১৪ স্টিম পাওয়ার আপ (১০%🦊🦊🦊)

in hive-129948 •  3 years ago  (edited)
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের সবার নিয়মিত পাওয়ার আপ করা উচিত আমিও চেষ্টা করছি নিয়মিত পাওয়া লাভ করার জন্য যদিও অ্যামাউন্ট অনেক কম তবে চেষ্টা করছি ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আমি বিশ্বাস করি যেকোনো জায়গায় নিজের অবস্থানকে শক্তিশালী করতে হলে নিজস্ব ইনভেস্টমেন্ট প্রয়োজন। নিজের বিনিয়োগ থাকলে সেই জায়গার প্রতি আমাদের মায়া টা একটু বৃদ্ধি পায় বেশি। তাছাড়া নিজের একটা ক্ষমতার দরকার আছে যে কোন জায়গায় টিকে থাকতে হলে। এখানে আমরা যত বেশি পাওয়ার আপ করব আমাদের সক্ষমতা ও সমৃদ্ধি কত বৃদ্ধি পাবে। তাই নিজের ভালোটা আমরা বুঝে যত ইচ্ছা পাওয়ার আপ করব।আজ আমি ১৪ স্টিম পাওয়ার আপ করেছি ।

20220520_011015_0000.png

Screenshot_20220520-003247_Chrome.jpg
siam,.png

  • আমার ওয়ালেটে পাওয়ার পাওয়ার আপ যোগ্য স্টিম ছিল ৬৪ স্টিম।সেখান থেকে আমি ১৪ স্টিম পাওয়ার আপ করব।আমার ওয়ালেটে মোট স্টিম পাওয়ার আছে ১১৭৮ স্টিম।

Screenshot_20220520-003131_Chrome.jpg
siam,.png

  • এই পর্যায়ে পাওয়ার আপ ইন্টারফেস এ ক্লিক করে পাওয়ার প্রক্রিয়া কাজ এগিয়ে নিতে হবে।

Screenshot_20220520-003429_Chrome.jpg

siam,.png

  • যেহেতু আমি ১৪ স্টিম পাওয়ার আপ দিব তাই এমাউন্ড এর যায়গায় ১৪ স্টিম দিয়েছি। এখন পাওয়ার আপ বাটনে ক্লিক করে নতুন ইন্টারফেস এসেছি।

Screenshot_20220520-003436_Chrome.jpg
siam,.png

  • পাওয়ার আপের পরবর্তী ধাপে যাওয়ার জন্য পাওয়ার আপ বাটনে ক্লিক করে নতুন ইন্টারফেস এসে অকে বাটনে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করেছি।

Screenshot_20220520-003458_Chrome.jpg

siam,.png

  • পাওয়ার আপের পূর্বে স্টিম ছিল মোট ১১৭৪। আর স্টিম ছিল ৫৪ স্টিম।পাওয়ার আপের পরে মোট স্টিম পাওয়ার দ্বারায় ১১৯২। আর মোট স্টিম ছিল ৫৪ এখন আছে ৪০ স্টিম।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আপু। আমি আপনার উদ্যোগকে সম্মান জানাই। আপনি যেন আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। এই কামনাই করি। আমরা পাওয়ার আপকে ভালবাসি। আমরা যত পাওয়ার আপ করব আমাদের অবস্থান তত শক্ত হবে।

এই ভাবে সাপোর্ট দিয়ে পাশে থাকিয়েন ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

পাওয়ার বৃদ্ধি করা মানে নিজের শক্তি বৃদ্ধি করা সেটা ছোট হোক বা বড় এ্যামাউন্ট হোক তাতে কোন সমস্যা নেই। আপনি পাওয়ার বৃদ্ধি করে নিজের শক্তি বৃদ্ধি করছেন সেটাই বড় বিষয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আমি বিশ্বাস করি যেকোনো জায়গায় নিজের অবস্থানকে শক্তিশালী করতে হলে নিজস্ব ইনভেস্টমেন্ট প্রয়োজন।

আপনার এই কথাটির সঙ্গে আমিও একদম একমত। এর ফলে কাজ করার আগ্রহ আরো অনেক বেড়ে যায়। আপনি 14 স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য আপনি যেন এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন।

আসলেই আমাদের অনেক আগ্রহ বেড়ে যায় নিজে অবদান যখন থাকে ।

পাওয়ার বৃদ্ধি করা মনেই নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আপনি একটি বড় এমাউন্ট স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। আপনার পাওয়ার বৃদ্ধি কে সাদুবাদ জানাই।আপনার পাওয়ার বৃদ্ধি করা দেখে আমিও উৎসাহ পাই। আশা করছি আপনি খুব শিঘ্যরই আপনার লক্ষে যেতে পারবেন।
শুভকামনা রইল। 💪💪👌

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগল ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি পাওয়ার আপ করবেন আপনার সক্ষমতা তত বাড়বে। আপনার পোস্ট দেখে অনেকে উৎসাহিত হবে পাওয়ার আপ পোস্ট এর প্রতি যেমন আমিও অনেক উৎসাহিত হচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনি খুব তাড়াতাড়ি যেন আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই কামনা করি।

আপনি একদম ঠিক বলেছেন নিজের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন।

আপনার পাওয়ার আপকে সাধুবাদ জানাই ।আমাদের সবারই উচিত নির্দিষ্ট একটা এমাউন্ট প্রতি সপ্তাহে পাওয়ার বৃদ্ধি করা ।কারণ পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপু আপনাকে পাওয়ার বৃদ্ধি করার জন্য।

আপনার উদ্যোগটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। আপনি প্রতিনিয়ত ও যদি এই পাওয়ার আপ করার ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার লাগবে পৌঁছাতে পারবেন

আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

পাওয়ার বৃদ্ধির জন্য আপনাকে স্বাগতম।পাওয়ার আপের মাধ্যমে আমরা আমাদের শক্তি বৃদ্ধি করতে পারি। আপনিও পাওয়ার আপের মাধ্যমে আপনার ক্ষমতা বৃদ্ধি করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনার জন্য শুভকামনা রইলো আপু।

পাওয়ার আপ এর মাধ্যমে নিজের ওয়ালেট এর শক্তি বৃদ্ধি করা যায়। এক্ষেত্রে আমাদের নিজেদেরই সুবিধা। অনেক কাজে দেয় পাওয়ার আপ। আমিও চেস্টা করি নিয়মিত পাওয়ার আপ করতে। ।

আসলেই ঠিক বলেছেন আপনি । পাওয়ার আপের মাধ্যম আমরা নিজের ওয়ালেট এর শক্তি বৃদ্ধি করতে পারি ।

যেকোন জায়গাই নিজের জায়গা কে শক্ত করতে আমাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন এটা ঠিক বলেছেন। তবে এটাও ঠিক আমরা অধিকাংশ এখানে আমাদের ইনকাম থেকে কিছুটা পাওয়ার আপ করি। এটাও অনেক বড় একটা কিছু। পাওয়ার আপ এর বিকল্প কিছু নেই। আপনাকে পাওয়ার আপ করতে দেখে অনেক ভালো লাগছে। আমরা পাওয়ার আপ ভালোবাসি। এগিয়ে যান আপু। আপনার জন্য শুভকামনা।।

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া।শুভ কামনা রইল।

এইটা ঠিক বলেছেন নিজস্ব ইনভেস্টমেন্ট থাকলে,সেই প্লাটফর্ম এর প্রতি একটা টান থাকে।আর যাই করুন ধারাবাহিকতা ধরে রাখুন সামনে আগাইতে পারবেন ইনশাল্লাহ।

হ্যা আপনি ঠিক ধরেছেন ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনি পাওয়ার বৃদ্ধি করেছেন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে। আমরা সকলেই নিজের অবস্থান শক্ত করতে অনেক বেশি ভালোবাসি আপনি পাওয়ার বৃদ্ধির মাধ্যমে নিজের অবস্থান শক্ত করে যাচ্ছেন প্রতিনিয়ত। এভাবে পাওয়ার বৃদ্ধি করতে থাকলে একটা সময় আপনি অনেক বড় এমাউন্টের মালিক হয়ে যাবেন। শুভকামনা রইল আপু

আপনার পাওয়ার আপের লক্ষ্য খুব ভালো ভাবে বললেন আমার ভালো লেগেছে।

একের পর এক পাওয়ার আপ পোস্ট দেখে মনকে অনেক তৃপ্তি প্রদান করি। কেননা নিজেও পাওয়ার আপ করতে ভালোবাসি বা কেউ পাওয়ার আপ করলে সেখানে আত্মতৃপ্তি মেলে। ধন্যবাদ আপনাকে পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে যাওয়ার জন্য।

আপনার পাওয়ার আপ দেখে সব থেকে বেশি ভালো লাগে ভাইয়া ।

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে আমার খুবই ভালো লাগলো। পাওয়ার আপ করলে একাউন্টের সক্ষমতা বৃদ্ধি পায়। আপনি ১৪স্টিম পাওয়ার আপ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ পাওয়ার আপ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপনার পাওয়ার-আপ করে নিজের শক্তি বৃদ্ধি করছেন, এটি একটি শুভ লক্ষণ। আমার পাওয়ার খুব কম, এই সপ্তাহে চেষ্টা করব কিছু পাওয়ার বৃদ্ধি করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পাওয়ার আপকে আমরা ভালবাসি। বেশি বেশি যারা নিয়মিত পাওয়ার আপ করে তাদেরকেও আমরা ভালবাসি। আপনি ১৪ স্টিম পাওয়ার করে নিজের একাউন্টকে আরও এক ধাপ প্রো বানিয়ে নিলেন। এভাবেই ধারাবাহিকতা বজায় রাখবেন আশা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালবাসা নিবেন।

পাওয়ার আপ সত্যি আমরা অনেক বেশি ভালোবাসি।

একাউন্টঃ @abidatasnimora
পাওয়ার বৃদ্ধিঃ = 1.18846%

পাওয়ার আপ করাটা আমাদের জন্য খুব জরুরি। এর ফল আমরা সামনে পাব। যত বেশি পাওয়ার আপ তত ফায়দা। আরও বেশি বেশি পাওয়ার আপ করে যান আপু। দোয়া রইল আপনার জন্য

অনেক অনেক ধন্যবাদ আপনাকে