আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভাল আছেন। তো বন্ধুরা আজকে আমার এই আর্টিকেল আপনাদের বলব রাবী কাকে বলে।তো বন্ধুরা এই বিষয় নিয়ে আলোচনা করা যাক
রাবী কাকে বলে
ইসলামের হযরত মুহাম্মদ(সা:) 'এর বাণী 'কথা' কর্ম ' মৌনসম্মতি হাদিস বলে। আর যারা হাদিস বর্ণনা করে তাদেরকে রাবী বলে। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 'কথা' 'কাজ' 'কর্ম' সমূহ বর্ণনা করে তাদেরকে রাবী বলা হয়।
তো বন্ধুরা সোজা কথায় বলতে গেলে যিনি হাদিস বর্ণনা করেন তাহাকেই রাবী বলে।
বন্ধুরা আমার এই আইটিকেলটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। কোন লেখায় বা কোথাও ভুল হলে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সংশোধন করতে পারব। আর এই আর্টিকেলটি শেয়ার করে দিন অন্যদের জানতে