Superwalk-m2e সফটওয়্যারে আমার গত এক সপ্তাহের এক্টিভিটিস।

in hive-129948 •  2 months ago 

★বিসমিল্লাহির রহমানির রহিম★

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার গত এক সপ্তাহের সুপার ওয়াল্কের এক্টিভিটিস শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000008765.png

আমাদের দৈনন্দিন জীবনে নিয়মিত হাঁটাহাঁটি করা, ব্যায়াম করা প্রয়োজন। আসলে আমরা এখন এমন একটা জেনারেশন যেখানে আমরা কেউ হাঁটাহাঁটি করতে চাই না। হাঁটাহাঁটি করলে যে আমাদের শরীর ভালো থাকে, শরীর সুস্থ থাকে আমরা কম বেশি সবাই জানি। কিন্তু তা জানা সত্ত্বেও আমরা হাঁটাহাঁটি করতে চাই না। সম্প্রতি আমাদের প্রিয় সুমন ভাই আমাদের সঙ্গে সুপার ওয়াল্ক নামক একটি চমৎকার অ্যাপের পরিচয় করিয়ে দিয়েছিলেন। এই অ্যাপসের কথা খুবই সুন্দর ভাবে এবং অনেক সাবলীল ভাবে বুঝিয়েছিলেন । তার পরামর্শেই আমি অ্যাপটি ডাউনলোড করি এবং পরের দিন থেকেই হাঁটাহাঁটি শুরু করি। প্রথম দ্বিতীয় সপ্তাহে আমি অনেক হাঁটাহাঁটি করেছিলাম। যদিও তখন কোনো স্ক্রিনশট নিয়ে রাখিনি, তবুও অভিজ্ঞতাটি ছিল দারুণ। এই গত চতুর্থ সপ্তাহের হ্যাংআউটে যখন শুভ ভাই সুপার ওয়াল্কের স্ক্রিন সট শেয়ার করতে বলেছিলেন। তখন এক এক করে সবাই স্ক্রিন সট দিচ্ছিলেন, তখন আমি ও আমার স্ক্রিনশট টি দিয়ে দেই। তখন শুভ ভাই আমার স্ক্রিনশট দেখে বলেছিলেন যে বাপরে বাপ ভাই আপনি কি সারাদিন হাঁটাহাঁটির উপরে থাকেন নাকি। তাহলে এবার আমি আমার গত এক সপ্তাহের হাঁটাহাঁটি করে যা কিছু আর্ন করেছি ।সেটি এখন স্ক্রিনশট আকারে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক।

প্রথম দিন

আমার গত সপ্তাহের প্রথম দিনে আমি ১৬১০৭ স্টেপ হেঁটে ছিলাম।আমার সুপার মানি ২৫১৫০ আর সুপার ক্যাশ ২৩১৮ ছিল।

1000009706.png

দ্বিতীয় দিন

আমার গত সপ্তাহের দ্বিতীয় দিনে আমি ২৫২২ স্টেপ হেঁটে ছিলাম।আমার সুপার মানি ২৫৪১০ আর সুপার ক্যাশ ২৩১৮ ছিল।

1000009707.png

তৃতীয় দিন

আমার গত সপ্তাহের তৃতীয় দিনে আমি ৮৯২ স্টেপ হেঁটে ছিলাম।আমার সুপার মানি ২৫৪৬০ আর সুপার ক্যাশ ২৩১৮ ছিল।

1000009712.png

চতুর্থ দিন

আমার গত সপ্তাহের চতুর্থ দিনে আমি ১২৬২৭ স্টেপ হেঁটে ছিলাম।আমার সুপার মানি ২৬৩৬০ আর সুপার ক্যাশ ২৩৬৩ ছিল।

1000009708.png

পঞ্চম দিন

আমার গত সপ্তাহের পঞ্চম দিনে আমি ১১৩৭১ স্টেপ হেঁটে ছিলাম।আমার সুপার মানি ২৬৬৭০ আর সুপার ক্যাশ ২৩৬৩ ছিল।

1000009709.png

ষষ্ঠ দিন

আমার গত সপ্তাহের ষষ্ঠ দিনে আমি ১৬৬০৯ স্টেপ হেঁটে ছিলাম।আমার সুপার মানি ২৭৩১০ আর সুপার ক্যাশ ২৪০৫ ছিল।

1000009710.png

সপ্তম দিন

আমার গত সপ্তাহের সপ্তম দিনে আমি ৮৯৯২ স্টেপ হেঁটে ছিলাম।আমার সুপার মানি ২৭৮১০ আর সুপার ক্যাশ ২৪৩৭ ছিল।

1000009711.png

এই ছিল আমার গত সপ্তাহের সাত দিনের হাঁটাহাঁটির এক্টিভিটি

আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে

আল্লাহ্ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

1000006537.png

1000005954.jpg

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি ২০২৪ সালের জুলাই মাসে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।



Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।

1000006032.gif

1000006033.gif

1000005999.png

1000006034.png

1000006036.png

1000006035.gif

1000006037.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ডেইলি টাস্ক প্রুভ: 👇

1000009716.png1000009715.png1000009714.png1000009713.png

গত এক সপ্তাহে SuperWalk অ্যাপসে আপনার এক্টিভিটিস তুলে ধরেছেন দেখে খুব ভালো লাগলো ভাই। আমাদের সবার উচিত হাঁটাহাঁটির জন্য এই অ্যাপস ব্যবহার করা। আপনি দেখছি বেশ ভালোই হাঁটাহাঁটি করেছেন গত এক সপ্তাহে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

এই অ্যাপসটির দোলতে আমরা সবাই কমবেশি হাঁটাহাঁটি করার চেষ্টা করছি। এই অ্যাপসটি আসলেই খুবই উপকারী কারণ হাঁটাহাঁটি করলে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে এবং সুস্থ থাকা যায়। আপনার এক্টিভিটিস দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক হেঁটেছেন।

বেশ দারুণ এক্টিভিটিস করেছেন আপনি। যত বেশি বেশি হাঁটাহাঁটি করবেন বেশি বেশি সুস্থ থাকবেন। তাই আমাদের সব সময় চেষ্টা করতে হবে সুযোগ পেলে হয় হাটাহাটি করার।

ভাই আপনার Superwalk পোস্ট দেখলে যে কেউ বলবে আপনি অনেক হাঁটাহাঁটি করেন। আমার কাছেও তো মনে হচ্ছে আপনি সারাদিন হাঁটাহাঁটি করেন। কারণ হাঁটাহাঁটি করলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয়। আমি নিজেও হাঁটাহাঁটি করার একটি চেষ্টা করি। ভালো লাগলো আপনার সুপার ওয়ার্ক এক্টিভিটিস পোস্ট দেখে।

গত এক সপ্তাহের এক্টিভিটিস শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকার পাশাপাশি মন ও ভালো থাকে। আপনার এক্টিভিটিস দেখে বুঝা যাচ্ছে আপনি বেশ অনেক হেঁটেছেন। এভাবেই আপনার হাঁটাহাঁটির অভ্যাস বজায় রাখুন। শুভ কামনা রইলো ভাইয়া আপনার জন্য। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।