সিরিয়া, ইয়েমেন, লিবিয়া এবং ইউক্রেনের সংঘাতের দিকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা সংকট বর্তমান বৈশ্বিক ব্যবস্থার পতনের একটি প্রমাণ। ১ মার্চ , শুক্রবার আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে (এডিএফ) দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেছেন তিনি।
এরদোয়ান তুরস্কের দক্ষিণ ভূমধ্যসাগর উপকূলে অনুষ্ঠিত এডিএফের বক্তৃতায় বলেছেন, ‘বর্তমান শতাব্দী সংকটের কালে পরিণত হচ্ছে। কারণ নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থার আর কোনো মূল্য নেই। এটি একটি স্লোগান ছাড়া আর কিছুই নয়।'
তিনি আরও বলেছেন, ‘বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা সংহতি, ন্যায়বিচার এবং আস্থার মতো মৌলিক ধারণাগুলো বর্জিত। এমনকি তার ন্যূনতম দায়িত্বগুলোও পূরণ করতে পারছে না।'
গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের বিষয়ে তিনি বলেছেন, ‘পশ্চিমা শক্তিগুলো তেল আবিবকে তাদের নিঃশর্ত সমর্থন দিয়েছে যেন তারা ফিলিস্তিনিদের হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। গাজায় যা ঘটছে তা একটি সংঘাত নয়, এটি একটি গণহত্যা। কারণ এমনকি যুদ্ধেরও নিজস্ব নিয়ম রয়েছে। অথচ ইসরায়েলিরা সকল নিয়মকানুনকে উপেক্ষা করেছে।'
তুর্কি প্রেসিডেন্ট গাজায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের নির্মম হত্যার দিকে ইঙ্গিত করে বলেছেন, এই নির্বিচার হত্যকাণ্ড ন্যায়বিচার ও বৈশ্বিক শৃঙ্খলার প্রতি যে বিশ্বাস ছিল তাকেও কলঙ্কিত করেছে।
তিনি ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এরদোয়ান বলেছেন, ‘বিশ্ব সম্প্রদায় শুধুমাত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই ফিলিস্তিনি জনগণের প্রতি ঋণ শোধ করতে পারে।'
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রায় ৫ মাস ধরে চলা এই যুদ্ধে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।
টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://www.bangla.24livenewspaper.com/post-124939
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit