হুমায়ন আহমেদের নুহাশ পল্লী// ঘুড়ে এলাম

in hive-129948 •  last year 

গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ সালে গিয়েছিলাম বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ন আহমেদের স্মৃতি-বিজরিত এক স্থান নুহাশ পল্লী। আমি থাকি মানিকগন্জ । নুহাশ পল্লী হলো গাজীপুর। গিয়েছিলাম আনুমাণিক প্রায় সকাল আটটার ‍দিকে।পৌছাতে সময় লাগে প্রায় তিন ঘণ্টার মত। মোটামুটি সকাল ১১:১৫ এর ‍দিকে পৌছালাম।

nuhash-polli-entrance.jpg
সোর্স

পৌছিয়েই আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং ঘুড়াঘুরি শুরু করলাম। গেটে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়ে যায় সুইমিংপুল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সুইমিংপুলে পানি ছিলো না। তাই বলে আপনারা কিন্তু ভাববেন না সুইমিংপুলে কখনই পানি থাকে না। কতৃপক্ষকে জিজ্ঞেস করলে উনারা বলেন, পানি তুলতে কমপক্ষে ছয় ঘণ্টা সময় লাগবে। যাইহোক সুইমিংপুলে আর গা ভাষানোর সুযোগ হলো না।

images.jpg
সোর্স

সামনে এগোতেই দেখা যায় খুবই বিখ্যাত “বৃষ্টি বিলাস” যেখানে হুমায়ন আহমেদ বিশ্রাম নিতেন। এখোনো সেখানে বিশ্রামের মত ব্যবস্থা রয়েছে।

IMG20230918111504.jpg

সেখানে রয়েছে হুমায়ন আহমেদের কবর। অনেক বড় বাউন্ডারি দিয়ে ঘেরা নির্জন নিরিবিলি জায়গায় শুয়ে রয়েছে তিনি।

IMG20230918135727.jpg

সবচেয়ে ভালো লেগেছে দীঘি লীলাবতীতে। সেখানে বসে অনেক্ষন গল্প করলাম, সর্বোপরি সেখানে ভালো সময় কাটলো।

20230918_114719.jpg

20230918_121050.jpg

নুহাশ পল্লীর সরোবরে রয়েছে পাথরের তৈরি মৎসকন্যা। খুবই মনোমুগ্ধকার ডিজাইন।

16372638302044347352505.jpg
সোর্স

বাকি অংশ অন্য কোনোদিন।
ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাংলা সাহিত্যের ব্যাপক পরিচিত ব্যক্তিত্ব হচ্ছে হুমায়ূন আহমেদ। আসলে হুমায়ূন আহমেদের গল্প উপন্যাস আমার কাছে খুব ভালো লাগে। হুমায়ূন আহমেদের আমার খুবই একজন প্রিয় মানুষ। আপনি নুহাশ পল্লীতে ঘুরতে গিয়েছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে নেফাস পল্লীতে ঘুরতে যাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আমার এখানে সময় দেওয়ার জন্য।
আমরা একে অপরের পাশে থাকি।

  ·  last year (edited)

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Image Credit: tripadvisor