পল্লীতে ঘুরতে গিয়েছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে নেফাস পল্লীতে ঘুরতে যাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আমার এখানে সময় দেওয়ার জন্য।
আমরা একে অপরের পাশে থাকি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।
কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Image Credit: tripadvisor
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit